
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট-হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২। নিচের কোনটি মুনাফা জাতীয় খরচ?
ক. মেশিন কেনার জন্য ব্যয়
খ. মেশিন পরিবহন ও জাহাজ ভাড়া
গ. মেশিনের সংস্থাপন মজুরি
ঘ. কারখানার দালানের খরচ
ঙ. মেশিনের বিমা খরচ
উত্তর: ঙ. মেশিনের বিমা খরচ।
১৩। যখন একটি বিল আলী ব্যাংকে বাট্টা করল, তখন ব্যাংক কী দাখিলা দেবে?
ক. প্রাপ্য বিল-ডেবিট, বাট্টা-ডেবিট; আলী-ক্রেডিট
খ. আলী-ডেবিট; প্রদেয় বিল- ক্রেডিট; বাট্টা-ক্রেডিট
গ. বাট্টাকৃত বিল-ডেবিট; আলী ক্রেডিট, বাট্টা-ক্রেডিট
ঘ. বাট্টাকৃত বিল-ডেবিট, বাট্টা-ডেবিট; আলী-ক্রেডিট
ঙ. আলী-ডেবিট, বাট্টা-ডেবিট; বাট্টাকৃত বিল-ক্রেডিট
উত্তর: গ. বাট্টাকৃত বিল-ডেবিট; আলী-ক্রেডিট, বাট্টা-ক্রেডিট।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৫টি প্রশ্নোত্তর, ১৫তম পর্ব
১৪। অ্যাপেক্স ক্লাবের ৩,০০০ জন সদস্য আছে যারা বছরে ২০০ টাকা করে চাঁদা দিয়ে থাকেন। ২০২৪ সালে চাঁদা বাবদ কত লাখ টাকা পাওয়া যায়; যখন ৩০০ জন সদস্য ২০২৩ সালে আগাম দিয়েছিলেন, ৬০০ জন সদস্য ২০২৫ সালের চাঁদা আগাম দিয়েছেন এবং ২০০ জন সদস্য ২০২৪ সালের চাঁদা পরিশোধ করেননি?
ক. ৮.৪০ লাখ খ. ৭.৪০ লাখ
গ. ৬.২০ লাখ ঘ. ৮.০০ লাখ
ঙ. ৬.৬০ লাখ
উত্তর: গ. ৬.২০ লাখ।
১৫। একটি জাবেদা দাখিলায় লাভ-ক্ষতি হিসাবে ৩,০০০ টাকা ডেবিট করে কু-ঋণ ও কু-ঋণ সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করা হয়। যদি পুরোনো সঞ্চিতি ২,৯২৫ টাকা, কু-ঋণ ৩,৫০০ টাকা এবং দেনাদারদের উপর ৫% হারে নতুন সঞ্চিতি ধরা হয়ে থাকে তবে দেনাদারদের প্রাথমিক অঙ্ক টাকায় ছিল-
ক. ৪৬,০৭৫ টাকা খ. ৪৮,৫০০টাকা
গ. ৫৫,০০০ টাকা ঘ. ৪৮,০০০ টাকা
ঙ. ৫২,০০০ টাকা
উত্তর: ঙ. ৫২,০০০ টাকা।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর