
আসছে নতুন বছর। নতুন স্বপ্নে বুক বাঁধছে অনেকেই। অনেকেই আবার অপ্রাপ্তিকে আলিঙ্গন করে শেষ করবেন চলতি বছরকে।
তবে অনেকেরই আর স্বপ্ন দেখা হবে না, ইচ্ছেরা মেলবে না ডানা। কারণ তারা আর এই সুন্দর পৃথিবীতে নেই। আসুন ফিরে দেখা যাক এই বছরে যাদের হারিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
চলতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় হারিয়েছে একাধিক শিক্ষার্থী ও শিক্ষককে। যারা আর কখনো ক্লাসে ফিরবেন না, ফিরবেন না প্রাণপ্রিয় ক্যাম্পাসে। তাদের স্মরণেই আমাদের আজকের প্রতিবেদন।
অভিজিৎ হালদার
চলতি বছরের ১৯ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অভিজিৎ হালদার অভি (২৫)। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।
ফাইরুজ অবন্তিকা
১৫ মার্চ রাতে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন ফাইরুজ অবন্তিকা (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।
সামিউল খান সামি
১৯ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বিশ্ববিদ্যালয়ের স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী সামিউল খান সামি (২৯)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে বিবাহিত সামি চাকরি করতেন আকিজ গ্রুপ/ আবুল খায়ের গ্রুপে ।
অধ্যাপক শিল্পী খানম
২৬ মে বোনম্যারো ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শিল্পী খানম (৪৫)। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর।
আহসান হাবিব তামিম
১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর গোলচত্বরে চলা সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব তামিম (১৯) মারা যান। তামিমের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার পূর্ব শোশালিয়া গ্রামে।
ইকরামুল হক সাজিদ
ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট মিরপুরে গুলিবিদ্ধ হয়ে ১৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন ইকরামুল হক সাজিদ (২৫)।
বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স বর্ষের শিক্ষার্থী ছিলেন সাজিদ। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিলকুকরীতে। তার নামে জবিতে একটি ভবনের নামকরণ করা হয়েছে।
মুজাহিদ বিল্লাহ/নাবিল/এমএ/