
জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘সি’ ইউনিট - ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১। আমাদের দেশে শেয়ার বাজার প্রথম প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৯৭০ সালে (খ) ১৯৫৪ সালে
(গ) ১৯৮০ সালে (ঘ) ১৯৭২ সালে
(ঙ) ১৯৯০ সালে
উত্তর: (খ) ১৯৫৪ সালে।
২২। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট হলো-
(ক) ৫.৫% (খ) ৬%
(গ) ৫% (ঘ) ১০%
(ঙ) ৯%
উত্তর: (ঘ) ১০%।
২৩। বর্তমানে বাংলাদেশে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা-
(ক) ৫টি (খ) ৭টি
(গ) ৪টি (ঘ) ৬টি
(ঙ) ৩টি
উত্তর: (গ) ৪টি।
২৪। কোন শর্তসাপেক্ষে একজন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ফার্মের অংশীদার বানানো হয়?
(ক) মুনাফা দেওয়ার শর্তে
(খ) দায় গ্রহণের শর্তে
(গ) সুনামের শর্তে
(ঘ) বাড়তি যোগ্যতার শর্তে
(ঙ) মূলধন সরবরাহের শর্তে
উত্তর: (ক) মুনাফা দেওয়ার শর্তে।
২৫। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে সঠিক বক্তব্য নয়?
(ক) এটি ঋণদান করার আগে ঋণগ্রহীতার চরিত্র, মূলধন ও জামানত সম্পর্কে গুরুত্বসহকারে বিবেচনা করে
(খ) এটি চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত গ্রহণ করে
(গ) এটি জনগণের মধ্যে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করে
(ঘ) এটি প্রধানত দীর্ঘমেয়াদি ঋণদান করে
(ঙ) ঋণের টাকা কোথায় বিনিয়োগ হচ্ছে সে সম্পর্কে খোঁজখবর নেয়
উত্তর: (ঘ) এটি প্রধানত দীর্ঘমেয়াদি ঋণদান করে।
২৬। একটি ব্যাংকের আয়ের প্রধান উৎস হলো-
(ক) কমিশন (খ) সুদ
(গ) লভ্যাংশ (ঘ) বিবিধ
(ঙ) সার্ভিস চার্জ
উত্তর: (খ) সুদ।
২৭। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম-
(ক) ব্যাংক অব আমেরিকা
(খ) স্টেট ব্যাংক অব আমেরিকা
(গ) ফেডারেল রিজার্ভ সিস্টেম
(ঘ) সেন্ট্রাল ব্যাংক অব ইউএসএ
(ঙ) আমেরিকান ব্যাংক
উত্তর: (গ) ফেডারেল রিজার্ভ সিস্টেম।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর