ঢাকা ৭ চৈত্র ১৪৩১, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
English
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হলো শাওন-সাবাকে

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৪ পিএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম
পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হলো শাওন-সাবাকে
অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আফরোজ শাওন এবং সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শাওন ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তার মা তহুরা আলী জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী।

অপরদিকে সোহানা সাবার বিরুদ্ধে অভিযোগ আছে, গত বছর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনিসহ শিল্পীদের একাংশ হোয়াটসঅ্যাপে ‘আলো আসবেই’ নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন। 

সুমন/

সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন বর্ষা

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৭:১২ পিএম
সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন বর্ষা
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছেন। ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এ সিনেমায় অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। এরপর জুটি হয়ে অভিনয় করেছেন বেশ কয়েকটি ছবিতে। 

সম্প্রতি স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এমন সিদ্ধান্তের কথা জানান বর্ষা। তিনি বলেন, ‘হাতে তিন-চারটি সিনেমা আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো সিনেমা করতে চাই না। এটা করাটাও সুন্দর দেখায় না। কারণ, একটা বয়স পর্যন্ত মানুষের নায়িকা ভাব থাকে, দেখতেও সুন্দর লাগতে হবে। আমার মনে হয়, সেই সময়টা চলে গেছে। এ ছাড়া আমার সন্তানরাও বেশ বড় হয়েছে।’ 

বর্ষার ভাষ্যে, ‘আমি খুব বাস্তববাদী মানুষ। ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি। আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে। ততদিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও তাই।’
এ সময় অনন্ত জলিল বলেন, ‘এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তাও সে এ কথা বলছে।’
অনন্ত জলিল ও বর্ষার সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে। তাদের কথাও বলেন এই নায়িকা।
বর্ষা বলেন, ‘আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ 

শুধু নিজের ব্যাপারে না, অনন্ত জলিলও অভিনয় চালিয়ে যাবেন কি না সে বিষয়েও কথা বলেন বর্ষা। তিনি বলেন, ‘অনন্ত চাইলে কাজ করে যেতে পারে। কারণ আমি জানি তাকে নারীদের ভিড়ে ছেড়ে দিয়ে আসলেও সে ঠিকই তার কাজটা শেষ করে ঘরেই ফিরবে। অন্য নারীদের দিকে তাকাবেও না।’ 

/শাকিল  

ঈদে সালমার ‘বরবাদ’

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০১:৩৮ পিএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০১:৪১ পিএম
ঈদে সালমার ‘বরবাদ’
সংগীতশিল্পী সালমা। ছবিঃসংগৃহীত।

ঈদ উপলক্ষে জি-সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে ঈদের নতুন ফোক গান ‘বরবাদ’। দ্বৈত কণ্ঠে গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা ও জুয়েল। 

গানটির কথা লিখেছেন আশিক বন্ধু। সুর ও সংগীত করেছেন সুমন কল্যাণ। গানটির শিল্পী সালমা বলেন, ঈদ উৎসবে ‘বরবাদ’ গানটি দিগুণ আনন্দ বাড়িয়ে দেবে। ঈদের জন্য চমৎকার একটা উৎসবমুখর গান আমার ভক্ত-শ্রোতাদের জন্য প্রকাশ হয়েছে। পার্টিতে অনুষ্ঠানে সবাই গানটি শুনে মজা করতে এবং নাচতে পারবে। বেশ রিদমিক তালের গান। দর্শক-শ্রোতাদের কাছে গানটি জনপ্রিয়তা পাবে আশা রাখছি।

/ফারজানা ফাহমি

জীবনে ভারসাম্য চান র‌্যাচেল

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:৩৫ এএম
জীবনে ভারসাম্য চান র‌্যাচেল
ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী র‌্যাচেল জেগলার বর্তমানে তার আসন্ন সিনেমা ‘স্নো হোয়াইট’ মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন, ব্যক্তিগত জীবনে ভীষণ ইচ্ছে তার নিজের একটা পরিবার হোক। এমনকি র‌্যাচেল পেশাজীবনেও মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চান। মূলত এ দুটির মধ্যে ভারসাম্য রাখতে চান ‘স্পেলবাউন্ড’খ্যাত এ তারকা। 

প্রসঙ্গটি নিয়ে জেগলার অ্যালুরকে বলেন, ‘আমি একটি পরিবার চাই কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কাজও করতে চাই। আমি পর্দায় গল্প বলতে ভালোবাসি। কখনোই এটা বন্ধ করতে চাই না কিন্তু সত্যিই আমি এমন একটি দিনের অপেক্ষায় আছি যেদিন বাড়ি ফিরে আমার জীবনসঙ্গীকে দেখতে পাব। বিয়ে করব, আমারও বাচ্চা থাকবে, কুকুর থাকবে এবং মনে হবে যেন জীবনে সবকিছু করে ফেলেছি।’ 

ব্রিটিশ এক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই অভিনেত্রী নতুন মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমায় তার চরিত্র স্নো হোয়াইট এবং তার বাস্তব জীবনের মধ্যে কিছু মিল দেখতে পাচ্ছেন। জেগলার বলেন, ‘স্নো হোয়াইট তার নিজের লক্ষ্যেই আছে এবং এক সময়ে সে প্রেমে পড়ে যায় যেটা সত্যিই অসাধারণ। এটাই জীবন। কখন কার সঙ্গে কী ঘটবে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি না।’ 

জেগলার বিশ্বাস করেন, তরুণদের জন্য ‘স্নো হোয়াইট’-এর মতো সিনেমা দেখা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘পরবর্তী প্রজন্মের জন্য স্নো হোয়াইটের মতো সিনেমা দেখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি সঠিক কাজ করলে সেখানে ভুলের কোনো অবকাশই থাকে না।’ উল্লেখ্য, ছবিটিতে গ্যাল গ্যাদত ইভিল কুইনের ভূমিকায় অভিনয় করেছেন। 

/শাকিল  

‘সিকান্দার’-এর মুক্তির তারিখ চূড়ান্ত

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১০:৩৫ এএম
‘সিকান্দার’-এর মুক্তির তারিখ চূড়ান্ত
ছবি: সংগৃহীত

বলিউডে গত কয়েক বছর ঈদুল ফিতরের সময়ে সালমান খানের সিনেমা মুক্তি যেন অবধারিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবারও সেটার ভিন্ন কিছু হচ্ছে না। আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত আলোচিত ছবি ‘সিকান্দার’। সিনেমাটি ৩০ মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। 

এটি নির্মাণ করেছেন এআর মুরুগাদোস; যিনি ‘গজিনি’ এবং ‘থুপাক্কি’র মতো সুপারহিট সিনেমা তৈরি করে অনেক খ্যাতি পেয়েছেন। ‘সিকান্দার’-এর মুক্তির তারিখ নিয়ে ভক্তদের মধ্যে দিন দিন আগ্রহ যেন বেড়েই চলেছে। কারণ ছবিটি ঈদের সময়ে মুক্তি দেওয়া হচ্ছে। এ ছাড়া সে সময়ে মহারাষ্ট্রে গুড়ি পদোয়া এবং দক্ষিণ ভারতে উগাদির মতো প্রধান উৎসব উদযাপিত হবে। বিষয়টি উৎসবের উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। 

বলিউড ভাইজান সালমান খান সম্প্রতি সিনেমার একটি পোস্টার ইনস্টাগ্রামে পোস্ট করে তার ক্যাপশনে মুক্তির তারিখ ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, ‘৩০ মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে দেখা হবে। সিকান্দার পরিচালনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।’ আর নির্মাতা মুরুগাদোস পিঙ্কভিলাকে এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, ২ ঘণ্টা ২০ মিনিটের ছবিটি মোট দুটি অংশে ভাগ করা হয়েছে। প্রথমার্ধটি ১ ঘণ্টা ১৫ মিনিট এবং দ্বিতীয়ার্ধ ১ ঘণ্টা ৫ মিনিটের।

ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘মূলত সব ধরনের দর্শকের কথা মাথায় রেখে ‘সিকান্দার’ তৈরি করা হয়েছে। এটি খুব আবেগপূর্ণ একটি চলচ্চিত্র এবং আমরা সালমান স্যারের ভক্ত থেকে শুরু করে জনসাধারণ, পারিবারিক এবং সব শ্রেণির দর্শকের কথা চিন্তা করে ছবিটি নির্মাণ করেছি।’ 

তারকাবহুল এই সিনেমায় সালমান, রাশমিকা ছাড়াও কাজল আগরওয়াল, সত্যরাজ, শারমন যোশি, প্রতীক বব্বর, অঞ্জিনী ধাওয়ান এবং যতীন সারনার মতো তারকারা অভিনয় করেছেন। 

/শাকিল  

প্রেম ভাইয়ের নায়িকা…

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৯:৩৫ এএম
প্রেম ভাইয়ের নায়িকা…
ছবি: সংগৃহীত

ছোট পর্দার প্রিয়মুখ তানজিম সাইয়ারা তটিনী। শোবিজে পথচলা অল্প দিন হলেও মিষ্টি হাসির এই অভিনেত্রী জয় করছেন দর্শকের মন। বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন নাটক নিয়েই ব্যস্ত। তার নাটক মানেই দর্শকের বাড়তি আগ্রহ। তাই প্রযোজক ও পরিচালক তার ওপর ভরসা করেন। এই অভিনেত্রী এখন বেশ ব্যস্ত সময় অতিক্রম করছেন। 

এই অভিনেত্রী সহশিল্পীদের নিয়ে মোটেও চিন্তিত থাকেন না। এ বিষয়ে তটিনী গণমাধ্যমকে বলেন, বরাবরই আমি সবার সঙ্গে কাজ করি। আমার কারও প্রতি কোনো খারাপ লাগা নেই। এটা আসলে আর্টিস্টদের ওপর নির্ভর করে না। নির্মাতারা নির্ধারণ করেন তাদের গল্পে জুটি হিসেবে কাকে মানাবে। আমার কাজ নির্মাতার চাহিদা অনুযায়ী গল্পকে ফুটিয়ে তোলা। 

তটিনীকে সব সময় রোমান্টিক ফিকশনে দেখা যায়। এর অবশ্য কারণ আছে। এ প্রসঙ্গে এই অভিনেত্রী বললেন, ‘অভিনয়শিল্পী হিসেবে বিভিন্ন গল্প, চরিত্রই আমাদের কাম্য থাকে। তবে আমি শুরু থেকেই রোমান্টিক ঘরানার গল্পে কাজ করেছি। তাই হয়তো নির্মাতা মনে করেন আমাকে এ ধরনের গল্পেই মানাবে। কিন্তু তার মানে এই না যে আমি ভিন্নরকম গল্পে কাজ করিনি।’ 

এবারের ঈদেও তটিনীকে দেখা যাবে পুরান ঢাকার সূত্রাপুরের গল্প ‘প্রেম ভাই’ শিরোনামের রোমান্টিক নাটকে। সজিব খানের গল্পে সেজান নুরের সংলাপে ঈদের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এতে জুটি হয়ে অভিনয় করেছেন তটিনী ও তৌসিফ মাহবুব।

এই নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক খুব বেশি আগাম বলতে নারাজ। তবুও আভাস দিলেন এভাবে, সূত্রাপুর এলাকায় গত দুই বছর ধরে কাজ করে যাচ্ছে সব সমস্যার সমাধান করা প্রেম ভাই। বিশেষ করে এলাকার তরুণ টগবগে যুবক, প্রেমিক-প্রেমিকাদের একমাত্র আশা-ভরসা এই প্রেম ভাই। এই প্রেম ভাই অনার্স শেষ করে এলাকাতেই থেকে গেছে। দুই বছর আগে শিলা নামের এক মেয়ের সঙ্গে এক বছর প্রেম করেছে। চাকরি বা ব্যবসা করে না বলে শিলার প্রেম ভেঙে যায়।

শিলার চলে যাওয়াটা প্রেমের কাছে মোটেও সহজ ব্যাপার ছিল না। মূলত এই হারানোর ব্যথা কিংবা বিরহের দাগ বুকে নিয়ে নতুন মিশনে নামে প্রেম ভাই। যে মিশনের কারণে রাতারাতি এলাকার সকল তরুণ-তরুণী আর প্রেমিক-প্রেমিকার নয়নমণি হয়ে ওঠে প্রেম ভাই। 

সিএমভির ব্যানারে নির্মিত এ নাটকে অভিনয় প্রসঙ্গে তটিনী বলেন, ‘অসাধারণ গল্পের নাটক এটি। এখানে আমি শিলা নামের চরিত্রে অভিনয় করেছি। পুরান ঢাকার সূত্রাপুরের গল্প এটা। যে গল্পে উঠে আসবে সেই এলাকার বিভিন্ন সমস্যার চিত্র। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ 

/শাকিল