রায়হান রাশেদ
ঢাকা ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, সোমবার, ২০ মে ২০২৪
রায়হান রাশেদ

রায়হান রাশেদ

রায়হান রাশেদের পড়ালেখার হাতেখড়ি গাঁয়ের মকতবে। দাওরায়ে হাদিস ও ইফতা পড়েছেন নরসিংদী দারুল উলুম দত্তপাড়া মাদরাসায়। স্নাতক ও স্নাতকোত্তর করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে। কৈশোর পেরিয়ে যখন তারুণ্যের দহলিজে পা রাখেন তখন থেকেই শিল্প-সাহিত্যের প্রতি নিবিড় মনোযোগ। নানারকম পাঠে ক্রমশ সমৃদ্ধ করেন নিজেকে। দু’হাতে লেখালেখি করেন পত্রিকা-ম্যাগাজিনে। বিভিন্ন মাসিক ও দৈনিকের ইসলাম, সাহিত্য ও ফিচার পাতায় প্রতিভাবান এই লেখকের উপস্থিতি প্রশংসনীয়। তার লেখা বইয়ের সংখ্যা ৪টি। ২০১৭ সালে ফিচার লেখার মাধ্যমে দৈনিক কালের কণ্ঠে কাজ শুরু করেন। দৈনিক নয়া শতাব্দীতেও কাজ করেছেন দীর্ঘ দিন। বর্তমানে কাজ করছেন দৈনিক খবরের কাগজের ইসলাম বিভাগের সহ-সম্পাদক হিসেবে।