ঢাকা ১০ বৈশাখ ১৪৩২, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
English
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

পাগল ছেলে নিলয়ের সঙ্গী হিমি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৭:১৪ পিএম
পাগল ছেলে নিলয়ের সঙ্গী হিমি
ছবি: সংগৃহীত

পাগলামির একটা সীমা থাকে। কিন্তু গুলজার অদ্ভুত ধরনের একটা পাগল ছেলে। নিজের খামখেয়ালিতে চলতে থাকে সে। তবে কোনো পাগলামিতেই তার সুখ নেই। এর মধ্যে একদিন এক হাউজিতে বসে তিন পাত্তি খেলেছে। 

সেখানে নগদ টাকা, গলার চেইন বাজি ধরে হেরে যায়। এর পর মাতাল অবস্থায় রাস্তায় বের হয়ে গাড়ির লিফট চায়। যে গাড়ির লিফট নেয়, আবার সেটি মাতাল অবস্থায় কিনে নেয়। কিন্তু তার পরই অ্যাক্সিডেন্ট করে গুলজার। 

এই গুলজার হয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ‘ছেলেটা পাগল পাগল’ শিরোনামের একটি নাটকে এমন চরিত্রে দেখা যাবে তাকে। বরাবরই এ নাটকেও তার সঙ্গী হিমি। নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। আসছে ঈদে একটি ইউটিউব চ্যানেলে এটি দেখা যাবে। 

নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, আমাদের চারপাশে অদ্ভুত রকমের মানুষ আমরা প্রায় সময় দেখতে পাই। তারা কখন কী করে তার ঠিক নেই। তেমনই এক অদ্ভুত চরিত্র নিয়ে এ নাটকের গল্প এগিয়ে যায়। 

/শাকিল  

ইলিয়াস কাঞ্চনের নতুন রাজনৈতিক দল

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৭:১৮ পিএম
ইলিয়াস কাঞ্চনের নতুন রাজনৈতিক দল
ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক অঙ্গণে আবারও নতুন দলের আবির্ভাব ঘটতে যাচ্ছে। জানা গেছে, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আগামী ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেবেন। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। সেদিনই নিজের নতুন দলের নাম ঘোষণা করবেন তিনি।

নতুন রাজনৈতিক দলের বিষয়টি নিশ্চিত করেছেন, নিড়াপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ। জানা গেছে, দলটির নাম হতে যাচ্ছে ‘জনতার পার্টি বাংলাদেশ’।

লম্বা সময় ধরে ইলিয়াস কাঞ্চন দেশের সড়ক ব্যবস্থার নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) প্রতিষ্ঠাতাও। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। 

এর আগে বিভিন্ন সময়ে এ অভিনেতাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও তাতে তিনি সাড়া দেননি। অবশেষে এবার সরাসরি রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় এই নায়ক। 

/শাকিল  

অভিনয়ে ফিরলেন চাঁদনী

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৬:২০ পিএম
অভিনয়ে ফিরলেন চাঁদনী
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে পর্দায় অনিয়মিত থাকা এক সময়ের আলোচিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনুর চাঁদনী দীর্ঘদিন পর অভিনয়ে ফিললেন। মাঝে মাঝে নাচের অনুষ্ঠানে দেখা গেলেও অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। তবে এবার বিরতি ভেঙে নতুন নাটকে কাজ শুরু করেছেন। 

এবার তাকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ও পরিচালক আজিজুল হাকিমের পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘তুমি, আমি ও সে’-তে। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করছেন আব্দুন নূর সজল। নাটকটির গল্প লিখেছেন আজিজুল হাকিমের স্ত্রী, অভিনেত্রী ও পরিচালক জিনাত হাকিম। এ নাটক দিয়ে আজিজুল হাকিমও দীর্ঘদিন পর নির্মাণে ফিরলেন।

নাটকের গল্পে দেখা যাবে, এক যুবক যিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে একটি মেয়ের প্রেমে পড়েন। তবে তার পরিবার চায় তিনি যুক্তরাষ্ট্রের কোনো মেয়েকে যেন বিয়ে করেন। এ নিয়েই শুরু হয় দ্বন্দ্ব। 

এ নাটকে অভিনয় প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘নাটকে আমার চরিত্রটি একটি স্বাধীনচেতা মেয়ের। সে নিজের জীবনকে নিজের মতো করে পরিচালনা করতে চায় এবং মোহের কাছে আপস করতে চায় না।’

তিনি আরও বলেন, ‘হাকিম ভাইয়ের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল। গল্পটি সুন্দর। আর এখন আমি শুধু সংখ্যা বাড়ানোর জন্য কাজ করতে চাই না। ভালো গল্পই আমার প্রধান লক্ষ্য।’ 

/শাকিল  

কাতারে ড. ইউনুসের সঙ্গে ব্রিটিশ অভিনেতার সাক্ষাৎ

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পিএম
কাতারে ড. ইউনুসের সঙ্গে ব্রিটিশ অভিনেতার সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় চার দিনব্যাপী ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে সম্মেলনের উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন তিনি। এবার এই নোবেল বিজয়ীর সঙ্গে সাক্ষাৎ করলেন জাতিসংঘের শুভেচ্ছাদূতের দায়িত্বে থাকা বিখ্যাত ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা। 

সম্মেলনের এক পর্যায়ে গতকাল মঙ্গলবার বিকেলে দুই বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে এক প্রাণবন্ত সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালীন একটি ছবি প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।

সম্মেলনে ড. মোহাম্মদ ইউনুস টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। অন্যদিকে ইদ্রিস এলবাও সম্মেলনে অংশ নিয়ে জলবায়ু সচেতনতা, টেকসই ভবিষ্যৎ এবং তরুণদের নেতৃত্বের গুরুত্ব উপস্থিত সবার সামনে তুলে ধরেন।

খ্যাতনামা এই ব্রিটিশ অভিনেতা জাতিসংঘের শুভেচ্ছাদূত এবং আইই৭ ও দ্য আকুনা গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে এখানে আমন্ত্রিত হয়েছেন। ইদ্রিস অভিনয়ের বাইরেও টেকসই সমাজ গঠনে কার্যকর ভূমিকা রেখে চলেছেন।

আশা করা হচ্ছে, এই সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে পারেন ড. ইউনূস। 

/শাকিল  

কাশ্মীর হামলায় বলিউড তারকাদের শোক প্রকাশ

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০২:১৩ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০২:১৫ পিএম
কাশ্মীর হামলায় বলিউড তারকাদের শোক প্রকাশ
ছবি: সংগৃহীত

ভারতের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় গতকাল মঙ্গলবার সন্ত্রাসী গোষ্ঠী হামলা করেছে। এই হামলায় ২৬ জন পর্যটক ও সাধারণ মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। আর আহত হয়েছে ২০ জনের অধিক। ঘটনাটি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ দেশটির সকল শ্রেণিপেশার মানুষ তীব্র ক্ষোভ এবং শোক প্রকাশ করেছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন বলিউড তারকারাও। 

ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাশ্মীর হামলার ঘটনায় বলিউড তারকা অক্ষয় কুমার থেকে শুরু করে করণ জোহর, ভিকি কৌশল, সিদ্ধার্থ মালহোত্রাসহ আরও অনেকেই শোকপ্রকাশ করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বলিউড খিলাড়ি অক্ষয় কুমার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘পহেলগাম ট্যুরিস্টদের উপর যে ভয়ঙ্কর সন্ত্রাসবাদীদের হামলা ঘটল তাতে সবাই আতঙ্কিত। কিভাবে নির্মমভাবে এই নির্দোষ মানুষগুলোকে মারল! নিহতদের পরিবারের জন্য প্রার্থনা রইল।’ 
অভিনেতা সঞ্জয় দত্ত লিখেছেন, ‘ঠান্ডা মাথায় ওরা আমাদের দেশের মানুষগুলোকে খুন করেছে। এটা ক্ষমার অযোগ্য, ভুলতে দেওয়া যাবে না। এই সন্ত্রাসবাদীদের বোঝা উচিত, অপরাধের শাস্তি কি হতে পারে। আমরা এবার চুপ থাকব না। পাল্টা জবাব দিতেই হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে আমি অনুরোধ করব, হামলাকারীরা যেটার যোগ্য ওদের সেটাই ফিরিয়ে দিন।’

পরিচালক ও প্রযোজক করণ জোহর সহমর্মিতা জানিয়ে শেয়ার করা এক পোস্টে লিখেছেন, ‘হৃদয়বিদারক ঘটনা! যারা নিজেদের প্রিয়জনদের হারালেন, যে নির্দোষ মানুষগুলোর প্রাণ গেল তাদের জন্য আমার প্রার্থনা রইল।’ 

অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এই ঘটনার তীব্র বিরোধিতা করে লিখেছেন, ‘জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদীরা সাধারণ মানুষের উপর যে আক্রমণ চালালো সেটা কাপুরুষোচিত। আমার দেশের সেনার ওপর পূর্ণ আস্থা আছে। তাদের কাছে ন্যায় বিচার আশা করব।’

সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করে অভিনেতা ভিকি কৌশল  লিখেছেন, ‘পহেলগামে সন্ত্রাসবাদীদের হাতে নির্মমভাবে খুন হওয়া মানুষগুলোর পরিবারের লোকদের যন্ত্রণার কথা ভাবতেই কষ্ট হচ্ছে। তাদের জন্য আমার সমবেদনা ও প্রার্থনা রইল।’

ঘটনাটি নিয়ে এছাড়াও শোক এবং প্রতিবাদ জানিয়েছেন অনুপম খের, সোনু সুদ, রাভিনা ট্যান্ডন, জাহ্নবী কাপুরের মতো বলিউড তারকারা। 
মঙ্গলবার পহেলগাঁওয়ের কাছে বৈসরন উপত্যকায় অন্তত ২৬ জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। এদের মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ ও ট্যুরিস্ট ছিলেন। ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। 

/শাকিল  

অস্কারে যুক্ত হলো নতুন নিয়ম

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০১:০৪ পিএম
অস্কারে যুক্ত হলো নতুন নিয়ম
ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস যা অস্কার নামে সবার কাছে পরিচিত। তবে এই পথ পাড়ি দেয়া কারো জন্যই সহজ নয়। কোন সিনেমাকে অস্কার জিততে হলে কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে কয়েকটি ধাপ পাড়ি দিতে হয়। এবার এই পদ্ধতিতে আরো কিছু নিয়ম যুক্ত করা হলো। ফলে সামনের বার থেকে সিনেমা নির্বাচনের পদ্ধতি হবে আরও কঠিন। 

২০২৬ সালের ১৫ মার্চ অস্কারের ৯৮ তম আসর অনুষ্ঠিত হবে। তার আগে অ্যাকাডেমি সদস্যদের কোন কোন নিয়ম বা রুল মেনে চলতে হবে এবং সিনেমা নির্বাচন করা হবে সে তালিকায় আরও দুটি নিয়ম সংযোজন করলো ‘দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’।

একটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে। চলচ্চিত্রে এআই ব্যবহারে কোনো সমস্যা নেই বলে জানিয়েছে অ্যাকাডেমি। এক লিখিত বার্তায় তারা জানায়, ‘চলচ্চিত্র নির্মাণে জেনারেটিভ এআই কিংবা অন্যান্য ডিজিটাল টুল ব্যবহারের ফলে ছবির অস্কারে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা কমে কিংবা বাড়ে না; ভোটাররা মূলত ছবির সৃজনশীলতাকেই প্রাধান্য দেবেন।’

এর আগে গত মাসে (মার্চে) আয়োজিত ৯৭তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে অ্যাড্রিয়েন ব্রডি ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন। সেই ছবিতেও এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। বিষয়টি পরে আলোচনায়ও এসেছিল। অস্কারজয়ী ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটিতেও ভয়েজ ক্লোনিং এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।

এছাড়া পরবর্তী আসর থেকে কাস্টিংয়ের জন্যও অস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি আরেকটি নতুন নিয়ম হলো, যারা অস্কারে ভোট দেন তাদের বাধ্যতামূলকভাবে মনোনয়নপ্রাপ্ত সিনেমাগুলো দেখতে হবে। 

/শাকিল