
দ্বিতীয় অধ্যায় : স্বাধীন বাংলাদেশ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩। ‘অপারেশন সার্চলাইট’ কর্মসূচির মাধ্যমে বাঙালি নিধনের নীলনকশা তৈরি করেন-
i. টিক্কা খান ii. রাও ফরমান আলী
iii. ভুট্টো
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৪। ১৯৭২ সালের বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক) তাজউদ্দীন আহমদ খ) এম মনসুর আলী
গ) সৈয়দ নজরুল ইসলাম ঘ) শেখ মুজিবুর রহমান
১৫। বাংলাদেশে রেশনিং ব্যবস্থা চালু হয় কত সালে?
ক) ১৯৭১ সালে খ) ১৯৭২ সালে
গ) ১৯৭৩ সালে ঘ) ১৯৭৪ সালে
১৬। বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব কী ছিল?
ক) শোষণহীন সমাজ গঠন খ) দল গঠন করা
গ) দেশ স্বাধীন করা ঘ) সশস্ত্র আন্দোলন
১৭। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ক) ১৯৭১ সালে খ) ১৯৭২ সালে
গ) ১৯৭৩ সালে ঘ) ১৯৭৪ সালে
১৮। মুজিবনগর সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল?
ক) ১১টি খ) ১০টি
গ) ১২টি ঘ) ১৫টি
১৯। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
ক) এম এ জি ওসমানী খ) তাজউদ্দীন আহমদ
গ) সৈয়দ নজরুল ইসলাম ঘ) শেখ মুজিবুর রহমান
২০। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?
ক) মুজিবনগর খ) কালুরঘাট
গ) সোহরাওয়ার্দী উদ্যান ঘ) ঢাকা
২১। বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে?
ক) কমনওয়েলথ খ) জাইকা
গ) জাতিসংঘ ঘ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আরো পড়ুন : স্বাধীন বাংলাদেশ অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
২২। কতটি দেশ বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়?
ক) ১৩০টি খ) ১৪০টি
গ) ১৫০টি ঘ) ১৬০টি
২৩। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
২৪। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়?
ক) ১৯৬৬ সালে খ) ১৯৭০ সালে
গ) ১৯৭২ সালে ঘ) ১৯৭৩ সালে
২৫। বাংলাদেশের সংবিধানের মূলনীতি-
i. সমাজতন্ত্র ii. জাতীয়তাবাদ
iii. গণতন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২৬। মুক্তিযুদ্ধে গণমাধ্যম যেসব ভূমিকা পালন করে-
i. রণাঙ্গনের তথ্য প্রচার
ii. মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করা
iii. যুদ্ধবিরতি কার্যকর করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
জসিম বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে একটি পোস্টার দেখতে পেল। পোস্টারে লেখা, ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক।’
২৭। উদ্দীপকে কোন আন্দোলনের কথা বলা হয়েছে?
ক) ঢাকা অবরোধ কর্মসূচি
খ) ১৯৯০-এর গণ-অভ্যুত্থান
গ) ১৯৫২ -এর ভাষা আন্দোলন
ঘ) ১৯৬২-এর শিক্ষা আন্দোলন
২৮। কোন সালে শিক্ষানীতি ঘোষণা করা হয়?
ক) ২০১০ সালে খ) ২০১১ সালে
গ) ২০১২ সালে ঘ) ২০১৩ সালে
২৯। বাঙালি জাতির কাছে সূর্যসন্তান কারা?
ক) বুদ্ধিজীবীরা খ) মুক্তিযোদ্ধারা
গ) ছাত্রসমাজ ঘ) জেনারেলরা
৩০। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
ক) তাজউদ্দীন আহমদ খ) এ এইচ এম কামারুজ্জামান
গ) এম মনসুর আলী ঘ) মণি সিং
উত্তর: ১৩. গ, ১৪. ঘ, ১৫. খ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. গ, ১৯. ঘ, ২০. খ, ২১. ক, ২২. খ, ২৩. গ, ২৪. গ, ২৫. ঘ, ২৬. গ, ২৭. খ, ২৮. ক, ২৯. খ, ৩০. গ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর