
আসছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর আর কর বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
বুধবার (১৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এদিন আলোচনায় অংশ নিয়ে মোবাইল ফোন, সিগারেট, বিড়ি শিল্পের মতো বৃহৎ করদাতা প্রতিষ্ঠানগুলো বাজেট প্রস্তাব তুলে ধরে। এর জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সিগারেটের ওপর আর কর বাড়ানো হবে না।’
অনুষ্ঠানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর হেড অব করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স শাবাব চৌধুরী বলেন, ‘সিগারেটের ওপর কর ও দাম বাড়ালে অপরাধীরা সুযোগ নেয়। চোরাকারবারের সুযোগ বাড়ে। এতে সরকার রাজস্ব বঞ্চিত হয়। রাজস্বের ৮৮ ভাগ আমাদের। আমাদের ভবিষ্যৎ চিন্তা করা উচিত। দাম আর বাড়াবেন না, করও বাড়াবেন না। ভোক্তাকে স্থির হতে দেন। নইলে চোরাচালান বাড়বে।’
বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন বলেন, ‘বিড়ি শিল্পে দেশের বিভিন্ন জেলার প্রান্তিক জনগোষ্ঠীর ১৮ লক্ষাধিক শ্রমিক জড়িত। বিশেষ করে সুবিধাবঞ্চিত, অসহায়, স্বামী পরিত্যক্ত, বিধবা, শারীরিক প্রতিবন্ধী, হতদরিদ্র, দিনমজুর, নদীভাঙনের শিকার চর এলাকার স্বল্প-আয়ের মানুষ এখানে কাজ করে জীবিকা নির্বাহ করেন।’ তিনি বলেন, বিড়িতে মাত্রাতিরিক্ত শুল্ক ও কর বৃদ্ধির ফলে এ শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। তাই বিড়ি শিল্প ও শ্রমিকদের রক্ষার্থে চলতি বাজেটেও বিড়ি শিল্পের ওপর আরোপিত শুল্ক বৃদ্ধি না করার আহ্বান জানাই।
বিড়ি শিল্প মালিক সমিতি বলছে, শুধু বিড়ির কর হার ১০ শতাংশ, যা বর্তমানে সমন্বয়যোগ্য নয়। অন্যদিকে ধারা-১৫২ অনুযায়ী সিগারেটের ওপর কর হার ৩ শতাংশ, যা সমন্বয়যোগ্য। এ ক্ষেত্রে সিগারেটের মতো বিড়ির ক্ষেত্রেও ধারা সংশোধনের প্রস্তাব করা হয়। এতে উভয় খাতের বিদ্যমান কর বৈষম্য দূর হবে। এ ছাড়া বিড়ির ট্যারিফ মূল্য হ্রাস করার প্রস্তাব করছে সংগঠনটি।
দেশে সিগারেটের চেয়ে বিড়ির ট্যাক্স কম উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘নকল বিড়ির উৎপাদন বন্ধ না করলে বিড়ি মালিক শিল্প সমিতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভ্যাট থেকে যে পরিমাণ রাজস্ব আসার কথা, তা আসে না। ভোক্তা ভ্যাট দিয়ে রিসিট না নিলে, রাজস্ব বাড়বে না। যারা ভ্যাট দিয়ে রিসিট নেবে তাদের লটারির মাধ্যমে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। সে উদ্যোগ নেওয়া হচ্ছে।’