
আগামী ২২ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। ১৮তম এই আসরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে ম্যাচ শুরুর আগে কলকাতার ইডেন গার্ডেনে এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যেখানে বলিউডের সব তারকারা ইডেন গার্ডেনের মঞ্চ রাঙিয়ে তুলবেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, এদিন মাঠে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে বলিউড ভাইজান সালমান খানও উপস্থিত থাকবেন। এছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, সঞ্জয় দত্ত ও ভিকি কৌশলরাও মাঠে থাকবেন।
শাহরুখের থাকার অন্যতম কারণ হলো প্রথম ম্যাচেই তার দল কলকাতা নাইট রাইডার্স মাঠে খেলবেন আর সালমান খান আসবেন তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচারণার জন্য।
এর বাইরেও ক্যাটরিনা কাইফ, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, জাহ্নবী কাপুরদের মত তারকারাও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় মার্কিন পপ ব্যান্ড ওয়ান রিপাবলিক পারফর্ম করবেন। ব্যান্ডটি করণ অউজলা এবং দিশা পাটানির সঙ্গে একত্রে মঞ্চ মাতাবেন বলে আগেই জানা গেছে। পাশাপাশি অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ানও পারফর্ম করবেন। উল্লেখ্য, আইপিএল-এর এই অনুষ্ঠানে ক্রিকেটের একাধিক কিংবদন্তি তারকাও হাজির থাকবেন।
শাকিল/