
রাসুলুল্লাহ (সা.)-এর জীবনী পাঠ করা আমাদের জন্য অত্যাবশ্যক। কারণ এর মাধ্যমে আমরা আমাদের কর্তব্য নির্ধারণ এবং সেই কর্তব্য পালনের সঠিক নির্দেশনা পেতে পারি। তাঁর পবিত্র সিরাত পাঠের মাধ্যমে আমরা জ্ঞান-প্রজ্ঞা, দ্বীন-ইমান, আদব-আখলাক, আদর্শ জীবন গঠন ও আল্লাহর দিকে দাওয়াত ইত্যাদি সব ক্ষেত্রে অতুলনীয় পাথেয় অর্জন করতে পারি। প্রাচীন ও আধুনিক ইতিহাস সাক্ষী যে, পবিত্র সিরাত যুগে যুগে অসংখ্য মানুষকে ইমানের পথ দেখিয়েছে।
রাসুলুল্লাহ (সা.)-এর ওপর নাজিল হওয়া কোরআন, সেই কোরআনের আলোয় উদ্ভাসিত তাঁর বাস্তব জীবন, তাঁর অনন্য চরিত্র-মাধুর্য, তাঁর মহত্ত্ব, মহানুভবতা যুগে যুগে অসংখ্য মানুষকে ইমান ও বিশ্বাসের স্নিগ্ধ ছায়াতলে নিয়ে এসেছে। তাঁর পবিত্র জীবন তাঁর নবুওয়াত ও রিসালাতের এক দেদীপ্যমান প্রমাণ, যার প্রভাব কোনো ন্যায়নিষ্ঠ হৃদয় ও মস্তিষ্ক এড়িয়ে যেতে পারে না। তাই তাঁর পবিত্র জীবন ও কর্ম ইমান লাভের মাধ্যম আর ইমানের আলোকপ্রাপ্ত সৌভাগ্যবান মানবের ইমান-বৃদ্ধির উপায়। তবে এর জন্য খোলা মন নিয়ে পবিত্র সিরাতের সান্নিধ্য গ্রহণ করা প্রয়োজন। বড়োদের জন্য নানাবিধ সিরাতের বই বাজারে থাকলেও ছোটদের জন্য তেমন নেই। যেগুলো আছে, সেগুলো তেমন পাঠযোগ্য নয়। ছোটদের পাঠযোগ্য করে সহজ ভাষায় ছোটোদের সীরাতুন নবী সা. বই লিখেছেন সাইয়েদ আবুল হাসান আলি নদবি (রহ.)।
ছোটোদেরকে উদ্দেশ্য করে লেখা এ বইয়ে খুব সংক্ষেপে সিরাতের সারনির্যাস সন্নিবেশিত হয়েছে। সিরাতের চমৎকার ঘটনাবলি, দাওয়াতের প্রাথমিক ইতিহাস, বিভিন্ন বিজয়াভিযান, নববি তরবিয়তের শিক্ষণীয় ঘটনাসমূহ ও রাসুলুল্লাহ (সা.)-এর অনেক মুজেজার বর্ণনাও এতে চলে এসেছে।
মোট কথা, বইটি যেন একটি পূর্ণাঙ্গ পাঠশালা। তাতে ছোটোরা ইমান-ইহসান ও আত্মিক পবিত্রতার সঙ্গে যেমন বেড়ে উঠবে। জীবন-পথের অমূল্য পাথেয় পাবে; অন্ধকারে পথচলার জন্য পাবে উজ্জ্বল আলো। সর্বোপরি, এটা হবে এমন অস্ত্র যার মাধ্যমে নিজের জান ও ইমান বাঁচাতে পারবে। এমন পয়গাম যা পৃথিবীর অপরাপর জাতির সামনে পেশ করতে পারবে অনায়াসে।
লেখক বইটি রচনা করতে গিয়ে সিরাত ইবনে হিশামের ওপর অনেকটা নির্ভর করেছেন। কিছু প্রাচীন গ্রন্থ ও সিহাহ সিত্তার সহযোগিতাও নিয়েছেন। বইটি নিতান্তই শিশু-কিশোরদের জন্য লেখা।
বইটিতে পনেরোটি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে জাহেলি যুগ, দ্বিতীয় অধ্যায়ে রাসুলের আবির্ভাবের আগে, তৃতীয় অধ্যায়ে নবুয়তের পর, চতুর্থ অধ্যায়ে মদিনায়, পঞ্চম অধ্যায়ে ওহুদ যুদ্ধ, ষষ্ঠ অধ্যায়ে বনু কুরাইজার যুদ্ধ, সপ্তম অধ্যায়ে হুদাইবিয়ার যুদ্ধ, অষ্টম অধ্যায়ে রাজা-বাদশাহ ও আমির-ওমারাদের ইসলামের দাওয়াত, নবম অধ্যায়ে খায়বার যুদ্ধ, দশম অধ্যায়ে মুতার যুদ্ধ, একাদশ অধ্যায়ে মক্কাবিজয়, দ্বাদশ অধ্যায়ে হুনাইনের যুদ্ধ, ত্রয়োদশ অধ্যায়ে তায়েফ যুদ্ধ, চতুর্দশ অধ্যায়ে প্রতিনিধি আসার বছর ও পঞ্চদশ অধ্যায়ে রাসুল (সা.)-এর মৃত্যুর আলাপ রয়েছে।
বইটি লিখেছেন সাইয়েদ আবুল হাসান আলি নদবি। অনুবাদ করেছেন মাওলানা ইবরাহিম খলিল। বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল ইসলাম। ২৫৬ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৪৯০ টাকা। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি মাকতাবাতুল ইসলাম থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেজে।
বই: ছোটোদের সীরাতুন নবী সা.
লেখক: সাইয়েদ আবুল হাসান আলি নদবি
অনুবাদ: মাওলানা ইবরাহিম খলিল
প্রকাশক: মাকতাবাতুল ইসলাম
পৃষ্ঠা সংখ্যা: ২৫৬
মুদ্রিত মূল্য: ৪৯০ টাকা
মোবাইল: ০১৯১২-৩৯৫৩৫১