নিখোঁজের ২ দিন পর মেঘনায় মিলল মরদেহ । খবরের কাগজ
ঢাকা ৩০ বৈশাখ ১৪৩১, সোমবার, ১৩ মে ২০২৪

নিখোঁজের ২ দিন পর মেঘনায় মিলল মরদেহ

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৪৫ পিএম
নিখোঁজের ২ দিন পর মেঘনায় মিলল মরদেহ
যুবকের মরদেহ উদ্ধার। ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে মো. বিল্লাল হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে।

রবিবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে মেঘনা নদীর ইমামপুর ইউনিয়নের চর কালীপুরা এলাকা থেকে বিল্লালের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

নিহত বিল্লাল চর কালীপুরা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।

এর আগে শনিবার (২৭ এপ্রিল) নিখোঁজের ঘটনায় থানায় জিডি করেন তার স্ত্রী খায়রুন নেসা লাকী।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিল্লাল হোসেন পেশায় জেলে। শুক্রবার সন্ধ্যায় মাছ ধরতে বাড়ি থেকে বের হন তিনি। পরে তাকে খুঁজে না পেয়ে গজারিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে আজ নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা খবরের কাগজকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মহিউদ্দীন/ইসরাত চৈতী/অমিয়/  

ভূঞাপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৩:৩০ পিএম
ভূঞাপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

টাঙ্গাইলের ভূঞাপুরে রাস্তা দিয়ে হাঁটার সময় গরুবাহী ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১৩ মে) দুপুর ১২টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার অর্জুনা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন খান উপজেলার অর্জুনা গ্রামের মৃত মাজম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আলাউদ্দিন সড়কের পাশ দিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি আহত হয়ে সড়কে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল হাসপাতালে স্থানান্তর করা হলে পথেই তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ড. খাদেমুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা খারাপ হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ জানান, সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়ে কোনো তথ্য জানা নেই।

জুয়েল রানা/জোবাইদা/অমিয়/

ভাঙ্গায় ডাম্প ট্রাকের চাপায় যুবক নিহত

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৩:২৫ পিএম
ভাঙ্গায় ডাম্প ট্রাকের চাপায় যুবক নিহত
নিশাত শিকদার

ফরিদপুরের ভাঙ্গায় ডাম্প ট্রাকের চাপায় নিশাত শিকদার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাপুড়িয়া সদরদী-চৌধুরীকান্দা রেলক্রসিংয়ের এ দুর্ঘটনা ঘটে।

নিশাত কাপুড়িয়া সদরদী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার শিকদারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ডাম্প ট্রাকটি রেল রাস্তার পাশ দিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কের দিকে যাচ্ছিল। আর নিশাদ মোটরসাইকেলে কাপুড়িয়া সদরদী থেকে রেল রাস্তার নিচ দিয়ে চৌধুরীকান্দা সদরদীর দিকে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় ট্রাকটির নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় নিশাদের।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম খবরের কাগজকে বলেন, গ্রামের রাস্তায় রেলক্রসিংয়ের নিচে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সঞ্জিব দাস/পপি/অমিয়/

বেলকুচিতে নির্বাচনি সহিংসতায় আহত একজনের মৃত্যু

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৩:০১ পিএম
বেলকুচিতে নির্বাচনি সহিংসতায় আহত একজনের মৃত্যু
আব্দুল আলিম

সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচনি সহিংসতায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের চাচা ও সমর্থক আব্দুল আলিম (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (১৩ মে) ভোররাতে তিনি মারা যান। 

সংঘর্ষের পর আহত আলীমকে প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চার দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। 

তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুল আলিম বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের মৃত হায়দার আলী ছেলে।

এ ঘটনায় আটরা হলেন- একই গ্রামের চান মিয়া, রাসেল ও আবুল।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল আলিম চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের মোটরসাইকেল প্রতীকের কর্মী ছিলেন। গত বুধবার ৮ মে নির্বাচন ভোট গ্রহণ শেষে প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম সরকার বিজয়ী হন। বিজয়ী হওয়ার পর তার কর্মী চান মিয়া, রাসেল, আবুল বাবলু, মান্নান, সাদ্দাম ও খালেক মেম্বর লোকজন নিয়ে আব্দুল আলীমের ওপর হামলা চালায়। তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সিরাজুল ইসলাম/জোবাইদা/অমিয়/

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০২:৫১ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা
ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

সোমবার (১৩ মে) ভোররাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের সি ব্লক সংলগ্ন হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে এ ঘটনা ঘটে। 

নিহত মোহাম্মদ ইলিয়াস (৪৩) ক্যাম্প-৪ এক্সটেনশনের আবুল কাশেমের ছেলে। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনে গতরাতে অজ্ঞাতনামা ১০-১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী ইলিয়াসকে ঘর থেকে বের করে নিয়ে যায়। পরে বাড়ির পাশে হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনার পর উখিয়া থানার উপপরিদর্শক অরুপ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সালমান/

পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০২:৩৬ পিএম
পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
ছবি : খবরের কাগজ

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে গরু আনার সময় ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে আমজেদ আলী (৩৫) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। 

রবিবার (১৩ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত আমজেদ আলী পুটখালীর কৃষ্ণপুর গ্রামের মৃত শুকচাঁদ আলীর ছেলে।

আমজেদ আলীর ভাই আমীর আলী জানান, রবিবার রাত ৯টার দিকে পুটখালী সীমান্তের চরের মাঠ দিয়ে ভারত থেকে চোরাইপথে গরু নিয়ে আসার সময় বিএসএফের গুলি চালালে তার ভাই বাম পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তিনি আহত অবস্থায় পালিয়ে বাড়িতে এলে তাকে রাত ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তবে এ বিষয়ে হাসপাতালে ভর্তি আমজেদ আলীর কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
  
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশীদ আলম বলেন, ‘বিএসএফের গুলিতে এক যুবক আহত হওয়ার খবর শুনেছি। বিষয়টি খোঁজখবর নিয়েছি। তবে আমার ৯ কিলোমিটার এরিয়ার মধ্যে কোন জায়গায় এ ঘটনা ঘটেছে তা এখন বলতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘গতকাল রাতে সীমান্তে বিজিবির যে সদস্যরা টহলে ছিলেন, তারা কোনো গোলাগুলির শব্দ শুনতে পাননি। তবে আহত যুবকের কাছ থেকে বিস্তারিত জানতে পারব।’

নজরুল ইসলাম/জোবাইদা/অমিয়/