ঢাকা ১ শ্রাবণ ১৪৩২, বুধবার, ১৬ জুলাই ২০২৫
English

মরুর দেশ কাতারে এশিয়ান মেগা কনসার্টে গাইবেন জেমস

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৭:৪০ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৭:৫৩ পিএম
মরুর দেশ কাতারে এশিয়ান মেগা কনসার্টে গাইবেন জেমস
ছবি: সংগৃহীত

দেশের নন্দিত রকস্টার জেমস গত বছরের শেষ প্রান্ত থেকে দেশ-বিদেশের মঞ্চে ধারাবাহিকভাবে কনসার্ট করে যাচ্ছেন। যার ধারাবাহিকতায় এবার ছুটে যাচ্ছেন মরুর দেশ কাতারে। সেখানে ঈদ উপলক্ষে আয়োজিত ‘এশিয়ান মেগা কনসার্ট’-এ পারফর্ম করতে যাচ্ছেন তিনি। এই সফরে তার সঙ্গী হচ্ছেন দেশের একাধিক তারকা।

আগামী ৭ জুন কাতারের এশিয়ান টাউন অ্যাম্ফিথিয়েটার সানাইয়ায় অনুষ্ঠিত হবে কনসার্টটি। সেখানে নগরবাউল-খ্যাত রকস্টার জেমসের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, ইয়ামিন হক ববি, কণ্ঠশিল্পী বেইলি আফরোজ, রিপা, অভিনেতা এজাজ, আরফান, ডান্স মাস্টার ইউসুফ খানসহ আরও অনেকে। 

কনসার্টটির আয়োজন করছে কাতারের বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান দ্য রয়েল আকসা রেস্টুরেন্ট। আয়োজকদের কথায়, নগরবাউল জেমসকে আর দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে সাজানো ‘এশিয়ান মেগা কনসার্ট’ দর্শক-শ্রোতার কাছে বর্ণাঢ্য করে তুলতে সব রকমের চেষ্টা করে যাচ্ছেন তারা। তারা আশা করছেন, ৭ জুন রাতটি হবে অবিস্মরণীয় এক সংগীতময় রাত। 

তারা আরও জানান, কনসার্টের দিন স্থানীয় সময় বেলা ৩টায় দর্শকের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। চলবে রাত পর্যন্ত। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আরশিয়া আলম। 

কনসার্টের পাশাপাশি জেমস ব্যস্ত সময় পার করছেন তার নতুন গানের আয়োজন নিয়ে। শিগগিরই গানগুলো প্রকাশ হওয়া শুরু হবে। 

/এমএস  

মহিলা সমিতি মঞ্চে এথিকের নতুন নাটক ‘সুরঙ্গ’

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৭:৫৬ পিএম
মহিলা সমিতি মঞ্চে এথিকের নতুন নাটক ‘সুরঙ্গ’
নাট্যদল এথিকের নতুন নাটক ‘সুরঙ্গ’।

নাট্যদল এথিক মঞ্চে আনছে তাদের নতুন নাটক ‘সুরঙ্গ’। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।

নাটকটি রচিত হয়েছে বরেণ্য কথাসাহিত্যিক ও নাট্যকার সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র একটি ছোটগল্প অবলম্বনে। নাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন তরুণ নাট্যকার মিন্টু সরদার। এটি এথিক নাট্যদলের চতুর্দশ মঞ্চ প্রযোজনা।

নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, আবহ সংগীত পরিচালনায় শিশির রহমান। পোশাক ও রূপসজ্জায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়, কোরিওগ্রাফিতে এম আর ওয়াসেক এবং প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

সুরঙ্গ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মাহফুজ আফনান অপ্সরা, প্রদীপ কুমার, মনি কানচন, সুকর্ণ হাসান, আজিম উদ্দিন, রেজিনা রুনি, নাহিদ মুন্না, উর্মি আহমেদ, দীপান্বিতা রায় ও রুবেল খান।

/আবরার জাহিন

মা হলেন কিয়ারা আদভানি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১১:৫০ এএম
মা হলেন কিয়ারা আদভানি
ছবি: সংগৃহীত

মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। মেয়ে সন্তানের আগমন ঘটেছে তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘরে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মেয়েসন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা।

পরিবার ঘনিষ্ঠ সূত্র জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। নতুন অতিথিকে নিয়ে উচ্ছ্বসিত ‘সিড–কিয়ারা’ জুটি। যদিও এখনো পর্যন্ত দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এনডিটিভিসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।  

চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবিসহ ‘নতুন সদস্য আসছে’- এমন একটি পোস্ট দিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা।  

জানা গেছে, কিয়ারার নরমাল ডেলিভারি হয়েছে। সন্তান জন্মের সময় হাসপাতালে ছিলেন কিয়ারার বাবা ও স্বামী সিদ্ধার্থ।

কয়েক দিন আগেই তাদের একটি হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল। ছাতার নিচে কিয়ারাকে সাবধানে নিয়ে যাচ্ছিলেন সিদ্ধার্থ। ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই মনে করেছিলেন, যেকোনো সময় সুখবর আসতে পারে।

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন কিয়ারা। মাতৃত্বকালে তিনি নিভৃতে, পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছেন। তবে মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে দেখা গেছে তার উচ্ছলতা, মাতৃত্বকে ঘিরে নানা মুহূর্তের ঝলক। এমনকি চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবেও তিনি লালগালিচায় হেঁটেছেন আত্মবিশ্বাসের সঙ্গে। গর্ভাবস্থার মধ্যেও আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায়ও তার স্টাইল ও উপস্থিতি নজর কেড়েছে।

এদিকে সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়তেই বলিউড তারকাদের শুভেচ্ছাবার্তায় ভরে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম। কিয়ারার ঘনিষ্ঠ বন্ধু আলিয়া ভাট থেকে শুরু করে করণ জোহর, বরুণ ধাওয়ান, ক্যাটরিনা কাইফসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই নতুন মা–বাবাকে।

মেহেদী/

ডিবি হারুন আমাকে পারসোনালি ডাকতেন: ডা. সাবরিনা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৯:৪১ পিএম
ডিবি হারুন আমাকে পারসোনালি ডাকতেন: ডা. সাবরিনা
ছবি: সংগৃহীত

সম্প্রতি সাবেক ডিবি কর্মকর্তা হারুন অর রশিদের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন বহুল আলোচিত-সমালোচিত ডা. সাবরিনা আরিফ চৌধুরী। তার অভিযোগ, হারুন তাকে খনোই নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে তলব করতেন না, ফোন করে ব্যক্তিগতভাবে ডাকতেন।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে ডা. সাবরিনা এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'হারুন সাহেব আমাকে আন-অফিশিয়ালি তিনবার কল করেছিলেন। বলতেন, একটু আসেন, কথা আছে। উনি প্রায়ই এমনভাবে ডাকতেন। অথচ, আমি তখন ওই মামলার প্রধান ব্যক্তি নই, জেকেজির চেয়ারম্যান বা সাইনেটারিও না। আমাকে কেন ডাকা হচ্ছিল, সেটাই বোঝা যাচ্ছিল না।'

তিনি আরও বলেন, আমি বাইরে থাকাকালে তিনি কয়েকবার ফোন করেছিলেন। কিন্তু যা-ই বলুন, আমার পরিবার থেকে বারবার সতর্ক করা হতো। ওনার নামে নানা গসিপ প্রচলিত ছিল। আমি জানি না সেগুলো সত্য না মিথ্যা, কিন্তু বাবা বলতেন, অফিশিয়ালি ডাকলে যাবা, এমন করে না। আমি তার ডাকে যাইনি।

জেল থেকে বের হওয়ার পরও ডিবি হারুন তার ওপর নজরদারি চালাতে থাকেন বলে দাবি করে ডা. সাবরিনা বলেন, 'হারুন আমার একটি বই সমকামিতা সংশ্লিষ্ট বলে বাজেয়াপ্ত করতে চেয়েছিলেন, যদিও সেটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না।'

মেহেদী/

চুরি হয়েছে বিয়ন্সের অপ্রকাশিত গানের অ্যালবাম

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৭:৪৭ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৭:৫৫ পিএম
চুরি হয়েছে বিয়ন্সের অপ্রকাশিত গানের অ্যালবাম
ছবি: সংগৃহীত

মার্কিন পপ তারকা বিয়ন্সের অপ্রকাশিত গানের অ্যালবামসহ গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিগত সামগ্রী চুরি হয়েছে।

গত ৮ জুলাই যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিয়ন্সের কোরিওগ্রাফার ক্রিস্টোফার গ্রান্ট এবং নৃত্যশিল্পী দিয়ান্দ্রে ব্লু ওইদিন একটি কালো রঙের জিপ ওয়াগোনিয়ার গাড়ি ভাড়া করে আটলান্টার একটি ফুড হলের সামনে রেখে ভেতরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান গাড়ির পেছনের কাচ ভাঙা এবং ভেতরে থাকা দুটি স্যুটকেস, একটি ল্যাপটপ, ডিজাইনার ব্র্যান্ডের পোশাক ও অ্যাপল এয়ারপডস চুরি হয়েছে।

চুরি হওয়া স্যুটকেসে বিয়ন্সের ওয়াটার মার্কযুক্ত পাঁচটি জাম্প ড্রাইভ, যাতে তার অপ্রকাশিত গানের অ্যালবাম, শোর পরিকল্পনার ভিডিও ফুটেজ, পুরনো ও ভবিষ্যৎ শোর সেটলিস্ট সংরক্ষিত ছিল।

পুলিশ জানায়, চুরি যাওয়া প্রযুক্তিপণ্যের ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে চোরের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া ঘটনাস্থলে গাড়িটি ঘিরে তল্লাশি এবং গাড়ির গায়ে দুটি আঙুলের ছাপ সংগ্রহ করেন তদন্তকারীরা।

এ ঘটনায় ইতোমধ্যেই একজন সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। চুরি হওয়া আইটেমগুলোর কোনো কিছু উদ্ধার হয়েছে কি না, সে বিষয়েও এখনো কিছু জানায়নি পুলিশ।

এ ঘটনার দুদিন পরই আটলান্টা শহরে শুরু হয় বিয়ন্সের চারদিনব্যাপী ‘কাউবয় কার্টার’ ট্যুর। তবে এই চুরির ঘটনায় ট্যুর কিংবা পারফরম্যান্সে কোনো প্রভাব পড়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। বিয়ন্সের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মেহেদী/

তোরসার নতুন অভিজ্ঞতা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৮:২৫ পিএম
তোরসার নতুন অভিজ্ঞতা
রাফাহ নানজিবা তোরসা। ছবি: সংগৃহীত

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী মডেল-অভিনেত্রী রাফাহ নানজিবা তোরসা। শোবিজ অঙ্গনে খুব বেশি সরব নন তিনি। কাজও করেন হাতেগোনা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মাধ্যমে উপস্থাপনাও করে থাকেন তোরসা। এবার ক্যারিয়ারে প্রথমবারের মতো নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। নারীর সাহস, সত্য আর স্বর তুলে ধরার এক নতুন যাত্রায় দেখা যাবে তাকে। তোরসার উপস্থাপনায় ব্যতিক্রমী ঘরানার পডকাস্ট ‘শি’ আসছে অচিরেই। 

এই পডকাস্টে তোরসার অতিথি হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা, দেশের জনপ্রিয় র‌্যাম্প মডেল, কোরিওগ্রাফার ও উপস্থাপিকা আজরা মাহমুদ, মডেল-অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি, অভিনেত্রী সারিকা সাবরিন, সুনেরাহ বিনতে কামাল, কনটেন্ট ক্রিয়েটর রাবা খান প্রমুখ। 

এ প্রসঙ্গে তোরসা বলেন, ‘মিস ওয়ার্লড বাংলাদেশ হওয়ার আগে সরকারি-বেসরকারি বিভিন্ন চ্যানেল ও করপোরেট শো উপস্থাপনা করেছি। তবে এমন অভিজ্ঞতা এবারই প্রথম। আর মিস বাংলাদেশ হওয়ার পর এবারই প্রথম উপস্থাপনায়। শোটি উপস্থাপনা করার আগ্রহী হওয়ার কারণ হচ্ছে এটা নারীদের নিয়ে। তা ছাড়া একই অঙ্গনের সবার সঙ্গে আলোচনার সুযোগ তৈরি। মিস বাংলাদেশ হিসেবে এ ধরনের প্ল্যাটফর্মে কাজ করাটা অন্যরকম ভালো লাগারও বটে। যে কারণে প্রস্তাব পেতেই লুফে নিই।’ 

তিনি আরও বলেন, ‘উপস্থাপনা করার জন্য অনেক প্রস্তাব আসে। কিন্তু এ ধরনের অনুষ্ঠান যে কেউ-ই পেলে লুফে নেবে। এটা যেহেতু অন্যরকম পরিকল্পনা সেই জায়গা থেকে আমার সঙ্গে যায়। যে কারণে যুক্ত হয়েছি। প্রচারে এলে দর্শক বুঝতে পারবে আসলে বিষয়টা কী।’

জানা গেছে, জেরিন তাসনিম রোজার স্ক্রিপ্টে আরিফ অপুর পরিচালনায় খালেদ সজীবের প্রযোজনায় ১৮ জুলাই থেকে একটি ইউটিউব চ্যানেলে ‘শি’ পডকাস্ট শুরু হবে। 

বলা দরকার, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের ভাগীদার তোরসাকে মাঝে মধ্যে অভিনয়ে দেখা যায়। গত কোরবানির ঈদে তাকে দুটি নাটকে দেখা গেছে। এরপর মাবরুর রশিদ বান্নাহর আলোচিত ওয়েব ফিল্ম ‘লাঞ্চ’-এ দেখা গেছে।

শিগগিরই প্রচারে আসবে তার অভিনীত ভিন্ন ঘরানার আরও একটি নাটক ও ওয়েব ফিল্ম। এ নিয়ে আপাতত বিস্তারিত বলা নিষেধ পরিচালকের পক্ষ থেকে। তবে শিগগিরই ঘোষণা আসবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। 

/এমএস