ঢাকা ৩ বৈশাখ ১৪৩২, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
English

ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচিত হবে: তারেক রহমান

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:২৬ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৯:৩২ পিএম
ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচিত হবে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে, উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, এর ফলে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করতে হবে। পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করতে হবে। গণহত্যাকারীদের বিচার করাই হবে বিএনপিসহ গণতন্ত্রের পক্ষে শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত হবে।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য ভাচ্যুর্য়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতার মাহফিল করে বিএনপি। এতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, জাতীয় পার্টি (জাফর)সহ বিভিন্ন রাজনৈতিক দলের র্শীষ নেতারা অংশ নেন। ইফতারকে কেন্দ্র করে ইস্কাটনে রাজনৈতিক দলের নেতাদের মিলন মেলায় পরিণত হয়।  

রাজনীতিবিদদের উদ্দেশে তারেক রহমান বলেন, আমাদের সবার চিন্তা, ভাবনা হয়তো এক নয়। আমাদের মধ্যে ভিন্ন রাজনৈতিক চিন্তা রয়েছে, ভিন্ন দল-মত-দর্শন রয়েছে। তবে মতে ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা কিন্তু সবাই একসঙ্গে বসেছি। এটাই আমাদের বাংলাদেশ। এইটি আবহমানকালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের এক অনন্য প্রতিফলন। তবে দুঃখজনকভাবে গত দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণে দেশের শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি এসবকিছুকেই ধ্বংস করে দেয়নি, বরং বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধকেও ধ্বংস করে দেয়া হয়েছে। সামাজিক সম্প্রতি ভ্রাতৃত্বের বন্ধনকে নষ্ট করে দিয়েছে।  

তিনি বলেন, একটি রাষ্ট্র এবং সমাজের জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয়, সামাজিক সম্প্রীতি ও মূল্যবোধ যদি বিনষ্ট করে দেওয়া যায়, তখনই সমাজ ব্যবস্থা অবক্ষয়গ্রস্থ, ভঙ্গুর, নিষ্ঠু এবং অমানবিক হয়ে ওঠে। ভঙ্গুর রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা উগ্রবাদ আর চরম পন্থা বিকাশের এক উর্বর ভূমিতে পরিণত। সাম্প্রতিক সময় হঠাৎ করে অতীতের মতন দেশে পুনরায়, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়েছে। এ বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদেরকে নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। 

আগামী দিনগুলোতে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম কিংবা কর্মপরিকল্পনার রূপরেখা জনগণের সামনে আরও স্পষ্ট এবং সুনির্দিষ্ট হলে জনমনে থাকা সব সন্দেহের অবসান হবে বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা, এমনকি দু’একটি রাজনীতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন সুরে কথা বলতে শোনা যায়। আমরা মনে করি, জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তোর নামে গৌণ ইস্যুকে মুখ্য করে, অকারণে সময়ক্ষেপণের চেষ্টা হলে, সেটি জনমনে ভুল বার্তা পৌঁছাবে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এবং সরকারের কার্যক্রমের প্রতি জনগণের আস্থার সংকট সৃষ্টি হবে। গণতন্ত্র প্রতিষ্ঠারকরণে যাত্রা পথ বিপদ সংকুল হয়ে উঠতে পারে। অপরদিকে এ ধরনের পরিস্থিতি শেষ পর্যন্ত পলাতক মাফিয়া চক্রের দোসরদের পুররুদ্ধারের পথকে সুগম করবে। 

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপিসহ প্রতিটি রাজনৈতিক দল মনে করে, সংস্কার এবং নির্বাচন উভয়টি প্রয়োজন। সুতরাং সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করার কোনোই প্রয়োজন নেই। রাজনৈতিক পরিক্রম প্রক্রিয়াকে শক্তিশালী এবং টেকসই কার্যকর রাখতে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিকভাবে ক্ষমতাহীন জনগণ এবার নিজেদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করে নিজেদের অধিকার বুঝে নিতে প্রস্তুত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল অব. অলি আহমদ, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

ইফতার মাহফিলে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বিপ্লবী ওরার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, জেএসডির সিনিয়র সহ সভাপতি তানিয়া রব, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আব্দুর রকিব, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক  নাসির উদ্দিন পাটোয়ারী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ যুগপৎ আন্দোলনের জোট এবং দলগুলোর নেতারাও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

বিএনপির নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী  শামসুর রহমান শিমুল বিশ্বাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন প্রমুখ।

শফিকুল ইসলাম/এমএ/

প্রধান উপদেষ্টার নির্বাচনি বার্তায় সন্তুষ্ট নয় বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০২:৪০ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পিএম
প্রধান উপদেষ্টার নির্বাচনি বার্তায় সন্তুষ্ট নয় বিএনপি: মির্জা ফখরুল
ছবি: খবরের কাগজ

প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে যে সময় দিয়েছে ডিসেম্বর থেকে জুন এ বার্তায় আমরা একেবারে সন্তুষ্ট নই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'আমরা ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়েছি। ডিসেম্বরে সময় অতিক্রম হয়ে গেলে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। তারা বলেছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছি।' 

বুধবার (১৬ এপ্রিল) দুপুর প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের স্পষ্ট বার্তার জন্য সরকারি বাসভবনে পৌনে ২ ঘন্টার বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকটি বেলা ১২ টা ৫ মিনিটের দিকে শুরু হয়ে দুপুর ২টার দিকে শেষ হয়। 

বিএনপি মহাসচিব বলেন, আমরা যে সব বিষয়ে ঐকমত্য হয়েছি, সেগুলো নিয়ে একটা তালিকা হতে পারে।  

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহম্মেদ।

অপরদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান।

শফিকুল/মেহেদী/

দিনাজপুরে সাবেক সংসদ সদস্যসহ ৭১জন গ্রেপ্তার

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পিএম
দিনাজপুরে সাবেক সংসদ সদস্যসহ ৭১জন গ্রেপ্তার
খবরের কাগজ গ্রাফিকস

দিনাজপুর জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে এক রাতে একজন সাবেক সংসদ সদস্যসহ বিভিন্ন মামলার ৭১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

বুধবার (১৬ এপ্রিল ২০২৫) বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার মারুফাত হোসাইন মারুফ নিজ কার্যালয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দিনাজপুর জেলা পুলিশ যে কোন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেইসঙ্গে সব ডেভিল গ্রেপ্তারের জন্য 'অপারেশন ডেভিল হান্ট' চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেন এবং ডিবির একটি চৌকস টিম ১৫ এপ্রিল রাত ৯টায় দিনাজপুর শহরের ইদগাহ আবাসিক এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোওয়ার কবিরকে (৫০) গ্রেপ্তার করে। এ ছাড়া জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৭০জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দিনাজপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে

শাহ সারোওয়ার কবির গাইবান্ধা সদর উপজেলার কোম্পানিপাড়া এলাকার শাহ ফিরোজ কবিরের ছেলে। তার বিরুদ্ধে গাইবান্ধা জেলার সদর থানায় দুটি মামলা চলমান রয়েছে। যার এফআইআর নং-১৫, তারিখ- ২৬ আগস্ট ২০২৪ আর অপরটির এফআইআর নং-১০, তারিখ ১৮ আগস্ট ২০২৪।

দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


সুলতান/মেহেদী/

নিকোল চুলিকের সঙ্গে বিএনপির সৌজন্য সাক্ষাৎ বিকেলে

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:৪১ পিএম
নিকোল চুলিকের সঙ্গে বিএনপির সৌজন্য সাক্ষাৎ বিকেলে
খবরের কাগজ গ্রাফিকস

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির একটি প্রতিনিধি দল।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় গুলশান-২ এর ৫৫ নম্বর রোড মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবন এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ বৈঠক অংশ নেবেন।

শফিকুল/মেহেদী/

আদালতের এজলাসেই পুলিশকে মারধর, বিএনপির ৬ নেতা-কর্মী আটক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:০৯ পিএম
আদালতের এজলাসেই পুলিশকে মারধর, বিএনপির ৬ নেতা-কর্মী আটক
ছবি: সংগৃহীত

পাবনায় আদালতের ভেতরে শুনানি চলাকালে ভিডিও ধারণ করতে বাধা দেওয়ায় দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বিএনপির ৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- ঈশ্বরদী উপজেলা সদরের ফতে মোহাম্মদপুর নিউ কলোনী এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে আওয়াল কবির (৩৮), হাবিবুর রহমানের ছেলে সরোয়ার জাহান শিশির (৩৩), দাশুড়িয়া গ্রামের মৃত আমজাদ খানের ছেলে কালাম খান (৪০), এম এস কলোনী এলাকার ইউসুফ আলীর ছেলে রুবেল হোসেন (৩৩), লোকসেড গাউছিয়া মসজিদ এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেন (৩৫) এবং ভাঁড়ইমারী বাঁশেরবাদা গ্রামের মৃত আব্দুল গাফফার সরদারের জহুরুল ইসলাম (৩৫)।

আওয়াল কবির ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, সরোয়ার জাহান শিশির পৌর ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী, কালাম খান দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, রুবেল হোসেন পৌর ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং জহুরুল ইসলাম ডালিম সলিমপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২০২৩ সালের ১৫ নভেম্বর ঈশ্বরদীতে তৎকালীন আওয়ামী লীগের সময় নাশকতার একটি মামলার শুনানিতে আটকরা হাজিরা দিতে এসেছিলেন। হাজিরা চলা অবস্থায় তারা এজলাসে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন। এ সময় সেখানে থাকা পুলিশ সদস্য শাহ আলম তাদের ছবি তুলতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওই তাকে মারধর করেন বিএনপির ওই নেতা-কর্মীরা। এ সময় আদালতের আইনজীবী ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে আদালতের শুনানি শেষে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) রাশেদুল ইসলাম জানান, সঙ্গে সঙ্গে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এ বিষয়ে পাবনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব আইনজীবী মাসুদ খন্দকার বলেন, আদালতের এজলাসে এ ধরনের ঘটনা মেনে নেওয়ার মত নয়। বিএনপির কেউ যদি সত্যিই এমন ঘটনা ঘটিয়ে থাকে তবে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পার্থ/মেহেদী/

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিরা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০১:৩৪ পিএম
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিরা
ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বুধবার (১৬ এপ্রিল) বেলা ১২টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের উদ্দেশ্য তারা যমুনায় প্রবেশ করেন।

বিএনপির প্রতিনিধি দলে আরও রয়েছেন- দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহম্মেদ।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য স্পষ্ট নির্বাচনি রোডম্যাপ চাইবে বিএনপি। এ ছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কি তা স্পষ্ট করার চেষ্টায় থাকবে প্রতিনিধিরা। একইসঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে পারেন নেতারা।

শফিকুল ইসলাম/অমিয়/