
জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট ‘সি’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮। আন্তর্জাতিক বাণিজ্যে মালিকানা দলিল হলো-
(ক) বিল অব লেডিং (খ) লেটার অব ক্রেডিট
(গ) বিমাপত্র (ঘ) চার্টার পার্টি
(ঙ) বিনিময় বিল
উত্তর: (ক) বিল অব লেডিং।
৯। বাংলাদেশ গার্মেন্টস শিল্পের তুলনামূলক সুবিধা হলো-
(ক) সস্তা জমি (খ) বাজার সুবিধা
(গ) সস্তা মূলধন (ঘ) সস্তা মেশিন
(ঙ) সস্তা শ্রম
উত্তর: (ঙ) সস্তা শ্রম।
১০। ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ কোনটি?
(ক) মান নির্ধারণ
(খ) কার্যফল মূল্যায়ন
(গ) কার্যফল তুলনাকরণ
(ঘ) সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ
(ঙ) শাস্তি দেওয়া
উত্তর: (ঘ) সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ।
১১। Walt Disney কোম্পানির তিনটি সাংগঠনিক অংশ রয়েছে - Walt Disney Attraction, Walt Disney Studios এবং Consumer Products। সংগঠন কাঠামো হিসেবে এটি হতে পারে-
(ক) মেট্রিক্স
(খ) কার্যভিত্তিক সংগঠন
(গ) পণ্য বিভাজন সংগঠন
(ঘ) প্রকল্প সংগঠন
(ঙ) ভৌগোলিক বিভাজন সংগঠন
উত্তর: (খ) কার্যভিত্তিক সংগঠন।
১২। অংশীদার হিসেবে নাবালকের দায় হচ্ছে-
(ক) ক্ষেত্রবিশেষে অসীম (খ) অসীম
(গ) সীমাবদ্ধ (ঘ) ক্ষেত্রবিশেষে সীমাবদ্ধ
(ঙ) উপরের কোনোটিই নয়
উত্তর: (গ) সীমাবদ্ধ।
১৩। দায়িত্ব হস্তান্তর করা যায় কি?
(ক) সবক্ষেত্রেই করা যায়
(খ) ক্ষেত্রবিশেষে করা যায়
(গ) করা যায় না
(ঘ) ব্যবস্থাপকের ইচ্ছার ওপর নির্ভর করে
(ঙ) অধীনস্তদের ইচ্ছার ওপর নির্ভর করে
উত্তর: (খ) ক্ষেত্রবিশেষে করা যায়।
১৪। স্টাফদের পদোন্নতি নির্ভর করা উচিত তাদের-
(ক) শিক্ষার ওপর
(খ) জ্যেষ্ঠতার ওপর
(গ) অভিজ্ঞতার ওপর
(ঘ) ভালো সম্পর্কের ওপর
(ঙ) উপরের সবকটি
উত্তর: (ঙ) উপরের সবকটি।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর