
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: গারো পাহাড় মধুপুর গড় থেকে কত দিনের পথ?
উত্তর: গারো পাহাড় মধুপুর গড় থেকে তিন দিনের পথ।
প্রশ্ন: কে পক্ষাঘাতে আক্রান্ত?
উত্তর: খেতানির মা পক্ষাঘাতে আক্রান্ত।
প্রশ্ন: ‘লালসালু’ কোন ধরনের উপন্যাস?
উত্তর: ‘লালসালু’ সামাজিক সমস্যামূলক উপন্যাস।
প্রশ্ন: খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কী?
উত্তর: খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম তানু বিবি।
প্রশ্ন: কত বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছিল?
উত্তর: ১৩ বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছিল।
প্রশ্ন: মজিদ কেন হাসপাতালে গিয়েছিল?
উত্তর: আহতদের দেখতে মজিদ হাসপাতালে গিয়েছিল।
আরো পড়ুন : লালসালু উপন্যাসের পটভূমি লিখন, ১ম পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র
প্রশ্ন: ‘লালসালু’ উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: ‘লালসালু’ উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম মতলুব খাঁ।
প্রশ্ন: ‘বেচাইন’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘বেচাইন’ শব্দের অর্থ অস্থির।
প্রশ্ন: আক্কাসের বাবার নাম কী?
উত্তর: আক্কাসের বাবার নাম মোদাব্বের মিঞা।
প্রশ্ন: কে জমিলাকে প্রথম মজিদকে দেখায়?
উত্তর: খোদেজা জমিলাকে প্রথম মজিদকে দেখায়।
প্রশ্ন: সাত ছেলের বাপের নাম কী?
উত্তর: সাত ছেলের বাপের নাম দুদু মিঞা।
প্রশ্ন: মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে দলে লোক কোন দিকে চলছে?
উত্তর: মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে দলে লোক উত্তর দিকে চলছে।
প্রশ্ন: খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কী?
উত্তর: খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম আমেনা বিবি।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর