
ছোট পর্দার পরিচিত মুখ অপর্ণা কির্ত্তনীয়া। টিভি নাটকের পাশাপাশি এই অভিনেত্রী নিয়মিত বিজ্ঞাপনেও কাজ করে থাকেন। বাংলাদেশের শোবিজ অঙ্গনের পরিচিত এই মুখ এবার রুপালি পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। সেটাও আবার সুদূর আটলান্টিক পেরিয়ে হলিউড ইন্ডাস্ট্রিতে। প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।
অপর্ণা জানান, ‘ফ্লিটিং লাইট’ শিরোনামের এ সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রেই দেখা যাবে তাকে। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এটির শুটিং সম্পন্ন হয়েছে। এক বাংলাদেশি মেয়ের সঙ্গে একজন চায়নিজ ব্যবসায়ীর প্রেম, বিয়ে এবং বিচ্ছেদের রসায়ন নিয়েই ছবির গল্প এগিয়েছে। সিনেমাটির নির্মাতা হলিউড পরিচালক লিওন লি। এটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে প্রকাশিত হবে। মূলত অ্যামাজন প্রাইমের জন্যই ছবিটি নির্মাণ করা হয়েছে।
হলিউডের সিনেমায় কাজের প্রসঙ্গে দেশের এক গণমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, ‘হলিউড বা বলিউডের মতো এমন বড় প্ল্যাটফর্মে কাজ করার স্বপ্ন সব অভিনয়শিল্পীদেরই থাকে। সেই স্বপ্ন যখন একদম আপনার হাতের নাগালে চলে আসে তখন আপনার উত্তর স্বাভাবিকভাবেই হ্যাঁ হবে। আমার ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই ছিল। পরিচালক অভিনয়ের প্রস্তাব দেওয়ার পরপরই আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। লিকে বলেছিলাম, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। অনেক কিছু শিখতে ও জানতে চাই। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি।’
এখন কথা হলো ঢাকা থেকে সোজা হলিউডে কাজের সুযোগ কিভাবে পেলেন অপর্ণা! সে সম্পর্কে এ অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘আমার এক ফ্রেন্ড আগেই লিয়ন লির সঙ্গে একটি প্রজেক্টে কাজ করেছিল। পরবর্তী প্রজেক্ট শুরু করার জন্য নেওয়া অডিশনে লি আমাকে ডেকেছিলেন এবং সেখানেই সিলেক্টেড হই। পরিচালকের মুখে গল্পটা শোনার পর আমার এতটাই পছন্দ হয় যে, হ্যাঁ না বলে থাকতে পারিনি। গল্পটা আমার কাছে খুব ইউনিক লেগেছে এবং আশা করি, এটি দর্শকদের ভালো লাগার পাশাপাশি সারা বিশ্বে ভীষণভাবে সাড়া ফেলবে।’ সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালেই অ্যামাজন প্রাইমে সিনেমাটি প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ছবির নির্মাতা লিয়ন লির অ্যাকশন, রোমান্স, ঐতিহাসিক ড্রামা এবং সাসপেন্সসহ নানা ধরনের গল্প নির্মাণের জন্য বিশেষ পরিচিতি রয়েছে। তার উল্লেখযোগ্য কিছু কাজ হলো ‘ট্রিপল লাভ’, ‘ব্যাটল ফর গ্লোরি’, ‘গ্রিন হাট’, ‘ফ্রড ইন ফ্রড’ এবং ‘ইহেনারা’। এবার বাংলাদেশি অভিনেত্রীকে নিয়ে নির্মিত তার পরবর্তী ছবি ‘ফ্লিটিং লাইট’ রয়েছে মুক্তির অপেক্ষায়।
/ফারজানা ফাহমি