ঢাকা ৩ মাঘ ১৪৩১, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

মুক্তি পেল তিন সিনেমা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পিএম
মুক্তি পেল তিন সিনেমা
ছবি: সংগৃহীত

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল নতুন তিন সিনেমা। যদিও প্রযোজক-পরিবেশক সমিতির নিয়ম অনুসারে উৎসব ছাড়া এক দিনে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়া যায় না। তবে চলতি বছরের জানুয়ারিতে সেই নিয়ম ভেঙে একসঙ্গে মুক্তি পেয়েছিল তিনটি সিনেমা। বছরের শেষ মাসে আবারও একসঙ্গে তিনটি সিনেমা মুক্তি দেওয়া হলো।

গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্র্যাসি প্রাইভেট লিমিটেড’, বেলাল সানির ‘ডেঞ্জার জোন’ ও শবনম পারভীনের ‘হুরমতি’ সিনেমাগুলো।

২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। এর গল্পে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের অনেক কিছুই উন্মোচন করা হয়েছিল। ১৭ বছর পর ফারুকী ফিরছেন ৪২০-এর ডাবল আপ ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্র্যাসি প্রাইভেট লিমিটেড’ নিয়ে।

এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, আশুতোষ সুজন প্রমুখ। সিনেমাটি ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ ছাড়া সায়েন্স ফিকশন ও হরর ঘরানার সিনেমা ‘ডেঞ্জার জোন’ ২৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। বেলাল সানি পরিচালিত এতে জুটি বেঁধেছেন বাপ্পি চৌধুরী ও জলি রহমান। আরও অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত প্রমুখ।

হাসান

সিসিটিভি ফুটেজে সনাক্ত, রুদ্ধশ্বাস অভিযানে আটক সাইফের হামলাকারী

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:৫৭ পিএম
সিসিটিভি ফুটেজে সনাক্ত, রুদ্ধশ্বাস অভিযানে আটক সাইফের হামলাকারী
ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারীকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়।

এর আগে ঘটনায় জড়িত অভিযুক্তকে শেষবার মুম্বইয়ের বান্দ্রা রেলওয়ে স্টেশনের কাছে দেখা গেছে এবং তাকে ধরতে তল্লাশি চলছে বলে জানিয়েছিল পুলিশ।

বার্তাসংস্থা এএনআই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছে। এতে দেখা যাচ্ছে, পুলিশের গাড়ি থেকে নামিয়ে থানায় ঢোকানো হচ্ছে অভিষুক্তকে।

মুম্বইয়ের ডিসিপি জানান, আপাতত আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হবে।

সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের অনুমান, ঘটনার পর সকালের প্রথম লোকাল ট্রেন ধরে ভাসাই ভিরারের দিকে রওনা দেয় ওই ব্যক্তি। পরে ভাসাই, নালাসোপারা ও ভিরার এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করে মুম্বই পুলিশ।

শুক্রবার সকালে মুম্বই পুলিশ জানায়, তারা সাইফের পিঠ থেকে বের করা ছুরির অংশটি হাতে পেয়েছে। ওই ছুরির বাকি অংশ কোথায়, তা খোঁজা হচ্ছে।

লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানায়, অভিনেতার পরিবার ও চিকিৎসকরা শুক্রবারই অভিনেতাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে নিয়ে আসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

বৃহস্পতিবার বান্দ্রার ১১ তলার ফ্ল্যাটে হামলার শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলি খান। জানা যায়, এক অনুপ্রবেশকারী তার বাড়িতে ছোট ছেলের ঘরে অভিনেতার পরিচারিকার মুখোমুখি হয়। পরে সাইফ ওই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করলে ছুরি দিয়ে আক্রমণ চালায়। সাইফের শরীরে ছুরির ছয়টি আঘাত করা হয়।

পরে সাইফকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার হয়।

চিকিৎসকরা জানান, ছুরির আঘাতের কারণে সইফের মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। মেরুদণ্ড থেকে ২ দশমিক ৫ ইঞ্চি লম্বা ছুরি বের করা হয়। বর্তমানে সাইফ শঙ্কামুক্ত হলেও চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

মুম্বই পুলিশ অভিনেতার ওপর হামলায় এফআইআর করেছে। অভিযোগকারী ছোট ছেলে জেহর আয়ার বয়ান রেকর্ড করেছে পুলিশ। হামলাকারী সাইফের পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করে।

অভিযোগকারী বলেন, হেক্সো ব্লেড দিয়ে পরিচারিকাকেও আঘাত করে সেই অনুপ্রবেশকারী।

তার কথায়, ‘সে তার বাঁ হাতে কাঠের মতো কিছু এবং ডান হাতে একটি দীর্ঘ পাতলা হেক্সাে ব্লেড নিয়ে আমার দিকে ছুটে আসে। ধস্তাধস্তির সময় সে ব্লেড দিয়ে আমাকে আক্রমণ করার চেষ্টা করে। যখন আমি আমার হাত এগিয়ে নিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করি, তখন ছুরির মতো কিছু আমার দুই হাত এবং বাঁ হাতের মধ্যমা আঙুলের কাছে আমার কব্জিতে আঘাত করে। এ সময় আমি তাকে জিজ্ঞেস করলাম ‘তুমি কী চাও’, তখন সে বলে, ‘আমার টাকা দরকার’। আমি জিজ্ঞেস করলাম কত? এরপর তিনি ইংরেজিতে বলেন ‘ওয়ান ক্রোর’।

‘এরপর সে সাইফের উপরে হামলা চালায়। আমরা সবাই দৌড়ে ঘর থেকে বের হয়ে দরজা টেনে দিই। শব্দ শুনে ঘুমন্ত রমেশ, হরি, রামু ও পাসোয়ান (অন্যান্য কর্মচারীরা) বেরিয়ে আসে।’

সাইফের ওপর হামলার তদন্তকারী দলের সদস্য মুম্বই পুলিশের জোন ৯-এর ডিসিপি দীক্ষিত গেডাম, বলেন, ঘটনাটি একটি ‘ডাকাতির চেষ্টা’ ছিল এবং অভিযুক্তরা সাইফ আলি খানের বাড়িতে প্রবেশের জন্য অগ্নিনির্বাপক সিঁড়ি ব্যবহার করেছিল। সূত্র: হিন্দুস্থান টাইমস

অমিয়/

বিয়ন্সের ঘোষণা স্থগিত

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম
বিয়ন্সের ঘোষণা স্থগিত
বিয়ন্সে। ছবি: সংগৃহীত

জনপ্রিয় যুক্তরাষ্ট্রের পপ তারকা বিয়ন্সে। এই সংগীতশিল্পীর ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন একটি ঘোষণার জন্য। কারণ এই তারকা নিজেই একটি ঘোষণার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও কি নিয়ে বিয়ন্সের ঘোষণা আসছে সেটা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা করবেন এই পপ তারকা। ভক্তদের উদ্দেশে আইকনিক চমক প্রকাশের জন্য বিয়ন্সের বিশেষ পরিচিতি রয়েছে। তবে এবারের ঘোষণাটি আসলে কোনো নতুন গান, অ্যালবাম নাকি ওয়ার্ল্ড ট্যুর সম্পর্কে সেটা এখনো স্পষ্ট করেননি তিনি। ঘোষণার দেওয়ার যে তারিখ জানিয়েছিলেন বিয়ন্সে সেটাও আবার একটি পোস্টের মাধ্যমে স্থগিত করেছেন নিজেই।

সবশেষ খবর অনুযায়ী, ২০২৫ সালের জন্য এখনো কোনো ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা করেননি এই সংগীতশিল্পী। এর আগে গত ১৪ জানুয়ারি ভক্তদের উদ্দেশে একটি চমকপ্রদ ঘোষণা দেওয়ার কথা ছিল এই বিয়ন্সের। কিন্তু ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানলের কারণে ১৪ জানুয়ারি একটি ইন্সটাগ্রাম পোস্টের মধ্য দিয়ে ঘোষণাটি স্থগিত করেন তিনি। পোস্টে বিয়ন্সে বলেন, ‘লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলের কারণে যে ধ্বংসযজ্ঞের তৈরি হয়েছে সে কারণে ঘোষণাটি স্থগিত করা হলো। ঘোষণার পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে। দাবানলে যারা ক্ষতির শিকার হয়েছেন সেসব পরিবারের নিরাময় এবং ঘুরে দাঁড়ানোর জন্য আমি প্রার্থনা করছি। যারা ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’

বিয়ন্সের ফায়ার রিলিফ ফান্ড ‘বেগুড এলএ’ ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ২.৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। ভক্তদেরও সাধ্যমতো সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানান এই পপ তারকা।

হাসান

১৫ দেশের মিউজিশিয়ান ৪ দেশের শিল্পীর ‘লিভিং রুম সেশান’

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম
১৫ দেশের মিউজিশিয়ান ৪ দেশের শিল্পীর ‘লিভিং রুম সেশান’
ছবি: সংগৃহীত

শুরু হতে যাচ্ছে পাভেল আরিনের আলোচিত মিউজিক প্ল্যাটফর্ম ‘লিভিং রুম সেশান’র দ্বিতীয় সিজন। এবার দেশের পরিমণ্ডল ছাড়িয়ে আন্তর্জাতিক রূপ পেতে যাচ্ছে সংগীতের এ প্ল্যাটফর্ম। ৪ দেশের শিল্পীর গানে ১৫ দেশের মিউজিশিয়ানদের সঙ্গে নিয়ে বড় কলেবরে গান নিয়ে হাজির হতে যাচ্ছেন সংগীত পরিচালক ও চিরকুট ব্যান্ডের ড্রামার পাভেল আরিন।

লিভিং রুম সেশানের নতুন যাত্রায় এ আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট।

এ সম্পর্কে পাভেল আরিন বলেন, ‘দেশের সীমানা পেরিয়ে লিভিং রুম সেশান গানের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করল। এ যাত্রায় ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্টকে সঙ্গে পেয়ে আমি আনন্দিত। কৃতজ্ঞতা জানাই প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি।’

তিনি জানান, নির্ধারিত বিরতির পর লিভিং রুম সেশানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত শনিবার লন্ডনের বিশ্ব খ্যাত রেস্তোরাঁ দ্য আইভি টাওয়ার ব্রিজে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে।

এ সময় উপস্থিত ছিলেন পাভেল আরিন, সংগীতশিল্পী, ড্রামার ইমতিয়াজ আলী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রাহাত আমিন, নির্বাহী পরিচালক শাহ ফরহাদ প্রমুখ।

পাভেল বলেন, ‘রেকর্ডিং শুরুর পর আমরা শিল্পীর তালিকা প্রকাশ করব। এবার স্বপ্নটা সত্যিই বড় করে দেখেছি। আশা করি সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে পারব। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আমাকে সেভাবেই আশ্বস্তও করেছেন।’

উল্লেখ্য, লিভিং রুম সেশানের প্রথম সিজনে দেশের কিংবদন্তি শিল্পীদের ৯টি গান প্রকাশ করা হয়েছিল এ প্ল্যাটফর্মে। ১২টি গান দিয়ে সাজানো হয়েছে দ্বিতীয় সিজন। এ সিজনের প্রথম গান আসছে ঈদুল আজহায় প্রকাশ করবেন বলে জানিয়েছেন পাভেল।

হাসান

জলতরঙ্গ-এর বিশেষ আয়োজন

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৫ পিএম
জলতরঙ্গ-এর বিশেষ আয়োজন
ছবি: সংগৃহীত

সংগীত সংগঠন ‘জলতরঙ্গ’ সূচনা থেকেই নানা বৈচিত্র্যময় ও নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে পেরিয়েছে তার এক দশক। নতুন বছরে জলতরঙ্গ তার শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের সামনে হাজির হচ্ছে ‘তুমি এসেছিলে জীবনে আমার’ শীর্ষক স্বর্ণযুগের চিরায়ত ও কালজয়ী গান নিয়ে। আজ শুক্রবার ১৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেছে জলতরঙ্গ।

উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিল্পীদের নির্বাচিত কিছু গান পরিবেশন করবেন শিল্পীত্রয়- তানভীরা আশরাফ শ্যামা, শেফতা আলম অদিতি ও জাকির হোসেন তপন। সংগীত আসরের শুরুতে আশীর্বচন প্রদানের মাধ্যমে প্রাণিত করবেন প্রখ্যাত সংগীতচিন্তক মুত্তালিব বিশ্বাস ও অভিনেতা, আবৃত্তিকার এবং লেখক জয়ন্ত চট্টোপাধ্যায়।

এই সংগীত আসরে পরিবেশন করা হবে ‘মোরা আর জনমে হংসমিথুন ছিলাম’, ‘কে প্রথম কাছে এসেছি’, ‘যা রে উড়ে যা রে পাখি’, ‘কত কথা হলো বলা’, ‘আমার বাদল দিন’, ‘ভুল সবই ভুল’, ‘শোনো শোনো কথাটি শোনো’।

হাসান

এ দেশ থেকে সব ধরনের বৈষম্য দূর হোক: জয়া

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০২:৩০ পিএম
এ দেশ থেকে সব ধরনের বৈষম্য দূর হোক: জয়া
জয়া আহসান। ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এই অভিনেত্রীর সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নকশি কাঁথার জমিন’। আকরাম খান পরিচালিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে সিনেমায়। এতে দুই বোনের চরিত্রে জয়া ও ফারিহা শামস সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

সিনেমাটিতে অভিনয় করে প্রশংসায় ভাসছেন জয়া আহসান। ব্যবসায়িকভাবে সফলতা না পেলেও সিনেমার গল্প, নির্মাণ এবং জয়া আহসানের অভিনয় সবার হৃদয় কেড়েছে। তবে জয়া আহসান অভিনয়ের পাশাপাশি সামাজিক কাজ নিয়েও সব সময় আলোচনায় থাকেন। দেশের বিরাজমান পরিস্থিতি নিয়েও সব সময় সোশ্যাল মিডিয়ায় সরব এই তারকা অভিনেত্রী। এবার তিনি ‘আদিবাসী’ নাগরিকদের নিয়ে নিজের মতামত জানালেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

গতকাল ১৬ জানুয়ারি জয়া আহসান তার ফেসবুকে লিখেন, ‘আদিবাসী’ নাগরিকদের রক্তে ঢাকার রাস্তা যেভাবে রক্তাক্ত করা হলো, সেটা মর্মান্তিক। এই রক্ত বৈষম্যবিরোধী আন্দোলনের জখম আত্মা থেকেই বের হলো। কারণ বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও শরিক হয়েছিল। একদিকে আমরা সংবিধানের বৈষম্য দূর করতে চাচ্ছি, অন্যদিকে সংবিধানের দোহাই দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ওপর হামলা করছি। আমাদের ইমান ঠিক আছে তো? এ দেশ থেকে সব ধরনের বৈষম্য দূর হোক।’

হাসান