
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। পেশাজীবনের পাশাপাশি প্রাণিকল্যাণ, বন্য প্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে সংবেদনশীলতার জন্য তিনি সমধিক পরিচিত। এবার বন্য প্রাণীদের অধিকার সংরক্ষণে আরও একাত্মভাবে কাজ করার জন্য বন্য প্রাণী সংরক্ষণ সংস্থার দূত হিসেবে যুক্ত হলেন এ অভিনেত্রী ও সমাজকর্মী।
কাজী নওশাবা আহমেদ সম্প্রতি ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের (ডিইএসসিএফ) ‘অ্যাম্বাসেডর ফর ওয়াইল্ড লাইফ’ হিসেবে যুক্ত হয়েছেন। গত পরশু (১৮ মার্চ) সংস্থাটির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়েছে।
পোস্টে তারা লিখেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, খ্যাতনামা অভিনেত্রী ও সমাজকর্মী কাজী নওশাবা আহমেদ ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন! প্রাণিকল্যাণ, বন্য প্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে কাজী নওশাবার সংবেদনশীলতা সবারই জানা। এই যাত্রায় আমরা তার সঙ্গে সম্মিলিতভাবে প্রকৃতি ও মানুষের সহাবস্থান প্রতিষ্ঠার জন্য কাজ করব। তার হাত ধরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব বন্য প্রাণীর প্রতি ইতিবাচকতার ধারণা।’
এমন একটি সংস্থার সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে নওশাবা দেশের এক গণমাধ্যমকে বলেন, ‘ছোটবেলা থেকেই আমি প্রাণের প্রতি সদয়। যেকোনো প্রাণীর প্রতি আমার সহমর্মিতা কাজ করে। তাই ডিইএসসিএফ-এর সঙ্গে যুক্ত হয়েছি কারণ ওনারাও বন্য প্রাণী সংরক্ষণে কাজ করেন। তবে এখনো আমরা দেখতে পাচ্ছি কত বন্য হাতি মেরে ফেলা হচ্ছে, অকারণে না বুঝে মানুষ সাপ মেরে ফেলছে। এ ধরনের কর্মকাণ্ড আমাকে কষ্ট দেয়।
তাই বিভিন্ন সময় এসব নিয়ে আমি কথা বলেছি, এখনো বলছি। আমি প্রাণীর জীবন রক্ষার্থে মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি করতে চাই। সংস্থাটিও আমাকে তাদের সঙ্গে কাজ করতে বললে তাদের ডাকে সাড়া না দিয়ে পারলাম না। আশা করি, সামনে একসঙ্গে ভালো ভালো কাজ করতে পারব।’
এ ছাড়াও প্রাণী অধিকার রক্ষায় নিজের লক্ষ্যের কথা জানান এ অভিনেত্রী ও পরিবেশকর্মী। তিনি বলেন, ‘আমি চাই চিড়িয়াখানায় আর কোনো প্রাণী আটকে না থাকুক। বন্যরা বনেই সুন্দর, বিষয়টি আমাদের মেনে চলা উচিত। এই পৃথিবী যেমন মানুষের তেমনি সব প্রাণীদেরও। বিষয়টি আমাদের সবাইকে মনে রাখতে হবে। আমার লক্ষ্য বার্তাটি সবার কাছে পৌঁছে দেওয়া।’
উল্লেখ্য, কাজী নওশাবা বর্তমানে বাংলাদেশ শিল্পীকল্যাণ ট্রাস্ট ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবেও যুক্ত আছেন।
/শাকিল