চতুর্থ অধ্যায় : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস (৩২৬ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ১২০৪ খ্রিষ্টাব্দ)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৭. কোন রাজবংশ বাংলায় প্রথম বৌদ্ধধর্ম প্রচার করেন?
ক) গুপ্ত রাজবংশ খ) সেন রাজবংশ
গ) পাল রাজবংশ ঘ) চন্দ্র রাজবংশ
২৮. বখতিয়ার খিলজি কোন বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন?
ক) বিক্রমশিলা খ) তক্ষশিলা
গ) নালন্দা ঘ) কাশী
২৯. চন্দ্রগুপ্ত মৌর্যকে পরাজিত করে বাংলার মগধ দখল করেন?
ক) অশোক খ) ধর্মপাল
গ) সেলুকাস ঘ) পোরাস
৩০. হর্ষবর্ধন কোন যুগে বাংলায় শাসন করেন?
ক) পাল খ) গুপ্ত
গ) সেন ঘ) মৌর্য
৩১. তাম্রলিপ্ত বাংলার কোন অঞ্চলে অবস্থিত ছিল?
ক) উত্তর বঙ্গ খ) দক্ষিণ বঙ্গ
গ) পূর্ব বঙ্গ ঘ) মধ্য বঙ্গ
৩২. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক) চন্দ্রগুপ্ত প্রথম খ) সমুদ্রগুপ্ত
গ) স্কন্দগুপ্ত ঘ) বিক্রমাদিত্য
৩৩. অশোক কোন বংশের শাসক ছিলেন?
ক) পাল খ) সেন
গ) মৌর্য ঘ) গুপ্ত
৩৪. শশাঙ্কের রাজত্বকালে বাংলায় কোন ধর্ম প্রচলিত ছিল?
ক) বৌদ্ধ খ) হিন্দু
গ) জৈন ঘ) শিখ
৩৫. বাংলায় বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক) ধর্মপাল
খ) গোপাল
গ) শশাঙ্ক
ঘ) লক্ষ্মণ সেন
৩৬. চন্দ্রগুপ্ত মৌর্য কোন স্থানে তার রাজধানী স্থাপন করেছিলেন?
ক) পাটলিপুত্র খ) তক্ষশিলা
গ) নালন্দা ঘ) রাজগৃহ
৩৭. গৌড়ের শাসক শশাঙ্ক কোন খ্রিষ্টাব্দে শাসন শুরু করেন?
ক) ৫৫০ খ্রিষ্টাব্দে
খ) ৬০৬ খ্রিষ্টাব্দে
গ) ৬৩০ খ্রিষ্টাব্দে
ঘ) ৬৫০ খ্রিষ্টাব্দে
৩৮. বল্লাল সেন কোন সেন শাসকের পুত্র ছিলেন?
ক) বিজয় সেন খ) লক্ষ্মণ সেন
গ) কেশব সেন ঘ) গোপাল সেন
৩৯. গুপ্ত বংশের কোন সম্রাটকে ‘ভারতবর্ষের নেপোলিয়ন’ বলা হয়?
ক) সমুদ্রগুপ্ত খ) বিক্রমাদিত্য
গ) স্কন্দগুপ্ত ঘ) চন্দ্রগুপ্ত
৪০. বাংলার প্রথম মুসলিম বিজেতা কে ছিলেন?
ক) ইখতিয়ার উদ্দিন
খ) মুহাম্মদ বিন কাসিম
গ) ইলতুতমিশ
ঘ) বখতিয়ার খিলজি
৪১. চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিষ্টপূর্বাব্দে বাংলায় শাসন শুরু করেন?
ক) ৩২১ খ্রিষ্টপূর্বাব্দে
খ) ৩২৬ খ্রিষ্টপূর্বাব্দে
গ) ৩৩২ খ্রিষ্টপূর্বাব্দে
ঘ) ৩৪০ খ্রিষ্টপূর্বাব্দে
৪২. পাল বংশের পতনের পরে বাংলায় কোন বংশের উত্থান ঘটে?
ক) মৌর্য খ) সেন
গ) গুপ্ত ঘ) চন্দ্র
আরো পড়ুন : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস অধ্যায়ের ২৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৩. সেন রাজবংশের সর্বশেষ শাসক কে ছিলেন?
ক) বল্লাল সেন খ) বিজয় সেন
গ) লক্ষ্মণ সেন ঘ) কেশব সেন
৪৪. বখতিয়ার খিলজি কোন সেন শাসকের রাজধানী আক্রমণ করেছিলেন?
ক) বল্লাল সেন খ) বিজয় সেন
গ) লক্ষ্মণ সেন ঘ) কেশব সেন
৪৫. ধর্মপাল কোন রাজ্যের অধীনে বাংলায় শাসন করেন?
ক) পাল রাজ্য খ) গুপ্ত রাজ্য
গ) সেন রাজ্য ঘ) মৌর্য রাজ্য
৪৬. ‘মাৎস্যন্যায়’-এর অবসান ঘটে কীভাবে?
ক. মৌর্যদের আগমনে
খ. গুপ্তদের আগমনে
গ. সেনদের আগমনে
ঘ. পালদের আগমনে
৪৭. পাল বংশের প্রতিষ্ঠা করেন কে?
ক. শশাঙ্ক খ. গোপাল
গ. মহীপাল ঘ. সৌমিত্র
৪৮. লামা তারনাথ কোন দেশের ঐতিহাসিক ছিলেন?
ক. তিব্বত খ. চীন
গ. গ্রিস ঘ. পারস্য
৪৯. দীর্ঘকাল বাংলা শাসন করেন কোন রাজবংশ?
ক. মৌর্য রাজবংশ
খ. গুপ্ত রাজবংশ
গ. পাল রাজবংশ
ঘ. সেন রাজবংশ
৫০. পালবংশের পতন ঘটে কার হাতে?
ক. অজয় সেন
খ. বিজয় সেন
গ. লক্ষণ সেন
ঘ. বল্লাল সেন
৫১. গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল কোনটি?
ক. কর্ণসুবর্ণ খ. বিক্রমপুর
গ. পুণ্ড্রনগর ঘ. চন্দ্রদ্বীপ
৫২. ‘দান সাগর’ বইটির লেখক কে?
ক. বল্লাল সেন
খ. সন্ধ্যাকর নদী
গ. ইন্দ্রগুপ্ত
ঘ. উমাপতি ধর
৫৩. ধর্মপালের পুত্রের নাম কী?
ক. দেবপাল খ. সৌমিত্র পাল
গ. কম্ভপাল ঘ. ইন্দ্রপাল
৫৪. পালবংশের সর্বশেষ সফল শাসক কে ছিলেন?
ক. মহীপাল
খ. দেবপাল
গ. বিগ্রহপাল
ঘ. রামপাল
৫৫. পাল বংশের পতন ঘটে কত শতকে?
ক. দশ খ. এগারো
গ. বারো ঘ. তেরো
৫৬. দেববংশের কতজন রাজার নাম পাওয়া যায়?
ক. ৩ জন খ. ৪ জন
গ. ৫ জন ঘ. ৬ জন
৫৭. কৈবর্তরাজের নাম কী ছিল?
ক. দিব্য খ. ভীম
গ. বিগ্রহপাল ঘ. রামপাল
৫৮. ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ৩১৮ খ্রিষ্টাব্দে
খ. ৩১৯ খ্রিষ্টাব্দে
গ. ৩২০ খ্রিষ্টাব্দে
ঘ. ৩২১ খ্রিষ্টাব্দে
৫৯. শশাঙ্ক প্রথম কোথায় রাজ্য স্থাপন করেন?
ক. বঙ্গে খ. পুণ্ড্রে
গ. গৌড়ে ঘ. সমতটে
উত্তর: ২৭. গ, ২৮. গ, ২৯. গ, ৩০. খ, ৩১. খ, ৩২. ক, ৩৩. গ, ৩৪. খ, ৩৫. খ, ৩৬. ক, ৩৭. খ, ৩৮. ক, ৩৯. ক, ৪০. ঘ, ৪১. ক, ৪২. খ, ৪৩. গ, ৪৪. গ, ৪৫. ক, ৪৬. ঘ, ৪৭. খ, ৪৮. ক, ৪৯. গ, ৫০. গ, ৫১. ক, ৫২. খ, ৫৩. ক, ৫৪. ঘ, ৫৫. গ, ৫৬. ক, ৫৭. ক, ৫৮. গ, ৫৯. গ।
লেখক : সহকারী শিক্ষক
সাভার অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়, সাভার, ঢাকা
কবীর