
খ্যাতিমান গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ। দীর্ঘ গানের ক্যারিয়ার তার। অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি। তবে অডিও গানে নিয়মিত কাজ করলেও সিনেমার গানে খুব বেশি দেখা যায়নি প্রিন্স মাহমুদকে। ২০২৩ সালে ‘প্রিয়তমা’ সিনেমায় ‘ঈশ্বর’ দিয়ে সিনেমার গানে নতুন এক মাত্রা যোগ করেছেন এই সুরস্রষ্টা।
এরপর গত বছর রাজকুমার সিনেমাতেও আলোচিত গান উপহার দেন তিনি। এবার নতুন আরও একটি সিনেমার গান করলেন প্রিন্স মাহমুদ। এবার গানটি গেয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা। এই গানটি তৈরি করা হয়েছে ‘জংলি’ সিনেমার জন্য। দ্বৈত গানটির শিরোনাম ‘জনম জনম’। প্রিন্স মাহমুদের কথা ও সুরে এর সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। আগামী ভালোবাসা দিবসে গানটি প্রকাশ করা হবে বলে গানের শিল্পীরা জানান।
‘জনম জনম’ গানটি ছাড়াও ‘জংলি’ সিনেমার আরও তিনটি গান তৈরি করছেন প্রিন্স মাহমুদ। এ নিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ সংগীত ক্যারিয়ারের এবারই প্রথম কোনো সিনেমায় সব গানের সুরকার হিসেবে আমাকে পাওয়া যাবে। যদিও ‘জংলি’র আগে আরেকটি সিনেমার সব গান তৈরি করে দেওয়ার দায়িত্ব নিয়েছি। তবে সেই সিনেমা মুক্তি পেতে আরও দেরি হবে। সে হিসেবে ‘জংলি’ হতে পারে প্রথম সিনেমা, যার সব গানের সুর নিজের। এ সিনেমায় যারা প্লেব্যাক করেছেন, তারা সবাই নিজের সেরা গায়কী তুলে ধরার চেষ্টা করেছেন। সুরকার হিসেবে আমিও আমার জায়গায় ভালো করার সর্বোচ্চ চেষ্টা করেছি। ফলে দারুণ কিছু গান হয়েছে। আমার বিশ্বাস, ঈদে মুক্তি পেতে যাওয়া ‘জংলি’ সিনেমার গানগুলো সবার ভালো লাগবে।’
/আবরার জাহিন