
হলিউডের জনপ্রিয় জুটি গিগি হাদিদ ও ব্র্যাডলি কুপার। লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং ইরিনা শায়েকের সঙ্গে দুজনের বিচ্ছেদের পরই ২০২৩ সাল থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। ভক্তদের কাছেও জুটি হিসেবে এ দুজন বেশ সমাদৃত। এবার প্রেমিককে নিয়ে মুখ খুললেন গিগি। ব্র্যাডলি কুপারের সঙ্গে সম্পর্ক কীভাবে তার সৃজনশীল দৃষ্টিভঙ্গির প্রসারণ ও জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে সে সম্পর্কে কথা বলেছেন এই আমেরিকান ফ্যাশন মডেল।
গিগি হাদিদ বিশদভাবে জানান, কুপার তার ব্যক্তিগত ও শৈল্পিক বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। জনপ্রিয় ম্যাগাজিন ‘ভোগ’-এর এপ্রিল সংখ্যার জন্য দেওয়া এক সাক্ষাৎকারে এই আমেরিকান সুপার মডেল বলেন, ‘ব্র্যাডলি আমার সৃজনশীল দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে সাহায্য করেছেন। তিনি আমাকে থিয়েটারে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন এবং এটি আমার জীবনে ফিরিয়ে আনার জন্য তাকে ধন্যবাদ।’
এ ছাড়া এই তারকা একটি স্বাভাবিক সম্পর্ক টিকিয়ে রাখা যে কতটা কঠিন সে সম্পর্কেও ব্যাখ্যা করেছেন। এটা শুধু তারকাদের ক্ষেত্রেই নয়, বরং যারা সাধারণ জীবনযাপন করেন তাদের ক্ষেত্রেও।
কুপারের সঙ্গে তার সুখী এবং ভালোবাসার বন্ধনের কথা বলতে গিয়ে গিগি বলেছিলেন, ‘একটি সম্পর্কের ক্ষেত্রে আপনি কি চান এবং আপনার কতটুকু প্রাপ্য, সেটা জানা জরুরি। তার পর একজন যোগ্য ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে খুঁজে পাওয়া এবং সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেরই সর্বোচ্চ চেষ্টা করা। এক্ষেত্রে আমি নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করি।’
প্রেমিকের প্রতি নিজের উচ্ছ্বাস প্রকাশ করে গিগি বলেন, ‘একজন সৃজনশীল ব্যক্তি হিসেবে আমি তাকে অনেক সম্মান করি। আমার মনে হয়, উৎসাহ এবং ন্যায্য বিশ্বাসের মতো অনেক কিছুই তার কাছ থেকে আমি পেয়ে থাকি।’
/শাকিল