
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘৃণা প্রকাশ কর্মসূচি পালন করেছে ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ’ নামে একটি সংগঠন। শনিবার (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘হেইট থ্রু’ শীর্ষক ওই কর্মসূচিতে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাসহ ছাত্রলীগের শীর্ষ নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়।
ব্যানারে থাকা সাতজন হলেন শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি সভাপতি মাজহারুল কবির শয়ন, সেক্রেটারি তানভীর হাসান সৈকত এবং ঢাবির রোকেয়া হলের সভাপতি আতিকা বিনতে হুসাইন।
এতে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, ‘আমরা সন্ত্রাসীদের ছবিতে জুতা মারার পাশাপাশি গেস্টরুম, গণরুম, ভাইটাল প্রোগ্রাম, আধিপত্যবাদ, লেজুড়বৃত্তি, ফ্যাসিবাদ, মুজিববাদের টার্মের কবর রচনা করেছি। এই সরকারকে বলতে চাই, অবিলম্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে জড়িত খুনিদের যেন গ্রেপ্তার করা হয়।’
এমন কর্মসূচিতে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে উল্লেখ করে ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী এ বি জুবায়ের বলেন, আজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে থাকা ১৬ বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। ১৬ বছরের শিক্ষার্থীদের ওপর তারা নানাভাবে অত্যাচার ও নির্যাতন করেছে।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমানের গ্রাফিতিতে জুতা ও রং নিক্ষেপ কর্মসূচি পালন করেন।
এতে অংশ নেওয়া সমন্বয়ক মাহিন সরকার বলেন, গ্রাফিতিতে জুতা নিক্ষেপের মাধ্যমে মূলত ফ্যাসিস্টের প্রতি জনগণের ক্ষোভের প্রকাশ করা হচ্ছে। শেখ মুজিব বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট।
আরিফ জাওয়াদ/এমএ/