
নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু। মঞ্চ, টেলিভিশন, সিনেমা এবং বিজ্ঞাপনচিত্র সব মাধ্যমেই কাজ করেন নিয়মিত। তার অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন দর্শক হৃদয়। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। বিশেষ করে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে দর্শকদের আস্থার জায়গা তৈরি করেছেন ফজলুর রহমান বাবু। এবার ভিন্ন লুকে একটি বিজ্ঞাপনচিত্রে হাজির হচ্ছেন এই অভিনেতা।
গত ১০ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে। এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা রানা মাসুদ। পূর্বাচল ভ্যালি ল্যান্ড প্রজেক্ট এর এই বিজ্ঞাপনে এককভাবে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। আগামী রমজানের শুরুতেই দেশের বিভিন্ন টেলিভিশন এবং স্যোশাল মিডিয়ায় বিজ্ঞাপনটি দেখা যাবে।
বিজ্ঞাপনটিতে ছিলেন সহকারী পরিচালক অভ্র মাহমুদ, ক্যামেরায় রিংকন খান, মেকআপ জাহাঙ্গীর, কস্টিউম দিবা, মিউজিক রিপন খান। গল্প বেইজড এই বিজ্ঞাপনটি সম্পর্কে ফজলুর রহমান বাবু বলেন, ‘দারুণ একটি কাজ করলাম। রানা মাসুদ আমাদের দেশের একজন প্রথিতযশা বিজ্ঞাপন নির্মাতা। তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। বিজ্ঞাপনে থিমটি দারুণ। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে। আমি কাজটি নিয়ে ভীষণ আশাবাদী।’
এ সম্পর্কে নির্মাতা রানা মাসুদ বলেন, ‘এটি আমার একটি প্রিয় কাজ। বাবু ভাইয়ের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তিনি অসাধারণ একজন অভিনেতা। আমার নির্মিত এই বিজ্ঞাপনে বাবু ভাইকে একেবারেই ভিন্ন লুকে দেখা যাবে। আমি বিশ্বাস করি বিজ্ঞাপনটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।’
উল্লেখ্য, রানা মাসুদ সম্প্রতি ‘আতর’ সিনেমা নির্মাণের জন্য সেরা পরিচালক হিসেবে ট্রাব অ্যাওয়ার্ড পেয়েছেন।
/ তাসনিম তাজিন