
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআরের সঙ্গে আসন্ন ছবি ‘ওয়ার ২’এর শুটিং সেটে আহত হয়েছেন বলিউডের 'গ্রিক গড'খ্যাত অভিনেতা হৃতিক রোশন।
এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ওয়ার ২। ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন সিনেমাটির জন্য। তবে হৃতিকের দুর্ঘটনার খবরে চিন্তিত ভক্তরা।
জানা গেছে, হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর ছবির একটি গানের রিহার্সালের সময় পায়ে চোট পান হৃতিক। চিকিৎসকরা তাকে প্রায় এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
তবে এ ঘটনায় ছবিটি মুক্তির তারিখ পরিবর্তনের কোনো খবর পাওয়া যায়নি। তবে গানটির শুটিং আবার মে মাসে হতে পারে বলে জানা গেছে।
আদিত্য চোপড়ার ‘যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স’এর সিনেমাটি পরিচালনা করেছেন অয়ন মুখোপাধ্যায়। তিনি এর আগে 'ব্রহ্মাস্ত্র' সিনেমার মাধ্যমে বলিউডে সাড়া ফেলেছিলেন।
২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ‘ওয়ার’এর সিক্যুয়েল ওয়ার ২ তে হৃতিক ও জুনিয়র এনটিআর ছাড়াও নায়িকা হিসেবে দেখা যাবে কিয়ারা আদভানিকে। এ ছাড়া জুনিয়র এনটিআর এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন।
সবকিছুু ঠিক থাকলে এ বছরের আগস্টে মুক্তি পাবে সিনেমাটি।
মেহেদী/