মডেল টেস্ট-৬
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। মি. জাহিদের দায় ও মূলধন ছিল যথাক্রমে ২০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকা। যদি দায় কমে ১০,০০০ টাকা এবং সম্পদ বাড়ে ১০,০০০ টাকা তাহলে মূলধন কত হবে?
ক) ৫০,০০০ টাকা
খ) ৬০,০০০ টাকা
গ) ৭০,০০০ টাকা
ঘ) ৮০,০০০ টাকা
২। অনিশ্চিত হিসাব হলো একটি-
ক) অস্থায়ী হিসাব
খ) চলতি হিসাব
গ) স্থায়ী হিসাব
ঘ) সঞ্চয়ী হিসাব
৩। সমাপনী জাবেদার প্রয়োজনীয়তা হলো-
i. স্থায়ী সম্পদ হিসাব বন্ধ করা
ii. নামিক হিসাব বন্ধ করা
iii. উত্তোলন হিসাব বন্ধ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
২০২৪ সালের ১ জানুয়ারি সালাম এন্টারপ্রাইজ ৬০,০০০ টাকায় একটি মেশিন কেনে, যার আনুমানিক জীবনকাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা।
৪। ৩১ ডিসেম্বর, ২০২৪ অবচয়ের পরিমাণ কত হবে যদি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়?
ক) ৭,০০০ টাকা খ) ৬,০০০ টাকা
গ) ৫,০০০ টাকা ঘ) ২,৫০০ টাকা
৫। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে অবচয়ের পরিমাণ কত হবে যদি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়?
ক) ১৪,০০০ টাকা খ) ৫,৪০০ টাকা
গ) ১০,০০০ টাকা ঘ) ৬,০০০ টাকা
৬। যদি বকেয়া আয়ের সমন্বয় দাখিলা দেওয়া না হয় তাহলে-
i. মুনাফা কম দেখানো হবে
ii. আয় কম দেখানো হবে
iii. মালিকানাস্বত্ব কম দেখানো হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : এইচএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান ১ম পত্রের মডেল টেস্ট-৫-এর ১৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
৭। কার্যপত্র-
i. বছরের শেষে প্রস্তুত করা হয়
ii. আট ঘর বিশিষ্ট হতে পারে
iii. আর্থিক বিবরণীর আগে তৈরি করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮। নগদ বহিতে ব্যাংক চার্জ ২৬০ টাকার বদলে ভুলক্রমে ৬২০ টাকা ডেবিট করা হয়েছে। ফলে নগদ বহি এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে কী পরিমাণ গরমিল দেখা দেবে?
ক) ২৬০ টাকা খ) ৩৬০ টাকা
গ) ৬২০ টাকা ঘ) ৮৮০ টাকা
৯। একটি ফার্মের বিক্রীত পণ্যের ব্যয় ৫,৪০,০০০ টাকা। তার সমাপনী মজুত ৩৫,০০০ টাকা এবং প্রারম্ভিক মজুত ২৫,০০০ টাকায় মূল্যায়িত হয়েছে। চলতি বছরের কেনামূল্য কত?
ক) ৬,০০,০০০ টাকা
খ) ৫,৫০,০০০ টাকা
গ) ৫,৩০,০০০ টাকা
ঘ) ৪,৮০,০০০ টাকা
১০। হিসাব চক্র অনুযায়ী রেওয়ামিল প্রস্তুত করাকে বলা হয়-
ক) লিপিবদ্ধকরণ
খ) শ্রেণিবদ্ধকরণ
গ) সংক্ষিপ্তকরণ
ঘ) সমন্বয়করণ
১১। সম্পদের অবচয়ের প্রভাব হলো-
ক) ব্যয় হ্রাস এবং সম্পদ বৃদ্ধি
খ) ব্যয় বৃদ্ধি এবং সম্পদ হ্রাস
গ) ব্যয় এবং সম্পদ বৃদ্ধি
ঘ) ব্যয় এবং সম্পদ হ্রাস
১২। স্থায়ী সম্পদ অর্জনকে বলা হয়-
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) মুনাফা জাতীয় ব্যয়
গ) মূলধন জাতীয় প্রাপ্তি
ঘ) মুনাফা জাতীয় আয়
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কামাল ট্রেডার্সের সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে ৬৫,০০০ টাকা। যার মধ্যে ৭,০০০ টাকার আগুনে বিনষ্ট পণ্য (৮০% বিমা করা) অন্তর্ভুক্ত এবং অব্যবহৃত সাপ্লাইজ ৪,০০০ টাকা।
১৩। সমাপনী মজুতের প্রকৃত মূল্য-
ক) ৫৪,০০০ টাকা
খ) ৫৫,৪০০ টাকা
গ) ৬৩,৬০০ টাকা
ঘ) ৭৬,০০০ টাকা
উত্তর: ১. ক, ২. ক, ৩. গ, ৪. গ, ৫. খ, ৬. ঘ, ৭. ক, ৮. খ, ৯. খ, ১০. গ, ১১. ঘ, ১২. ক, ১৩. ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর