
বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাহুল দেব। এবার এই অভিনেতা প্রথমবারের মত বাংলাদেশি সিনেমায় কাজ করতে যাচ্ছেন। পরিচালক আসিফ ইকবাল জুয়েলের আসন্ন ‘ফোর্স’ শিরোনামের একটি সিনেমায় কাজ করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক নিজেই।
কিছুদিন আগেই ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় পাকিস্তানি মডেল ও অভিনেত্রী জারা আহমেদ। এবার আসিফ জানালেন, ছবিটিতে বলিউড অভিনেতা রাহুল দেবও থাকছেন। এই প্রথম বাংলাদেশি কোন সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি।
সিনেমা কাজ প্রসঙ্গে পরিচালক জানান, এখন সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১০ এপ্রিল থেকে এফডিসিতে এটির শুটিং শুরু হবে। ছবিটিতে নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের ম্যাক দিদার এবং নায়িকা হিসেবে কাজ করবেন পাকিস্তানি অভিনেত্রী জারা আহমেদ।
ছবিতে চুক্তিবদ্ধ হওয়া নিয়ে রাহুলের ম্যানেজার রাম দেশের এক সংবাদমাধ্যমকে জানান, ফোর্স ছবিতে রাহুল দা চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী এপ্রিলে এটির শুটিংয়ে অংশ নিতে তিনি বাংলাদেশে যাবেন।
/শাকিল