প্রবন্ধ: আমার পথ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮. কোন বিষয়কে কেউ কেউ ভুল করে অহংকার বলে মনে করে?
ক. নিজেকে সত্যবাদী বলে প্রতিষ্ঠা করা
খ. নিজেকে শ্রেষ্ঠ বলে জাহির করা
গ. সবসময় সত্য কথা বলা
ঘ. নিজের সত্যকে গুরু মনে করা
৯. ‘জালাল সবসময় তার অফিসের বড় কর্তার সামনে মাথা হেঁট করে থাকে। এমনকি বড়কর্তা তাকে শত অপমান করলেও সে তা গায়ে মাখে না।’ ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে উদ্দীপকের জালাল কোনটিকে অস্বীকার করেছে?
ক. ব্যক্তিত্ববোধকে খ. বিবেকবোধকে
গ. আত্মসম্মানকে ঘ. আপন সত্যকে
১০. ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে কীভাবে মানুষ ক্রমেই নিজেকে ছোট করে ফেলে?
ক. খুব বেশি বিনয় প্রকাশ করে
খ. খুব বেশি আনুগত্য প্রকাশ করে
গ. খুব বেশি মহত্ত্ব প্রকাশ করে
ঘ. খুব বেশি সহানুভূতি প্রকাশ করে
১১. কারা বাইরের গোলামি থেকে রেহাই পায় না?
ক. যারা কপট আচরণ করে
খ. যাদের অন্তরে সত্যের স্থান নেই
গ. যাদের অন্তরে গোলামির ভাব রয়েছে
ঘ. যারা আলসেমি করে
১২. মিথ্যা বিনয়ের চেয়ে কী অনেক ভালো?
ক. আত্মঅহংকার খ. অহংকারের গৌরব
গ. বিদ্যার গর্ব ঘ. সত্যের গৌরব
১৩. ‘মিথ্যা বিনয়’ বলতে ‘আমার পথ’ প্রবন্ধে কী বোঝানো হয়েছে?
ক. নারীরা যে বিনয় প্রকাশ করে
খ. পুরুষের নারীসুলভ আচরণের প্রকাশ
গ. সত্যকে অস্বীকার করে বিনয় দেখানো
ঘ. মর্যাদাকে অস্বীকার করে বিনয় দেখানো
১৪. কোন ধরনের কথা বলায় অবিনয় নিশ্চয় থাকে?
ক. মিথ্যা খ. স্পষ্ট
গ. অসত্য ঘ. অস্পষ্ট
১৫. কার স্পষ্ট কথা বলাকে কেউ যেন অহংকার বলে ভুল না করে বসেন?
ক. মহারথীর খ. কর্ণধারের
গ. দিকনির্দেশকের ঘ. সারথির
আরো পড়ুন : আমার পথ প্রবন্ধের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
১৬. কীসে কষ্ট পাওয়াটা দুর্বলতা?
ক. মিথ্যা বলায় যে অবিনয় থাকে
খ. সত্যের সঙ্গে মিথ্যার বিরোধ
গ. অসত্য কথা বলায় যে অবিনয় থাকে
ঘ. স্পষ্ট কথা বলায় যে অবিনয় থাকে
১৭. কীভাবে নিজের শক্তির ওপর বিশ্বাস আনা যায়?
ক. নিজেকে শ্রেষ্ঠ বলে মানলে
খ. নিজেকে বিশ্বাস করলে
গ. নিজেকে জানলে
ঘ. মেধাকে কাজে লাগালে
১৮. ‘আমার পথ’ কোন ধরনের রচনা?
ক. গল্প খ. ছোট গল্প
গ. প্রবন্ধ ঘ. অভিভাষণ
১৯. কখন নিজের সত্যের ওপর অটুট বিশ্বাস আসে?
ক. নিজেকে ভালোবাসলে
খ. নিজের সত্যকে কর্ণধার জানলে
গ. কাউকে ভয় না পেলে
ঘ. চিত্তের দৃঢ়তা অর্জন করলে
২০. ভারতে সবাইকে নিজের ওপর বিশ্বাস করতে শিখাচ্ছিলেন কে?
ক. নেতাজি সুভাষচন্দ্র বসু খ. জওহরলাল নেহরু
গ. ইন্দিরা গান্ধী ঘ. মহাত্মা গান্ধী
২১. আত্মাকে চিনলে কীভাবে আত্মনির্ভরতা আসে?
ক. নিজ সামর্থ্যকে জানার মাধ্যমে
খ. নিজ অস্তিত্বকে জানার মাধ্যমে
গ. নিজ ব্যক্তিত্বকে জানার মাধ্যমে
ঘ. নিজ মনকে জানার মাধ্যমে
উত্তর: ৮. ঘ, ৯.ঘ, ১০.ক, ১১.গ, ১২.ক, ১৩. গ, ১৪. খ, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. গ, ১৯.খ, ২০. ঘ, ২১.ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর
দ্বিতীয় অধ্যায় : হিসাবের বইসমূহ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩৮ নিচের কোনটি জাবেদাভুক্ত হয় না?
ক. কেনা খ. অবচয়
গ. ফরমায়েশ ঘ. ট্রেডমার্ক
১৩৯. কেনা পণ্য ফেরত দিয়ে নগদ ৫০০ টাকা পাওয়া গেলে জাবেদা হবে-
ক. ক্রয় হিসাব ডেবিট ৫০০ টাকা, পাওনাদার হিসাব ক্রেডিট ৫০০ টাকা
খ. নগদান হিসাব ডেবিট ৫০০ টাকা, দেনাদার হিসাব ক্রেডিট ৫০০ টাকা
গ. নগদান হিসাব ডেবিট ৫০০ টাকা, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট ৫০০ টাকা
ঘ. দেনাদার হিসাব ডেবিট ৫০০ টাকা, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট ৫০০ টাকা
১৪০. ‘জার’ শব্দের অর্থ কী?
ক. সকাল খ. বিকেল
গ. রাত ঘ. দিবস
১৪১. মালিককে দিয়ে অতিরিক্ত মূলধন আনা হলো- এর জাবেদা কোনটি?
ক. ব্যাংক ডেবিট, মূলধন ক্রেডিট
খ. মূলধন ডেবিট, নগদ ক্রেডিট
গ. ব্যাংক ডেবিট, নগদ ক্রেডিট
ঘ. নগদ ডেবিট, মূলধন ক্রেডিট
১৪২. বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয়-
ক. একই ধরনের লেনদেন
খ. পৃথক পৃথক লেনদেন
গ. শুধুমাত্র একটি বিশেষ লেনদেন
ঘ. শুধুমাত্র নগদ লেনদেন
১৪৩. বিশেষ জাবেদাকে কয়টি শ্রেণিতে লিপিবদ্ধ করা হয়?
ক. ৫টি শ্রেণিতে খ. ৭টি শ্রেণিতে
গ. ৮টি শ্রেণিতে ঘ. ১০টি শ্রেণিতে
১৪৪. বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে কোনটি ডেবিট হবে?
ক. ক্রয় হিসাব খ. দেনাদার হিসাব
গ. আসবাবপত্র হিসাব ঘ. পাওনাদার
১৪৫. পুনরায় বিক্রির জন্য আলমারি কেনা হলে কোন হিসাব ক্রেডিট হবে?
ক. অফিস সরঞ্জাম হিসাব
খ. আসবাবপত্র হিসাব
গ. আলমারি হিসাব
ঘ. নগদান হিসাব
আরো পড়ুন : হিসাবের বইসমূহ অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব
১৪৬. পাওনা অর্থ আদায়ের সঠিক জাবেদা কোনটি?
ক. নগদান ডেবিট; প্রাপ্য হিসাব ক্রেডিট
খ. অনাদায়ী পাওনা ডেবিট; প্রাপ্য হিসাব ক্রেডিট
গ. নগদান ডেবিট; অনাদায়ী প্রাপ্য হিসাব ক্রেডিট
ঘ. প্রাপ্য হিসাব দান ডেবিট; নগদান ক্রেডিট
১৪৭. নগদে পণ্য কেনা হিসাবের কোন প্রাথমিক বইয়ে লেখা হয়?
ক. ক্রয় জাবেদায় খ. নগদ জাবেদায়
গ. সাধারণ জাবেদায় ঘ. প্রদেয় নোট জাবেদায়
১৪৮. লেনদেনের স্বপক্ষে প্রমাণপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে হিসাবরক্ষকের কী করা উচিত?
ক. ভাউচার প্রস্তুত করা
খ. খতিয়ানে স্থানান্তর
গ. জাবেদা দাখিলা প্রণয়ন
ঘ. লেনদেন সম্পর্কে নোট রাখা
১৪৯. মি. আলম নগদ ৫,০০০ টাকা, ১০,০০০ টাকার ঋণ এবং ২০,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে একটি ব্যবসা শুরু করল। এর জন্য কোন ধরনের দাখিলা দিতে হবে?
ক. সরল দাখিলা খ. মিশ্র দাখিলা
গ. সমন্বয় দাখিলা ঘ. সমাপনী দাখিলা
১৫০. প্রারম্ভিক মজুতের জাবেদা কোন জাবেদায় লিখতে হয়?
ক. সমন্বয় জাবেদা খ. উল্টানো জাবেদা
গ. প্রারম্ভিক জাবেদা ঘ. সমাপনী জাবেদা
১৫১. বেতন দেওয়ার জন্য কোন প্রমাণ দলিল ব্যবহার করা হয়?
ক. চালান খ. ডেবিট ভাউচার
গ. ক্রেডিট ভাউচার ঘ. জার্নাল ভাউচার
উত্তর: ১৩৮। গ, ১৩৯। গ, ১৪০। ঘ, ১৪১। ঘ, ১৪২। গ, ১৪৩। খ, ১৪৪। ক, ১৪৫। ঘ, ১৪৬। ক, ১৪৭। গ, ১৪৮। গ, ১৪৯। খ, ১৫০। গ, ১৫১। ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর
মডেল টেস্ট: ইংরেজি
1. Connect the following pain of sentence using appropriate conjunction.
a. I want to go to play. I’m sick.
Answer: I want to go to play but I’m sick.
b. Is it Thursday? Is it Friday today?
Answer: Is it Thursday or Friday today?
c. He is honest. He is friendly.
Answer: He is honest and friendly.
2. Use the appropriate antonyms (opposite word) for the following words.
a. unfriendly
b. good
c. hatred
d. unkind
e. worse
Answer: a. unfriendly- friendly
b. good- bad
c. hatred- love
d. unkind- kind
e. worse- better
আরো পড়ুন : ইংরেজি বিষয়ের ৯টি প্রশ্নোত্তর, ২৯তম পর্ব
3. Put punctuation marks and capital letters where necessary.
one day a huge ox came to drink at the pond the frog was amazed but we refused to be impressed I suppose you think you are big the frog called out to the ox but I want you to know that I can make myself just a big as you
Answer: One day a huge ox came to drink at the pond. The frog was amazed, but he refused to be impressed. ‘I suppose, you think you are big.’ the frog called out to the ox. ‘But I want you to know that I can make myself just as big as you.’
4. Change the following sentences as directed.
a. Ten men went to a river. (Present Perfect)
Answer: Ten men have gone to a river.
b. They were confused. (Future Indefinite)
Answer: They will be confused.
c. He gave a cap to each man. (Present Continuous)
Answer: He is giving a cap to each man.
d. Everyone was happy. (Future Perfect)
Answer: Everyone will have been happy.
e. They silly man thanked the seller. (Present Indefinite)
Answer: They silly man thanks the seller.
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা
কবীর
পঞ্চম অধ্যায় : পদার্থের অবস্থা ও চাপ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭। আয়তাকার পাত্রে আবদ্ধ তরলের ক্ষেত্রে চাপ সর্বোচ্চ হয়-
i. তরলের উপরিতলে
ii. তরলের ঠিক মধ্য বিন্দুতে
iii. তরলের নিচের তলে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii (ঘ) i, ii ও iii
১৮। প্লাজমা হলো-
i. অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস
ii. পদার্থের চতুর্থ অবস্থা
iii. উচ্চ তাপমাত্রার গ্যাস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
500g ভরের একটি বস্তুর আয়তন 64cm3। পানির ঘনত্ব 1000kg/m3।
১৯। বস্তুটির ওজন কত?
(ক) 0.49N (খ) 4.9N (গ) 49N (ঘ) 490N
২০। বস্তুটিকে পানিতে ছেড়ে দিলে-
i. বস্তুটি পানিতে ডুবে যাবে
ii. বস্তুটির প্লাবতা তার ওজনের চেয়ে কম হবে
iii. বস্তুর হারানো ওজন বস্তুর ওজনের সমান হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২১। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কী?
(ক) ন্যানোমিটার (খ) থার্মোমিটার
(গ) ব্যারোমিটার (ঘ) সিসমোমিটার
আরো পড়ুন : পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব
২২। 250kg/m3 ঘনত্বের কর্ককে পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ পানির নিচে থাকবে?
(ক) 10% (খ) 15%
(গ) 20% (ঘ) 25%
২৩। নিচের কোনটি বৃদ্ধি পেলে বায়ুচাপ কমে?
(ক) অক্সিজেন (খ) নাইট্রোজেন
(গ) জলীয় বাষ্প (ঘ) কার্বন ডাই-অক্সাইড
২৪। কত তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক?
(ক) ৫℃ (খ) ২℃ (গ) ৪℃ (ঘ) -২℃
উত্তর: ১৭. গ, ১৮. ক, ১৯. খ, ২০. ক, ২১. গ, ২২. ঘ, ২৩. গ, ২৪. গ।
লেখক : প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
কবীর
প্রবন্ধ: সাহিত্যের রূপ ও রীতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২২। সংস্কৃত অলংকারিকরা নাট্যসাহিত্যকে কীসের মধ্যে গণ্য করেছেন?
ক. গদ্য সাহিত্য খ. কাব্য সাহিত্য
গ. আধুনিক সাহিত্য ঘ. প্রাচীন সাহিত্য
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সালমানের বাবা একজন লেখক। সম্প্রতি তিনি একটি রচনা লিখেছেন, যা পড়ে শেষ করতে ঘণ্টাখানেক লাগে। রচনায় তিনি উল্লিখিত ঘটনার বিবরণ দেওয়ার চেষ্টা করেছেন। রচনাটির শুরু এ রকম ‘আমার নাম বাবলু।’ আর শেষটা এমন ‘আমি নবম শ্রেণিতে অধ্যয়নের পর...’
২৩। বৈশিষ্ট্য বিবেচনায় সালমানের বাবার রচনাটিকে কী বলা যায়?
ক. উপন্যাস খ. মহাকাব্য
গ. প্রবন্ধ ঘ. ছোট গল্প
২৪। ওই রচনা হিসেবে সালমানের বাবার রচনার সীমাবদ্ধতা হলো-
i. ঘটনার বিবরণ পুঙ্খানুপুঙ্খ হওয়া অপ্রয়োজনীয়
ii. আকার প্রয়োজনের চেয়ে দীর্ঘ
iii. শুরুটা নাটকীয় নয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫। ‘একাঙ্কিকা’ কী?
ক. এক ধরনের প্রবন্ধ
খ. এক ধরনের নাটক
গ. এক ধরনের কবিতা
ঘ. এক ধরনের উপন্যাস
২৬। Tragedy-তে চরিত্রসৃষ্টি, সংলাপ, জীবনাদর্শনের পরিস্ফুটন, মঞ্চায়ন ইত্যাদির সমন্বয়ে কী তৈরি হয়?
ক. প্লট খ. উৎকর্ষ
গ. সুরসংগতি ঘ. গ্রন্থিমোচন
২৭। ছোট গল্পকে বাংলা সাহিত্যের বয়সে সর্বকনিষ্ঠ শাখা বলা হয় কেন?
ক. আয়তনে ছোট
খ. সাহিত্যের নতুন শাখা বলে
গ. ছোট জীবনের কথা থাকে
ঘ. ছোট কাহিনি থাকে
২৮। উপন্যাস কেন জনপ্রিয়তার শীর্ষে?
ক. বহুল পঠিত বলে খ. কাহিনি দীর্ঘ বলে
গ. জীবনের পূর্ণরূপ আছে বলে ঘ. গদ্য ভাষায় রচিত বলে
২৯। মঙ্গলকাব্য উপন্যাস পর্যায়ে না পড়ার কারণ কী?
ক. কাহিনি নেই খ. পাত্র-পাত্রী নেই
গ. ছন্দে রচিত ঘ. গদ্যে রচিত
৩০। যেকোনো লেখাকে প্রবন্ধ সাহিত্যের অন্তর্ভুক্ত না করার কারণ কী?
ক. সৃজনীশক্তির প্রকাশ না হওয়া
খ. সৃজনীশক্তির প্রকাশ হওয়া
গ. কল্পনাশক্তি থাকা
ঘ. জ্ঞানের কথা থাকা
৩১। নাটকের অঙ্ক নিচের কোন বিষয়কে সমর্থন করে?
ক. দৃশ্যের ভাগ খ. বিষয়ের ভাগ
গ. চরিত্রের সংলাপ ঘ. রস বিচার
আরো পড়ুন : সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের ২১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
৩২। মহাকাব্য রচিত হয় কোন ধরনের কাহিনি অবলম্বনে?
ক. রাজাদের কাহিনি খ. যুদ্ধবিগ্রহের কাহিনি
গ. প্রেমের কাহিনি ঘ. অসহায় মানুষের কাহিনি
৩৩। গীতিকবিতার আদি নিদর্শন কোনটি?
ক. বৈষ্ণব কবিতাবলি খ. ব্রজাঙ্গনা কাব্য
গ. বীরাঙ্গনা কাব্য ঘ. রবীন্দ্র রচনাবলি
৩৪। বৈষ্ণব কবিতাবলি বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন?
ক. আধুনিক যুগের খ. অন্ধকার যুগের
গ. মধ্য যুগের ঘ. প্রাচীন যুগের
৩৫। হায়াৎ মামুদ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন?
ক. চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
খ. ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ. রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ঘ. ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৩৬। বিষয়বস্তু ও পরিণতির দিক দিয়ে নাটককে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
ক. দুই শ্রেণিতে খ. তিন শ্রেণিতে
গ. চার শ্রেণিতে ঘ. পাঁচ শ্রেণিতে
৩৭। ‘ছোট গল্পের আয়তন এমন হওয়া সংগত যেন ১০ থেকে ৫০ মিনিটের ভেতরে শেষ করা যায়’- এটি কার উক্তি?
ক. এডগার অ্যালান পো
খ. এইচ জি ওয়েলস
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
৩৮। ছোট গল্পের ধারণা এসেছে কোথা থেকে?
ক. প্রাচীন সাহিত্য থেকে
খ. সংস্কৃত সাহিত্য থেকে
গ. প্রাচ্যের সাহিত্য থেকে
ঘ. পাশ্চাত্য সাহিত্য থেকে
৩৯। রামায়ণের মূল কাহিনি কোনটিকে ঘিরে অবর্তিত হয়েছে?
ক. রাম-রাবণের দ্বন্দ্ব
খ. রাম-লক্ষণের দ্বন্দ্ব
গ. রাম-সীতার দ্বন্দ্ব
ঘ. রাম-শূর্পনখার দ্বন্দ্ব
৪০। মহাকাব্যকে এককথায় কী বলা যায়?
ক. অতিশয় ক্ষুদ্র ভক্তিমূলক কবিতা
খ. অতিশয় দীর্ঘ ভক্তিমূলক কবিতা
গ. অতিশয় ক্ষুদ্র কাহিনি-কবিতা
ঘ. অতিশয় দীর্ঘ কাহিনি-কবিতা
উত্তর: ২২. খ, ২৩. ঘ, ২৪. খ, ২৫. খ, ২৬. গ, ২৭. খ, ২৮. ক, ২৯. গ, ৩০. ক, ৩১. ক, ৩২. খ, ৩৩. ক, ৩৪. ঘ, ৩৫. ক, ৩৬. খ, ৩৭. খ, ৩৮. ঘ, ৩৯. ক, ৪০. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর