ঢাকা ৩ বৈশাখ ১৪৩২, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
English

ক্ষোভে পুড়ছে ক্যাম্পাস, ধর্ষণের সর্বোচ্চ বিচার দাবি শিক্ষার্থীদের

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১০:২২ পিএম
আপডেট: ০৯ মার্চ ২০২৫, ১০:২৪ পিএম
ক্ষোভে পুড়ছে ক্যাম্পাস, ধর্ষণের সর্বোচ্চ বিচার দাবি শিক্ষার্থীদের
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: খবরের কাগজ

দেশব্যাপী ধর্ষণ-যৌন হয়রানির ঘটনায় প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে ক্ষোভে পুড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থী-শিক্ষক সকলেই প্রতিবাদে নেমেছেন। এছাড়া ধর্ষণ নিপীড়ন, নারী বিদ্বেষী মব এবং বিচারহীনতার সংস্কৃতির বিরূদ্ধে রুখতে দুই দফা দাবিতে ঢাবির নারী শিক্ষার্থীদের গঠিত হয়েছে ধর্ষণবিরোধী মঞ্চ।

শনিবার (৮ মার্চ) রাত পৌনে ১টার পরপর বিক্ষোভ-মিছিলে উত্তাল হয়ে পড়ে ঢাবি। শুরুতেই ঢাবির কবি সুফিয়া কামাল হল থেকে ছাত্রীরা মিছিল নিয়ে জড়ো হন রোকেয়া হলের সামনে। সেখানে দলে দলে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে অন্য হলের শিক্ষার্থীরাও যোগ দেন। মুহুর্তের মধ্যে ধর্ষণের প্রতিবাদ ও বিচার দাবিতে মুহুর্মুহু স্লোগানে উত্তাল হয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য। এসময় শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক জুড়ে বিক্ষোভ মিছিল করেন।

এভাবে রাত ২টার পরপরই একে একে রাজু ভাস্কর্য ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। এদিকে সকালের আলো ফুটতে ফুটতেই শুরু হয় ঢাবি শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগের ক্লাস বর্জনের হিড়িক। অন্তত ৩০ এর অধিক বিভাগের ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। যদিও এ সংখ্যা আরও বাড়বে বলে দাবি অনেক শিক্ষার্থীর। ফের শুরু হয় বিক্ষোভ-মিছিল আর নানা মুহুর্মুহু স্লোগান। অনেকে শিক্ষার্থীরা তাদের বিভাগ ও বিভিন্ন ব্যানারে দাবি তুলেছেন এবং অনেকে ঢাবি উপাচার্য বরাবর স্মারকলিপিও প্রদান করেছেন।

বিক্ষোভ মিছিল চলাকালীন খবরের কাগজের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাসরিন। তিনি বলেন, ‘আমরা নারীদের নিরাপত্তা অনিশ্চয়তা বোধ করছি। একই সঙ্গে যারা ধর্ষণের সঙ্গে জড়িত সেসব ধর্ষকদের যেন সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হয়। এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। সর্বোপরি, অবিলম্বে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়, যেন অনায়াসে নিরাপত্তার সঙ্গে রাস্তাঘাটে চলতে পারে।’

বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের বিচারের দাবি জানিয়ে বাংলা বিভাগের বিক্ষোভে অংশ নেওয়া বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী বলেন, ‘বিভিন্ন দীর্ঘসূত্রিতার মাধ্যমে ধর্ষকদের যথাযথ বিচার হতে আমরা খুব একটা দেখি না। যে কারণে ধর্ষকরা বারংবার এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড করার দুঃসাহস দেখিয়ে যাচ্ছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ধর্ষকদের পার পাইয়ে দেওয়ার মতো বিভিন্ন ঘটনা আমরা অতীতে দেখেছি। আমরা চাই অনতিবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের বিচারের ব্যবস্থা করতে হবে।’

এদিকে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন একই বিভাগের প্রভাষক এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া। তিনি বলেন, ‘আমরা শুধু আইনের কথা বলি, রুলসের দোহাই দিই। কিন্তু এই রেপিস্টদের শাস্তি দিতে ১০ দিনের বেশি সময় লাগার কথা না। ট্রাইব্যুনাল গঠন করে অতি দ্রুত প্রকাশ্য শাস্তি কার্যকর করতে পারলে ধর্ষণের পরিমাণ কমে আসবে।’

দুপুরে রাজু ভাস্কর্যে বিক্ষোভ করে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে ঢামেকের অধ্যাপক আব্দুল ওয়াহাব বলেন, ‘যারা ধর্ষণ করে এবং যারা এদের মদদ দেয়, তাদের আইনের আওতায় আনতে হবে। এর আগে আওয়ামী লীগের ছত্রছায়ায় ধর্ষণের সেঞ্চুরি করা হয়েছে। ধর্ষককে রাজনৈতিক দল এবং নির্বাহী ক্ষমতা যারা ছিলেন, তারা তাকে দেশ থেকে বের করে দিয়েছে। তাই অবিলম্বে সব ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে যেন এমন ঘটনাগুলোর পুনরাবৃত্তি আর না হয়।’

এর আগে সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষক নেটওয়ার্ক। ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেন, ‘ঢাবিতে নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্টদের বিচার দাবি করছি। একইসঙ্গে যারা ঐ শিক্ষার্থীকে বুলিং ও সাইবার আক্রমণের শিকার করিয়েছেন এবং ধর্ষণ ও হত্যার হুমকি দিয়েছেন, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’

সমাবেশে শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে ৯ দফা দাবি জানানো হয়। ওই ৯ দফা দাবি পাঠ করেন শিক্ষার্থী নওরীন সুলতানা তমা। দাবিগুলো হলো- জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকারপূর্বক পদত্যাগ করতে হব, সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার নিশ্চিত করতে হবে, প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করতে হবে, সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে ধর্ষণ ও নারী-নিপীড়ন প্রতিরোধের আইনসমূহে প্রয়োজনীয় যৌক্তিক সংযোজন, বিয়োজন ও সংশোধন করতে হবে।

সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের জন্য যৌন নিপীড়নবিরোধী সেল গঠন আইন করে বাধ্যতামূলক করতে হবে, প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রমে জেন্ডার সংবেদনশীলতার পাঠ অন্তর্ভুক্ত করতে হবে।

ধর্ষণ মামলা গ্রহণে যে জটিলতা তা দূর করতে হবে। বিশেষ আইন অথবা বিশেষ সেলে’র অধিকারবলে ধর্ষণের অভিযোগ যেকোনো থানা গ্রহণ করবে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, ভুক্তভোগী ও সাক্ষীকে সব ধরনের সুরক্ষা প্রদানের জন্য ২০১১ সালে পর্যালোচিত সাক্ষী সুরক্ষা আইন পুনরায় পর্যালোচনা ও প্রয়োগ করা, চবির নারী শিক্ষার্থীদের হেনস্তা, স্লাটশেমিং এবং বরখাস্তের ঘটনা পূর্ণ তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে এবং বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক সমন্বয়ে স্বাধীন যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করতে হবে। সেলে আবশ্যিক নারী সদস্য থাকবে। অপরাধ প্রমাণ সাপেক্ষে, দোষীকে শাস্তি দেওয়ার ক্ষমতা উক্ত সেলকে দিতে হবে।

এদিকে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরাও প্রতিবাদ জানাতে পিছিয়ে নেই। রবিবার বুয়েটের কেন্দ্রীয় শহিদ মিনারে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডসহ ছয়টি দাবি উত্থাপন করন তারা।

রাতে ফের রাজু ভাস্কর্যের বিক্ষোভ ও মশাল মিছিল: পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ধর্ষণবিরোধী মঞ্চ গঠন, সকল ধর্ষণের বিচার ও আছিয়ার ধর্ষণকারীর মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষে ফের রবিবার রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’. ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ সহ স্লোগান নানা স্লোগানের মাধ্যমে ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

দুই দফা দাবিতে ধর্ষণবিরোধী মঞ্চ গঠন: নারীর প্রতি সংঘটিত ধর্ষণ নিপীড়ন, নারীবিদ্বেষী মব এবং বিচারহীনতার সংস্কৃতির বিরূদ্ধে রুখতে ঢাবির নারী শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে ধর্ষণবিরোধী মঞ্চ। গঠনের পরপরই ধর্ষণবিরোধী মঞ্চ গঠন, সকল ধর্ষণের বিচার ও আছিয়ার ধর্ষণকারীর মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছে মঞ্চটি। 

শনিবার মাঝরাতে গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার মুখপাত্র ও বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদির পাঠানো এক বার্তায় এ দাবি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ‘যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হচ্ছে ধর্ষণবিরোধী মঞ্চ তাদের কর্মসূচি বহাল রাখবে।’

ধর্ষণকারীদের বিচার চায় ঢাবি সাদা দল: নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে নারী ও শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। রবিবার সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

সোমবার সারাদেশে মানববন্ধন করবে ছাত্রদল: দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার (১০ মার্চ) সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান মানববন্ধন কর্মসূচি পালন করবে ছাত্রদল। রবিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠেছে। অচেতন অবস্থায় শিশুটিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় শিশুটির দুলাভাই ও বোনের শ্বশুরকে আটক করেছে পুলিশ। এছাড়াও দিন দিন নারীর নিরাপত্তা ও শ্লীলতাহানি ঘটনা বৃদ্ধি পাওয়াতে বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নারী শিক্ষার্থীদের জন্য।

আরিফ জাওয়াদ/মাহফুজ

 

ঢাবিতে আন্তর্জাতিক কুইজ ফেস্টিভাল শুরু, মিডিয়া পার্টনার খবরের কাগজ

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:১০ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০১:১২ পিএম
ঢাবিতে আন্তর্জাতিক কুইজ ফেস্টিভাল শুরু, মিডিয়া পার্টনার খবরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কুইজ ফেস্টিভাল।

বুধবার (১৬ এপ্রিল) এ প্রতিযোগিতা শুরু হচ্ছে। এবারের আসরে ১১ দেশের প্রতিযোগী অংশ নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত ‘প্রথম ডিইউকিউএস ইন্টারন্যাশনাল কুইজ ফেস্ট-২০২৫’ শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার।

ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির (ডিইউকিউএস) আয়োজনে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক কুইজ ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি আয়োজকদের।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ওয়াসি আহাম্মেদ বলেন, ‘ঢাবি কুইজ সোসাইটিই দেশের মধ্যে সর্বপ্রথম এই ধরনের বৃহৎ আন্তর্জাতিক কুইজ উৎসবের আয়োজন করতে যাচ্ছে। আমরা আশা করছি, এটি বাংলাদেশের কুইজ সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে।’

দেশের বাইরের অংশগ্রহণকারীদের সম্পর্কে কুইজ সোসাইটির যোগাযোগ সম্পাদক মুসাররাত তাইয়্যেবা মুসকান বলেন, ‘ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ফিলিপাইনসহ মোট ১১টি দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। বিদেশি কুইজাররা ভার্চুয়ালি প্রতিযোগিতায় যুক্ত হবেন।’

অনুষ্ঠানের প্রথম দিন উদ্বোধনের পাশাপাশি স্কুল-কলেজ পর্যায়ের প্রতিযোগিতা এবং একক রাউন্ড অনুষ্ঠিত হবে। দ্বিতীয় এবং শেষ দিনে অনুষ্ঠিত হবে অন্তঃ ও আন্তঃবিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত রাউন্ড। সেই সঙ্গে পুরস্কার বিতরণীর মাধ্যমে এই আন্তর্জাতিক আয়োজনের পর্দা নামবে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাদমান মুস্তফা রাফিদ, ছাত্র কল্যাণবিষয়ক সম্পাদক জয়নব আরা পাপড়ি এবং উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক মাইনুর জান্নাত রাবিনা।

ডিইউকিউএসের আন্তর্জাতিক কুইজ ফেস্টিভালে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক ‘খবরের কাগজ’।

২০১৫ সালে প্রতিষ্ঠিত টিএসসিভিত্তিক সংগঠন ডিইউকিউএস কুইজের দ্বারা জ্ঞানচর্চাকে উদ্বুদ্ধ করার কার্যক্রম পরিচালনা করে আসছে। জ্ঞানচর্চার সেই ধারাবাহিকতায় এবারের আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক কুইজ ফেস্টিভাল।

কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে হিন্দুধর্ম অবমাননার অভিযোগ

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:০৩ পিএম
কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে হিন্দুধর্ম অবমাননার অভিযোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: খবরের কাগজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে হিন্দুধর্মকে অবমাননা ও অশ্লীলভাবে উপস্থাপনের অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ জানিয়ে অভিযুক্তের শাস্তি দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন সনাতনী শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা এ অভিযোগপত্র জমা দেন। প্রক্টরের পর ভিসি বরাবরও অভিযোগপত্রের একটি কপি হস্তানতর করেন তারা।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম আব্দুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী। তার নিজ জেলা চট্টগ্রাম। গতকাল ১৪ এপ্রিল সন্ধ্যায় তার পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বেশ আলোচনা-সমালোচনার তৈরি হয়। 

অভিযোগপত্র থেকে জানা যায়, ‘‌সম্প্রতি আমাদের বিশ্ববিদ্যালয়ের (আব্দুর রহমান, আইন বিভাগ ১৮তম আবর্তন) এক শিক্ষার্থী লাগাতার সনাতন ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) কটুক্তি করে যাচ্ছে। এর মধ্যে গতকালের (১৪ এপ্রিল) একটি পোস্টে সনাতন ধর্মকে মারাত্মকভাবে ঘৃণিত ভাষায় উপস্থাপন করা হয়েছে।’ 


এতে আরও বলা হয়, ‘হিন্দুধর্ম। ইটস রিকোয়াইর্স টু বি এগ্রেসিভলি রেপড, (গালি) ইন আ রুড ওয়ে। (গালি)। আবার (গালি)।’ এই বক্তব্য শুধু কুরুচিপূর্ণ নয়, বরং এটি আমাদের ধর্মীয় বিশ্বাসকে অপমান এবং ঘৃণিত করে। এই ধরনের বক্তব্য কোনো সভ্য সমাজ বা শিক্ষাঙ্গনে মেনে নেওয়া যায় না। এ ছাড়া সাইবার নিরাপত্তা আইন-২০২৩ অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত একটি দণ্ডনীয় অপরাধ। যার সর্বোচ্চ শাস্তি হিসেবে বর্তমানে দুই বছর কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। বিশ্ববিদ্যালয় একটি জ্ঞান ও সম্প্রীতির স্থান। এখানে এমন কোনো মত প্রকাশের সুযোগ থাকা উচিত নয় যা অন্যের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে এবং সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে।

অভিযোগপত্রে শিক্ষার্থীদের দাবি, উক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার পূর্বক দেশের প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণিত কাজ না করে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৪ এপ্রিল M A Hussain– এম এ হোসাইন নামক একটি পেইজে জ্বলন্ত আগুনের মধ্যে জীবন্ত ছাগলকে পুড়িয়ে ফেলার একটি ভিডিও শেয়ার করা হয়। সেটার ক্যাপশনে লিখা ছিল ‘জনশ্রুতি আছে, পৃথিবীর নিকৃষ্ট ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। একটা নিরীহ জীবন্ত প্রাণীকে এভাবে আগুনে পুড়ে মারার অধিকার কি কোনো ধর্মে আছে?’ 

পরবর্তীতে স্ক্রিনশটটি ছড়িয়ে পড়লে পোস্টটি ডিলিট করে ক্ষমা চেয়ে নতুন আরেকটি পোস্ট শেয়ার করেন। বর্তমানে অভিযুক্ত আবদুর রহমানের ফেসবুক একাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে। 

আইন বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী সজীব বিশ্বাস বলেন, ‘আব্দুর রহমান যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) আমাদের ধর্মকে নিয়ে কটুক্তি করেছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী কিভাবে একটা ধর্মকে নিয়ে এমনভাবে গালি দিতে পারে? আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, বিগত বছরগুলাতে যেভাবে ধর্মকে অবমাননার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃক স্থায়ীভাবে বহিষ্কার করেছে, এবারও যেন তার ব্যতিক্রম না ঘটে। তার জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। যেন পরবর্তীতে এমন ঘটনা না ঘটে।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবদুর রহমান বলেন, ‘আমি আমার বক্তব্য প্রক্টর অফিসে দিয়েছি।’

এ ব্যাপারে আইন বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ও আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী মোর্শেদ কাজেম বলেন, ‘আমি এই বিষয়ে অবগত নই। ঘটনা সম্পূর্ণ না জেনে আমি তো কোন বক্তব্য দিতে পারছি না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, ‘আমরা অভিযোগপত্রটি পেয়েছি অভিযুক্ত শিক্ষার্থী যেহেতু আইন বিভাগের সেহেতু আমরা উক্ত বিভাগের বিভাগীয় প্রধানের মাধ্যমে অভিযুক্তের সঙ্গে কথা বলে বিষয়টি শৃংখলা কমিটির কাছে হস্তান্তর করবো।’

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আমি অভিযোগপত্রটি পেয়েছি। এখন বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে ডেকে শোকজ করা হবে। তার লিখিত ব্যাখ্যা গ্রহণের পর নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

আতিকুর/তাওফিক/ 

ইংরেজি শিখিয়ে দক্ষ প্রজন্ম গড়তে চান সাইফুল

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১১:৫৩ এএম
ইংরেজি শিখিয়ে দক্ষ প্রজন্ম গড়তে চান সাইফুল
ছবি: মো. আশিকুর রহমান

বাংলাদেশে ইংরেজি ভাষার দক্ষতা অর্জন একাডেমিক, পেশাগত এবং সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অনেকেই ভাষাটির প্রতি এক ধরনের ভীতি বা সংকোচ অনুভব করেন, যা তাদের সামগ্রিক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতেই সাইফুল ইসলামের উদ্যোগে ‘ইংলিশ থেরাপি’ হয়ে উঠেছে একটি কার্যকর সমাধান।

সাইফুল ইসলাম ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করে বর্তমানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ইংরেজি বিষয়ে পড়াশোনা করছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তিনি Skill & Leadership Development-এর উপরে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক কোর্স সম্পন্ন করেছেন। কর্মজীবনে বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টার, আইএমবি প্রফেশনাল ইনস্টিটিউট, ইগনাইট পাবলিক স্কুল অ্যান্ড  কলেজে ইনস্ট্রাক্টর হিসেবে সফলতার সঙ্গে দীর্ঘদিন ইংরেজি ভাষার প্রশিক্ষণ দিয়েছেন। 

২০১৮ সালে প্রতিষ্ঠিত ‘ইংলিশ থেরাপি’ এমন একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম, যা ভাষা শিক্ষার প্রচলিত ধারণাকে ভেঙে দিয়ে শিক্ষার্থীদের জন্য সহজ এবং কার্যকর উপায়ে ইংরেজি শেখার পথ দেখিয়েছে। সাইফুল ইসলাম এই প্রোগ্রাম বিশেষভাবে তাদের জন্য সাজিয়েছেন, যারা ভাষার বুনিয়াদি দিকগুলোতে দুর্বল।

সাইফুল ইসলামের মতে, ‘ইংলিশ থেরাপি শুধু ইংরেজি শেখার একটি প্রোগ্রাম নয়, এটি আত্মবিশ্বাস পুনর্গঠনের একটি মিশন।’

ইংলিশ থেরাপি শিক্ষার্থীদের চারটি মূল ক্ষেত্র—পড়া, লেখা, বলা এবং বোঝায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যবহারিক জীবনের ভাষাগত দক্ষতা অর্জনে সহায়তা করে। এর মধ্যে রয়েছে: বেসিক গ্রামার ও ভোকাবুলারি উন্নয়ন, উচ্চারণ সংশোধন, প্রেজেন্টেশন এবং যোগাযোগ দক্ষতা প্রশিক্ষণ, রেসিডেন্সিয়াল ক্যাম্প এবং লাইভ প্র্যাকটিস সেশন। এই প্রোগ্রাম অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে পরিচালিত হয়। ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারেন। ইংলিশ থেরাপির মাধ্যমে ইতোমধ্যেই হাজারও শিক্ষার্থী তাদের জীবনের বাঁক পরিবর্তন করেছেন। তেমনই একজন রুমানা আক্তার। তার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘ইংলিশ থেরাপির আগে আমি কখনো ইংরেজিতে নিজের মত প্রকাশ করতে পারতাম না। এখন আমি অনায়াসে অফিস মিটিং পরিচালনা করতে পারি। আমার ভাষাগত দক্ষতা করপোরেট দুনিয়ায় নতুন দরজা খুলে দিয়েছে।’

এ ছাড়া তানভীর আহমেদ নামের আর একজন শিক্ষার্থী বলেন, ‘আমি সব সময় বড় কিছু করতে চেয়েছি, কিন্তু আমার ইংরেজি দুর্বলতা আমাকে পিছিয়ে রাখত। ইংলিশ থেরাপির সাহায্যে আমি শুধু ভাষাগত দক্ষতা অর্জন করিনি, বরং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজেকে উপস্থাপন করতে শিখেছি। সম্প্রতি একটি আন্তর্জাতিক সেমিনারে আমার প্রেজেন্টেশন বেশ প্রশংসিত হয়েছে।’
মুনিমা ফারহানা নামের একজন বলেন, ‘আমার একাডেমিক ক্যারিয়ারে ইংরেজি ছিল বড় বাধা। আইইএলটিএসে ভালো স্কোর পাওয়ার জন্য আমি এই কোর্সে যোগ দিই। সাইফুল স্যার আমাকে এমনভাবে গাইড করেছেন যে আমি ৭.৫ স্কোর পেয়েছি। এটা আমার উচ্চশিক্ষার স্বপ্নপূরণের প্রথম ধাপ।’

ইংলিশ থেরাপি এ পর্যন্ত ৪৫ হাজারের বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে। রকমারি বইমেলায় বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ সাতটি এবং বইফেরি বইমেলায় বেস্টসেলার লেখকসহ তিনটি অ্যাওয়ার্ড অর্জন করে। এর পাশাপাশি সাইফুল ইসলাম ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লিয়াব)-এর প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে ভাষা শিক্ষা ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। 
সাইফুল ইসলামের মতে, ‘ভাষার দক্ষতা অর্জন একটি মানসিক উত্তরণ। আমরা শুধু একটি ভাষা শিখতে বলি না, আমরা আত্মবিশ্বাস গড়তে বলি। আমার লক্ষ্য, প্রতিটি শিক্ষার্থীকে এমনভাবে প্রস্তুত করা, যাতে তারা শুধু ইংরেজি বলতে বা লিখতে না পারে, বরং তারা চিন্তা করতেও শিখে। আমি বিশ্বাস করি, একটি দক্ষ প্রজন্ম গড়তে ভাষার ওপর আস্থা তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লেখক: শিক্ষার্থী, জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

/রিয়াজ

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১১:৩৮ এএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ১১:৫২ এএম
সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ছবি: খবরের কাগজ

সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন ও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৮ থেকে মেডিকেল কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন মেডিকেলের দ্বিতীয় ,তৃতীয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, ট্রান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জামের ব্যাবহারিক সুবিধা, পর্যাপ্ত লোকবলের অভাব থাকায় দাপ্তরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীদের।

এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে কর্মসূচিস্থলে আসেন কলেজের প্রিন্সিপাল মোস্তাক আহমেদ ভুইঞা। দাবির বিষয়ে বসে আলোচনা করতে শিক্ষার্থীদের আহ্বান করলেও প্রিন্সিপালের কথায় সাড়া দেননি আন্দোলনকারী শিক্ষার্থীরা।

দেওয়ান গিয়াস/সুমন/

কুয়েটে ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:১৭ পিএম
কুয়েটে ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি:  খবরের কাগজ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ছাত্ররাজনীতি বন্ধের কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়। 

সোমবার (১৪ এপ্রিল) রাতে কুয়েটের ১০১তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পাবলিক রিলেশন অফিসার শাহেদুজ্জামান শেখ এসব তথ্য নিশ্চিত করেন।

এদিকে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার তারা ভিসির পদত্যাগের এক দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ৫টি ছাত্রহলের তালা ভেঙে সেখানে অবস্থান নেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভা সোমবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয়। এরপর ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম ৪ মে থেকে শুরু হবে। সব আবাসিক হল ২ মে থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষা কার্যক্রম শুরু ও আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে ১৩ এপ্রিল থেকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। তবে গত দুই দিনেও কুয়েট প্রশাসন তাতে সাড়া দেয়নি। তার ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কুয়েটের বিভিন্ন বিভাগের সামনে গিয়ে শিক্ষকদের তালা খুলে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু শিক্ষকরা তাতে সাড়া দেননি। এরপর আন্দোলনকারীরা ৫টি ছাত্রহলের তালা ভেঙে সেখানে অবস্থান নেন। এ সময় তারা ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেন। পাশাপাশি তারা ছাত্রহলগুলোতে অবিলম্বে পানি সরবরাহ, ইন্টারনেট চালু, ছাত্রদের নিয়মিত খাবারের ব্যবস্থা ও দ্রুত অ্যাকাডেমিক কার্ক্রম শুরুর দাবি জানান।
  
শিক্ষার্থীরা আরও বলেন, ‘যে ৩৭ জনকে বহিষ্কার করা হয়েছে, প্রশাসন তাদের নাম প্রকাশ করছে না। আমরা মনে করছি, এই তালিকায় আন্দোলনরত শিক্ষার্থীদের নাম রয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে হামলাকালে ভিসি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। তিনি ছাত্রদের বিরুদ্ধে মামলা করার ঘটনায় ইন্ধন দিয়েছেন। এসব কারণে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের এক দফা দাবি জানিয়েছেন।’ 

প্রসঙ্গত, ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে বিরোধে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাকাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর মধ্যে ১০ এপ্রিল কুয়েটের ২২ শিক্ষার্থীকে আসামি করে স্থানীয় এক বাসিন্দা আদালতে মামলা করেন। এসব কারণে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।