
বেশ কিছুদিন যাবৎ বলিউড সুপারস্টার আমির খানের নতুন প্রেমের খবর নিয়ে আলোচনা-সমালোচনা চলছে নেটদুনিয়ায়। প্রেমের খবর জানাজানি হওয়ার পর প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন আমির খান।
মঙ্গলবার (১৮ মার্চ) মুম্বাইয়ে এক্সেল এন্টারটেইনমেন্টের অফিসের বাইরে আমির ও গৌরীকে দেখতে পাওয়া যায়।
গৌরী অফিস থেকে বের হচ্ছিলেন এবং বাইরে অপেক্ষা করছিলেন আমির। এ সময় ক্যামেরার দিকে তিনি আন্তরিকভাবে হাত নাড়েন।
গত ১৪ মার্চ ৬০ বছরে পা দিয়েছেন আমির খান। এর আগের দিন ১৩ মার্চ তিনি অনানুষ্ঠানিক মিট অ্যান্ড গ্রিট ইভেন্টে নিজের সঙ্গীকে সংবাদমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে জানান, এক বছরেরও বেশি সময় তারা একসঙ্গে রয়েছেন।
তখন তিনি বলেন, ‘আমরা এখন প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা একে অপরের সঙ্গে যথেষ্ট সুরক্ষিত অনুভব করেছি। আর এটা ভাল যে আমাকে এখন থেকে আর কিছু লুকাতে হবে না। আমি ভেবেছিলাম এটা তোমাদের সবার সঙ্গে ওর আলাপ করিয়ে দেওয়ার একটা সুন্দর উপলক্ষ্য। ও গতকাল রাতেই (১২ মার্চ) শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও দেখা করেছে।’
এ ছাড়া তিনি বলেন, 'দেখুন, আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। আমি দুবার বিয়ে করেছি। আর ৬০ সাল কি উমর মে শাদি শায়েদ মুঝে শোভা নেহি দেগি (৬০ বছর বয়সে বিয়ে আমার বিয়ে করা আর শোভা পায় না)। তবে দেখা যাক।'
গৌরী বেঙ্গালুরুর বাসিন্দা। বর্তমানে তিনি মুম্বাইয়ে একটি বিব্লান্ট সেলুন চালাচ্ছেন। তার ছয় বছরের একটি সন্তান রয়েছে এবং আমিরের সঙ্গে তার ২৫ বছরের পরিচয়।
মেহেদী/