ঢাকা ৩ বৈশাখ ১৪৩২, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
English

জেএসটি গুচ্ছভুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর: ব্যবসায় নীতি ও প্রয়োগ, পর্ব-২২

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৪:০০ পিএম
জেএসটি গুচ্ছভুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর: ব্যবসায় নীতি ও প্রয়োগ, পর্ব-২২
শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিচ্ছে। ছবি- সংগৃহীত


জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘সি’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫। কোনো দেশে আগাম বিদেশি পণ্যের ওপর যে কর ধার্য করা হয় তা হচ্ছে-
(ক) নিষেধাজ্ঞা (খ) কোটা    
(গ) নিয়ন্ত্রণ    (ঘ) শুল্ক    
(ঙ) রপ্তানি 

উত্তর: (ঘ) শুল্ক।

১৬। বোনাস শেয়ার ইস্যু করা হয়-
(ক) বর্তমান শেয়ারহোল্ডারদের মধ্যে    
(খ) অতীত শেয়ারহোল্ডারদের মধ্যে    
(গ) নতুন শেয়ারহোল্ডারদের মধ্যে
(ঘ) ডিবেঞ্চারহোল্ডারদের মধ্যে    
(ঙ) পরিচালকদের মধ্যে 

উত্তর: (ক) বর্তমান শেয়ারহোল্ডারদের মধ্যে।

১৭। ব্যবস্থাপক হিসেবে যখন আমরা নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের কার্যাবলি প্রভাবিত করি, তখন ওই কার্যকে আমরা বলি-
(ক) পরিকল্পনা প্রণয়ন    
(খ) নেতৃত্ব দেওয়া    
(গ) নিয়ন্ত্রণ    
(ঘ) স্টাফিং    
(ঙ) সংগঠন 

উত্তর: (খ) নেতৃত্ব দেওয়া।

১৮। একজন ব্যবস্থাপকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অধীনস্ত কর্মীর সংখ্যাকে বলা হয়-
(ক) তদারকের পরিসর    
(খ) ব্যবস্থাপনার পরিসর    
(গ) নিয়ন্ত্রণের পরিসর    
(ঘ) উপরের সবকটি    
(ঙ) কোনোটিই নয়

উত্তর: (ঘ) উপরের সবকটি।

আরো পড়ুন : জেএসটি গুচ্ছভুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর: ব্যবসায় নীতি ও প্রয়োগ, পর্ব-২১

১৯। লিমিটেড কোম্পানির কোন বিষয়টি লিমিটেড?
(ক) শেয়ারহোল্ডারদের দায়    
(খ) শেয়ার সংখ্যা    
(গ) শেয়ারহোল্ডারদের সংখ্যা
(ঘ) পরিচালকদের সংখ্যা    
(ঙ) মূলধন 

উত্তর: (ক) শেয়ারহোল্ডারদের দায়।

২০। এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) কুয়ালালামপুর    (খ) ব্যাংকক    
(গ) ঢাকা                   (ঘ) দিল্লি    
(ঙ) ম্যানিলা 

উত্তর: (ঙ) ম্যানিলা।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

আঠারো বছর বয়স কবিতার ১টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:০০ পিএম
আঠারো বছর বয়স কবিতার ১টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

কবিতা : আঠারো বছর বয়স

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন: ‘বাষ্পের বেগে স্টিমারের মতো চলে’ ব্যাখ্যা করো।
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতার এ চরণে কবি তরুণ্যের দুর্বার গতি প্রসঙ্গে এ কথা বলেছেন। আঠারো বছর বয়স প্রাণচাঞ্চল্যে ভরপুর। দুঃসাহসিক প্রত্যয়ে জীবনের চড়াই-উতরাই পেরিয়ে একমাত্র তারুণ্যের পক্ষেই সম্ভব বিজয় ছিনিয়ে আনা। তাই কবি সুকান্ত ভট্টাচার্য তারুণ্যের দুর্বার গতিকে তুলে ধরার ক্ষেত্রে উপমা হিসেবে ‘বাষ্পের বেগ’ ও ‘স্টিমার’ শব্দগুলোর সন্নিবেশ

আরো পড়ুন : আঠারো বছর বয়স কবিতার ১৯টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব

ঘটিয়েছেন। তার মতে, তরুণরা যেন স্টিমারের গতিবেগের মতোই বাতাসের বেগে ছুটে চলে। জীবন ও জগতের কল্যাণ এবং অকল্যাণকর উভয় ক্ষেত্রেই তরুণরা তার এই গতিকে কাজে লাগাতে পারে। তবে কবির মতে, তরুণরা এই গতিশক্তিকে শুধু কল্যাণকর কাজেই প্রয়োগ করলে বিশ্ব এগিয়ে যাবে।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

আইন, স্বাধীনতা ও সাম্য অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, এসএসসি পৌরনীতি ও নাগরিকতা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:০১ পিএম
আইন, স্বাধীনতা ও সাম্য অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, এসএসসি পৌরনীতি ও নাগরিকতা
শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। ছবি- খবরের কাগজ

তৃতীয় অধ্যায় : আইন, স্বাধীনতা ও সাম্য

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩। রাষ্ট্র সৃষ্টির আগে কীসের মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রিত হতো?
ক) ন্যায়বোধ     খ) সংবিধান 
গ) ধর্ম               ঘ) প্রথা

১৪। সামাজিক স্বাধীনতা হলো-
i. শিক্ষা লাভের স্বাধীনতা
ii. পরিবার গঠনের স্বাধীনতা
iii. ধর্ম পালনের স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii      খ) i ও iii 
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১৫। আইন সাধারণত কত ধরনের?
ক) ২ ধরনের    খ) ৩ ধরনের
গ) ৪ ধরনের     ঘ) ৫ ধরনের

১৬। কোনটি সর্বজনীন?
ক) আইন     খ) নিয়ম 
গ) প্রথা         ঘ) রীতিনীতি

১৭। মতামত প্রকাশ কোন ধরনের সাম্য?
ক) সামাজিক      খ) ব্যক্তিগত 
গ) রাজনৈতিক     ঘ) সাংস্কৃতিক

আরো পড়ুন : আইন, স্বাধীনতা ও সাম্য অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব

১৮। বৈধ পেশা গ্রহণ কোন ধরনের সাম্য?
ক) অর্থনৈতিক         খ) ব্যক্তিগত 
গ) রাজনৈতিক         ঘ) সামাজিক

১৯। সাম্যের বিভিন্ন রূপ হলো-
i. অর্থনৈতিক সাম্য
ii. সামাজিক সাম্য
iii. জাতীয় সাম্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii 
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

২০। কোন দেশের অধিকাংশ আইন প্রথার ওপর নির্ভর করে গড়ে উঠেছে?
ক) ভারত          খ) চীন 
গ) যুক্তরাজ্য     ঘ) যুক্তরাষ্ট্র

উত্তর: ১৩. ঘ, ১৪. ক, ১৫. খ, ১৬. ক, ১৭. গ, ১৮. ক, ১৯. খ, ২০. গ।

লেখক :  সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ 

কবীর

আঠারো বছর বয়স কবিতার ১৯টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম
আঠারো বছর বয়স কবিতার ১৯টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

কবিতা : আঠারো বছর বয়স

 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 

৬। ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘আঠারো বছর’ শব্দটি কতবার ব্যবহার হয়েছে?
উত্তর: সাতবার।

৭। সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর: দৈনিক স্বাধীনতা পত্রিকার।

৮। ‘আকাল’ কী ধরনের রচনা?
উত্তর: ‘আকাল’ সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থ।

৯। আঠারো বছর বয়স বাষ্পের বেগে কীসের মতো চলে?
উত্তর: স্টিমারের মতো চলে।

১০। আঠারো বছর বয়সে অহরহ কী উঁকি দেয়?
উত্তর: বিরাট দুঃসাহসেরা উঁকি দেয়।

১১। আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য কী কী?
উত্তর: যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত।

১২। আঠারো বছর বয়স কী জানে?
উত্তর: রক্তদানের পুণ্য জানে।

১৩। আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?
উত্তর: পাথরের বাধা ভাঙতে চায়।

১৪। আঠারো বছর বয়স কীসে কালো হয়?
উত্তর: লক্ষ্য ও দীর্ঘশ্বাসে কালো হয়।

১৫। আঠারো বছর বয়স কী নয়?
উত্তর: ভীরু ও কাপুরুষ নয়।

আরো পড়ুন : আঠারো বছর বয়স কবিতার ৫টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র

১৬। আঠারো বছর বয়স কোথায় অগ্রণী ভূমিকা রাখে?
উত্তর: বিপদের মুখে।

১৭। আঠারো বছর বয়স পথে প্রান্তরে কী ছোটায়?
উত্তর: তুফান ছোটায়।

১৮। আঠারো বছর বয়সে কীসের প্রস্তুতি নিতে হয়?
উত্তর: স্বনির্ভর হওয়ার।

১৯। আঠারো বছর বয়স আত্মাকে কোথায় সঁপে দেয়?
উত্তর: শপথের কোলাহলে।

২০। আঠারো বছর বয়সে দুর্যোগে কী ঠিকমতো করা ভালো?
উত্তর: হাল ধরে রাখা ভালো।

২১। ‘আঠারো বছর বয়স’ কবিতার শেষ দুই লাইন-
উত্তর: ‘এ বয়সে তাই নেই কোনো সংশয়,
এ দেশের বুকে আঠারো আসুক নেমে।’ 

২২। আঠারো বছর বয়স হলো-
উত্তর: মানবজীবনের এক উত্তরণকালীন পর্যায়। 

২৩। ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’ বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর: কবি যৌবনের ইতিবাচক রূপের প্রতি ইঙ্গিত করেছেন। 

২৪। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর: বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট-৪, ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, মার্কেটিং ২য় পত্র

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:০০ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট-৪, ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, মার্কেটিং ২য় পত্র
শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে গ্রুপ ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত

 মার্কেটিং দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

২২। ‘বিপণন’ সম্প্রসারণের হাতিয়ার হলো-
ক) বিজ্ঞাপন    খ) ব্যক্তিক বিক্রিয়া    
গ) প্রচারণা       ঘ) সবগুলো

উত্তর: ঘ) সবগুলো।

২৩। বাটা শু কোম্পানি লি. যে ধরনের ব্যবসা পরিচালনা করে-
ক) বিভাগীয়       খ) বহুশাখা    
গ) বিপণিমালা    ঘ) সুপার মার্কেট

উত্তর: খ) বহুশাখা।

২৪। যেসব পণ্য অন্য পণ্য উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে বলে- 
ক) শিল্প পণ্য     খ) শপিং পণ্য    
গ) বিশিষ্ট পণ্য    ঘ) সুবিধাজনক পণ্য

উত্তর: ক) শিল্প পণ্য।

আরো পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট-৩, ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, মার্কেটিং ২য় পত্র

২৫। বাজারজাতকরণের কাজ নয়-
ক) ক্রয়           খ) বিক্রয়    
গ) উৎপাদন    ঘ) পরিবহন

উত্তর: গ) উৎপাদন।

২৬। বাটা শু কোম্পানি কোন ধরনের খুচরা ব্যবসায়ী? 
ক) বহুশাখা বিপণি    খ) বিভাগীয় বিপণি    
গ) চেইন স্টোর         ঘ) সুপার মার্কেট  

উত্তর: ক) বহুশাখা বিপণি।

২৭। বাজারজাতকরণ মিশ্রণের অন্তর্ভুক্ত-
ক) পণ্য    খ) প্রসার    
গ) মূল্য    ঘ) সবগুলো

উত্তর: সবগুলো।

২৮। গ্রামীণফোন লি.-কে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে স্পন্সর করা হলো, এতে নিচের কোনটি হবে? 
ক) বাণিজ্যিক প্রসার হবে    খ) বিজ্ঞাপন পাবে না    
গ) দলের লাভ হবে না         ঘ) কোনোটিই নয়

উত্তর: ক) বাণিজ্যিক প্রসার হবে।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

পড়ে পাওয়া গল্পের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৫:০১ পিএম
পড়ে পাওয়া গল্পের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের পাঠদান করছেন। প্রতীকী ছবি- সংগৃহীত

গল্প : পড়ে পাওয়া

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৩। তৃতীয় জন এবং ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বক্তব্য কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ? 
(ক) সততা     (খ) সন্দেহ    
(গ) সংশয়      (ঘ) বিশ্বাস

নিচের উদ্দীপকটি পড়ে ৫৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

এক তাঁতির কাপড়ের দোকান ছিল। তাঁতি করিম বকশ নামের একটি ছেলেকে দোকানটি দেখতে বলে বাইরে গেলেন। নানা দুর্বিপাকে পড়ে তাঁতি দীর্ঘদিন দোকানে অনুপস্থিত থাকলেন। করিম সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে একটি দোকান থেকে তিনটিতে পরিণত করল। প্রায় সাত বছর পরে তাঁতি ফিরে এলে করিম তাকে সাদরে বরণ করে দোকান তিনটির দায়িত্ব বুঝে দিতে চাইল। করিমের সততার পরিচয় পেয়ে তাঁতি নিজের জন্য সামান্য মাসিক বন্দোবস্ত করে তীর্থে গেলেন। করিম সততার পুরস্কার পেল।

৫৪। উদ্দীপকের করিম বকশ এবং ‘পড়ে পাওয়া’ গল্পের কথকের মধ্যে সাদৃশ্য কোথায়? 
(ক) পরোপকারে     (খ) জনহিতে    
(গ) সততায়             (ঘ) অকল্যাণে

৫৫। গুপ্ত মিটিং কোথায় বসল? 
(ক) ভাঙা নাটমন্দিরের কোণে    (খ) তেঁতুলগাছের তলায়
(গ) চণ্ডীমণ্ডপের সামনে            (ঘ) বিচুলিগাদার কোণে

৫৬। বাক্স খোঁজার জন্য কাগজে কোন বাড়ির কথা উল্লেখ করা হয়েছে? 
(ক) রায়বাড়ি          (খ) চাটুয্যে বাড়ি
(গ) বাড়ুয্যে বাড়ি    (ঘ) মুখুয্যে বাড়ি

৫৭। বাড়ুয্যেদের মাঠের বাগানে চাঁপাতলীর আম এ অঞ্চলে বিখ্যাত কেন? 
(ক) আম বড় বলে    (খ) অধিক মিষ্টি বলে
(গ) কাঁচামিঠা বলে    (ঘ) প্রচুর পাওয়া যায় বলে

৫৮। বিধু কেন বাদলকে কাগজে লিখতে বলল? 
(ক) বাদল লিখতে আগ্রহী ছিল বলে
(খ) বাদলের হাতের লেখা ভালো বলে
(গ) অন্যরা লিখতে পারত না বলে
(ঘ) অন্যরা লিখতে আগ্রহী ছিল না বলে

আরো পড়ুন : পড়ে পাওয়া গল্পের ৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৫ম পর্ব

৫৯। ‘আমরা তেঁতুলগাছের গুঁড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম’ কেন কিশোররা গুঁড়ির আড়ালে আশ্রয় নিল? 
(ক) ভূতের ভয় থেকে বাঁচার জন্য
(খ) বৃষ্টির ঝাপটা থেকে বাঁচার জন্য
(গ) টিনের বাক্স নিয়ে করণীয় বিষয়ে দ্বিধাবোধ থাকার কারণে
(ঘ) টিনের বাক্স প্রাপ্তি তাদের মন থেকে ভূতের ভয়কে দূর করেছে বলে

৬০। ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বিষয় কী? 
(ক) দায়িত্ববোধ                 (খ) নির্লোভ মানসিকতা
(গ) দরিদ্রের প্রতি করুণা    (ঘ) ঐক্যবদ্ধতা

৬১। ‘পড়ে পাওয়া’ গল্পে বিভূতিভূষণ দেখিয়েছেন-
(ক) ভালো কাজের জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না
(খ) ভালো কাজের জন্য কোনো বয়স্কদের সাহায্য লাগে না
(গ) ভালো কাজ ঐক্যবদ্ধভাবে করা উচিত 
(ঘ) ভালো কাজ করতে টাকার প্রয়োজন হয় না

৬২। ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বিষয়বস্তু কী? 
(ক) কিশোরদের বাক্স পাওয়া নিয়ে গোয়েন্দাগিরি
(খ) কিশোরদের মূল্যবোধ, সততার প্রকাশ 
(গ) কিশোরদের দায়িত্ববোধ, বিচক্ষণতার প্রকাশ 
(ঘ) কিশোরদের চারিত্রিক দৃঢ়তা, ঐক্যবোধ ও মানবিক বোধের প্রকাশ 

৬৩। ‘জয় স্কুল থেকে ফেরার পথে এক হাজার টাকার নোট পেল; কিন্তু কাউকে সে ব্যাপারটা জানায়নি।’ উদ্দীপকের সঙ্গে ‘পড়ে পাওয়া’ গল্পের যার সঙ্গে বৈসাদৃশ্য রয়েছে-
i. বাদল ii. কথক iii. বিধু
নিচের কোনটি সঠিক? 
(ক) i     (খ) ii    
(গ) iii    (ঘ) i ও ii

উত্তর: ৫৩. ক, ৫৪. গ, ৫৫. ক, ৫৬. ক, ৫৭. খ, ৫৮. খ, ৫৯. ঘ, ৬০. ঘ, ৬১. খ, ৬২. ক, ৬৩. ক।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর