
বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট হিসেবে পরিচিত অভিনেতা আমির খান। গতকাল (১৪ মার্চ) এ তারকা ৬০ বছর বয়স পূর্ণ করলেন। জন্মদিন উপলক্ষ্যে গত বুধবার নিজ বাড়িতে ঘরোয়াভাবে উদযাপনের ব্যবস্থা করেছিলেন এ অভিনেতা। আর সেখানে তার পরিবার ছাড়াও আমিরের নতুন প্রেমিকা গৌরী স্প্রাটও উপস্থিত ছিলেন।
গণমাধ্যমের সামনে নিজের থেকে ১৪ বছরের ছোট গৌরিকে পরিচয় করিয়ে দেন তিনি। যদিও সংবাদকর্মীদের উদ্দেশ্যে আমিরের অনুরোধ ছিল তারা যেন গৌরীর গোপনীয়তার বিষয়টি বিবেচনা করে কোনপ্রকার ছবি না তোলেন। জানা যায়, লগান’খ্যাত এ অভিনেতার প্রেমিকা মূলত একজন অ্যাংলো ইন্ডিয়ান। তার বাবা আদতে একজন তামিল-ব্রিটিশ আর মা পাঞ্জাবি-আইরিশ। তবে নিজেকে ভারতীয় হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
গত দেড় বছর ধরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও তাদের পরিচয় হয়েছিল ২৫ বছর আগে। আমির খান তার ছোট বোনের মাধ্যমে প্রথম গৌরী স্প্রাটের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। লন্ডন থেকে পড়াশোনা শেষ করার পর বর্তমানে তিনি আমির খানের প্রযোজনা সংস্থায় কাজ করছেন।
এখন পর্যন্ত আমির মোট দু’বার বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রীর নাম রীনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। ২০০৫ সালে কিরণকে বিয়ে করার পর ২০২১ সালে এসে বিচ্ছেদের ঘোষণা দেন। আমিরের আগের দুই সংসারে মোট তিনটি সন্তান রয়েছে। বর্তমানে গৌরী এবং তার ছয় বছর বয়সী একমাত্র ছেলেকে নিয়ে একসাথেই থাকছেন এ অভিনেতা।
প্রসঙ্গত, গৌরী স্প্রাটকে আমির খানের পরিবার এবং সন্তানেরাও বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি।
/শাকিল