ঢাকা ২৫ কার্তিক ১৪৩১, রোববার, ১০ নভেম্বর ২০২৪

পূজামণ্ডপে সিনেমার প্রচার

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০১:৩০ পিএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৪, ০১:২২ পিএম
পূজামণ্ডপে সিনেমার প্রচার
চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে প্রথমবার একটি সিনেমায় যুক্ত হয়েছেন ঢালিউডের চিত্রনায়িকা পরীমনি। তার সঙ্গে একই ছবিতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা মধুমিতা সরকার ও নায়ক সোহম চক্রবর্তী। ‘ফেলুবক্সী’ নামের সেই সিনেমায় যুক্ত হওয়া থেকে শুটিং নিয়ে নানা অভিজ্ঞতার গল্প এরই মধ্যে বলেছেন পরীমনি।

তবে নতুন খবর হলো, সিনেমার শুটিং ও ডাবিং শেষ। শুরু হয়েছে মুক্তির প্রচারণা। আর এ জন্য বেছে নেওয়া হয়েছে এই দুর্গা উৎসব। কলকাতার বিভিন্ন পূজামণ্ডপ থেকে শুরু করে নানা অলি-গলিতে পৌঁছে গেছে ফেলুবক্সীর খবর। পূজা ঘিরে সেখানে আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। নানা আয়োজন হচ্ছে বিভিন্ন পূজা মণ্ডপে। সেই দুর্গা উৎসবে স্থান পেয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির সিনেমার পোস্টার। কলকাতার একটি মন্দিরের গেট সাজানো হয়েছে নায়িকার ওপার বাংলার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’-এর পোস্টার দিয়ে- যা ফেসবুকে শেয়ার করেছেন পরী নিজেই। লিখেছেন, ‘শিগগিরই আসছে লাবণ্য…।’

দেবরাজ সিনহার পরিচালনায় ‘ফেলুবক্সী’ সিনেমায় পরীমনি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। থ্রিলার ঘরানার এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম আর মধুমিতাকে দেখা যাবে দেবযানীর চরিত্রে।

এতে আরও অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার। সিনেমাটি পূজার পর মুক্তির কথা রয়েছে। এদিকে দেশে মুক্তির অপেক্ষায় আছে পরীমনি অভিনীত ওয়েব ফিকশন ‘রঙিলা কিতাব’। এটি পরিচালনা করেছেন অণম বিশ্বাস।

 কলি

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেলেন প্রতীক হাসান

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০২:৩০ পিএম
বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেলেন প্রতীক হাসান
প্রতীক হাসান। ছবি: সংগৃহীত

দেশের কিংবদন্তি সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর যোগ্য উত্তরসূরি প্রতীক হাসান গানের ভুবনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। গত জুলাই মাসে তিনি আমেরিকা গিয়েছেন স্ত্রী মৌসুমী ও একমাত্র সন্তান (কন্যা) প্রতীকাকে নিয়ে। সেখানে গিয়ে তিনি এরই মধ্যে বেশ কয়েকটি স্টেজ শোতেও অংশগ্রহণ করেছেন। এর পাশাপাশি সেখানে তিনি প্রবাসী কয়েকজন বাংলাদেশি শিল্পীর জন্য কম্পোজিশনের কাজও করছেন। 

তবে আপাতত সেই কাজ সম্পর্কে বিস্তারিত না জানালেও প্রতীক জানান, এসব কাজে বেশ চমক রয়েছে। এরই মধ্যে প্রতীক আমেরিকায় একটি বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন প্রতীক হাসান। ‘নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টম্যান্ট’র ডেপুটি চিফ ভিক্টোরিয়া পেরির হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। এমন একটি অ্যাসোসিয়েশন থেকে একজন শিল্পী হিসেবে সম্মাননা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত প্রতীক।

এ প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, ‘একজন শিল্পী হিসেবে বাপা আমাকে যে সম্মাননা দিয়েছে তাতে সত্যিই আমি ভীষণ গর্বিত। আমি বাপার প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি। সেই সঙ্গে সবার কাছে দোয়া চাই- যেন আগামীতেও আমি আরও ভালো ভালো গান শ্রোতা-দর্শককে উপহার দিয়ে যেতে পারি। আমার স্ত্রী-সন্তান, আমার মা আর আমার ছোট ভাই প্রীতমের পরিবারের জন্যও দোয়া করবেন সবাই।’ 

প্রতীকের সর্বশেষ প্রকাশিত গান ছিল ‘প্রেমে দিওয়ানা’। গানটি এখন পর্যন্ত ইউটিউবে ৭০ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। ২০১৭ সালে প্রকাশিত প্রতীক ও নাওমির গাওয়া ‘বেইয়াইন সাব’ গানটি দারুণ জনপ্রিয়তা লাভ করে। গানটি তিন কোটিওর বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি লিখেছেন প্রতীক ও প্রীতম। সুর করেছেন প্রীতম হাসান। প্রতীকের বাবার কণ্ঠের অনেক জনপ্রিয় একটি গান ‘প্রাণের চেয়ে প্রিয়’। এই গানটি সাত বছর আগে প্রতীক কাভার করেছিলেন।

হাসান

আজ থেকে শুরু হচ্ছে মৌসুমী হামিদের নতুন ধারাবাহিক ‘হাউস হাজবেন্ড’

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০১:৫৪ পিএম
আজ থেকে শুরু হচ্ছে মৌসুমী হামিদের নতুন ধারাবাহিক ‘হাউস হাজবেন্ড’
মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত

অভিনেত্রী মৌসুমী হামিদ অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘হাউস হাজবেন্ড’।

পারিবারিক ও কমেডি ঘরানার গল্পে এটি নির্মাণ করেছেন ফরিদুল হাসান। এতে আরও অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, সাইদুর রহমান পাভেল, মানসী প্রকৃতি, ফারজানা আহসান মিহি, হান্নান শেলী, শিরিন আলম, রকি খান, এম এ সালাম, সুর্বণা মজুমদার, তারিক স্বপন, শহিদুল্লাহ সবুজ, সেলজুক তারিক, সাদ্দাম মাল, আহমেদ সাজু, সুর্বণা প্রমি, মাহাবুব আল রশিদ, শফিউল আলম বাবু, হানিফ পালোয়ান, শেখ চাঁদনী প্রমুখ।

আজ ১০ নভেম্বর এটিএন বাংলায় রাত ৮টায় ধারাবাহিকটি প্রচার শুরু হবে। প্রতি রোব ও সোমবার নাটকটি প্রচার হবে। মাহফুজ খানের গল্পে এর চিত্রনাট্য করেছেন নাজ নাজমা।

হাসান

স্বামীকে ছাড়িয়ে বিয়ন্সের রেকর্ড

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০১:৪৭ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০১:৪৭ পিএম
স্বামীকে ছাড়িয়ে বিয়ন্সের রেকর্ড
বিয়ন্সে। ছবি: সংগৃহীত

জনপ্রিয় পপ গায়িকা বিয়ন্সে। এবার গ্র্যামি অ্যাওয়ার্ডসে নতুন এক রেকর্ড গড়লেন তিনি। এত বছর এই রেকর্ড ধরে রেখেছিল বিয়ন্সের স্বামী র্যাপার জে-জেড। এবার স্বামীকে ছাড়িয়ে সেরা অ্যালবাম, সেরা কান্ট্রি অ্যালবামসহ সর্বোচ্চ ১১টি শাখায় মনোনয়ন পেয়ে এ রেকর্ড গড়েছেন তিনি। 

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, গত ৮ নভেম্বর রাতে ৬৭তম গ্র্যামির মনোনয়ন ঘোষণা করা হয়। সব মিলিয়ে গ্র্যামিতে বিয়ন্সের মোট মনোনয়ন সংখ্যা হলো ৯৯। আর এতেই এই সংগীততারকা সবাইকে ছাড়িয়ে গেছেন। তার মতো এত মনোনয়ন ক্যারিয়ারে কোনো সংগীতশিল্পী কখনই পাননি। 

প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে গ্র্যামিতে সর্বোচ্চ ৮৮টি মনোনয়ন পেয়ে এই রেকর্ড নিজের দখলে রেখেছিলেন র্যাপার জে-জেড। যদিও চলতি মাসে মনোনয়ন ঘোষণার আগেই জল্পনা শুরু হয়েছিল, এবার স্বামীর কাছ থেকে রেকর্ড ছিনিয়ে নিতে পারেন বিয়ন্সে। অবশেষে সে জল্পনাই সত্যি হলো, গড়লেন অবিশ্বাস্য রেকর্ড। 

উল্লেখ্য, আগামী বছরের ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গ্র্যামির ৬৭তম আসর বসতে চলেছে। এই আসরে সাতটি করে মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ, চার্লি এক্সসিএক্স, কেন্ড্রিক লামার ও পোস্ট ম্যালন। আর টেইলর সুইফট, সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রোয়ান পেয়েছেন ছয়টি করে মনোনয়ন। ধারণা করা হচ্ছে, এবারের আসরে বিয়ন্সের মূল প্রতিযোগী হবেন টেইলর সুইফট। এ পর্যন্ত গ্র্যামিতে চারবার সেরা অ্যালবামের পুরস্কার জিতেছেন তিনি। 

হাসান

‘অ্যানিমেল পার্ক’-এ দ্বৈত চরিত্রে আসছেন রণবীর কাপুর

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০১:৪২ পিএম
‘অ্যানিমেল পার্ক’-এ দ্বৈত চরিত্রে আসছেন রণবীর কাপুর
রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

বলিউড তারকা রণবীর কাপুর। ২০২৩ সালে ব্লকবাস্টার ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করে প্রশংসায় ভেসেছিলেন তিনি। এবার এই সিনেমার সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই সিনেমার নাম ‘অ্যানিমেল পার্ক’। সিক্যুয়ালটিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে রণবীরকে।

এর আগে পরিচালক ইঙ্গিত দিয়েছিলেন, সিনেমার শুটিং শুরু হবে ২০২৬ সালে। তবে প্রযোজক ভূষণ কুমারের মতে, এর শুটিং আরও আগেই শুরু হতে পারে। এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে জানান, সন্দীপ বর্তমানে প্রভাসের সঙ্গে ‘স্পিরিট’ নামে একটি তেলেগু সিনেমায় কাজ করছেন। এটি শেষ হয়ে গেলে আগামী ছয় মাসের মধ্যে ‘অ্যানিমেল পার্ক’-এর শুটিং শুরু হবে। নির্মাতা সন্দীপ রেড্ডি আগেই জানিয়েছিলেন, ‘অ্যানিমেল’-এর চেয়ে আরও অনেক বেশি অ্যাকশন দৃশ্য থাকবে সিনেমার দ্বিতীয় কিস্তিতে।

নেটফ্লিক্স ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর নিজেও ছবিটি নিয়ে তার উৎসাহের কথা জানিয়েছেন। তিনি জানান, পরিচালক তার কাছে কয়েকটি দৃশ্য বর্ণনা করেছিলেন যা নিয়ে রণবীরের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

উল্লেখ্য, ‘অ্যানিমেল পার্ক’-এর ঘোষণাটি এর প্রথম কিস্তির শেষ দৃশ্যে একটি লোমহর্ষক দৃশ্যের মধ্যেই করা হয়েছিল। দ্বিতীয় কিস্তিতে রণবীর ছাড়াও তৃপ্তি দিমরি, সৌরভ সচদেবা এবং মানসী তক্ষককে তাদের নিজ নিজ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

‘অ্যানিমেল পার্ক’ ছাড়াও রণবীর আরও একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। এই তারকা বর্তমানে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমায় কাজ করছেন। এ ছাড়া সঞ্জয় লীলা বানসালির আসন্ন ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও দেখা যাবে তাকে।

হাসান

বিচ্ছেদের পর নতুন শুরু আরিফিন শুভর

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০১:৩৬ পিএম
বিচ্ছেদের পর নতুন শুরু আরিফিন শুভর
আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে স্ত্রী অর্পিতার বিবাহ বিচ্ছেদ হয় গত ২০ জুলাই। বিচ্ছেদের পর মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত তারকা জান্নাতুল ঐশীর সঙ্গে তার প্রেমের গুঞ্জনও ওঠে মিডিয়াপাড়ায়। তবে শোবিজ অঙ্গনের দুই তারকা শুভ-ঐশীর সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই।

নেটিজেনরা মনে করছেন, সেই গুঞ্জনের প্রভাবেই হয়তো পড়েছে নায়কের সাংসারিক জীবনে। যে কারণে সাড়ে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন অর্পিতা-শুভ। অভিনেত্রী ঐশীর ঢালিউডে অভিষেক হয় শুভর বিপরীতে ‘মিশন এক্সট্রিম’ দিয়ে।

নতুন খবর হলো, বিচ্ছেদের পর কলকাতার নির্মাতা পরিচালক সৌমিক সেনের নতুন সিরিজ ‘জ্যাজ সিটি’র কাজের জন্য গত শুক্রবার কলকাতা গিয়েছেন আরিফিন শুভ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এ সিরিজের কাহিনি তৈরি হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে আরিফিন শুভকে দেখা যাবে। সিরিজটি দেখা যাবে সোনি লিভ ওয়েব প্ল্যাটফর্মে।

জানা গেছে, সাত দিন ধরে ‘জ্যাজ সিটি’র শুটিং চলছে। শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। এরই মধ্যে তিনি শুটিং শুরু করেছেন। এ ছাড়া রয়েছেন টালিউড এবং বলিউডের একাধিক অভিনেতা। ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজের শুটিং চলবে। ইংরেজিসহ বিভিন্ন ভাষার গান এ সিরিজে শোনা যাবে। একাধিক সুরকার এবং গীতিকার থাকলেও পরিচালক নাকি একটি নারীকণ্ঠ ব্যবহার করছেন। মুম্বাইয়ের এক জ্যাজ গায়িকার কণ্ঠ শোনা যাবে।

হাসান