
জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘সি’ ইউনিট-ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১। পৃথিবীর প্রাচীনতম কেন্দ্রীয় ব্যাংকের নাম-
(ক) ব্যাংক অব জাপান
(খ) ব্যাংক ডি ফ্রান্স
(গ) ব্যাংক অব ইংল্যান্ড
(ঘ) ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ইউএসএ
(ঙ) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
উত্তর: (গ) ব্যাংক অব ইংল্যান্ড।
২। অতি সম্প্রতি আল-বারাকা ব্যাংক রূপান্তরিত হয়েছে-
(ক) যমুনা ব্যাংকে
(খ) প্রিমিয়াম ব্যাংকে
(গ) ওরিয়েন্টাল ব্যাংকে
(ঘ) ব্র্যাক ব্যাংকে
(ঙ) ট্রাস্ট ব্যাংকে
উত্তর: (গ) ওরিয়েন্টাল ব্যাংকে।
৩। বাংলাদেশে মার্চেন্ট ব্যাংকিং চালু করা হয় কোন সালে?
(ক) ১৯৯৭ সালে (খ) ১৯৯৬ সালে
(গ) ১৯৯৫ সালে (ঘ) ১৯৯৮ সালে
(ঙ) ১৯৯৯ সালে
উত্তর: (গ) ১৯৯৫ সালে।
৪। ব্যাংক তহবিলের প্রধান উৎস হলো-
(ক) প্রাপ্ত আমানত (খ) প্রাপ্ত লভ্যাংশ
(গ) প্রাপ্ত কমিশন (ঘ) অর্জিত সুদ
(ঙ) ব্যাংক চার্জগুলো
উত্তর: (ক) প্রাপ্ত আমানত।
৫। সাধারণ বিমায় মূল বিষয় হলো-
(ক) মানুষের জীবন (খ) বিমাযোগ্য স্বার্থ
(গ) জীবন ও সম্পত্তি (ঘ) সম্পত্তি
(ঙ) সমর্পণ মূল্য
উত্তর: (ঘ) সম্পত্তি।
৬। বাংলাদেশে নিকাশ ঘরের সংখ্যা-
(ক) ৬ (খ) ৪ (গ) ১ (ঘ) ৯
(ঙ) ১১
উত্তর: (ঘ) ৯।
৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিস অনুষদের ছাত্রছাত্রীদের প্রধান উদ্দেশ্য হলো-
(ক) ব্যবসায় সংক্রান্ত বিভিন্ন জ্ঞান আহরণ করা
(খ) ভবিষ্যতে রাজনীতিবিদ হওয়া
(গ) ভবিষ্যতে ব্যবসার মালিক হওয়া
(ঘ) একটি পেশা সৃষ্টি করা
(ঙ) ভবিষ্যতে ব্যবস্থাপক হওয়া
উত্তর: (ঙ) ভবিষ্যতে ব্যবস্থাপক হওয়া।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর