ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
English
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ২২ জ্যৈষ্ঠ ১৪৩২

পরপর প্রকাশিত দুই নাটকে অনবদ্য নওবা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:১৫ এএম
পরপর প্রকাশিত দুই নাটকে অনবদ্য নওবা
অভিনেত্রী নওবা। ছবি: সংগৃহীত

হালের সর্বকনিষ্ঠ অভিনেত্রীদের মধ্যে একজন নওবা। পড়ছেন উচ্চমাধ্যমিকে। পড়াশুনার পাশাপাশি অভিনয়ও করছেন তিনি বেশ আগ্রহ নিয়ে। এরইমধ্যে ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করে নওবা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছেন।

বিশেষ করে তরুন নাট্যপ্রেমী দর্শকেরা নওবার অভিনয় বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেন। এরইমধ্যে এক সপ্তাহের ব্যবধানে তার অভিনীত দু’টি নাটক প্রকাশিত হয়েছে। প্রথম নাটকটি ছিলো পথিক সাধন রচিত ও পরিচালিত ‘আমার ঠিকানা তুমি’ ও অন্যটি সেজান নূর রচিত ও মোহন আহমেদ পরিচালিত ‘ভালোবেসে রেখো’। প্রথম নাটকটি প্রকাশ পায় গেলো ১৫ সেপ্টেম্বর। পরের নাটকটি প্রকাশ পায় ৪ অক্টোবর।

দু’টি নাটকই অল্প সময়ের ব্যবধানে দশ লক্ষেরও (প্রতিটি নাটক) বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। দু’টি নাটকেই নওবার বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ। দু’টি নাটকেই অনবদ্য অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছেন এবং প্রশংসিত হচ্ছেন নওবা।

নওবা বলেন, দু’টি নাটকই প্রকাশের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। দুটি নাটকেরই গল্প এবং চরিত্র আমার কাছে বেশ ভালোলেগেছিলো বিধায় মন দিয়ে কাজ করেছি। যার ফলে নাটক দু’টি প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সবসময় যে তারা আমার অভিনীত নাটক উপভোগ করেন এবং তাদের অনুভূতিও প্রকাশ করেন। নির্মাতা পথিক সাধন ভাইয়া ও মোহন আহমেদ ভাইয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কারণ দু’জনই তাদের নাটকে চরিত্রানুযায়ী অভিনয় করার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। ধন্যবাদ আমার সহশিল্পী পার্থ শেখ ভাইয়ার কাছেও। আগামীতে আরো ভালো ভালো গল্পের নাটকে কাজ করার প্রত্যাশা রাখি।

এদিকে নওবা নিমন মোরশেদের পরিচালনায় বিকাশ-এর একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। বিটিভিতে ছোটবেলায় বাচ্চাদের অনুষ্ঠান ‘কাননে কুসুম কলি’র উপস্থাপনা করতেন নওবা তাহিয়া। বিটিভিরই সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’ নাটকে অভিনয় করেন। 

নওবা অভিনীত অন্যান্য আলোচিত নাটকের মধ্যে রয়েছে রুবেল আনুশের ‘সালিশ’, ‘মেঘফুল’, ‘প্রথম প্রেমের বানান ভুল’(শর্টফিল্ম)’সহ ‘অন্য্যা পরিচালকদের ‘বুঁনোহাস’, ‘বিসর্জন’,‘ বড্ড মায়া লাগে’ ,‘ সহযাত্রী’,‘ জেদ’। এসএ টিভিতে প্রচার চলতি ‘সিনেমার প্রিয় গান’র উপস্থাপনাও করেন তিনি। শাহরিয়ার পলকের নির্দেশনায় গ্রামীন ফোনের বিজ্ঞাপনে মডেল হবার পর আরো প্রায় ২৫টি বিজ্ঞাপনে কাজ করেছেন। 

 

ভিন্ন লুকে বড় পর্দায় হাজির হচ্ছেন নিবিড় আদনান

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৪:৩৩ পিএম
ভিন্ন লুকে বড় পর্দায় হাজির হচ্ছেন নিবিড় আদনান
সিনেমার একটি দৃশ্যে নিবিড়। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মডেল নিবিড় আদনানের অভিষেক হতে যাচ্ছে বড় পর্দায়। মডেলিংয়ে এক দশকের ক্যারিয়ারে দেশে ও বিদেশে খ্যাতি অর্জন করেছেন তিনি। এবার আসছে ঈদে সানি সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার: কর্মফল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় হাজির হতে চলেছেন। খুন রহস্যে ঘেরা একটি বিরল সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। 

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে চলচ্চিত্রটির গান ও ট্রেলার। মঙ্গলবার মুক্তি পায় রবিউল ইসলাম জীবনের কথায় ইমরান ও কোনালের কণ্ঠে চলচ্চিত্রটির প্রথম গান ‘তোমাকে চাই’। গানের দৃশ্যে নিবিড়ের সঙ্গে দেখা গেছে পূজা ক্রুজকে। ট্রেলারেও পূজার ‘রাজকুমার’ হয়ে ধরা দিয়েছেন নিবিড়। 

২০২২ সালে বলিউডের নির্মাতা বাবা যাদবের পরিচালনায় টলিউডের পূজা ব্যানার্জির বিপরীতে টিএম রেকর্ডেসের ‘চল রাতকে করি ভোর’ গানে পারফর্ম করে বড়পর্দায় নিজের সম্ভাবনার ইঙ্গিত জানিয়েছিলেন এ মডেল। অভিনয়ে ইতিপূর্বে বেশকিছু টেলিফিল্ম, সিরিজ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেন নিবিড়। 

সব ছাপিয়ে নিজের গ্ল্যামারাস লুক ভুলে মফস্বলের এক যুবকের চরিত্রে বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি। নিবিড় বলেন, ‘মডেলিংয়ে সাফল্য পেলেও সবসময় মনে হয়েছে অভিনয়ই আমার চূড়ান্ত গন্তব্য। সে লক্ষ্যেই দীর্ঘদিন নিজেকে অভিনয়ের জন্য প্রস্তুত করেছি। মঞ্চে অভিনয় শিখেছি। অডিশনের মাধ্যমে নিজেকে প্রমাণ করেই চলচ্চিত্রটিতে যুক্ত হয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রটিতে আমাকে সিলেক্ট করায় সানি ভাইর প্রতি কৃতজ্ঞতা। ঈদে এটি মুক্তি পেতে যাচ্ছে, তাই ভীষণ আনন্দিত। কখনো ভাবিনি এমন লুকে দর্শকের সামনে হাজির হবো। সানি ভাই সেটা করে দেখিয়েছেন। আজমেরী হক বাঁধন, মিশা সওদাগর কিংবা ফারুক আহমেদ, প্রত্যেকের চরিত্রই অসাধারণ, তাদের মতো সিনিয়র অ্যাক্টরদের সঙ্গে কাজ করে সমৃদ্ধ হয়েছি।”

আনন্দের পাশাপাশি নিবিড়ের কণ্ঠে ঝরে পড়ল খানিকটা বিষাদও। চলচ্চিত্রটিতে তার চরিত্রটিতে সম্পূর্ণ অভিনয় করা হয়নি তার। গত জুলাই-তে ক্যালিফোর্নিয়া একটি সম্মানজনক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার নিতে যোগ দেয়ার পর ব্যক্তিগত জরুরি কিছু কারণে যুক্তরাষ্ট্রেই অবস্থান করতে হয়েছে তাকে। 

নিবিড় দেশিয় প্রায় সব ব্র্যান্ডের সঙ্গেই কাজ করেছেন। দীর্ঘ সময় কাজ করেছেন ভারতের মুম্বাইয়ে। আমাজন ইন্ডিয়া, রেমন্ড,স্পাইকার ছাড়াও অনেক ভারতীয় ব্র্যান্ডের পণ্যের মুখ হিসেবে দেখা গেছে তাকে। সম্প্রতি ইতালির বিশ্বখ্যাত বুলগারি ব্র্যান্ডের পারফিউমের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হয়ে দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য সম্মান বয়ে এনেছেন তিনি। এছাড়া ঢাকা ও মুম্বাইয়ের বাইরে লন্ডন ও দুবাইভিত্তিক ব্র্যান্ডের মডেল হিসেবেও কাজ করেছেন।

নিবিড় জানান, বড়পর্দায় দেশে ও দেশের বাইরে চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয়ের ব্যাপারে বেশকিছু চমকপ্রদ কাজের খবর তার ঝুলিতে আছে। খুব শিগগিরই তা জানতে পারবেন দর্শক।

ঈদ টেলিফিল্ম

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১১:০০ এএম
ঈদ টেলিফিল্ম
ছবি: সংগৃহীত

ঈদের আগের দিন 

এটিএন বাংলা

রাত ১১টায় প্রচারিত হবে ‘অনেস্ট মাদার’। অভিনয় করেছেন আবুল আহমেদ, শাহেদ শরীফ, নাদিয়া, নাবিলা ইসলাম প্রমুখ।

ঈদের দিন

এটিএন বাংলা

রাত ১১টায় প্রচারিত হবে ‘কোটি টাকার চেয়ারম্যান’। অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি।

চ্যানেল আই

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘চাঁদের হাট ২’। এতে অভিনয়ে তওসিফ, কেয়া পায়েল, মুনিরা মিঠু, ড. এজাজ, কে এম সোহাগ রানা প্রমুখ। 
বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ক্ষতিপূরণ’। অভিনয় করেছেন ইয়াশ রোহান, মালাইকা চৌধুরী।

এনটিভি

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘একটি পুরানো ছবি’। এতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, সামিরা খান মাহি, সাদিয়া ইসলাম মৌ, সমু চৌধুরী প্রমুখ।

বাংলা ভিশন

দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ‘উটের মাংস’। অভিনয়ে: শরাফ আহমেদ জীবন। 

মাছরাঙা টেলিভিশন

রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে ‘হৃদয়ের কথা’। এতে অভিনয় করেছেন তৌসিফ, তটিনী প্রমুখ। 

ঈদের দ্বিতীয় দিন

এটিএন বাংলা

রাত ১১টায় প্রচারিত হবে ‘বরিশাল টু কানাডা’। অভিনয় করেছেন মোশাররফ করিম, তানজিকা প্রমুখ।

চ্যানেল আই

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘তবুও মন’। অভিনয় করেছেন জোভান, তটিনী প্রমুখ।

এনটিভি

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘তোমাকেই ছুঁতে চাই’। এতে অভিনয় করেছেন আরশ খান, সামিরা খান মাহী, শামীম আহমেদ প্রমুখ।

বাংলাভিশন

দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ‘ঝগড়াটে কাপল’। অভিনয়ে: মোশাররফ করিম ও হিমি। 

মাছরাঙা টেলিভিশন

রাত সাড়ে ১১টায় প্রচার হবে ‘বেঈমান’। এতে অভিনয় করেছেন জোভান, নাজনীন নিহা প্রমুখ।


ঈদের তৃতীয় দিন

এটিএন বাংলা

রাত ১১টায় প্রচার হবে ‘অবুঝ বায়না’। অভিনয় করেছেন খায়রুল বাশার, তানজিন তিশা প্রমুখ।  

চ্যানেল আই

ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘অসময়ের লাল গোলাপ’। অভিনয় করেছেন খায়রুল বাশার, তানজিন তিশা প্রমুখ। 
বিকাল সাড়ে ৪টায় প্রচার হবে মোশাররফ ও হিমি অভিনীত টেলিফিল্ম ‘জামাই বেশি বুঝে’।

এনটিভি 

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘কে কখন কোথায়’। এতে অভিনয় করেছেন পার্থ শেখ, আইশা খান প্রমুখ।

বাংলাভিশন

টেলিফিল্ম ‘ধোঁকা’ প্রচার হবে দুপুর ২টা ১০ মিনিটে। এতে অভিনয় করেছেন নিলয় ও তানিয়া বৃষ্টি। 

মাছরাঙা টেলিভিশন

টেলিফিল্ম ‘ভুল থেকে ভুল’। প্রচারিত হবে রাত সাড়ে ১১টায়। অভিনয় করেছেন অপূর্ব, তাসনিয়া ফারিণ প্রমুখ।

ঈদের চতুর্থ দিন

এটিএন বাংলা

রাত ১১টায় প্রচার হবে ‘কিস্তির জ্বালা’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জুই করিম প্রমুখ।

চ্যানেল আই

ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘মাছে ভাতে বাঙালি’। এতে অভিনয়ে নিলয় আলমগীর, হিমি, মাসুম বাশার, সাবেরী আলম প্রমুখ। 

এনটিভি

এনটিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘কেউ না জানুক’। অভিনয়ে: তানিয়া বৃষ্টি, প্রান্তর দস্তিদার, সমু চৌধুরী, শম্পা নিজাম প্রমুখ।

বাংলা ভিশন

দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ‘সিক্রেট অব শিউলী’। এতে অভিনয় করেছেন তানজিন তিশা। রচনা ও পরিচালনায় রাফাত মজুমদার রিংকু।

মাছরাঙা টেলিভিশন

ঈদের চতুর্থ দিন রাত সাড়ে ১১টায় প্রচার হবে ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’। অভিনয় করেছেন অপূর্ব, সাদিয়া আয়মান প্রমুখ।

ঈদের পঞ্চম দিন

এটিএন বাংলা 

ঈদের পঞ্চম দিন রাত ১১টায় প্রচার হবে ‘আমরা সুখী’। অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি।

চ্যানেল আই

ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘প্লিজ গো’। অভিনয় করেছেন তওসিফ, সাদিয়া আয়মান প্রমুখ। 
টেলিফিল্ম ‘কেন এই সঙ্গতা’। অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, সাফা কবির, দিলারা জামান, গাজী রাকায়েত প্রমুখ। প্রচার হবে বিকাল সাড়ে ৪টায়।

এনটিভি

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘প্রতারক’। অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, পার্থ শেখ, পামির, সাবিনা রনি, রিয়াজ রাজ, ইমেল প্রমুখ।

বাংলা ভিশন

দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ‘খাঁটি প্রেমিক’। অভিনয় করেছেন নিলয় ও তানিয়া বৃষ্টি। 

মাছরাঙা টেলিভিশন

ঈদের পঞ্চম দিন রাত সাড়ে ১১টায় প্রচার হবে ‘মুড সুইং’। অভিনয় করেছেন মুশফিক ফারহান, সাফা কবির প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন

এটিএন বাংলা 

ঈদের ষষ্ঠ দিন রাত ১১টায় প্রচার হবে ‘আই হেইট ইউ’। অভিনয় করেছেন আরশ খান, প্রিয়ন্তি উর্বি প্রমুখ।

চ্যানেল আই

দুপুর ২টা ৩০ মিনিটে ‘জনমে জনমে’। অভিনয়ে ইয়াশ রোহান, নাজনীন নিহা প্রমুখ। 

এনটিভি

দুপুর ২টা ৩০ মিনিটে    ‘জয়ীতার দিনরাত্রি’। অভিনয়ে: তানিয়া বৃষ্টি, শরাফ আহমেদ জীবন, সৈয়দ মুসাফির বাচ্চু প্রমুখ।

বাংলা ভিশন

দুপুর ২টা ১০ মিনিটে ‘উরাধুরা ওয়াও কাপল’। অভিনয়ে: মোশাররফ করিম ও মিম চৌধুরী। 

মাছরাঙা টেলিভিশন

রাত সাড়ে ১১টায় প্রচার হবে ‘অঘটনঘটনপটীয়সী’। অভিনয়ে: শরাফ আহমেদ জীবন, পাভেল, মুসাফির বাচ্চু, নাদিয়া মীম প্রমুখ। 

/এমএস 

ঈদ মিউজিক

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১০:০০ এএম
ঈদ মিউজিক
ছবি: সংগৃহীত

ঈদের দিন

বিটিভি 

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদের দিন বেলা সাড়ে ১১টায় ফোক গান গাইবেন নুসরাত জাহান, গামছা পলাশ, বিউটি, অনন্যা, নূর হাসান আলম ও সাবরিন। 

সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে একক সংগীতানুষ্ঠান ‘তাহসান আনপ্লাগড’। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় মৌসুমী মৌয়ের উপস্থাপনায় তাহসান শোনাবেন তার জনপ্রিয় আটটি গান। রাত ১১টা ০৫ মিনিটে গাইবেন পিয়াল হাসান চৌধুরী, আদনান বাবু, হুমায়রা বশির, রিজিয়া পারভীন, রুমানা ইসলাম ও স্বীকৃতি।

ঈদের দ্বিতীয় দিন 

বিটিভি

ঈদের দ্বিতীয় দিন বেলা ১১টায় ‘গানের ছন্দে ঈদ আনন্দ’। গাইবেন আগুন, দিঠি আনোয়ার, নাসির খান ও আলম আরা মিনু। একক সংগীতানুষ্ঠানে গাইবেন কণ্ঠশিল্পী এলিটা। ‘এলিটা এলিভ’ নামে এ অনুষ্ঠানটি প্রচারিত তবে সন্ধ্যা ৭টায়।

এনটিভি

দুপুর ১টা ১০ মিনিটে প্রচার হবে ‘পার্সা অ্যান্ড ফ্রেন্ডস’। উপস্থাপনা: শান্তা জাহান। 

ঈদের তৃতীয় দিন

বিটিভি 

বেলা ১১টা ০৫ মিনিটে দ্বৈত গানের অনুষ্ঠানে গাইবেন মারিয়া সালমা, নয়ন, মৌমিতা মৌ, রাজিয়া, বেলাল খান, নন্দিতা, পুতুল মারিয়া, তামান্না প্রমি, খালিদ মুন্না, স্মরণ, ইকবাল মিন্টু, পপি, প্রিয়াংকা ও আসিকুর রহমান। সন্ধ্যা ৭টায় ব্যান্ড শো। 

এটিএন বাংলা

দুপুর ১টা ২৫ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ঈদ গানে গানে’। পরিচালনা: নাহিদ রহমান।

এনটিভি

দুপুর ১টা ১০ মিনিটে এই সময়ের গান: এফ মাইনর।

ঈদের চতুর্থ দিন

বিটিভি 

একক সংগীতানুষ্ঠানে গাইবেন ইথুন বাবু, আলম আরা মিনু, আঁখি আলমগীর, মনির খান। থাকছে ফোক ও বাউল গানেরও আয়োজন। দুপুর ১টায় প্রচারিত হবে তারিকুজ্জামানের প্রযোজনায় ‘ঈদ বাউলিয়ানা’। গাইবেন চিশতী বাউল, সুকুমার বাউল, শফি মণ্ডল, শাহনাজ বেলী, দীপ্র, দুর্জয় বড়ুয়া ও টুনটুন বাউল। চতুর্থ দিন বিকাল ৪টায় ও সন্ধ্যা ৭টায় ব্যান্ড শো অনুষ্ঠিত হবে। 

এনটিভি

রাত ১২টা ২০ মিনিটে এই সময়ের গান: মাদল। উপস্থাপনা: শান্তা জাহান। 

ঈদের পঞ্চম দিন

এনটিভি

দুপুর ১টা ১০ মিনিটে প্রচার হবে এই সময়ের গান: পেনোয়া। 

ঈদের ষষ্ঠ দিন
 
এনটিভি

রাত ১২টা ২০ মিনিটে এই সময়ের গান: মাভৈ ও দ্য কমরেড। 

/এমএস  

ঈদ সিনেমা

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৯:০০ এএম
ঈদ সিনেমা
ছবি: সংগৃহীত

ঈদের আগের দিন 

এটিএন বাংলা

ঈদের আগের দিন সকাল ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে সোহানুর রহমান সোহান পরিচালিত বাংলা ছায়াছবি ‘কোটিটাকার প্রেম’। এতে অভিনয় করেছেন শাকিব, অপু বিশ্বাস, মিশাসহ আরও অনেকে। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘মনের ঘরে বসত করে’। সিনেমাটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এতে অভিনয় করেছেন শাকিব, অপু বিশ্বাস, আহমেদ শরীফ প্রমুখ। 

ঈদের দিন 

এটিএন বাংলা

সকাল ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘বিদ্রোহী’। সিনেমাটি পরিচালনা করেছেন সেলিম খান। এতে অভিনয় করেছেন শাকিব খান, বুবলী, মিশা, সাদেক বাচ্চু প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে টিভি প্রিমিয়ার করা হবে বাংলা ছায়াছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’। পরিচালনা করেছেন অশোক পাতি ও অনন্য মামুন। এতে অভিনয়ে করেছেন অঙ্কুশ, শুভশ্রী, মিশা, ডন প্রমুখ। 

চ্যানেল আই

সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘ছায়া’। এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে অভিনয় করেছেন আসিফ নুর, বুবলী, সুষমা সরকার, সিমরিন লুবাবা প্রমুখ। 

এনটিভি

সকাল ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি বাদশা। পরিচালনা করেছেন বাবা যাদব। এতে অভিনয়ে করেছেন জিৎ, নুরসাত ফারিয়া, শ্রদ্ধা দাশ, ফেরদৌস, সুব্রত, বিশ্বনাথ বাসু, রেবেকা, রজতাভ দত্ত, নাদের চৌধুরী প্রমুখ। বিকেল ৪টা ২০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি পোড়ামন-২। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে অভিনয়ে করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু প্রমুখ।

আরটিভি

সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘বেপরোয়া’। এতে অভিনয়ে করেছেন জিয়াউল রোশান, ববি হক প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘ভালোবাসার লাল গোলাপ’। সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ হোসেন জেমী। এতে অভিনয়ে করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, পূর্ণিমা প্রমুখ। 

মাছরাঙা টেলিভিশন

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে রায়হান রাফী পরিচালিত বাংলা ছায়াছবি ‘তুফান’। এতে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী।

বৈশাখী টিভি

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বাংলা সিনেমা ‘দাদীমা’। এফ আই মানিকের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল প্রমুখ। 

ঈদের দ্বিতীয় দিন 

এটিএন বাংলা

সকাল ১০টা ২০ মিনিটে বাংলা ছায়াছবি ‘প্রিয়তমা’। সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে অভিনয়ে করেছেন শাকিব খান, ইধিকা পাল, কাজী হায়াৎ প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে টিভি প্রিমিয়ার হবে বাংলা সিনেমা ‘তুই শুধু আমার’ সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন ও জয়দ্বীপ মুখার্জি। এতে অভিনয়ে করেছেন সোহান চক্রবর্তী, মাহিয়া মাহি, হাসান ইমাম, ওম প্রমুখ। 

চ্যানেল আই

সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘কুস্তিগীর’। সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় কান্ত। এতে অভিনয়ে করেছেন বাপ্পি, জাহারা মিতু, সুব্রত, সাবেরী আলম এবং মিশা সওদাগরসহ আরও অনেকে। 

এনটিভি

সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি নবাব। জয়দেব মুখার্জী পরিচালিত সিনেমাটিতে অভিনয়ে করেছেন শাকিব খান, শুভশ্রী, মেঘলা মিজান, মুক্তা, অমিত হাসান, খরাজ মুখার্জী, অপরাজিতা আধ্য, সব্যসাচী চক্রবর্তী, রেবেকা রউফ প্রমুখ। বিকেল ৪টা ২০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘গলুই’। সিনেমাটি পরিচালনা করেছেন এস এ হক অলীক। এতে অভিনয়ে করেছেন শাকিব খান, পূজা চেরী, সুচরিতা, সুব্রত, আলীরাজ, আজিজুল হাকিম, সমু চৌধুরী প্রমুখ। 

আরটিভি

সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘অগ্নি’। ইফতেখার চৌধুরী পরিচালিত সিনেমাটিতে অভিনয়ে করেছেন আরেফিন শুভ, মাহিয়া মাহি প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘মিয়া বাড়ির চাকর’। সিনেমাটি পরিচালনায় করেছেন শাহাদাৎ হোসেন লিটন। এতে অভিনয়ে করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

মাছরাঙা টেলিভিশন

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে মেজবাউল রহমান সুমন পরিচালিত বাংলা ছায়াছবি ‘হাওয়া’। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষি প্রমুখ।

বৈশাখী টিভি

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘পিতা মাতার আমানত’। এফ আই মানিককের পরিচালনায় এতে অভিনয় করেছেন মান্না, অপু পূর্ণিমা, অপু বিশ্বাস, রাজ্জাক, কবরী, মিশা সওদাগর প্রমুখ।

ঈদের তৃতীয় দিন 

এটিএন বাংলা

সকাল ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘বসগিরি’। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী। এতে অভিনয় করেছেন শাকিব খান, বুবলী, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে টিভি প্রিমিয়ার হবে বাংলা ছবি ‘ঘর ভাঙ্গা সংসার’। মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমাটিতে অভিনয়ে করেছেন ডিপজল, আঁচল, শিরিন শিলা, মিশা, সেলিম আহমেদ প্রমুখ। 

চ্যানেল আই

সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে বাংলা চলচ্চিত্র ‘জ্বলে জ্বলে তারা’। সিনেমাটি পরিচালনা করেছেন অরূন চৌধুরী। এতে অভিনয়ে করেছেন রাফিয়া রশিদ মিথিলা, এফ এস নাঈম, মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু প্রমুখ। 

এনটিভি

সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে কাজী হায়াত পরিচালিত বাংলা ছায়াছবি ‘আম্মাজান’। সিনেমাটিতে অভিনয়ে করেছেন মান্না, মৌসুমী, আমিন খান, শবনম, ডিপজল, মিজু আহমেদ, কালা আজিজ প্রমুখ।

আরটিভি

সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘মায়া-দ্য লাভ’। সিনেমাটিতে পরিচালনা করেছেন জসিম উদ্দিন জাকির। এতে অভিনয়ে করেছেন শবনম বুবলী, সায়মন সাদিক, জিয়াউল রোশান প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘মনের জ্বালা’। সিনেমাটি অভিনয়ে করেছেন শাকিব খান, অপু বিশ্বাসসহ আরও অনেকে। 

মাছরাঙা টেলিভিশন

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে রায়হান রাফি পরিচালিত বাংলা ছায়াছবি ‘পোড়া মন-২’। সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম, পূজা চেরিসহ আরও অনেকে। 

বৈশাখী টিভি

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘পিতার আসন’। এফ আই মানিকের পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল, নিপুণ, রাজ্জাক প্রমুখ। 

ঈদের চতুর্থ দিন 

এটিএন বাংলা

সকাল ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘আমি নেতা হবো’। সিনেমাটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। এতে অভিনয় করেছেন শাকিব খান, বিদ্যা সিনহা মিম, মৌসুমী, ওমর সানি প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে টিভি প্রিমিয়ার হবে বাংলা ছায়াছবি ‘প্রেম প্রীতির বন্ধন’। লেবু কাজী পরিচালিত সিনেমাটিতে অভিনয়ে করেছেন অপু বিশ্বাস, জয় চৌধুরী, মিশা প্রমুখ। 

চ্যানেল আই

সকাল ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘দেয়ালের দেশ’। সিনেমাটি পরিচালনা করেছেন মিশুক মনি। এতে অভিনয়ে করেছেন শরিফুল রাজ, বুবলী, শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতাসহ আরও অনেকে। 

এনটিভি

সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি শিকারী। জয়দেব মুখার্জী পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী, সুপ্রিয় দত্ত, খরাজ মুখার্জী, সব্যসাচী চক্রবর্তী, অমিত হাসান প্রমুখ। বিকেল ৪টা ২০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি দরদ। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে অভিনয়ে করেছেন শাকিব খান, সোনাল চৌহান, রাজেশ ভার্মা, পায়েল সরকার, আমির সিরাজী প্রমুখ।

আরটিভি

সকাল ১০টা ১০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘লিপস্টিক’। এতে অভিনয়ে করেছেন আদর আজাদ, পূজা চেরী প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে প্রচারিত হবে শাহীন সুমন পরিচালিত বাংলা ছায়াছবি ‘খোদার পরে মা’। সিনেমাটিতে অভিনয়ে করেছেন শাকিব খান, সাহারা প্রমুখ। 

মাছরাঙা টেলিভিশন

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘দরদ’। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, সোনাল চৌহানসহ আরও অনেকে। 

বৈশাখী টিভি

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘পাগলামী’। কমল সরকার পরিচালিত সিনেমাটি অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, শ্রাবণী, রোহান, পারমিতা প্রমুখ।


ঈদের পঞ্চম দিন 

এটিএন বাংলা

সকাল ১০টা ২০ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’। সিনেমাটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এতে অভিনয়ে করেছেন শাকিব খান, বুবলী, মিশা, সাবেরী আলম প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে টিভি প্রিমিয়ার হবে বাংলা ছায়াছবি ‘ইয়েস ম্যাডাম’। রাকিবুল আলম রাকিব পরিচালিত অভিনয়ে করেছেন অমিত হাসান, রেসি, কেয়া প্রমুখ। 

চ্যানেল আই

সকাল ১০টা ২০ মিনিটে শবনম ফেরদৌসী পরিচালিত প্রচারিত হবে বাংলা চলচ্চিত্র ‘আজব কারখানা’। সিনেমাটিতে অভিনয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মডেল ইমি, দিলরুবা দোয়েল, খালেদ হাসান রুমী প্রমুখ। 

এনটিভি

সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘ইতিহাস’। সিনেমাটি পরিচালনা করেছেন কাজী হায়াত। এতে অভিনয় করেছেন কাজী মারুফ, মৌসুমী, রাজিব, ডিপজল, মিজু আহমেদ, কাজী হায়াত প্রমুখ। বিকেল ৪টা ২০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘অন্তরে অন্তরে’। শিবলী সাদিক পরিচালিত সিনেমাটিতে অভিনয়ে করেছেন সালমান শাহ, মৌসুমী, শশী, বীণা, আনোয়ারা, রাজিব, শারমিন প্রমুখ।

আরটিভি

সকাল ১০টা ১০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘ভালোবাসার রঙ’। সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন। এতে অভিনয়ে করেছেন বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহী প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে প্রচারিত হবে রকিবুল আলম রকিব পরিচালিত বাংলা ছায়াছবি ‘প্রেমিক নাম্বার ওয়ান’। সিনেমাটিতে অভিনয়ে করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। 

মাছরাঙা টেলিভিশন

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘বিশ্বসুন্দরী’। সিনেমাটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন সিয়াম, পরীমনি।

বৈশাখী টিভি

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বাংলা সিনেমা ‘সৌভাগ্য’। এফ আই মানিকের পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মৌসুমী, ডিপজল, কাজী মারুফ, তমা মির্জা, আলীরাজ, কাজী হায়াৎ, মিজু আহমেদ প্রমুখ। 

ঈদের ষষ্ঠ দিন 

এটিএন বাংলা

সকাল ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘নাম্বার ওয়ান শাকিব খান’। বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা, আলীরাজ প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে টিভি প্রিমিয়ার হবে বাংলা ছায়াছবি ‘ভোলা তো যায় না তারে’। সিনেমাটি পরিচালনা করেছেন রফিক শিকদার। এতে অভিনয়ে করেছেন নিরব, তানহা তাসনিয়া, মাসুম আজিজ, সুব্রত প্রমুখ। 

চ্যানেল আই

সকাল ১০টা ২০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘রিভেঞ্জ’। এম ডি ইকবাল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন রোশান, বুবলী, মিশা সওদাগর প্রমুখ। 

এনটিভি

সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হবে এফ আই মানিক পরিচালিত বাংলা ছায়াছবি ‘ভাইয়া’। সিনেমাটিতে অভিনয় করেছেন মান্না, শাবনূর, রচনা ব্যানার্জী, আফজাল শরীফ, প্রবীর মিত্র, মিজু আহমেদ প্রমুখ। বিকেল ৪টা ২০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘স্বপ্নের ঠিকানা’। এম এ খালেক পরিচালিত সিনেমাটিতে অভিনয়ে করেছেন সালমান শাহ, শাবনূর, সোনিয়া, রাজিব, আবুল হায়াত, ডলি জহুর, প্রবীর মিত্র প্রমুখ। 

আরটিভি

সকাল ১০টা ১০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘যাও পাখি বল তারে’। সিনেমাটিতে পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। এতে অভিনয়ে করেছেন আদর আজাদ, মাহিয়া মাহী প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘প্রেম মানেনা বাধা’। সাফি ইকবাল পরিচালিত সিনেমাটিতে অভিনয়ে করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। 

মাছরাঙা টেলিভিশন

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনম বিশ্বাস পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘দেবী’। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ।

বৈশাখী টিভি

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘যদি বউ সাজগো’। এফ আই মানিক পরিচালিত সিনেমাটিতে এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ।

/এমএস  

আনকাট সেন্সর ছাড়পত্র পেল ঈদের ছবি ‘টগর’

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৫:৫৪ পিএম
আনকাট সেন্সর ছাড়পত্র পেল ঈদের ছবি ‘টগর’
ঈদের ছবি ‘টগর'।

ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘টগর’পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের আনকাট সেন্সর ছাড়পত্র। অর্থাৎ সেন্সর বোর্ড সিনেমাটির কোনো অংশ কর্তন ছাড়াই মুক্তির অনুমতি দিয়েছে।

এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ও পরিবেশিত এই ছবিটি পরিচালনায় আছেন নির্মাতা আলোক হাসান। ‘টগর’ একটি দুর্দান্ত গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে, যেখানে সমাজ, পরিবার এবং ভালোবাসার টানাপোড়েন তুলে ধরা হয়েছে মানবিক আবেগের মাধ্যমে। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, ছবিটির নির্মাণশৈলী, অভিনয় এবং চিত্রনাট্যের বস্তুনিষ্ঠতা বোর্ড সদস্যদের প্রশংসা কুড়িয়েছে। তাই কোনো দৃশ্য বা সংলাপ বাদ না দিয়েই ছবিটিকে মুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি। গান, ট্রেলার ও পোস্টার ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ‘টগর’ ঈদুল আজহার দিন থেকেই দেশের শতাধিক হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক সংস্থা।

/ফারজানা ফাহমি