ঢাকা ২৬ আষাঢ় ১৪৩২, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
English
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর জন্মদিনে তারকা কথন

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১২:১০ এএম
আপডেট: ২৩ জুন ২০২৫, ১২:৪৮ পিএম
ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর জন্মদিনে তারকা কথন
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী

দেশবরেণ্য বুদ্ধিজীবী, লেখক, শিক্ষক, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৯০তম জন্মদিন আজ (২৩ জুন)।

১৯৩৬ সালের এই দিনে মুন্সীগঞ্জের বাড়ৈখালীতে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে চ্যানেল আইতে দুপুর ১২:১০ মিনিটে প্রচারিত হবে তারকা কথন।

 কলি

ভুয়া বিল দিয়ে আলিয়া ভাটের টাকা হাতিয়ে নিলেন পিএস

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৫:২১ পিএম
ভুয়া বিল দিয়ে আলিয়া ভাটের টাকা হাতিয়ে নিলেন পিএস
আলিয়া ভাট

ভুয়া বিলে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সই নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তার সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) বেদিকা প্রকাশ শেঠি। 

শুধু আলিয়ার অ্যাকাউন্টই নয়, এভাবে বেদিকার বিরুদ্ধে ভাটের প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকেও দফায় দফায় টাকা তোলার অভিযোগ রয়েছে।

মোট ৭৬ লাখ ৯০ হাজার টাকার প্রতারণার অভিযোগ উঠেছে আলিয়ার প্রাক্তন ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে।

অভিনেত্রীর মা সোনি রাজদানের অভিযোগের ভিত্তিতে বেদিকাকে গ্রেপ্তার করে মুম্বইয়ের জুহু থানার পুলিশ।

২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এভাবে টাকা তুলে নেওয়া হয় বলে জানা যায়।

চলতি বছরের ২৩ জানুয়ারি আলিয়ার মা পুলিশে অভিযোগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে।

২০২১ সালে নিজের প্রোডাকশন হাউস খোলেন আলিয়া ভাট। ইটারনাল সানশাইন প্রোডাকশনস-এর শুরুর দিন থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়ার সঙ্গেই কাজ করতেন।

পুলিশ জানায়, বেদিকা শেঠি ভুয়া বিল তৈরি করে আলিয়াকে দিয়ে সই করিয়ে টাকা তুলেছিলেন। অভিনেত্রীকে দিয়ে ওই বিলগুলো তার ভ্রমণ সংক্রান্ত খরচ ও অন্যান্য খরচ বলে ভুল বুঝিয়ে সই করানো হয় বলে অভিযোগ।

তদন্তে জানা গেছে, বেদিকা শেঠি এই টাকা দিয়ে বেশ কিছু পেশাদার সরঞ্জাম কিনেছেন। বাকি টাকা বন্ধুর অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। যা পরে আবার তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়।

অমিয়/

দেশে আসছে নতুন 'সুপারম্যান'

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০২:১০ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:১৮ পিএম
দেশে আসছে নতুন 'সুপারম্যান'
ছবি: সংগৃহীত

অসংখ্য ভক্ত-দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে ১১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ডিসি কমিকসের নতুন সিনেমা ‘সুপারম্যান’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

জেমস গান পরিচালিত ‘সুপারম্যান’  সিনেমায়। এবার সুপারম্যান চরিত্রে দেখা যাবে মার্কিন অভিনেতা ডেভিড কোরেনসোয়েটকে। জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এ জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন জেমস গান।

এমনটিই জানিয়েছেন, এবারের সিনেমাতে শুধু অ্যাকশনের নয় বরং মানুষের মানবিকতা, অভিবাসন, রাজনীতি এবং সম্পর্কের গভীর নৈতিক দ্বন্দ্বের প্রতিচ্ছবিও তুলে ধরা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ডিসি স্টুডিওসের প্রধান এবং পরিচালক জেমস গান বলেন, ‘নতুন ‘সুপারম্যান’ শুধু একটি অ্যাকশনধর্মী সুপারহিরো মুভি নয়। এটি যুক্তরাষ্ট্রের মূল আত্মা ও ইতিহাসের প্রতিচ্ছবি হতে যাচ্ছে। আমার কাছে ‘সুপারম্যান আসলে আমেরিকার গল্প। একজন অভিবাসীর গল্প, যে অন্য কোনো স্থান থেকে এসে এখানে নিজের স্থান খুঁজে নিচ্ছে। কিন্তু মূলত এটি সেই গল্প, যা বলে ‘মানবিকতা একটি মূল্যবান গুণ’ এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি হারিয়ে ফেলেছি।’ এই ছবির অনেক রাজনৈতিক দিক রয়েছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে অভিবাসন নিয়ে চলমান বিতর্ককে কেন্দ্র করে অনেকেই ছবির বার্তা ভিন্নভাবে নিতে পারেন।' 

তিনি আরও বলেন, আমি কারও অনুভূতিতে আঘাত দিতে চাই না। কেবল মানুষ ও মানবিকতাকে তুলে ধরতে চাই। প্রেক্ষাপট রাজনৈতিক হয়ে উঠলেও এর গল্পে নৈতিকতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সুপারম্যান তখনই আসে, যখন মানুষ ভালো কিছুর আশা হারিয়ে ফেলে। আমি এমন এক মানুষের গল্প বলছি, যে সাধারণত ভালো। কিন্তু তাকে প্রতিবাদী হয়ে উঠতে হয়েছে, কারণ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কারণে সমাজে নীচতা বেড়ে গেছে। আমি সমাজ বদলে দেওয়ার জন্য সিনেমা বানাই না, তবে এটা দেখে যদি কারও চেতনা জাগ্রত হয়, তাহলে খুশি হব।

বহুল কাঙ্ক্ষিত এ সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে চলছে তুমুল উৎসাহ-উদ্দীপনা। টিজার এবং ট্রেইলার প্রকাশের পর থেকেই ছবিটি আলোচনার তুঙ্গে। এটিকে বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত সিনেমা বলেও মনে করছেন অনেকে। 

মেহেদী/

মামলার বিষয়ে কি বললেন ডিপজল?

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০:৪২ এএম
মামলার বিষয়ে কি বললেন ডিপজল?
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলসহ দুজনের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে আদালতে মামলা করেছেন রাশিদা আক্তার (৩৫) নামে এক নারী।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এ মামলার আবেদন করেন তিনি।

এদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন।

এ ছাড়া ওই নারীর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যাতে তিনি ডিপজলের বিরুদ্ধে অভিযোগ করে নানা কথা বলেন।

এদিকে এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে দীর্ঘ এক ফেসবুক পোস্ট দিয়েছেন ডিপজল।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘একজন পাগল ভক্তের কর্মকাণ্ড পুঁজি করে যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন! আল্লাহ আপনাদের বিচার করবেন।’
'এই নারী দুটি বাচ্চা নিয়ে এফডিসি থেকে তার স্বামী নেই বলে অসহায়তার কথা বলে ৫০ হাজার টাকা নিয়ে যান। পরে মাঝে মাঝে এসে কান্নাকাটি করে ১০ হাজার বা ২০ হাজার টাকা নিয়ে গেছেন। অনেকবারই এফডিসিতে দেখা হয়েছে, যার ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন।’

তিনি আরও বলেন, ‘ওই নারীর বক্তব্য মতে, ২০২৫ সালের জুনের ২ তারিখে হাটে দেখা হয়েছে বলে সাক্ষাৎকারে বলেন। এটা সম্পূর্ণ মিথ্যা- ভিডিও দেখলে বোঝা যাবে। গত ১৫ এপ্রিল ঢাকা সিটি করপোরেশনকে হাট বুঝিয়ে দেওয়া হয়েছে, যার সব কাগজপত্র প্রমাণাদি আমাদের কাছে আছে। হাট বুঝিয়ে দেওয়ার ২ মাস পর আবার কেন হাটে যাবো? ২ জুন ওই নারী হাটে এসে কী করেছিলেন- সেটির ভিডিও ফুটেজও রয়েছে, যা আপনারা দেখতে পাবেন। হাটের সিসি ক্যামেরার ফুটেজও পাওয়া যাবে। এখন আদালতকে সম্মান জানিয়ে বলতে চাই, আপনারা সুষ্ঠু তদন্ত করে এর বিচার করবেন। যারা এই নারীকে ব্যবহার করে এসব কাজ করছে, তাদেরও প্রকাশ্যে আনবেন। এসব মিথ্যা অভিযোগ এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

মেহেদী/

ছেলে ও স্বামীর সঙ্গে কথা বললেন ফরিদা পারভীন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৭:৪৯ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৭:৪৯ পিএম
ছেলে ও স্বামীর সঙ্গে কথা বললেন ফরিদা পারভীন
ফরিদা পারভীন। ছবি: সংগৃহীত

দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। দীর্ঘদিন ধরেই লিভার, ফুসফুস, কিডনি ও ডায়াবেটিস সমস্যায় ভুগছেন তিনি। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক জটিলতা তৈরি হওয়ায় গুণী এই শিল্পীকে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছে। তার অবস্থা বেশ সংকটাপন্ন বলে জানিয়েছেন তার স্বামী কিংবদন্তি বংশীবাদক গাজী আবদুল হাকিম। 

এদিকে গতকাল (৭ জুলাই) রাত থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এই শিল্পীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এই সংবাদে বিরক্ত প্রকাশ করেন শিল্পীর পরিবার। 

এ সম্পর্কে গাজী আবদুল হাকিম বলেন, ‘ফরিদা পারভীন ভীষণ অসুস্থ, তার কারণে আমাদের পুরো পরিবারের মানুষরা মানসিকভাবে ভেঙে পড়েছি। এই সময়ে এসে যদি এমন গুজব ছড়ায় তাহলে খুব কষ্ট লাগে। কেউ গুজব ছড়াবেন না। তিনি (ফরিদা পারভীন) এখনও বেঁচে আছেন। আগের মতোই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।’

শুধু তাই নয়, আইসিইউতেই ফরিদা পারভীন তার স্বামী এবং বড় ছেলের সঙ্গে কথা বললেন আজ ৮ জুলাই রাতে। এমন তথ্যই দিয়েছেন গাজী আবদুল হাকিম। তবে কি কথা বলেছেন এই শিল্পী তা স্পষ্ট করেননি তিনি। 

এ সম্পর্কে নন্দিত এই বংশীবাদক খবরের কাগজকে বলেন, ‘মা-ছেলের এবং স্বামী-স্ত্রীর সঙ্গে যে আবেগের কথা থাকে সেসব কথাই বলেছেন ফরিদা পারভীন। এই কথা আসলে প্রকাশ্যে বলার মতো নয়। আগের চেয়ে ফরিদা ভালো আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’ 

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকেও ফরিদা পারভীনের চিকিৎসার জন্য সহযোগিতা করার কথা জানানো হয়েছে।

 /এমএস  

যুক্তরাষ্ট্রে তানভীর তারেকের দুটি গানের ভিডিও

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৮:১৫ পিএম
যুক্তরাষ্ট্রে তানভীর তারেকের দুটি গানের ভিডিও
ছবি: তানভীর তারেকের সৌজন্যে

যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো, লস এনজেলেস ও ডেথভ্যালিতে তানভীর তারেকের দুইটি মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। একটি গান লিখেছেন নন্দিত অভিনেতা নির্মাতা আফজাল হোসেন। আরেকটি লিখেছেন তানভীন তারেক। গান দুটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীত করেছেন তানভীর তারেক নিজেই। মিউজিক ভিডিও দুটি পরিচালনা করেছেন রাজ হামিদ ও টিম আসিফ আকবর।

মিউজিক ভিডিও প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘একটানা গত কয়েক মাস বেশ কিছু মিউজিক ট্র্যাক তৈরির কাজ করেছি। ইচ্ছা আছে আমার মৌলিক গানের ১০০টি গানের সিরিজ প্রকাশ করার। সেই প্রজেক্টেই এই গানগুলো মুক্তি পাচ্ছে। কিংবদন্তি আফজাল হোসেন আমাকে ভালোবাসেন। প্রশ্রয় দেন। এ আমার জীবনের বিরাট প্রাপ্তি।

আমি তার পরিচালিত একটি চলচ্চিত্রে মিউজিকের কাজ করেছি। সেই ভালোবাসার সূত্রেই তার একটি কবিতাকে সুরারোপ দিয়ে গান বেঁধেছি। তাকে ডেমো ট্র্যাকটিও পাঠিয়েছি। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন নাবিলা। নাবিলা পেশায় একজন আইটি ইঞ্জিনিয়ার। সে এখানে এআই নিয়ে ক্যালিফোর্নিয়াতে কাজ করে। মিউজিক ভিডিও দুটি তৈরি হচ্ছে রাজ হামিদের বায়োস্কপ ও হলিউড নির্মাতা আসিফ আকবরের প্রতিষ্ঠান টিএফপির ব্যানারে।’ 

তানভীর তারেক আরও বলেন, ‘মূলত বিদেশের মাটিতে খুব পেশাদার ক্যামেরা পার্সন ও টিম নিয়ে কাজ করাটা খুবই খরচসাপেক্ষ। সে ক্ষেত্রে আমি ভাগ্যবান যে, আমি এমন কিছু প্রফেশনাল টিমের সাপোর্ট নিয়ে কাজ করতে পেরেছি যারা বিশ্বমানের কাজ করে আসছে।

রাজ হামিদের বায়োস্কপ প্রডাকশন বাংলা ফিল্ম নিয়ে সারা বিশ্বে ডিস্ট্রিবিউশনের কাজ করে যাচ্ছে। আর আসিফ আকবর তো হলিউডের লায়নগেটের পরিচালক। আশা করছি গান দুটি শ্রোতা-দর্শকদের কাছে ভালো লাগবে।’ 

/এমএস