
শাহরুখ খান অভিনীত জনপ্রিয় বলিউড সিনেমা ‘দেবদাস’। ২০০২ সালে মুক্তি পাওয়া এই ব্লকবাস্টার সিনেমার নির্মাতা ছিলেন সঞ্জয়লীলা বনসালি। ছবির গল্প, শাহরুখ ও ঐশ্বরিয়ার রসায়ন সবাইকে এতটাই মুগ্ধ করেছিল যে, তা এখনো কোটি কোটি ভক্ত-দর্শকের হৃদয়ে জায়গা করে আছে।
জানা গেছে, এই ছবিটির কারণে ২০০১ সালে মুম্বাইয়ে বাধ্য হয়ে শতাধিক বিয়ে স্থগিত করতে হয়েছিল। নন্দিত ঔপন্যাসিক শরৎচন্দ্রের জনপ্রিয় ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছিল। ছবিটিতে ঐশ্বরিয়া ও মাধুরী দীক্ষিতের পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান
সম্প্রতি চলচ্চিত্রটিতে কাজের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছেন ‘দেবদাস’-এর চিত্রগ্রাহক বিনোদ প্রধান। ফ্রাইডে টকিজকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান মুম্বাইতে নির্মিত চন্দ্রমুখী কোঠার প্রায় ১ কিলোমিটার দীর্ঘ সেট সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেন, ‘সহকারীসহ আমি ছবির সেট কীভাবে তৈরি করা হচ্ছে, সেটা দেখতে গিয়েছিলাম। কিন্তু সেটে গিয়ে তো আমরা সবাই হতবাক! এতবড় সেট কীভাবে আলোকিত করব, সেটা ভেবে চিন্তায় পড়ে যাই। পুরো সেট ঘুরে এসে আমার সহকারীকে বললাম চারদিকে ১০০ ওয়াটের বাল্ব লাগিয়ে দিতে। এভাবেই আমরা সেটে আলোর ব্যবস্থা করেছিলাম। এ জন্য তারা বলে থাকে যে, সেটের জন্য মুম্বাইয়ে থাকা সব জেনারেটর আমি ব্যবহার করেছিলাম।’
মুম্বাই শহরে সেই সময়ে অনুষ্ঠেয় বিয়েগুলোতে যার প্রভাব পড়েছিল। জেনারেটরের ওপর একচেটিয়া চাপের কারণে বিয়ে স্থগিত হওয়া প্রসঙ্গে বিনোদ প্রধান বলেছিলেন, ‘এলাকাটি এত বেশি বড় ছিল যে, আমাদের অনেক জেনারেটর ব্যবহার করতে হয়েছিল। তারা মজা করে বলতেন, বিনোদ সাহেবের কারণে এত বেশিসংখ্যক বিয়ে বাতিল হওয়ার কারণ বিয়েগুলোতে সে সময়ে কোনো জেনারেটর ব্যবহার করা সম্ভব হয়নি।’
উল্লেখ্য, ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটির বাজেট ছিল ৫০ কোটি রুপি। আর বিশ্বব্যাপী এটি আয় করেছিল ১৬৮ কোটি। সেই সময়ে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্র ছিল এটি, যা ব্লকবাস্টারের তকমা পেয়েছিল।
/শাকিল