ঢাকা ১১ আষাঢ় ১৪৩২, বুধবার, ২৫ জুন ২০২৫
English

শিক্ষার্থীর সঙ্গে রাবি শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৩:২৪ পিএম
শিক্ষার্থীর সঙ্গে রাবি শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল
ছবি: খবরের কাগজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহকে নিজ কক্ষে এক ছাত্রীসহ অপ্রীতিকর অবস্থায় পাওয়া গেছে।

বুধবার (১৪ মে) রাতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

এর আগে রবিবার (১১ মে) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। 

অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হেদায়েত উল্লাহ আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’- এর সদস্য। গত জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি আওয়ামীপন্থি শিক্ষকদের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, রবিবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের ৩০৭নং কক্ষে ওই ছাত্রীকে নিয়ে ঢোকেন অধ্যাপক হেদায়েত উল্লাহ। কক্ষে ঢোকার পর তিনি বৈদ্যুতিক বাতি নিভিয়ে দেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন শিক্ষার্থী ওই কক্ষের দরজায় কড়া নাড়লে কিছুক্ষণ পর শিক্ষক দরজা খুলেন। এ সময় তারা কক্ষে ঢুকে দেখতে পান ওই ছাত্রীর ওড়না ও হিজাব অনুপস্থিত ছিল এবং তার ব্যাগ, সেফটিপিনসহ কিছু জিনিস শিক্ষকের টেবিলে পড়ে ছিল। পাশেই ছিল একটি বালিশ। পরিস্থিতি দেখে ছাত্ররা ভিডিও ধারণ শুরু করলে, শিক্ষক ছাত্রীটির মাথায় একটি রুমাল পরিয়ে দেন। শিক্ষার্থীরা তখন জিজ্ঞাসা করলে তিনি বলেন, 'কোর্স রিলেটেড একটা বিষয় বুঝার জন্য সে এখানে এসেছে।' পরে শিক্ষার্থীরা উভয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং ঘটনাস্থলেই বিষয়টি মীমাংসা করেন। 

এ বিষয়ে জানতে মোহাম্মদ হেদায়েত উল্লাহর মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

ফাইন্যান্স বিভাগের সভাপতি অধ্যাপক মো. শিবলী সাদিক বলেন, 'মোহাম্মদ হেদায়েত উল্লাহর বিরুদ্ধে এর আগে এক ছাত্রী বিভাগে যৌন হয়রানির অভিযোগ দিয়েছিল। তখন বিভাগের সভাপতি আরেকজন ছিলেন। পরে বিভাগের সভাপতি বসে বিষয়টি মীমাংসা করে দেন। তবে গত রবিবার ছাত্রীর সঙ্গে কক্ষে আপত্তিকর অবস্থায় থাকার বিষয়টি আমি জানি না।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, 'এ বিষয়ে কিছু জানি না। কেউ অভিযোগ দেননি। তবে অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।' 

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবকে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।

সুমন/মেহেদী/

ধর্ষণের ঘটনায় শাবিপ্রবির ২ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৪:০৯ পিএম
ধর্ষণের ঘটনায় শাবিপ্রবির ২ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার
শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ

সহপাঠীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থকে আজীবন বহিষ্কার করা হয়েছে। 

ভুক্তভোগী ছাত্রী, শান্ত ও পার্থ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টার দিকে অনুষ্ঠিত শাবিপ্রবির জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পরে রেজিস্ট্রার দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাবিপ্রবির জরুরি সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে তাদের এক সহপাঠীকে ধর্ষণের অভিযোগে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় এ সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া সভায় ভুক্তভোগী শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা, শারীরিক ও মানসিক চিকিৎসাসহ অন্য শিক্ষার্থীদের মাধ্যমে যেন সাইবার বুলিংয়ের শিকার না হন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২ মে সিলেটের রিকাবীবাজারে একটি কনসার্টে যাওয়ার আগে শান্ত ও পার্থ তাকে অচেতন করে ধর্ষণ করেন বলে গত বৃহস্পতিবার (১৯ মে) অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। শুধু যৌন নির্যাতন নয়, তা ভিডিওধারণ করে অভিযুক্তরা নিয়মিত ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় প্রাথমিক সত‍্যতা পাওয়ায় ১৯ মে রাতেই আদনান ও পার্থকে আটক করে পুলিশ। 

পরে ২০ জুন সিলেট কোতোয়ালি থানায় দুজনের সঙ্গে অজ্ঞাত আরও দু-তিনজনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। এ ঘটনায় তিনি আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।  

এর পর অভিযুক্ত শিক্ষার্থীদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ জুন) আদালত তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শান্ত ও পার্থ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক কর্মী। এদের মধ্যে শান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলারও আসামি।

ইসফাক/পপি/

জবির দুই বিভাগ ও ছাত্রীহলের নাম পরিবর্তন

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৩:১০ পিএম
জবির দুই বিভাগ ও ছাত্রীহলের নাম পরিবর্তন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: খবরের কাগজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই বিভাগ ও ছাত্রীহলের নাম পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নাম পরিবর্তন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের নাম পরিবর্তন করে ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’ (3D Art and Design) এবং ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের নাম পরিবর্তন করে ‘আইন ও ভূমি প্রশাসন’ (Law and Land Administration) করা হয়েছে।  

গত ২৬ মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৪তম সভায় বিভাগের নাম পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত [সিদ্ধান্ত-১৩(২)] গৃহীত হয়। পরে ২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০১তম সভায় এটি অনুমোদন পায়।

মুজাহিদ/সালমান/

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষাবোর্ডের ফটকে অবস্থান

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১০:০৫ এএম
চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষাবোর্ডের ফটকে অবস্থান
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে অবস্থান। ছবি: খবরের কাগজ

এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রধান ফটকে অবস্থান করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

রবিবার (২২ জুন) বেলা ১২টা থেকে তিন ঘণ্টাব্যাপী শিক্ষাবোর্ডের প্রধান ফটকের সামনে বিক্ষোভে অংশ নেয় ২৫ থেকে ৩০ জন এইচএসসি পরীক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা ‘সুরক্ষা না পরীক্ষা, সুরক্ষা সুরক্ষা’ বলে স্লোগান দিতে থাকে।

জানা গেছে, অবস্থান নেওয়ার একপর্যায়ে শিক্ষার্থীরা মূল ফটক বন্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এরপর সেখানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এসে তাদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানান। 

শিক্ষার্থীরা বলেন, করোনার সংক্রমণ বাড়ছে। এ সময় পরীক্ষা নেওয়ার কোনো মানেই হয় না। পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরা যাবেন। এ সময় কোনো কারণে একজন পরীক্ষার্থী করোনায় আক্রান্ত হলে সে পরের পরীক্ষাগুলো কীভাবে দেবে? এ ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হবে। তাই এইচএসসি পরীক্ষা দুই মাস পেছাতে হবে। অন্যথায় বিক্ষোভ চলবে।’ 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘পরীক্ষা পেছানোর দাবিতে কিছু শিক্ষার্থী বোর্ডের সামনে অবস্থান নেয়। তাদের দাবির বিষয়টি আমরা আন্তঃবোর্ডে জানিয়েছি। তারা বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে জানাবেন। শিক্ষাবোর্ড তো একক কোনো সিদ্ধান্ত নিতে পারে না।’ আগামী ২৬ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

জবিতে র‍্যাগিং হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা: প্রক্টর

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৪:৫৭ পিএম
জবিতে র‍্যাগিং হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা: প্রক্টর
প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক।

রবিবার (২২ জুন) সকালে এক ফেসবুক পোস্টে তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘প্রিয় ২০তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ! আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবারের নতুন সদস্য হিসেবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনে আপনাদের আগমন আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়। আমরা বিশ্বাস করি, আপনারা উচ্চশিক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তোলার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সততা এবং দায়িত্ববোধে উজ্জীবিত হবেন। বিশ্ববিদ্যালয় হলো সহনশীলতা, সহযোগিতা ও সৌহার্দ্যের স্থান—এখানে আমরা সবাই একে অপরের সহযাত্রী।

নতুনদের আগমণকে ঘিরে ক্যাম্পাসে  র‍্যাগিং এর ঘটনা ঘটে। র‍্যাগিং একটি দণ্ডনীয় অপরাধ, যা আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো শিক্ষার্থী যদি নবীনদের শারীরিক, মানসিক বা মৌখিকভাবে হয়রানির চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে, নবীনদের যেকোনো ধরনের হয়রানির ঘটনা বিভাগীয় ছাত্র উপদেষ্টা ও চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডি, ছাত্রকল্যাণ পরিচালক, শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটি, কোষাধ্যক্ষ কিংবা উপাচার্য মহোদয়ের অফিসকে দ্রুত জানাতে অনুরোধ করা হচ্ছে।

আমরা চাই, এই ক্যাম্পাস হোক এক উজ্জ্বল, নিরাপদ ও উৎসাহব্যঞ্জক শিক্ষার পরিবেশ। আসুন, সবাই মিলে একটি ইতিবাচক, র‌্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তুলি।’

মুজাহিদ বিল্লাহ/অমিয়/

জবির শহিদ সাজিদের স্মরণে নির্মিত হবে আধুনিক আইসিটি সেন্টার

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০২:২২ পিএম
জবির শহিদ সাজিদের স্মরণে নির্মিত হবে আধুনিক আইসিটি সেন্টার
ছবি: খবরের কাগজ

জুলাই আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী শহিদ ইকরামুল হক সাজিদের স্মরণে গড়ে তোলা হবে আধুনিক আইসিটি ট্রেনিং সেন্টার, ইনকিউবেশন সেন্টার এবং ইনোভেশন হাব। 

রবিবার (২২ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব শিশ হায়দার চৌধুরী।

তিনি বলেন, জুলাই আন্দোলনে শহিদ সাজিদের আত্মত্যাগ গোটা জাতিকে গর্বিত করেছে। শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়তে সাজিদের স্মরণে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আধুনিক প্রযুক্তিভিত্তিক এই কেন্দ্রগুলো স্থাপন করব। 

তিনি আরও বলেন, এই আইসিটি ট্রেনিং সেন্টার, ইনকিউবেশন সেন্টার ও ইনোভেশন হাব শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পেশাদারত্ব ও উদ্ভাবনী ক্ষমতাও বাড়াবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি মো. ফোরকান উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মঞ্জুর মুর্শিদ ভূঁইয়া, আইসিএবি’র উপদেষ্টা লতিফুল হাদী, ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান মোল্লা, সিডিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মতলেব এবং ব্র্যাক ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মো. আবদুল ওহাব মিয়া। 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, বিভাগের শিক্ষকমণ্ডলী এবং নবীন-প্রবীণ শিক্ষার্থীরা। তারা সচিবের এই ঘোষণাকে স্বাগত জানান এবং সাজিদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

মুজাহিদ বিল্লাহ/অমিয়/