
মার্কেটিং দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪। নিচের কোনটিতে পণ্য সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হয়?
ক) বিজ্ঞাপন খ) কেনা
গ) বিক্রি করা ঘ) পর্যায়িতকরণ
উত্তর: ক) বিজ্ঞাপন।
১৫। ওয়ারেন্টি, গ্যারান্টি, হোম ডেলিভারি, সংস্থাপন প্রভৃতি বাজারজাতকরণের কোন কাজের আওতাভুক্ত?
ক) মান নির্ধারণ খ) শ্রেণিবদ্ধকরণ
গ) বিক্রয়োত্তর সেবা ঘ) বিজ্ঞাপন
উত্তর: গ) বিক্রয়োত্তর সেবা।
১৬। নিচের কোনটি বাজারজাতকরণের মালিকানা হস্তান্তর সংক্রান্ত কাজের অন্তর্ভুক্ত?
ক) কেনা-বিক্রি করা খ) পরিবহন
গ) মোড়কীকরণ ঘ) অর্থসংস্থান
উত্তর: ক) কেনা-বিক্রি করা।
আরো পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট-১৩, ৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, মার্কেটিং ২য় পত্র
১৭। কোন ধরনের পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবার প্রয়োজন হতে পারে?
ক) ওষুধ খ) ইলেকট্রনিক্স পণ্য
গ) খাদ্য দ্রব্য ঘ) ম্যাগাজিন
উত্তর: খ) ইলেকট্রনিক্স পণ্য।
১৮। কেনার প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক) মূল্য প্রদান খ) পণ্য অনুসন্ধান
গ) মালিকানা প্রাপ্তি ঘ) পণ্য মূল্যায়ন
উত্তর: গ) মালিকানা প্রাপ্তি।
১৯। বিক্রি করার প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক) দেনাদার সৃষ্টি খ) মালিকানা হস্তান্তর
গ) অর্থের আগমন ঘ) মার্কেটিং কাজের সমাপ্তি
উত্তর: খ) মালিকানা হস্তান্তর।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর