
জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘সি’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫। কোনো দেশে আগাম বিদেশি পণ্যের ওপর যে কর ধার্য করা হয় তা হচ্ছে-
(ক) নিষেধাজ্ঞা (খ) কোটা
(গ) নিয়ন্ত্রণ (ঘ) শুল্ক
(ঙ) রপ্তানি
উত্তর: (ঘ) শুল্ক।
১৬। বোনাস শেয়ার ইস্যু করা হয়-
(ক) বর্তমান শেয়ারহোল্ডারদের মধ্যে
(খ) অতীত শেয়ারহোল্ডারদের মধ্যে
(গ) নতুন শেয়ারহোল্ডারদের মধ্যে
(ঘ) ডিবেঞ্চারহোল্ডারদের মধ্যে
(ঙ) পরিচালকদের মধ্যে
উত্তর: (ক) বর্তমান শেয়ারহোল্ডারদের মধ্যে।
১৭। ব্যবস্থাপক হিসেবে যখন আমরা নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের কার্যাবলি প্রভাবিত করি, তখন ওই কার্যকে আমরা বলি-
(ক) পরিকল্পনা প্রণয়ন
(খ) নেতৃত্ব দেওয়া
(গ) নিয়ন্ত্রণ
(ঘ) স্টাফিং
(ঙ) সংগঠন
উত্তর: (খ) নেতৃত্ব দেওয়া।
১৮। একজন ব্যবস্থাপকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অধীনস্ত কর্মীর সংখ্যাকে বলা হয়-
(ক) তদারকের পরিসর
(খ) ব্যবস্থাপনার পরিসর
(গ) নিয়ন্ত্রণের পরিসর
(ঘ) উপরের সবকটি
(ঙ) কোনোটিই নয়
উত্তর: (ঘ) উপরের সবকটি।
১৯। লিমিটেড কোম্পানির কোন বিষয়টি লিমিটেড?
(ক) শেয়ারহোল্ডারদের দায়
(খ) শেয়ার সংখ্যা
(গ) শেয়ারহোল্ডারদের সংখ্যা
(ঘ) পরিচালকদের সংখ্যা
(ঙ) মূলধন
উত্তর: (ক) শেয়ারহোল্ডারদের দায়।
২০। এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) কুয়ালালামপুর (খ) ব্যাংকক
(গ) ঢাকা (ঘ) দিল্লি
(ঙ) ম্যানিলা
উত্তর: (ঙ) ম্যানিলা।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর