
প্রথম অধ্যায় : ব্যবসায়ের মৌলিক ধারণা
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
রিপন একজন পেঁয়াজ ব্যবসায়ী। উৎপাদন মৌসুমে তিনি প্রচুর পেঁয়াজ কিনে সংরক্ষণ করেন এবং ভালো মূল্য পাওয়ার লক্ষ্যে চাহিদা মোতাবেক বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। এবার অনেক পেঁয়াজ পচে যাওয়ায় তিনি ব্যাপক লোকসানের সম্মুখীন হন। তাই ভবিষ্যতে এরূপ ঝুঁকি মোকাবিলায় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন।
(ক) পণ্য-দ্রব্য উৎপাদন ও বণ্টনকে কী বলে?
(খ) কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যবসায় কেন গুরুত্বপূর্ণ?
(গ) রতন কোন কাজের মাধ্যমে ব্যবসার স্থানগত উপযোগ সৃষ্টি করছেন? ব্যাখ্যা করো।
(ঘ) ব্যবসায়ের ঝুঁকিগত প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হলে রতনকে কীরূপ পদক্ষেপ গ্রহণ করতে হবে? মতামত দাও।
উত্তর: ক. মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ উপায়ে পণ্য-দ্রব্য, সেবা, পরামর্শ প্রভৃতি উৎপাদন, বণ্টন ও বণ্টন সহায়ক কার্যাবলিকে ব্যবসা বলা হয়।
খ. অর্থ উপার্জনের উদ্দেশ্যে যেকোনো ধরনের কাজ সংগ্রহ ও এ সংক্রান্ত কাজে নিয়োজিত থাকাকে কর্মসংস্থান বলে। ব্যবসায় মালিকের নিজের এবং সমাজের মানুষের জন্য অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ব্যবসায়িক কার্য পরিচালনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন হয়ে থাকে। এসব কার্যাবলি সম্পাদনে অনেক লোকের প্রয়োজন হয়। অর্থাৎ ব্যবসায়ের বিভিন্ন পর্যায়ে অনেক লোকের কর্মসংস্থান হয়। তাই কর্মসংস্থান বৃদ্ধিতে ব্যবসায়ের গুরুত্ব অন্যান্য পেশার তুলনায় অধিক।
আরো পড়ুন : Unit-1, Lesson-1-এর Flow Chart ও Summary Writing লিখন , ১ম পর্ব, এইচএসসি ইংরেজি ১ম পত্র
গ. রিপন পরিবহনের মাধ্যমে ব্যবসায়ের স্থানগত উপযোগ সৃষ্টি করছেন। যে পদ্ধতিতে এক স্থানে উৎপাদিত পণ্য অন্য স্থানে সরবরাহ করা হয়, তাকে পরিবহন বলা হয়। পেঁয়াজ ব্যবসায়ী রিপন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পেঁয়াজ কিনে সংরক্ষণ করেন এবং যখন পেঁয়াজের চাহিদা বৃদ্ধি পায় এবং বেশি মূল্য পাওয়া যায়, সে সময়ে পরিবহনের মাধ্যমে বিভিন্ন বাজারে বিক্রি করেন। জীবিকা অর্জনের উপায় হিসেবে রিপন যে ধরনের ব্যবসা শুরু করেছেন তাতে করে রিপনের নিজের জীবিকা অর্জনের উপায় হয়েছে এবং এলাকার অন্যান্য লোকজন তাকে দেখে উৎসাহিত হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।
ঘ. পণ্যের বিমা গ্রহণের মাধ্যমে রিপন ভবিষ্যতে ব্যবসার ঝুঁকি মোকাবিলা করতে পারেন। যে চুক্তির মাধ্যমে বিমাকারী প্রিমিয়ামের প্রতিদান হিসেবে বিমা করা বিষয়বস্তুর আর্থিক ঝুঁকি মোকাবিলা করে তাকে বিমাপত্র বলা হয়।
বিমা চুক্তিতে বিমাকারী প্রিমিয়ামের বিনিময়ে পণ্য-দ্রব্য ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হলে যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়, তা বিমা কোম্পানি পূরণ করেন। ক্ষতির সমপরিমাণ অর্থ পরিশোধের মাধ্যমে ব্যবসার আর্থিক ঝুঁকি হ্রাস করে। বিমা ঝুঁকি হ্রাসের মাধ্যমে সাবলীলভাবে ব্যবসার কার্যক্রম পরিচালনায় সহায়তা করে বলে এর সম্প্রসারণ ও উন্নয়ন সহজ হয়। তাই রিপন ভবিষ্যতের ব্যবসার ঝুঁকি মোকাবিলায় বিমা পলিসি গ্রহণ করতে পারেন।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর