
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মতামত গ্রহণে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ৬টি বুথে এই ক্যাম্পেইন চলে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণ, কেন্দ্রীয় লাইব্রেরি, টিএসসি প্রাঙ্গণ, বটতলা, সায়েন্স লাইব্রেরি প্রাঙ্গণ এবং হল পাড়ায় বুথ বসানো হয়। ওই জরিপে নতুন রাজনৈতিক দলের নাম কী হবে, প্রতীক কী হবে, কী হবে নতুন দলের ম্যান্ডেট ও কর্মসূচি- ইত্যাদি বিষয় জানতে চাওয়া হচ্ছে। এছাড়া দেশ পরিবর্তনে তিনটি পরামর্শও চাওয়া হয়।
মতামত সংগ্রহের দায়িত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেলের সদস্য আশিকুর রহমান জীম খবরের কাগজকে বলেন, ‘৫ আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই আকাঙ্ক্ষা আমরা সবার চাওয়া অনুযায়ীই পূরণ করতে চাই। সে উদ্দেশ্যকে সামনে রেখেই দেশব্যাপী অনলাইনে-অফলাইনে জনমত সংগ্রহের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’
এর আগে গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাসে নতুন রাজনৈতিক দল গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মতামত গ্রহণে জরিপ শুরুর ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হওয়া আন্দোলন একসময় দুই সহস্রাধিক প্রাণের বিনিময়ের গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল, যার নেতৃত্বে ছিল বাংলাদেশের বিপ্লবী ছাত্র-তারুণ্য। সেই তরুণরাই গঠন করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। আর সেই দল গঠনে আমরা জানতে চাই ছাত্রসমাজের প্রত্যাশা। ছাত্রসমাজের মতামতের প্রতিফলন ঘটিয়েই গঠন করা হবে নতুন রাজনৈতিক দল। সেই লক্ষ্যে আমরা শুরু করেছি ‘আপনার চোখে নতুন বাংলাদেশ নামক ক্যাম্পেইন।’
আরিফ জাওয়াদ/মাহফুজ