ঢাকা ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, সোমবার, ০৩ জুন ২০২৪

এভারটনের কাছে হোঁচট খেল লিভারপুল

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১২:৩১ পিএম
এভারটনের কাছে হোঁচট খেল লিভারপুল
ছবি : সংগৃহীত

ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার পর প্রিমিয়ার লিগ জেতার কথা বলেছিলেন ইয়ুর্গেন ক্লপ। কিন্তু এভারটনের কাছে হেরে সেই আশা ফিকে হয়ে গেছে।

বুধবার (২৪ এপ্রিল) রাতে গুডিসন পার্কে এভারটনের কাছে প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে লিভারপুল। জ্যারেড ব্যান্থওয়েইট ও ডমিনিক ক্যালভার্ট-লুইন। ঘরের মাঠে এই প্রথম ২০১০ সালের পর লিভারপুলের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে এভারটন।

লিভারপুলের ওপর ম্যাচের শুরু থেকেই চড়াও হয় এভারটন। ২৭ মিনিটে ব্র্যান্থওয়েইটের গোলে এগিয়ে যায় তারা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে লিভারপুল। কিন্তু এভারটনের কাছে তারা টিকতে পারেনি। বেশি সময় নেয়নি তারা দ্বিতীয় গোল আদায় করে নিতে।

দূর থেকে নেওয়া ইংলিশ ফরোয়ার্ড ম্যাকনিলের ৫৭তম মিনিটের শট ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন আলিসন। তা থেকে পাওয়া কর্নারে পাওয়া বল হেড দিয়ে গোল করেন ক্যালভার্ট-লুইন। এই গোলে ২-০ গোলে এগিয়ে যায় এভারটন।

এই পরাজয়ের মধ্য দিয়ে সবশেষ চার ম্যাচে তৃতীয়বার হোঁচট খেল লিভারপুল। যার মধ্যে দুটিতেই হারতে হয়েছে তাদের।

৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। দুই ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।

৩৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১৬ নম্বর এভারটন। তাদের চেয়ে ৮ পয়েন্ট কম নিয়ে ১৮ নম্বরে লুটন টাউন। 

ভারতের কোচ হতে মুখিয়ে আছেন গম্ভীর

প্রকাশ: ০৩ জুন ২০২৪, ০৮:১১ এএম
ভারতের কোচ হতে মুখিয়ে আছেন গম্ভীর
ছবি : সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের কোচের দায়িত্বে আর থাকছেন না রাহুল দ্রাবিড়। তার জায়গায় ভিভিএস লক্ষ্মণকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি রাজি হননি। সদ্যসমাপ্ত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পেছনে পরামর্শক হিসেবে বড় ভূমিকা পালন করেছিলেন দলটির সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর। এরপর থেকেই ভারতের পরবর্তী কোচ হওয়ার আলোচনায় আছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।

গম্ভীর নিজেও ভারতের কোচ হতে মুখিয়ে আছেন। রবিবার (২ জুন) আবুধাবিতে শিশুদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘দেখুন, আমি ভারতের কোচ হতে আগ্রহী। নিজের জাতীয় দলকে কোচিং করানোর চেয়ে সম্মানের আরকিছুই নেই। আপনি ভারতের ১৪০ কোটি জনগণকে প্রতিনিধিত্ব করছেন এবং বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটেও থাকা ভারতীয়দেরও। এবং যখন আপনি ভারতকে প্রতিনিধিত্ব করছেন, এরচেয়ে বড় আর কি হতে পারে?’

ভারতকে কীভাবে গম্ভীর বিশ্বকাপ জেতাতে সহায়তা করবে এক ক্ষুদে ভক্তের প্রশ্নের জবাবে গম্ভীর বলেন, ‘আমার মনে হয় এটা আমি নই, যে কিনা ভারতকে বিশ্বকাপ জেতাবে। ১৪০ কোটি ভারতীয়রাই ভারতকে বিশ্বকাপ জেতাতে সহায়তা করবে। সবাই আমাদের জন্য প্রার্থণা করা শুরু করলে এবং তাদের খেলায় সমর্থন করলে, ভারত বিশ্বকাপ জিতবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভয়ডরহীন থাকা। আর হ্যাঁ, আমি ভারতের কোচ হতে মুখিয়ে আছি।’

রাহুল দ্রাবিড় কোচ হিসেবে মেয়াদ বাড়াতে না চাওয়ায় নতুন কোচ খুঁজছে ভারত। বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহ ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় কেউই আবারও হতে যাচ্ছেন কোচ, যিনি কিনা ভারতের ক্রিকেট ও ক্রিকেট কাঠামো সম্পর্কে গভীর জ্ঞান রাখেন।’

ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করানোর অভিজ্ঞতা না থাকা ৪২ বছর বয়সী গৌতম গম্ভীর আইপিএলে ২০২২ ও ২০২৩ মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পরামর্শক হয়ে দুবারই প্লে অফে তুলেছিলেন দলকে এবং একবার জিতেয়েছেন শিরোপা। ২০২৪ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের পরামর্শকের ভূমিকায় দায়িত্ব পালন করেও শিরোপা জিতেছেন।

ভারতের হয়ে নিজের খেলোয়াড়ি ক্যারিয়ারেও জিতেছেন দুটি আইসিসি শিরোপা। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ। ২০১২ ও ২০১৪ সালে জিতেছেন অধিনায়ক হিসেবে দুই আইপিএল শিরোপাও।

বার্বাডোসে ফিল্ডিংয়ে নামিবিয়া

প্রকাশ: ০৩ জুন ২০২৪, ০৬:০৯ এএম
বার্বাডোসে ফিল্ডিংয়ে নামিবিয়া
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মিত মুখ হয়ে গেছে নামিবিয়া ও ওমানের মতো আইসিসির সহযোগী দেশগুলো। দুই দলই টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লিখিয়েছে দুইবার। এবার সি গ্রুপে একে অপরের গ্রুপসঙ্গী তারা। আইসিসির আসরে সহযোগী দেশগুলোর মধ্যকার লড়াই বেশ জমে ওঠে। আজ এই সহযোগী দুই দেশ মুখোমুখি হয়ে মাঠে নামছে বিশ্বকাপের ম্যাচে। সে ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নামিবিয়া অধিনায়ক গেরহার্ড এরাসমাস 

সোমবার (৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসে মাঠে গড়াবে দুই দলের এই ম্যাচ। 

টস জিতে নামিবিয়া অধিনায়ক গেরহার্ড এরাসমাস ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে বলেন,‘কন্ডিশন সম্পর্কে ধারণা নিতে চাই। মাঠে এসে পয়েন্ট অর্জন করতে হবে।’

অন্যদিকে ব্যাটিং পেয়ে খুশি ওমানের অধিনায়ক আকিব ইলিয়াস ভালো উইকেটে চাপ ছাড়াই নিজের দলকে নিয়ে কিছু করতে চান। বছরের শুরুতে নামিবিয়ার বিপক্ষে সিরিজটি প্রতিপক্ষ সম্পর্কে তাদের ধারণা দিয়েছে বলেও জানান তিনি।

নামিবিয়া একাদশ

নিকোলাস ডেভিন, মাইকেল ভ্যান লিনগেন, জান ফ্রাইলিঙ্ক, গেহার্ড এরাসমাস (অধিনায়ক), মালান ক্রুগার, জোনাথান স্মিথ, ডেভিড ভিইসে, জেন গ্রিন, রুবেন ট্রাম্পপেমান, বেরনার্ড স্কোলজ, তানগেনি লুঙ্গামেনি।

ওমান একাদশ

আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কেশব প্রজাপতি, আয়ান খান, মোহাম্মাদ নাদিম, খালিদ কাইল, নাসিম খুশি, মেহরান খান, বিলাল খান, কালিমউল্লাহ, শাকিল আহমেদ। 

সহজ ম্যাচ কঠিন করে জিতল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশ: ০৩ জুন ২০২৪, ০১:০২ এএম
সহজ ম্যাচ কঠিন করে জিতল ওয়েস্ট ইন্ডিজ
ছবি : সংগৃহীত

অনিশ্চয়তার খেলা টি-টোয়েন্টি ক্রিকেট। সেটাই যেন প্রমাণ হতে চলেছিল বিশ্বকাপের মঞ্চে। ক্যারিবীয় দানবদের শক্ত ভিত নাড়িয়ে দিয়েছিল ‘পুঁচকে’ পাপুয়া নিউগিনি (পিএনজি)। কিন্তু বড় মঞ্চের চাপ শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি অনভিজ্ঞ দলটি। তাদের বিপক্ষে সাময়িক চাপ সামলে ঘুরে দাঁড়ায় টুর্নামেন্টের সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। রবিবার (২ জুন) দেশের মাটিতে বিশ্বকাপের প্রথম ম্যাচে পিএনজিকে হারিয়েছে ৫ উইকেটে।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে ম্যাচে ব্যাটিংয়ে স্বাগতিকদের তেমন চ্যালেঞ্জ জানাতে পারেনি পিএনজি। কোনোরকমে ২০ ওভারে ৮ উইকেটে থামে ১৩৬ রানে। টি-টোয়েন্টির যুগে মামুলি এই পুঁজি নিয়েই হুমকি হয়ে উঠেছিল দ্বিতীয়বার টুর্নামেন্টে খেলতে যাওয়া  দলটি। ৯৭ রানে ফেলে দেয় ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট। তখন জয় থেকে ৪০ রান দূরে ছিল ক্যারিবীয়রা। হাতে ছিল ৪ ওভার। সেই মুহূর্তে জয়ের স্বপ্ন বেশ তাজা ছিল পিএনজি শিবিরে। সেই স্বপ্ন অন্ধকারে মিলিয়ে দেন রস্তন চেজ ও আন্দ্রে রাসেল। দুজনের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে জয়ের হাসি ফুটে স্বাগতিকদের মুখে।

সহজ লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভারের প্রথম বলে গোল্ডেন ডাক মারেন জনসন চার্লস। তারকা ওপেনারের বিদায়ের ধাক্কা সামলে নেন ব্র্যান্ডন কিং এবং নিকোলাস পুরান। দুজনের প্রতিরোধে দুর্বার না হলেও বেশ সাবলীল গতিতে চলছিল তাদের রানচাকা। কিন্তু তাদের ৫৩ রানের জুটি ভাঙতেই যেন দিশেহারা হয়ে যান ক্যারিবিয়ানরা। চোখের পলকেই তাদের সংগ্রহ হয়ে যায় ৫ উইকেটে ৯৭ রান! ১৬তম ওভারের শেষ বলে পঞ্চম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন শেফার্নি রাদারফোর্ড (২)। তাকে ফেরান পিএনজি অধিনায়ক আসাদ ভালা।

কিং-পুরানের জুটি ভেঙেছিলেন জন কারিকো। তিনি আউট করেন পুরানকে (২৭)। কিংয়ের বিদায়ঘণ্টা বাজান আসাদ ভালা। চাপের মুখে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল আউট হন মাত্র ১৫ রান করে। তাকে শিকার বানান চাঁদ সোপার। তবে পিএনজি বোলারের এসব সাফল্য বৃথা যায় রস্তন-রাসেলের দুর্দান্ত ফিনিশিংয়ে। ম্যাচসেরা রস্তনের ব্যাট থেকে আসে ৪৭ রান (২৭ বলে)। অবসর ভেঙে জাতীয় দলে ফেরা রাসেল অপরাজিত ছিলেন ১৫ রানে। দুজনের অবিচ্ছিন্ন ৪০ রানের জুটিতেই জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল ২০১২ এবং ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।

এর আগে বোলিংয়ে বেগ পোহাতে হয়নি ক্যারিবীয় বোলারদের। সম্মিলিত প্রচেষ্টায় অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে বেঁধে ফেলে অল্প রানে। রাসেল ও আলজারি জোসেফ ২টি করে এবং আকিল হোসেন, রোমারিও শেফার্ড ও গুটাকেশ মোটি ১টি করে উইকেট পান। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে দারুণ ব্যাটিং করেন সিসে বাউ (৪৩ বলে ৫০ রান)। তুলে দেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি। তবে যোগ্য পাননি সিসে। তাই ফুলে-ফেঁপে উঠেনি পিএনজির দলীয় সংগ্রহ। ফলস্বরূপ টুর্নামেন্টে প্রথম জয়ের অপেক্ষা বাড়ল তাদের। দলটি ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে তিনটি ম্যাচেই হেরেছিল।

 

টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৮:০৫ পিএম
টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে আরেক স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সে ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল।

রবিবার (২ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সি গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল বলেন, ‘আমরা আগে বোলিং করবো। দেখে খুব ভালো উইকেট মনে হচ্ছে। আশা করি তাদের দ্রুত আটকে রাখতে পারবো এবং আমাদের ব্যাটাররা লক্ষ্য তাড়া করতে পারবে। এটা সেই প্রভিডেন্সের উইকেট, এতা আমাদের ভালো ক্রিকেট খেলার সুযোগ দেয়। ঘরের মাঠে বিশ্বকাপ জেতার ব্যাপারে আমরা বেশ উদ্দীপ্ত। এতা এমন একটা ব্যাপার যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি আমরা সেই অনুযায়ী করতে পারবো। দুই অলরাউন্ডার ও তিন স্পিনার নিয়ে দল সাজিয়েছি আমরা।’

অন্যদিকে, টস হেরে পিএনজির অধিনায়ক আসাদ ভালা বলেন, ‘গত দুইদিনে বৃষ্টি হলেও উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। অলরাউন্ডারদের নিয়ে দলে সঠিক ভারসাম্য রয়েছে। প্রস্তুতিও বেশ ভালো হয়েছে। এখানে আমরা দুই সপ্তাহ ধরে আছি এবং টুর্নামেন্টের জন্য প্রস্তুত রয়েছি।

আইসিসির সহযোগী দেশের বিপক্ষে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের এই ম্যাচকে ঘিরে সবার দৃষ্টিতেই ফেবারিট ওয়েস্ট ইন্ডিজ। যদিও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই পাপুয়া নিউ গিনিকে।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, রস্টন চেইজ, রভম্যান পাওয়েল (অধিনায়ক), শেরফানে রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ, গুদাকেশ মতি।

পাপুয়া নিউ গিনি একাদশ

টনি উরা, শেশে বাউ, আসাদ ভালা (অধিনায়ক), লেগা সিয়াকা, হিরি হিরি, চার্লস আমিনি, কিপলিন দরিগা, আলেই নাউ, চাদ সোপার, কাবুয়া মোরেয়া, জন কারিকো।

বঙ্গবন্ধু কাপ ২০২৪ থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৫:৪৫ পিএম
থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ রোববার (২ জুন) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে ৩টি লোনাসহ ৪১-১৮ পয়েন্ট ব্যবধানে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেয় লাল-সবুজের দল। এর মধ্য দিয়ে মর্যাদার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবারের মতো ফাইনালে জায়গা করে নিল দলটি। আজ খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২৩-০৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল।

শেষ চারের লড়াইয়ে দারুণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন বাংলাদেশের তারকা রেইডার অধিনায়ক আরদুজ্জামান মুন্সি। প্রতিপক্ষের কাছ থেকে আরদুজ্জামান একাই তুলে আনেন মূল্যবান ১১টি পয়েন্ট। সেমিফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচসেরার হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের হুইপ সানজিদা খানম, এমপি এবং দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।

কাকতালীয়ভাবে গত আসরের দুই সেমিফাইনালিস্ট এবারো পস্পরের বিরুদ্ধে আজ মুখোমুখি হয়। অভিন্ন প্রতিপক্ষের ম্যাচের ফলাফলও অভিন্ন। শুধু পার্থক্যে ভেন্যুতে। গত বছর বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে সেদিন থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্ট ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ।

আজ ম্যাচের শুরুতেই বাজিমাত বাংলাদেশের। খেলার মাত্র ১২ সেকেন্ডেই বোনাসসহ থাইল্যান্ডের কাছ থেকে ৪ পয়েন্ট তুলে আনেন আরদুজ্জামান। খেলার ষষ্ঠ মিনিটে প্রথম লোনা অর্জন বাংলাদেশের। এ সময় ১০-১ পয়েন্ট এগিয়ে ছিল বাংলাদেশ। ১৯ মিনিটে ম্যাচের দ্বিতীয় লোনা বাংলাদেশের। আরদুজ্জামান, মিজানুররা এগিয়ে ছিল ২৩-৭ পয়েন্ট ব্যবধানে। প্রথমার্ধে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি থাইল্যান্ড।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের সামনে অসহায় আত্মসমর্পন থাইল্যান্ডের। খেলার ২৮ মিনিটে তৃতীয় লোনা (৩৪-১২ পয়েন্ট এগিয়ে বাংলাদেশ) তুলে একচেটিয়া ম্যাচ জয় স্বাগতিকদের। খেলাশেষে ম্যাচসেরা বাংলাদেশের অধিনায়ক বলেন, চতুর্থবারের মতো আমি বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে খেলছি। প্রথম আসরে তিনবার ম্যাচসেরা, দ্বিতীয় আসরে একবার, তৃতীয় আসরে ম্যাচসেরা না হলেও এবার চতুর্থবার আসরে ৬ ম্যাচের মধ্যে ২ বার ম্যাচসেরার পুরস্কার জিতেছি। আসলে আমি সেরা হয়েছি এটা বড় কথা নয়। দল সেমিফাইনালে জিতে ফাইনালে উঠেছে এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। সেমিফাইনালেও মতো ফাইনালেও আমরা জিততে চাই। দেশকে আরেকবার শিরোপা রঙে রাঙাতে চাই।

বাংলাদেশের কোচ আব্দুল জলিল বলেন, আমি গতকালই বলেছিলাম থাইল্যান্ডকে হারিয়ে আমরা ফাইনালে যেতে চাই। ছেলেরা দারুণ খেলে আজ সেই উপলক্ষ এনে দিয়েছে। ছেলেদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। ওরা শুধু আজ সেমিফাইনালেই নয়; পুরো টুর্নামেন্ট অর্থাৎ গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল ৬ ম্যাচে দুর্দান্ত খেলেছে। গত তিন আসরে চ্যাম্পিয়ন হলেও এবারের দলটাকে আমি বলব সবচেয়ে দুর্দান্ত।