রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে রঙিন আল্পনায় সেজেছে ৭৫ একরের বেরোবি প্রাঙ্গন। বিশ্ববিদ্যালয়জুড়ে যেন এক অন্যরকম আমেজ।
এই অনুষ্ঠানটি শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য উৎসবের মতো।
রবিবার (৩ নভেম্বর) এই আয়োজন করা হয়।
নবীনদের স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রঙিন আলপনায় সাজানো হয়। এই আলপনাগুলো শুধু সুন্দরই নয়, এতে বিভিন্ন বাণী ও শুভেচ্ছাও লেখা থাকে যা নবীনদের জন্য অনুপ্রেরণা জোগায়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মিলে এই আলপনা আঁকেন। আলপনায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, সংস্কৃতি, এবং ভবিষ্যতের লক্ষ্য তুলে ধরা হয়। নবীনরাও এই আলপনা দেখে খুব উচ্ছ্বসিত হয় এবং বিশ্ববিদ্যালয় জীবনের প্রতি আগ্রহী হয়ে ওঠে।
এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সামিউল ইসলাম বলেন, প্রতিবারের মতো এবারও বর্ণিল আয়োজনে মেতে উঠেছে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীরা। আলপনায় সজ্জিত হয়েছে ক্যাম্পাস ও বিভাগগুলো। এগুলো শুধু নবাগত শিক্ষার্থীদের জন্যই আনন্দের নয়, বরং পুরাতন শিক্ষার্থীদের জন্যও আনন্দের।
বাংলা বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরোজ বলেন, আমাদের জন্য আলপনা শুধু একটা ছবি নয়, এটা আমাদের গল্প। আমরা এই আলপনার মাধ্যমে নবীনদেরকে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বাদ কেমন তা জানাতে চাই। আমরা চাই, তারা এই বিশ্ববিদ্যালয়ে নিজেদেরকে খুঁজে পাক। আলপনা আঁকার সময় আমরা অনেক মজা করি। এ কাজের মধ্যদিয়ে আমাদের বন্ধুত্ব আরও গভীর হয়। আমরা চাই, নবীনরা যখন এই আলপনা দেখবে, তখন তাদের মনে একটা উৎসাহ জাগবে।
গাজী আজম হোসেন/মেহেদী/অমিয়/