বলিউডের তারকা জুটি কারিনা কাপুর ও সাইফ আলী খান। বেশ কিছুদিন প্রেম করার পর ২০১২ সালে পরিবারের সম্মতিতেই বিয়ে করেন তারা। এরপর তাদের কোলজুড়ে এসেছে দুই পুত্রসন্তান- তৈমুর ও জাহাঙ্গীর। সুখেই সংসার কাটছে এ তারকা জুটির। এবার জানা গেল ভিন্ন খবর। কারিনাকে বিয়ে করায় সাইফ আলী খানকে নাকি হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
মূলত পতৌদি মুসলিম পরিবারের সঙ্গে হিন্দু কাপুর পরিবারের মেয়ের বিয়ের খবর শুনে এ হত্যার হুমকি দেওয়া হয়েছিল। আর সেই ঘটনা নিজেই জানালেন বলিউডের নবাব।
কারিনার বাবা রণধীর কাপুরের কাছে অজ্ঞাত কেউ হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছিলেন। যাতে লেখা ছিল, ‘এই বিয়ে হলে পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং সাইফ-কারিনার বিয়ের ভেন্যুতেও হামলা চালানো হবে।’
তবে এমন হুমকিতে মোটেও বিচলিত হননি সাইফ আলী খান। কারণ তাদের পরিবারে এ রকম ঘটনা আগেও ঘটেছে।
সাইফ জানান, ষাটের দশকে যখন তার বাব-মা মনসুর আলী খান পতৌদি ও শর্মিলা ঠাকুর ভিন্নধর্মী বিয়ে করার কারণে এমন ঘটনা ঘটেছিল।
বলিউড নবাব বলেন, ‘আমরা বিয়ে করি, কিছু মানুষ আসলে সেটা ভালোভাবে নেননি। আমার শ্বশুরের কাছে একাধিক হুমকিবার্তা এসেছিল। বলা হয়েছিল, আমাদের বিয়ের ভেন্যু নাকি বোম দিয়ে উড়িয়ে দেওয়া হবে। নয়তো পরিবারের কারও ক্ষতি করা হবে। তবে এসবে ভয় পাইনি আমি। কারণ হুমকি দেওয়া আর সেটাকে কাজে করে দেখানোর মধ্যে যে পার্থক্য রয়েছে, সেটা জানতাম।’
শর্মিলা ঠাকুর নিজেও একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, মনসুর আলী খান পতৌদির সঙ্গে তার বিয়ের সময়ে কলকাতার বাড়িতে টেলিগ্রামে হুমকিবার্তা পাঠানো হয়েছিল। যাতে লেখা ছিল ‘এরপর গুলি কথা বলবে…।’
হাসান