ঢাকা ১০ বৈশাখ ১৪৩২, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
English
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

প্রাণী সংরক্ষণ সংস্থার দূত হলেন নওশাবা

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৯:৩৫ এএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৭:৩৪ পিএম
প্রাণী সংরক্ষণ সংস্থার দূত হলেন নওশাবা
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। পেশাজীবনের পাশাপাশি প্রাণিকল্যাণ, বন্য প্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে সংবেদনশীলতার জন্য তিনি সমধিক পরিচিত। এবার বন্য প্রাণীদের অধিকার সংরক্ষণে আরও একাত্মভাবে কাজ করার জন্য বন্য প্রাণী সংরক্ষণ সংস্থার দূত হিসেবে যুক্ত হলেন এ অভিনেত্রী ও সমাজকর্মী। 

কাজী নওশাবা আহমেদ সম্প্রতি ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের (ডিইএসসিএফ) ‘অ্যাম্বাসেডর ফর ওয়াইল্ড লাইফ’ হিসেবে যুক্ত হয়েছেন। গত পরশু (১৮ মার্চ) সংস্থাটির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়েছে।

পোস্টে তারা লিখেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, খ্যাতনামা অভিনেত্রী ও সমাজকর্মী কাজী নওশাবা আহমেদ ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন! প্রাণিকল্যাণ, বন্য প্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে কাজী নওশাবার সংবেদনশীলতা সবারই জানা। এই যাত্রায় আমরা তার সঙ্গে সম্মিলিতভাবে প্রকৃতি ও মানুষের সহাবস্থান প্রতিষ্ঠার জন্য কাজ করব। তার হাত ধরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব বন্য প্রাণীর প্রতি ইতিবাচকতার ধারণা।’ 

এমন একটি সংস্থার সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে নওশাবা দেশের এক গণমাধ্যমকে বলেন, ‘ছোটবেলা থেকেই আমি প্রাণের প্রতি সদয়। যেকোনো প্রাণীর প্রতি আমার সহমর্মিতা কাজ করে। তাই ডিইএসসিএফ-এর সঙ্গে যুক্ত হয়েছি কারণ ওনারাও বন্য প্রাণী সংরক্ষণে কাজ করেন। তবে এখনো আমরা দেখতে পাচ্ছি কত বন্য হাতি মেরে ফেলা হচ্ছে, অকারণে না বুঝে মানুষ সাপ মেরে ফেলছে। এ ধরনের কর্মকাণ্ড আমাকে কষ্ট দেয়।

তাই বিভিন্ন সময় এসব নিয়ে আমি কথা বলেছি, এখনো বলছি। আমি প্রাণীর জীবন রক্ষার্থে মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি করতে চাই। সংস্থাটিও আমাকে তাদের সঙ্গে কাজ করতে বললে তাদের ডাকে সাড়া না দিয়ে পারলাম না। আশা করি, সামনে একসঙ্গে ভালো ভালো কাজ করতে পারব।’ 

এ ছাড়াও প্রাণী অধিকার রক্ষায় নিজের লক্ষ্যের কথা জানান এ অভিনেত্রী ও পরিবেশকর্মী। তিনি বলেন, ‘আমি চাই চিড়িয়াখানায় আর কোনো প্রাণী আটকে না থাকুক। বন্যরা বনেই সুন্দর, বিষয়টি আমাদের মেনে চলা উচিত। এই পৃথিবী যেমন মানুষের তেমনি সব প্রাণীদেরও। বিষয়টি আমাদের সবাইকে মনে রাখতে হবে। আমার লক্ষ্য বার্তাটি সবার কাছে পৌঁছে দেওয়া।’ 

উল্লেখ্য, কাজী নওশাবা বর্তমানে বাংলাদেশ শিল্পীকল্যাণ ট্রাস্ট ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবেও যুক্ত আছেন। 

/শাকিল  

কাশ্মীর হামলায় বলিউড তারকাদের শোক প্রকাশ

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০২:১৩ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০২:১৫ পিএম
কাশ্মীর হামলায় বলিউড তারকাদের শোক প্রকাশ
ছবি: সংগৃহীত

ভারতের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় গতকাল মঙ্গলবার সন্ত্রাসী গোষ্ঠী হামলা করেছে। এই হামলায় ২৬ জন পর্যটক ও সাধারণ মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। আর আহত হয়েছে ২০ জনের অধিক। ঘটনাটি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ দেশটির সকল শ্রেণিপেশার মানুষ তীব্র ক্ষোভ এবং শোক প্রকাশ করেছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন বলিউড তারকারাও। 

ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাশ্মীর হামলার ঘটনায় বলিউড তারকা অক্ষয় কুমার থেকে শুরু করে করণ জোহর, ভিকি কৌশল, সিদ্ধার্থ মালহোত্রাসহ আরও অনেকেই শোকপ্রকাশ করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বলিউড খিলাড়ি অক্ষয় কুমার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘পহেলগাম ট্যুরিস্টদের উপর যে ভয়ঙ্কর সন্ত্রাসবাদীদের হামলা ঘটল তাতে সবাই আতঙ্কিত। কিভাবে নির্মমভাবে এই নির্দোষ মানুষগুলোকে মারল! নিহতদের পরিবারের জন্য প্রার্থনা রইল।’ 
অভিনেতা সঞ্জয় দত্ত লিখেছেন, ‘ঠান্ডা মাথায় ওরা আমাদের দেশের মানুষগুলোকে খুন করেছে। এটা ক্ষমার অযোগ্য, ভুলতে দেওয়া যাবে না। এই সন্ত্রাসবাদীদের বোঝা উচিত, অপরাধের শাস্তি কি হতে পারে। আমরা এবার চুপ থাকব না। পাল্টা জবাব দিতেই হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে আমি অনুরোধ করব, হামলাকারীরা যেটার যোগ্য ওদের সেটাই ফিরিয়ে দিন।’

পরিচালক ও প্রযোজক করণ জোহর সহমর্মিতা জানিয়ে শেয়ার করা এক পোস্টে লিখেছেন, ‘হৃদয়বিদারক ঘটনা! যারা নিজেদের প্রিয়জনদের হারালেন, যে নির্দোষ মানুষগুলোর প্রাণ গেল তাদের জন্য আমার প্রার্থনা রইল।’ 

অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এই ঘটনার তীব্র বিরোধিতা করে লিখেছেন, ‘জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদীরা সাধারণ মানুষের উপর যে আক্রমণ চালালো সেটা কাপুরুষোচিত। আমার দেশের সেনার ওপর পূর্ণ আস্থা আছে। তাদের কাছে ন্যায় বিচার আশা করব।’

সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করে অভিনেতা ভিকি কৌশল  লিখেছেন, ‘পহেলগামে সন্ত্রাসবাদীদের হাতে নির্মমভাবে খুন হওয়া মানুষগুলোর পরিবারের লোকদের যন্ত্রণার কথা ভাবতেই কষ্ট হচ্ছে। তাদের জন্য আমার সমবেদনা ও প্রার্থনা রইল।’

ঘটনাটি নিয়ে এছাড়াও শোক এবং প্রতিবাদ জানিয়েছেন অনুপম খের, সোনু সুদ, রাভিনা ট্যান্ডন, জাহ্নবী কাপুরের মতো বলিউড তারকারা। 
মঙ্গলবার পহেলগাঁওয়ের কাছে বৈসরন উপত্যকায় অন্তত ২৬ জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। এদের মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ ও ট্যুরিস্ট ছিলেন। ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। 

/শাকিল  

অস্কারে যুক্ত হলো নতুন নিয়ম

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০১:০৪ পিএম
অস্কারে যুক্ত হলো নতুন নিয়ম
ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস যা অস্কার নামে সবার কাছে পরিচিত। তবে এই পথ পাড়ি দেয়া কারো জন্যই সহজ নয়। কোন সিনেমাকে অস্কার জিততে হলে কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে কয়েকটি ধাপ পাড়ি দিতে হয়। এবার এই পদ্ধতিতে আরো কিছু নিয়ম যুক্ত করা হলো। ফলে সামনের বার থেকে সিনেমা নির্বাচনের পদ্ধতি হবে আরও কঠিন। 

২০২৬ সালের ১৫ মার্চ অস্কারের ৯৮ তম আসর অনুষ্ঠিত হবে। তার আগে অ্যাকাডেমি সদস্যদের কোন কোন নিয়ম বা রুল মেনে চলতে হবে এবং সিনেমা নির্বাচন করা হবে সে তালিকায় আরও দুটি নিয়ম সংযোজন করলো ‘দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’।

একটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে। চলচ্চিত্রে এআই ব্যবহারে কোনো সমস্যা নেই বলে জানিয়েছে অ্যাকাডেমি। এক লিখিত বার্তায় তারা জানায়, ‘চলচ্চিত্র নির্মাণে জেনারেটিভ এআই কিংবা অন্যান্য ডিজিটাল টুল ব্যবহারের ফলে ছবির অস্কারে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা কমে কিংবা বাড়ে না; ভোটাররা মূলত ছবির সৃজনশীলতাকেই প্রাধান্য দেবেন।’

এর আগে গত মাসে (মার্চে) আয়োজিত ৯৭তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে অ্যাড্রিয়েন ব্রডি ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন। সেই ছবিতেও এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। বিষয়টি পরে আলোচনায়ও এসেছিল। অস্কারজয়ী ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটিতেও ভয়েজ ক্লোনিং এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।

এছাড়া পরবর্তী আসর থেকে কাস্টিংয়ের জন্যও অস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি আরেকটি নতুন নিয়ম হলো, যারা অস্কারে ভোট দেন তাদের বাধ্যতামূলকভাবে মনোনয়নপ্রাপ্ত সিনেমাগুলো দেখতে হবে। 

/শাকিল  

পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১০:৫২ এএম
পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন গৃহকর্মী পিংকি আক্তার (২৪)। ভুক্তভোগী পিংকি নেত্রকোনা জেলা সদরের মৌগাতী ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মো. মোজাম্মেলের মেয়ে।

মারধর, হত্যাচেষ্টা ও ভয়ভীতির অভিযোগ এনে দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩০৭/৫০৬/৩৪ ধারায় দায়ের করা পরীমণিকে ১ নম্বর আসামি এবং একই ফ্ল্যাটে বসবাস করা সৌরভ (২৮) নামের এক ব্যাক্তিকে ২ নম্বর আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলাটি করা হয়।

ভুক্তভোগী পিংকির আইনজীবী অ্যাডভোকেট নাসিদুস জামান নিশান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সংশ্লিষ্ট আমলি আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার বাদীর জবানবন্দি গ্রহণ করেন। মামলার ঘটনা তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। একইসঙ্গে আগামি ৮ মে তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের মার্চে মামলার বাদী পিংকি আসামিদ্বয়ের বাসায় কাদের অ্যাজেন্সি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে গৃহপরিচারিকা হিসেবে চাকরি নেন। একটি বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব নেওয়ার কথা বলে অ্যাজেন্সি হতে বাদীকে নিয়োগ দেওয়া হলেও তাকে দুটি বাচ্চার দায়িত্ব পালন করতে হতো।

এছাড়া দিনে ও রাতে বাসার রান্নার কাজ করতে হতো। চাকরি একান্ত আবশ্যক হওয়ায় তিনি মুখ বুঝে সহ্য করে আন্তরিকতার সাথে সে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে চলতি বছরের ২ এপ্রিল দুপুর ১টায় আসামি পরীমনি তার মেকআপ রুম থেকে মাদক গ্রহণ করে বাচ্চার রুমে এসে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। 

গালিগালাজ কেন করছেন জানতে চাইলে পরীমনি বাদীকে বলেন, ‘তুই আমার বাচ্চার জন্য দুধ কেন তৈরি করছিস, এখন ওকে সলিড খাবার দিবি।’ 

বাদী বলেন, ‘বাচ্চার খাওয়ার রুটিন অনুসারে এখন দুধ খাওয়ানোর কথা, তাই আমি দুধ তৈরি করেছি।’

এ সময় পরীমনি ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়িভাবে বাদীর মাথায়, মুখে ও চোখে চড়-থাপ্পড় মেরে আহত করে। 

পরীমনির মারধরে একসময় অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর বাদী ভীত-সন্ত্রস্ত্র হয়ে পড়েন। ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য পিংকি পরীমনিকে হাসপাতালে নেওয়ার অনুরোধ করতে থাকেন। ঘটনার সময় ২নং আসামি সৌরভ উপস্থিত ছিলেন। 

আসামিরা বাদীর কোনো কথা শোনেননি। উপরন্তু আসামি সৌরভ পিংকিকে নির্যাতন করার জন্য পরীমনিকে উৎসাহিত করতে থাকেন ও বাদীকে বাসার বাইরে যাওয়া থেকে বিরত করেন।

পরে ভুক্তভোগী পিংকি ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে নিরাপদে যান। পরে ভুক্তভোগী পিংকি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় পিংকি গত ৩ এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

ওই জিডি-র কোনো অগ্রগতি না থাকায় আদালতে মামলা করেন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এম এ জলিল উজ্জ্বল/অমিয়/

চলচ্চিত্র অনুদান নীতিমালার বিরুদ্ধে চলচ্চিত্র নির্মাতা ও কর্মীর প্রতিবাদ

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ পিএম
চলচ্চিত্র অনুদান নীতিমালার বিরুদ্ধে চলচ্চিত্র নির্মাতা ও কর্মীর প্রতিবাদ
ছবিঃসংগৃহীত।

বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় ঘোষিত ‘চলচ্চিত্রে সরকারি অনুদান প্রদান নীতিমালা ২০২৫’-এ বেশ কিছু ইতিবাচক দিক অন্তর্ভুক্ত হয়েছে, যা প্রশংসনীয়। 

তবে এই নীতিমালার ধারা ৬.৫-এ বর্ণিত ‘প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ প্রযোজক/প্রস্তাব দাখিলকারীর ব্যাংক হিসাবে জমা থাকতে হবে। আবেদনের সঙ্গে এ-সংক্রান্ত প্রমাণ দাখিল করতে হবে।’ এই শর্তের বিরুদ্ধে প্রতিবাদ ও বিবৃতি দিয়েছেন ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী।

গত ২১ এপ্রিল চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী ও প্রগতিশীল নির্মাতারা এই ধারা বাতিলের দাবিতে তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, যুগ্ম সচিব, উপসচিব এবং মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগে কর্মরত কর্মকর্তাদের কাছে স্বাক্ষরসহ একটি আবেদনপত্র পৌঁছে দেওয়ার কথা জানান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। 


যেখানে প্রধান দাবিসমূহ ছিল

১) চলচ্চিত্রে সরকারি অনুদান প্রদান নীতিমালা ২০২৫-এর ধারা ৬.৫ সম্পূর্ণভাবে বাতিল করতে হবে।
২) একটি সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও চলচ্চিত্রবান্ধব নীতিমালা পুনরায় প্রণয়ন করতে হবে।
৩) প্রজ্ঞাপন জারির সময়সীমা বাড়িয়ে এই নীতিমালা পুনর্বিবেচনার সুযোগ দিতে হবে।


এ ছাড়া আগামী অর্থবছর থেকে চলচ্চিত্রে অনুদানের আবেদন-প্রক্রিয়ায় অন্যান্য আন্তর্জাতিক ফিল্ম গ্র্যান্টের মতো করে অনলাইনে জমা দেওয়ার সুযোগ থাকার কথাও বলা হয় বিবৃতিতে। 

এই বিবৃতি এবং দাবিগুলোর পক্ষ্যে স্বাক্ষরকারী ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মীর মধ্যে রয়েছেন আকরাম খান, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক; আ-আল মামুন, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়; মো. আল আমিন রাকিব তনয়, শিক্ষক, নির্মাতা এবং আহবায়ক, জাতীয় সার্চ কমিটি, তথ্য মন্ত্রণালয়; নুরুল আলম আতিক, চলচ্চিত্রকার; সোহেল মণ্ডল, অভিনেতা; মনোজ প্রামাণিক, অভিনেতা; গোলাম রাব্বানী, লেখক ও চলচ্চিত্র পরিচালক।

/ফারজানা ফাহমি

বিনয়ী থাকার পরামর্শ

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৮:০০ এএম
বিনয়ী থাকার পরামর্শ
প্যারিস হিলটন। ছবিঃসংগৃহীত।

আমেরিকান মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং সমাজসেবী হিসেবে প্যারিস হিলটনের বিশেষ খ্যাতি রয়েছে। এই মার্কিনিকে চেনেন না বা নাম শোনেননি এমন হলিউড-ভক্ত খুব কমই রয়েছে। সম্প্রতি এই টিভি তারকা এবং উদ্যোক্তা তার মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খ্যাতির মুখেও বিনয়ী থাকার গুরুত্ব শেখানোর জন্য মা ক্যাথি হিলটনকে এর কৃতিত্ব দেন প্যারিস।

২০০০ সালের শুরুর দিকে ‘দ্য সিম্পল লাইফ’ অনুষ্ঠানের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পেজ সিক্স-এর প্রতিবেদন অনুসারে, এই অনুষ্ঠানটি প্রিমিয়ারের আগে তার মা তাকে যে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন সেটা শেয়ার করেন এ টিভি তারকা।

হিলটনের মা তাকে পরামর্শ হিসেবে বলেছিলেন, ‘প্যারিস, আগামীকাল যখন ফক্সে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে, তখন তোমার জীবন চিরতরে বদলে যাবে। আমি সব সময় চাই, সারা জীবন তুমি এমনই মিষ্টি এবং সরল থাকো। কখনোই এটি ভুলে যেও না।’ হিলটন আরও বলেন যে, তিনি পুরো ক্যারিয়ার-জুড়ে এই কথাগুলো তার হৃদয়ে গেঁথে রেখেছেন।

এই বছরের শুরুতে প্যালিসেডস এবং ইটন অগ্নিকাণ্ডের পর তার ত্রাণ প্রচেষ্টার জন্য হিলটনকে ‘বর্ষসেরা নারী’ হিসেবে সম্মানিত করা হয়েছে। পেজ সিক্স অনুসারে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঘটা এই ধ্বংসযজ্ঞে ৮.৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের মালিবু বাড়ি হারিয়েছেন এ তারকা। তা সত্ত্বেও হিলটন বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেছেন এবং তার অলাভজনক ইলেভেন: ইলেভেন মিডিয়া ইমপ্যাক্টের মাধ্যমে লস অ্যাঞ্জেলেসের দাবানলের ত্রাণ প্রচেষ্টার জন্য ৮০০,০০০ মার্কিন ডলারেরও বেশি তহবিল সংগ্রহ করেছেন।

পাশাপাশি হিলটন তার বাবা-মা ও দাদির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদেরকে নিজের আদর্শ বলে উল্লেখ করেন।বাড়ি হারানোর কথা স্মরণ করে হিলটন জানান, তিনি মর্মাহত এবং তার হৃদয় ভেঙে গিয়েছিল।

কিন্তু যারা আরও বেশি কিছু হারিয়েছেন, তাদের জন্য তিনি আরও বেশি ব্যথিত।‘আমার হৃদয় ভেঙে যাচ্ছিল সেই সমস্ত মা এবং তাদের সমস্ত সন্তানের জন্য, যাদের সেই রাতে ঘুমানোর জায়গা ছিল না এবং যারা সবকিছু হারিয়েছিল,’ হিলটন যোগ করেন।

/ফারজানা ফাহমি