ঢাকা ২৫ আষাঢ় ১৪৩২, বুধবার, ০৯ জুলাই ২০২৫
English

এইচএসসি পরীক্ষার ইংরেজি ১ম পত্রের ১টি Flow Chart ও ১টি Summary Writing নিয়ে আলোচনা, ২য় পর্ব

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৫:০৩ পিএম
আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৫ পিএম
এইচএসসি পরীক্ষার ইংরেজি ১ম পত্রের ১টি Flow Chart ও ১টি Summary Writing নিয়ে আলোচনা, ২য় পর্ব
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

Unit-7, Lesson-5, Question No-2 (Flow Chart)

1. Read the following passage and make a flow chart mentioning the bad effects of overspending. (No. 1 has been done for you.)

Spending may make us happy or unhappy depending on how and why we spend. When we spend money on things that we need and within our limit, it is good. When it becomes a compulsive behaviour, it makes life stressful. Unnecessary sending or spending beyond one’s means has some bad effects. For one thing, it may lead to financial ruin or debt and for another, it may create unhappiness within families. People who overspend are never satisfied with what they have. They always rush for brands, fashion items, designer clothes etc. Over a period oftime, it becomes an addiction which may eventually create psychological problems.

আরো পড়ুন : এইচএসসি পরীক্ষার ইংরেজি ১ম পত্রের ১টি Flow Chart ও ১টি Summary Writing নিয়ে আলোচনা, ১ম পর্ব

Unit-7 Lesson-4 Question No. 3 (Summary Writing)

Write a summary of the following text. 

The act of thinking deeply and calmly about something in a state of hightened awareness is known as meditation. It is an approach to train up the mind similar to the way that fitness is an approach to training the body. Voltaire explains, ‘Meditation is the dissolution of thoughts in eternal awareness or pure consciousness without objectification, knowing without thinking, merging finitude in infinity.’ 
From ancient times, meditation has been a part of some religious traditions as a way of achieving the body’s release from worldly cares and creating inner harmoy. Meditation in our time is practices by people to reduce stress and tension and improve focus. There are trainers who help beginners with some exercises such as improved breathing and progressive relaxation. One of the most common approaches to meditation is concentration. 

Ans: Meditation involves thinking deeply and calmly about something in a state of hightened awareness. It is an approach to train up the mind similar to the way of making the body fit. Moreover, meditation is the dissolution of thoughts in eternal awareness. It includes pure consciousness without objectification and knowing without thinking as well. It is not only a process that has relation with some religions but also a way of making modern life free from stress and anxiety. 

লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
ঢাকা কমার্স কলেজ, ঢাকা

কবীর

Unit-8: Write to Me Soon!, Lesson-5-6-এর ২টি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির ইংরেজি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৪:৪৬ পিএম
Unit-8: Write to Me Soon!, Lesson-5-6-এর ২টি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির ইংরেজি
শিক্ষার্থীরা শিক্ষকের পাঠদান শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

Unit-8 : Write to Me Soon!, Lesson-5-6

(গত ৫ জুলাই প্রকাশের পর)

5. Match the words of column A with their meaning that is mentioned in the text in column B. 

Answer: (a+i) Warm- something that is hot.
(b+vii) Want- to have a desire for something to require or need.
(c+iv) Visit- to see something or somebody.
(d+v) Because- on account of the fact.
(e+ii) Friend- a person one knows and likes.

আরো পড়ুন : Unit-8: Write to Me Soon!, Lesson-5-6-এর ২টি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির ইংরেজি

6. Match the wards in column A with the information in column B.
 

Answer: (a+iv) There is one candle- for each year. 
(b+vii) People sing- birthday song. 
(c+i) Candles are- blown out 
(d+vi) A birthday party is- arranged.
(e+iii) Guests come- to the party.

লেখক : সিনিয়র শিক্ষক
বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা

কবীর

কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা অধ্যায়ের ২টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, নবম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৪:২৭ পিএম
কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা অধ্যায়ের ২টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, নবম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
শিক্ষার্থীরা কম্পিউটারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পড়া দেখছে। ছবি- সংগৃহীত

দ্বিতীয় অধ্যায়: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা 

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: কীভাবে কম্পিউটার ও ইন্টারনেট আসক্তি প্রতিরোধ করা যায়?
উত্তর: কম্পিউটার ও ইন্টারনেট আসক্তি প্রতিরোধের উপায় নিচে দেওয়া হলো-
১. নির্দিষ্ট সময় নির্ধারণ করে কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করা।
২. বিকল্প বিনোদন যেমন- মাঠে খেলাধুলা, টিভি দেখা, বন্ধু বা পরিবারের সঙ্গে গল্প করা ইত্যাদি।
৩. বাবা-মা, পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য ও শিক্ষকদের মাধ্যমে সচেতনতা তৈরি ও নজর রাখা।

আরো পড়ুন : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ অধ্যায়ের ৫টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব

প্রশ্ন: ক্র্যাকার কারা? ক্রেকারের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: ক্র্যাকার হলো অবৈধ হ্যাকার, যারা সিস্টেম বা সফটওয়্যারের নিরাপত্তা ভেঙে তথ্য চুরি বা নষ্ট করে। ক্র্যাকারের দুটি বৈশিষ্ট্য হলো-
১. সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করে সিস্টেমের ক্ষতি করে।
২. শক্তিশালী পাসওয়ার্ড বা এনক্রিপশন ভাঙার ক্ষমতা রাখে।

লেখক : শিক্ষক
লৌহজং পয়শা উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

এইচএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান ১ম পত্রের মডেল টেস্ট-৬-এর ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৪:১৮ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৪:৪৮ পিএম
এইচএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান ১ম পত্রের মডেল টেস্ট-৬-এর ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

মডেল টেস্ট-৬

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। মি. জাহিদের দায় ও মূলধন ছিল যথাক্রমে ২০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকা। যদি দায় কমে ১০,০০০ টাকা এবং সম্পদ বাড়ে ১০,০০০ টাকা তাহলে মূলধন কত হবে?
ক) ৫০,০০০ টাকা    
খ) ৬০,০০০ টাকা 
গ) ৭০,০০০ টাকা    
ঘ) ৮০,০০০ টাকা

২। অনিশ্চিত হিসাব হলো একটি-
ক) অস্থায়ী হিসাব    
খ) চলতি হিসাব
গ) স্থায়ী হিসাব    
ঘ) সঞ্চয়ী হিসাব

৩। সমাপনী জাবেদার প্রয়োজনীয়তা হলো-
i. স্থায়ী সম্পদ হিসাব বন্ধ করা
ii. নামিক হিসাব বন্ধ করা
iii. উত্তোলন হিসাব বন্ধ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii    ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

২০২৪ সালের ১ জানুয়ারি সালাম এন্টারপ্রাইজ ৬০,০০০ টাকায় একটি মেশিন কেনে, যার আনুমানিক জীবনকাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা।

৪। ৩১ ডিসেম্বর, ২০২৪ অবচয়ের পরিমাণ কত হবে যদি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়?
ক) ৭,০০০ টাকা    খ) ৬,০০০ টাকা
গ) ৫,০০০ টাকা    ঘ) ২,৫০০ টাকা

৫। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে অবচয়ের পরিমাণ কত হবে যদি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়?
ক) ১৪,০০০ টাকা    খ) ৫,৪০০ টাকা
গ) ১০,০০০ টাকা    ঘ) ৬,০০০ টাকা

৬। যদি বকেয়া আয়ের সমন্বয় দাখিলা দেওয়া না হয় তাহলে-
i. মুনাফা কম দেখানো হবে
ii. আয় কম দেখানো হবে
iii. মালিকানাস্বত্ব কম দেখানো হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii    ঘ) i, ii ও iii

আরো পড়ুন : এইচএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান ১ম পত্রের মডেল টেস্ট-৫-এর ১৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব

৭। কার্যপত্র-
i. বছরের শেষে প্রস্তুত করা হয়
ii. আট ঘর বিশিষ্ট হতে পারে
iii. আর্থিক বিবরণীর আগে তৈরি করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii    খ) i ও iii
গ) ii ও iii    ঘ) i, ii ও iii

৮। নগদ বহিতে ব্যাংক চার্জ ২৬০ টাকার বদলে ভুলক্রমে ৬২০ টাকা ডেবিট করা হয়েছে। ফলে নগদ বহি এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে কী পরিমাণ গরমিল দেখা দেবে?
ক) ২৬০ টাকা    খ) ৩৬০ টাকা
গ) ৬২০ টাকা    ঘ) ৮৮০ টাকা

৯। একটি ফার্মের বিক্রীত পণ্যের ব্যয় ৫,৪০,০০০ টাকা। তার সমাপনী মজুত ৩৫,০০০ টাকা এবং প্রারম্ভিক মজুত ২৫,০০০ টাকায় মূল্যায়িত হয়েছে। চলতি বছরের কেনামূল্য কত?
ক) ৬,০০,০০০ টাকা    
খ) ৫,৫০,০০০ টাকা
গ) ৫,৩০,০০০ টাকা    
ঘ) ৪,৮০,০০০ টাকা

১০। হিসাব চক্র অনুযায়ী রেওয়ামিল প্রস্তুত করাকে বলা হয়-
ক) লিপিবদ্ধকরণ    
খ) শ্রেণিবদ্ধকরণ
গ) সংক্ষিপ্তকরণ    
ঘ) সমন্বয়করণ

১১। সম্পদের অবচয়ের প্রভাব হলো-
ক) ব্যয় হ্রাস এবং সম্পদ বৃদ্ধি
খ) ব্যয় বৃদ্ধি এবং সম্পদ হ্রাস
গ) ব্যয় এবং সম্পদ বৃদ্ধি
ঘ) ব্যয় এবং সম্পদ হ্রাস

১২। স্থায়ী সম্পদ অর্জনকে বলা হয়-
ক) মূলধন জাতীয় ব্যয়    
খ) মুনাফা জাতীয় ব্যয়
গ) মূলধন জাতীয় প্রাপ্তি    
ঘ) মুনাফা জাতীয় আয়

নিচের উদ্দীপকটি পড়ে ১৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

কামাল ট্রেডার্সের সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে ৬৫,০০০ টাকা। যার মধ্যে ৭,০০০ টাকার আগুনে বিনষ্ট পণ্য (৮০% বিমা করা) অন্তর্ভুক্ত এবং অব্যবহৃত সাপ্লাইজ ৪,০০০ টাকা।

১৩। সমাপনী মজুতের প্রকৃত মূল্য-
ক) ৫৪,০০০ টাকা     
খ) ৫৫,৪০০ টাকা
গ) ৬৩,৬০০ টাকা    
ঘ) ৭৬,০০০ টাকা

উত্তর: ১. ক, ২. ক, ৩. গ, ৪. গ, ৫. খ, ৬. ঘ, ৭. ক, ৮. খ, ৯. খ, ১০. গ, ১১. ঘ, ১২. ক, ১৩. ক।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ 
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ের মডেল টেস্ট, ৪র্থ পর্ব

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৩:৪১ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৪:৪৮ পিএম
ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ের মডেল টেস্ট, ৪র্থ পর্ব
ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা মার্চপাস্ট করছে। ছবি- সংগৃহীত

মডেল টেস্ট : সাধারণ জ্ঞান

প্রশ্ন: Cadet শব্দটির বাংলা অর্থ কী? 
উত্তর: ক্যাডেট শব্দের বাংলা অর্থ হলো শিক্ষানবিশ বা শিক্ষানবিশ সৈনিক।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন কে? 
উত্তর: আ স ম আব্দুর রব।

প্রশ্ন: কত তারিখে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
উত্তর: ২ মার্চ, ১৯৭১।

প্রশ্ন: ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? 
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দান।

প্রশ্ন: বর্তমান মুজিবনগরের পূর্বনাম কী ছিল? 
উত্তর: বৈদ্যনাথতলা।

আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: বাংলা বিষয়ের মডেল টেস্ট, ৩য় পর্ব

প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।
১। বীরত্বসূচক ‘বীর শ্রেষ্ঠ’ খেতাবপ্রাপ্তরা ছিলেন ....... জন। 
উত্তর: বীরত্বসূচক ‘বীর শ্রেষ্ঠ’ খেতাবপ্রাপ্তরা ছিলেন জন।

২। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় (বীরত্ব/সামরিক) খেতাব ……।
উত্তর: বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় (বীরত্ব/সামরিক) খেতাব বীরশ্রেষ্ঠ

৩। মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত দুজন নারী মুক্তিযোদ্ধা হলেন ……ও ……।
উত্তর: মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত দুজন নারী মুক্তিযোদ্ধা হলেন ক্যাপ্টেন সেতারা বেগমতারামন বিবি

৪। কাঁকন বিবি ছিলেন একজন ……।
উত্তর: কাঁকন বিবি ছিলেন একজন মুক্তিযোদ্ধা

৫। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন ……। 
উত্তর: মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন এম এ জি ওসমানী

লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]

কবীর

সরল সমীকরণ অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, সপ্তম শ্রেণির গণিত

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৩:২১ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৪:৪৮ পিএম
সরল সমীকরণ অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, সপ্তম শ্রেণির গণিত
শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার আগে গ্রুপ ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত

সপ্তম অধ্যায় : সরল সমীকরণ

অনুশীলনী-৭

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। কোন সংখ্যার এক-তৃতীয়াংশ ৪-এর সমান?
ক) ১৬     খ) ২৪
গ) ২০     ঘ) ১২

২। তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি ৬৩ হলে, সংখ্যা তিনটি কী কী?
ক) ১৮, ১৯, ২০     খ) ২০, ২১, ২২
গ) ১৭, ১৮, ১৯     ঘ) ২২, ২৩, ২৪

৩। কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ৫ যোগ করলে যোগফল ২৫ হবে?
ক) ১২     খ) ১০
গ) ১৫     ঘ) ১৬

৪। কোন সংখ্যা থেকে ১৫ বিয়োগ করলে বিয়োগফল -২১ হবে?
ক) -৫     খ) -৭ 
গ) -৮     ঘ) -৬

৫। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৫ গুণ। দুজনের বর্তমান বয়সের সমষ্টি ৪৮ বছর হলে পিতার বয়স কত?
ক) ৪০ বছর     খ) ৪৫ বছর
গ) ৩৪ বছর     ঘ) ৩০ বছর

৬। কোন সংখ্যার এক-তৃতীয়াংশ ৫-এর সমান?
ক) ২৫     খ) ৩০ 
গ) ২০     ঘ) ১৫

আরো পড়ুন : ত্রিভুজ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, সপ্তম শ্রেণির গণিত

৭। ইতু ও মিতুর বয়সের অনুপাত ৩:২ এবং তাদের বয়সের সমষ্টি ৬০ বছর হলে, মিতুর বয়স কত?
ক) ২৪     খ) ৩০
গ) ২৪     ঘ) ৪০

৮। একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ ৩ মিটার কম এবং পরিসীমা ২৬ মিটার হলে-
i. প্রস্থ ৮ মিটার
ii. দৈর্ঘ্য ১১ মিটার
iii. সমীকরণটি (২x+x+৩) 
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii      খ) i ও iii 
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ৯-১০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

দুই বছর আগে পুত্রের বয়স x বছর এবং মাতার বয়স ৫x বছর ছিল।

৯। মাতার বর্তমান বয়স কত বছর?
ক) ৫x+২     খ) x+২
গ) ৫x           ঘ) x

১০। মাতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত বছর?
ক) ৫x+২     খ) ৬x+৪
গ) ৫x+৪     ঘ) ৬x 

১১। কোন সংখ্যার এক-চতুর্থাংশ ৪-এর সমান হবে?
ক) ১৬     খ) ২০
গ) ১/৪     ঘ) ৪

১২। কোন সংখ্যার সঙ্গে -৫ যোগ করলে ১৫ হবে?
ক) ২০     খ) -২০
গ) -১৫     ঘ) ১৫

১৩। সর্বপ্রথম কোন দেশের গণিতবিদ স্থানাঙ্কের ধারণা দেন?
ক) ফ্রান্স       খ) লন্ডন
গ) ব্রাজিল     ঘ) ইতালি

উত্তর: ১. ঘ, ২. খ, ৩. খ, ৪. ঘ, ৫. ক, ৬. ঘ, ৭. ক, ৮. ক, ৯. ক, ১০. খ, ১১. ক, ১২. ক, ১৩. ক।

লেখক : সহকারী শিক্ষক 
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর