ঢাকা ১০ বৈশাখ ১৪৩২, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
English
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সীমানা পেরিয়ে হলিউডে অপর্ণা

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৫:২৬ পিএম
সীমানা পেরিয়ে হলিউডে অপর্ণা
অভিনেত্রী অপর্ণা কির্ত্তনীয়া। ছবিঃসংগৃহীত।

ছোট পর্দার পরিচিত মুখ অপর্ণা কির্ত্তনীয়া। টিভি নাটকের পাশাপাশি এই অভিনেত্রী নিয়মিত বিজ্ঞাপনেও কাজ করে থাকেন। বাংলাদেশের শোবিজ অঙ্গনের পরিচিত এই মুখ এবার রুপালি পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। সেটাও আবার সুদূর আটলান্টিক পেরিয়ে হলিউড ইন্ডাস্ট্রিতে। প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।

অপর্ণা জানান, ‘ফ্লিটিং লাইট’ শিরোনামের এ সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রেই দেখা যাবে তাকে। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এটির শুটিং সম্পন্ন হয়েছে। এক বাংলাদেশি মেয়ের সঙ্গে একজন চায়নিজ ব্যবসায়ীর প্রেম, বিয়ে এবং বিচ্ছেদের রসায়ন নিয়েই ছবির গল্প এগিয়েছে। সিনেমাটির নির্মাতা হলিউড পরিচালক লিওন লি। এটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে প্রকাশিত হবে। মূলত অ্যামাজন প্রাইমের জন্যই ছবিটি নির্মাণ করা হয়েছে।

হলিউডের সিনেমায় কাজের প্রসঙ্গে দেশের এক গণমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, ‘হলিউড বা বলিউডের মতো এমন বড় প্ল্যাটফর্মে কাজ করার স্বপ্ন সব অভিনয়শিল্পীদেরই থাকে। সেই স্বপ্ন যখন একদম আপনার হাতের নাগালে চলে আসে তখন আপনার উত্তর স্বাভাবিকভাবেই হ্যাঁ হবে। আমার ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই ছিল। পরিচালক অভিনয়ের প্রস্তাব দেওয়ার পরপরই আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। লিকে বলেছিলাম, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। অনেক কিছু শিখতে ও জানতে চাই। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি।’

এখন কথা হলো ঢাকা থেকে সোজা হলিউডে কাজের সুযোগ কিভাবে পেলেন অপর্ণা! সে সম্পর্কে এ অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘আমার এক ফ্রেন্ড আগেই লিয়ন লির সঙ্গে একটি প্রজেক্টে কাজ করেছিল। পরবর্তী প্রজেক্ট শুরু করার জন্য নেওয়া অডিশনে লি আমাকে ডেকেছিলেন এবং সেখানেই সিলেক্টেড হই। পরিচালকের মুখে গল্পটা শোনার পর আমার এতটাই পছন্দ হয় যে, হ্যাঁ না বলে থাকতে পারিনি। গল্পটা আমার কাছে খুব ইউনিক লেগেছে এবং আশা করি, এটি দর্শকদের ভালো লাগার পাশাপাশি সারা বিশ্বে ভীষণভাবে সাড়া ফেলবে।’ সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালেই অ্যামাজন প্রাইমে সিনেমাটি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ছবির নির্মাতা লিয়ন লির অ্যাকশন, রোমান্স, ঐতিহাসিক ড্রামা এবং সাসপেন্সসহ নানা ধরনের গল্প নির্মাণের জন্য বিশেষ পরিচিতি রয়েছে। তার উল্লেখযোগ্য কিছু কাজ হলো ‘ট্রিপল লাভ’, ‘ব্যাটল ফর গ্লোরি’, ‘গ্রিন হাট’, ‘ফ্রড ইন ফ্রড’ এবং ‘ইহেনারা’। এবার বাংলাদেশি অভিনেত্রীকে নিয়ে নির্মিত তার পরবর্তী ছবি ‘ফ্লিটিং লাইট’ রয়েছে মুক্তির অপেক্ষায়।

/ফারজানা ফাহমি

ইলিয়াস কাঞ্চনের নতুন রাজনৈতিক দল

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৭:১৮ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পিএম
ইলিয়াস কাঞ্চনের নতুন রাজনৈতিক দল
ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক অঙ্গণে আবারও নতুন দলের আবির্ভাব ঘটতে যাচ্ছে। জানা গেছে, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আগামী ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেবেন। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। সেদিনই নিজের নতুন দলের নাম ঘোষণা করবেন তিনি।

নতুন রাজনৈতিক দলের বিষয়টি নিশ্চিত করেছেন, নিড়াপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ। জানা গেছে, দলটির নাম হতে যাচ্ছে ‘জনতার পার্টি বাংলাদেশ’।

লম্বা সময় ধরে ইলিয়াস কাঞ্চন দেশের সড়ক ব্যবস্থার নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) প্রতিষ্ঠাতাও। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। 

এর আগে বিভিন্ন সময়ে এ অভিনেতাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও তাতে তিনি সাড়া দেননি। অবশেষে এবার সরাসরি রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় এই নায়ক। 

/শাকিল  

তিন দেশের চল্লিশ থিয়েটারে ‘জংলি’

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩০ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০৭:২১ পিএম
তিন দেশের চল্লিশ থিয়েটারে ‘জংলি’
ছবি: সংগৃহীত

দেশের প্রেক্ষাগৃহে গেল ঈদে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘জংলি’। এম রাহিম পরিচালিত এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি। এবার দেশের গণ্ডি পেরিয়ে তিন দেশ কানাডা, আমেরিকা ও ইংল্যান্ডের ৪০টি থিয়েটারে আগামীকাল ২৫ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘জংলি’।

স্বপ্ন স্কেয়ারক্রো-এর পরিবেশনায় ঈদের সিনেমাগুলোর মাঝে দেশের বাইরে সবচেয়ে বেশি থিয়েটারে একযোগে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। প্রথম সপ্তাহে কানাডার ৫টি, আমেরিকার ২৮টি ও ইংল্যান্ডের ৭টি থিয়েটারে চলবে ‘জংলি’। ইংল্যান্ডে স্বপ্ন স্কেয়ারক্রো-এর সঙ্গে যৌথভাবে পরিবেশনা করছে রিভেরি ফিল্মস।

প্রথম সপ্তাহে কানাডার  টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার, উইন্ডসর; আমেরিকার নিউইয়র্ক সিটি, বাফেলো, ডেট্রয়েট, শিকাগো, ফিলাডেলফিয়া, আটলান্টা, ডালাস, হিউস্টন, লস এঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, আটলান্টিক সিটি, ক্যানসাস সিটি এবং ইংল্যান্ডের  লন্ডন, বার্মিংহাম, ওয়েম্বলি, লুটন, ফেলথাম শহরের থিয়েটারগুলোতে চলবে এই সিনেমাটি।

পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেছেন, “বছরের এই সময়ে হলিউড এবং বলিউডের সিনেমার চাপ থাকে ওয়ার্ল্ড মার্কেটে। তবে ভালো শুরু পেলে পরের সপ্তাহে এখান থেকে অনেক স্ক্রিন ধরে রাখতে পারবে ‘জংলি’। সেই সঙ্গে থাকছে আরেক বড় চেইন সিনেমার্কে (ইউএসএ) নতুন কিছু হল পাওয়ার সুযোগ।” 

‘জংলি’ সিনেমার নাম ভূমিকায় আছেন সিয়াম আহমেদ। পাখি চরিত্রে রয়েছেন শিশুশিল্পী নৈঋতা। ‘জংলি’ প্রযোজনা করেছে টাইগার মিডিয়া ও এমআইবি স্টুডিওস। 

/শাকিল  

অভিনয়ে ফিরলেন চাঁদনী

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৬:২০ পিএম
অভিনয়ে ফিরলেন চাঁদনী
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে পর্দায় অনিয়মিত থাকা এক সময়ের আলোচিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনুর চাঁদনী দীর্ঘদিন পর অভিনয়ে ফিললেন। মাঝে মাঝে নাচের অনুষ্ঠানে দেখা গেলেও অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। তবে এবার বিরতি ভেঙে নতুন নাটকে কাজ শুরু করেছেন। 

এবার তাকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ও পরিচালক আজিজুল হাকিমের পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘তুমি, আমি ও সে’-তে। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করছেন আব্দুন নূর সজল। নাটকটির গল্প লিখেছেন আজিজুল হাকিমের স্ত্রী, অভিনেত্রী ও পরিচালক জিনাত হাকিম। এ নাটক দিয়ে আজিজুল হাকিমও দীর্ঘদিন পর নির্মাণে ফিরলেন।

নাটকের গল্পে দেখা যাবে, এক যুবক যিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে একটি মেয়ের প্রেমে পড়েন। তবে তার পরিবার চায় তিনি যুক্তরাষ্ট্রের কোনো মেয়েকে যেন বিয়ে করেন। এ নিয়েই শুরু হয় দ্বন্দ্ব। 

এ নাটকে অভিনয় প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘নাটকে আমার চরিত্রটি একটি স্বাধীনচেতা মেয়ের। সে নিজের জীবনকে নিজের মতো করে পরিচালনা করতে চায় এবং মোহের কাছে আপস করতে চায় না।’

তিনি আরও বলেন, ‘হাকিম ভাইয়ের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল। গল্পটি সুন্দর। আর এখন আমি শুধু সংখ্যা বাড়ানোর জন্য কাজ করতে চাই না। ভালো গল্পই আমার প্রধান লক্ষ্য।’ 

/শাকিল  

দুটি নতুন একক নাটকের চার মঞ্চায়ন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৩০ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০৭:২০ পিএম
দুটি নতুন একক নাটকের চার মঞ্চায়ন
ছবি: সংগৃহীত

ফরাসি দূতাবাস, বাংলাদেশ ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম-এর সহযোগিতায় নাট্যচর্চা প্রতিষ্ঠান ফেইম স্কুল অব ডান্স ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগ দুটি নতুন একক নাটকের মঞ্চায়ন করবে। আগামী ২৫ ও ২৬ এপ্রিল শুক্র ও শনিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দুটি নতুন প্রযোজনার চারটি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। 

কমল বড়ুয়ার নির্দেশনায় ও অমিতা বড়ুয়ার একক অভিনয়ে নাটক ‘স্তনন’-এর দুটি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে ৫টা এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। ফরাসি নাট্যকার জঁ কক্তোর ‘ল্য ভোয়্যা হিউম্যান’ নাটকের অনুবাদ ‘মানবকণ্ঠ’ অবলম্বনে এ প্রযোজনা। অনুবাদ করেছেন মো. আবদুল ওয়াসিহ। এক নারীর গভীর অনুভূতি ও মনের নানামুখী টানাপোড়েনের ওপর ভিত্তি করেই এ নাটকের কাহিনি গড়ে উঠেছে। 

আগামী ২৬ এপ্রিল শনিবার নাট্যকার নুরুল মোমেন রচিত ‘নেমেসিস’ নাটকেরও দুটি মঞ্চায়ন হবে বিকেল সাড়ে ৫টা এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। 
এ নাটকের নির্দেশনা ও একক অভিনয়ে মুবিদুর রহমান সুজাত। মূলত বাংলায় পঞ্চাশের মন্বন্তরকে পুঁজি করে একশ্রেণির মানুষের রাতারাতি পাল্টে যাওয়ার গল্প নিয়ে এ নাটকের গল্প আবর্তিত হয়েছে। 

নাটক দুটির প্রযোজনা উপদেষ্টা ফেইম নাট্যকলা বিভাগের পরিচালক অসীম দাশ। 

/শাকিল  

কাতারে ড. ইউনুসের সঙ্গে ব্রিটিশ অভিনেতার সাক্ষাৎ

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পিএম
কাতারে ড. ইউনুসের সঙ্গে ব্রিটিশ অভিনেতার সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় চার দিনব্যাপী ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে সম্মেলনের উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন তিনি। এবার এই নোবেল বিজয়ীর সঙ্গে সাক্ষাৎ করলেন জাতিসংঘের শুভেচ্ছাদূতের দায়িত্বে থাকা বিখ্যাত ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা। 

সম্মেলনের এক পর্যায়ে গতকাল মঙ্গলবার বিকেলে দুই বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে এক প্রাণবন্ত সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালীন একটি ছবি প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।

সম্মেলনে ড. মোহাম্মদ ইউনুস টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। অন্যদিকে ইদ্রিস এলবাও সম্মেলনে অংশ নিয়ে জলবায়ু সচেতনতা, টেকসই ভবিষ্যৎ এবং তরুণদের নেতৃত্বের গুরুত্ব উপস্থিত সবার সামনে তুলে ধরেন।

খ্যাতনামা এই ব্রিটিশ অভিনেতা জাতিসংঘের শুভেচ্ছাদূত এবং আইই৭ ও দ্য আকুনা গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে এখানে আমন্ত্রিত হয়েছেন। ইদ্রিস অভিনয়ের বাইরেও টেকসই সমাজ গঠনে কার্যকর ভূমিকা রেখে চলেছেন।

আশা করা হচ্ছে, এই সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে পারেন ড. ইউনূস। 

/শাকিল