ছবি: সংগৃহীত
ছোট পর্দার প্রিয়মুখ তানজিম সাইয়ারা তটিনী। শোবিজে পথচলা অল্প দিন হলেও মিষ্টি হাসির এই অভিনেত্রী জয় করছেন দর্শকের মন। বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন নাটক নিয়েই ব্যস্ত। তার নাটক মানেই দর্শকের বাড়তি আগ্রহ। তাই প্রযোজক ও পরিচালক তার ওপর ভরসা করেন। এই অভিনেত্রী এখন বেশ ব্যস্ত সময় অতিক্রম করছেন।
এই অভিনেত্রী সহশিল্পীদের নিয়ে মোটেও চিন্তিত থাকেন না। এ বিষয়ে তটিনী গণমাধ্যমকে বলেন, বরাবরই আমি সবার সঙ্গে কাজ করি। আমার কারও প্রতি কোনো খারাপ লাগা নেই। এটা আসলে আর্টিস্টদের ওপর নির্ভর করে না। নির্মাতারা নির্ধারণ করেন তাদের গল্পে জুটি হিসেবে কাকে মানাবে। আমার কাজ নির্মাতার চাহিদা অনুযায়ী গল্পকে ফুটিয়ে তোলা।
তটিনীকে সব সময় রোমান্টিক ফিকশনে দেখা যায়। এর অবশ্য কারণ আছে। এ প্রসঙ্গে এই অভিনেত্রী বললেন, ‘অভিনয়শিল্পী হিসেবে বিভিন্ন গল্প, চরিত্রই আমাদের কাম্য থাকে। তবে আমি শুরু থেকেই রোমান্টিক ঘরানার গল্পে কাজ করেছি। তাই হয়তো নির্মাতা মনে করেন আমাকে এ ধরনের গল্পেই মানাবে। কিন্তু তার মানে এই না যে আমি ভিন্নরকম গল্পে কাজ করিনি।’
এবারের ঈদেও তটিনীকে দেখা যাবে পুরান ঢাকার সূত্রাপুরের গল্প ‘প্রেম ভাই’ শিরোনামের রোমান্টিক নাটকে। সজিব খানের গল্পে সেজান নুরের সংলাপে ঈদের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এতে জুটি হয়ে অভিনয় করেছেন তটিনী ও তৌসিফ মাহবুব।
এই নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক খুব বেশি আগাম বলতে নারাজ। তবুও আভাস দিলেন এভাবে, সূত্রাপুর এলাকায় গত দুই বছর ধরে কাজ করে যাচ্ছে সব সমস্যার সমাধান করা প্রেম ভাই। বিশেষ করে এলাকার তরুণ টগবগে যুবক, প্রেমিক-প্রেমিকাদের একমাত্র আশা-ভরসা এই প্রেম ভাই। এই প্রেম ভাই অনার্স শেষ করে এলাকাতেই থেকে গেছে। দুই বছর আগে শিলা নামের এক মেয়ের সঙ্গে এক বছর প্রেম করেছে। চাকরি বা ব্যবসা করে না বলে শিলার প্রেম ভেঙে যায়।
শিলার চলে যাওয়াটা প্রেমের কাছে মোটেও সহজ ব্যাপার ছিল না। মূলত এই হারানোর ব্যথা কিংবা বিরহের দাগ বুকে নিয়ে নতুন মিশনে নামে প্রেম ভাই। যে মিশনের কারণে রাতারাতি এলাকার সকল তরুণ-তরুণী আর প্রেমিক-প্রেমিকার নয়নমণি হয়ে ওঠে প্রেম ভাই।
সিএমভির ব্যানারে নির্মিত এ নাটকে অভিনয় প্রসঙ্গে তটিনী বলেন, ‘অসাধারণ গল্পের নাটক এটি। এখানে আমি শিলা নামের চরিত্রে অভিনয় করেছি। পুরান ঢাকার সূত্রাপুরের গল্প এটা। যে গল্পে উঠে আসবে সেই এলাকার বিভিন্ন সমস্যার চিত্র। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
/শাকিল