![ঢাবি শিক্ষক সমিতির কার্যালয়ে হামলার অভিযোগ](uploads/2024/12/14/ujh-1734196373.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির কার্যালয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ভাঙচুর চালিয়েছে ২০-৩০ জন দুর্বৃত্ত।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা।
তিনি বলেন, 'শুক্রবার রাত ১০টার দিকে ২০-৩০ জন বহিরাগত ক্লাবের ম্যানেজারকে হুমকি-ধমকি দিয়ে জোর করে শিক্ষক সমিতির অফিসে প্রবেশ করে। পরে তারা সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস ফেলে দিয়ে বোর্ড থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম মুছে দেয়।
এছাড়া শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধার ফুল রাখা ছিল। সেগুলো ভেঙেচুরে ফেলে দেয়া হয় যেন আমরা শ্রদ্ধা নিবেদন করতে না পারি। এমন ঘটনা পাকিস্তান আমলেও ঘটেনি। তাছাড়া শিক্ষক সমিতি তো কোন ব্যক্তি বা দলের না, এটি সকল শিক্ষকের প্রতিনিধিত্ব করে। এমন ঘটনা ১৪ ডিসেম্বরের কিছুটা আগ মুহুর্তে ঘটা শহীদদের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা হলো এটা অচিন্তনীয়।’
এ ঘটনার প্রেক্ষিতে উপাচার্যকে চিঠিও দেওয়ার কথা জানান অধ্যাপক ড. জিনাত হুদা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ খবরের কাগজকে বলেন, ‘ঘটনাটি জানার পর উপাচার্যসহ শিক্ষক সমিতি পরিদর্শন করেছি। ওনারা (শিক্ষক সমিতি) দুষ্কৃতকারীদের চিহ্নিত করতে পারেনি। আমরা শিক্ষক সমিতির সভাপতি, ক্লাবের সেক্রেটারি, ম্যানেজারের সঙ্গে কথা বলেছি।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ নিবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারা কিভাবে এ ঘটনাটা ঘটিয়েছি সেটার খোঁজ নিচ্ছি। অবশ্যই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
এদিকে ঘটনার পর শনিবার শিক্ষক সমিতির অফিস পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
এ ঘটনায় একাধিকবার উপাচার্যের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া সম্ভব হয়নি।
আরিফ জাওয়াদ/মেহেদী