ঢাকা ২৮ অগ্রহায়ণ ১৪৩১, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
English

যে পথে হাঁটবেন না কৃতি শ্যানন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৮:০৯ পিএম
যে পথে হাঁটবেন না কৃতি শ্যানন
কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত

বলিউডের টাইগার দিদি কৃতি শ্যানন। তার অভিনীত সর্বশেষ ‘দো পাট্টি’ সিনেমা বলিউডে বেশ সাড়া ফেলার পর দারুণ সময় পার করছেন তিনি। তবে এবার তিনি শিরোনাম হলেন মেয়েদের বোটক্স ও কসমেটিক সার্জারি বিষয়ে মন্তব্য করে। 

কয়েক দিন আগে বলিউড পাড়ায় শোরগোল পড়ে গিয়েছিল, আলিয়া ভাট কসমেটিক সার্জারি করে নিজের চেহারা পরিবর্তন করেছেন। এ কারণে চেহারার এক পাশ কিছুটা বেঁকেও গিয়েছিল তার। সম্প্রতি ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে কৃতির কাছে বোটক্স ও কসমেটিক সার্জারির বিষয়ে জানতে চাওয়া হলে সোজাসাপ্টা উত্তর দিলেন কৃতি শ্যানন।

তিনি জানান, ভালো দেখোনোর ক্রমাগত চাপ এবং সমালোচনা এড়াতে তিনি সচেতনভাবে এমন লোকদের সঙ্গে নিজেকে জড়ান না, যারা তাকে নিরাপত্তাহীনতায় ফেলে। তবে বোটক্স ও কসমেটিক সার্জারিকে কৃতি দোষের কিছু মনে করেন না। 

তিনি বলেন, ‘বর্তমান সময়ে অনেকেই বোটক্স ট্রিটমেন্ট নিচ্ছে। আমি মনে করি, প্রত্যেকের নিজস্বতা রয়েছে। আপনি যদি মনে করেন, নিজের কিছু অংশ পরিবর্তন করবেন, আর তাতে আরও আত্মবিশ্বাসী হবেন, সেটা দোষের কিছু নয়। এটা আপনার সিদ্ধান্ত। আপনার জীবন, আপনার শরীর, আপনার মুখ। আপনার যা ইচ্ছে তাই করতে পারেন। এটার প্রতি কারও কোনো বিচার করা উচিত নয়।’  

তবে অল্পবয়সী মেয়েদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে তুলে ধরে তিনি বলেন, ‘আমি চাই না অল্পবয়সী মেয়েরা সব সময় নিখুঁত না হওয়ার চাপ অনুভব করুক। কাউকে সব সময় নিখুঁত দেখায় না, আমাকেও সব সময় নিখুঁত দেখায় না।’

সার্জারির পথে হাঁটবেন কি না- এমন প্রশ্নের উত্তরে কৃতি বলেন, ‘এটি আমাকে সেই স্তরের অনিরাপত্তাবোধ করায় না যে আমি মনে করব আমার কিছু পরিবর্তন করা দরকার। আর কিছু পরিবর্তন করতে অনেক দেরি হয়ে গেছে। আমি এখানে ১০ বছর ধরে আছি।’

হাসান

২০ টাকায় আইস্ক্রিনে দেখা যাচ্ছে কুসুম শিকদারের ‘শরতের জবা’

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম
২০ টাকায় আইস্ক্রিনে দেখা যাচ্ছে কুসুম শিকদারের ‘শরতের জবা’
‘শরতের জবা’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদারের চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনায় নির্মিত সিনেমা ‘শরতের জবা’ এবার ওটিটিতে মুক্তি পেল। আজ (১২ ডিসেম্বর) বিকাল ৩ টায় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে সিনেমাটি। ২০ টাকা দিয়ে সাবস্ক্রাইব করে দেখা যাচ্ছে সিনেমাটি।  

গত ১১ অক্টোবর বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছিল ‘শরতের জবা’। এই সিনেমা দিয়ে প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরছেন কুসুম। নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। সিনেমায় দেখা গেছে, একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়িয়ে যায় জবার জীবন। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোন শক্তি রয়েছে তার সাথে? এমনই থ্রিলার গল্পে এগিয়েছে সিনেমা।

সিনেমায় দুটি প্রধান নারী চরিত্র আছে। একজন জবা, আরেকজন বেলী। বেলী চরিত্র করেছেন নিদ্রা দে নেহা, আর জবা চরিত্রে কুসুম অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, বড়দা মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ।

হাসান

‘আমি অন্তঃসত্ত্বা নই, আসলে মোটা হয়ে গিয়েছি’

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম
‘আমি অন্তঃসত্ত্বা নই, আসলে মোটা হয়ে গিয়েছি’
সোনাক্ষী সিনহা। ছবি: সংগৃহী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। টানা সাত বছর প্রেম করে চলতি বছরের জুনে প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেছেন তিনি। বিয়ের পর স্বামীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেশ সুন্দর কাটাচ্ছেন অভিনেত্রী। এরইমাঝে একদিন ছুটে গিয়েছিলেন মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। তখনই গুঞ্জন ছড়ায় সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! এরপর বেশ কয়েকটি অনুষ্ঠানে সোনাক্ষী দেখা যায়, আগের চেয়ে কিছুটা শরীরের পরিবর্তন এসেছে তার। ফলে আরও বেশি চর্চা হতে থাকে যে, মা হতে চলেছেন সোনাক্ষী। অবশেষে এবার এ নিয়ে নিজেই মুখ খুলতে বাধ্য হলেন তিনি। জানালেন, তিনি অন্তঃসত্ত্বা নন, আসলে কিছুটা মোটা হয়ে গেছেন। 

সম্প্রতি স্বামীকে নিয়ে আমন্ত্রণে একটি অনুষ্ঠোনে গিয়েছিলেন তিনি। সেখানে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এমন বহু আমন্ত্রণে আমরা যাচ্ছি। আর এখানেই আমি বলতে চাই, আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি। এই তো কিছু দিন আগে আমাদের হঠাৎ একজন শুভেচ্ছা জানালেন। আরে! আমরা কি নিজেদের বিয়ের এই সফরটা একটু উপভোগও করতে পারব না?’

এ কথা বলার সঙ্গে সঙ্গে জাহির মজা করে বলেন, ‘শুভেচ্ছা জানানোর পরের দিনই সোনাক্ষী ডায়েট মেনে চলতে শুরু করেছে।’

সোনাক্ষী আরও বলেন, ‘বিয়ের পরে কয়েকটা মাস হয়েছে। আমরা সত্যিই ঘুরে বেড়াচ্ছি। এই নিয়েই ব্যস্ততা চলছে। আমরা উপভোগ করছি। লোকজনও আমাদের মধ্যাহ্নভোজ বা নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে চলেছেন।’

উল্লেখ্য, সাত বছর প্রেমের পর গত জুনে মডেল ও অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। তবে বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। অবশ্য পরে বিশাল প্রীতিভোজের আয়জন করা হয়। 

হাসান

বাগদান সারলেন সেলেনা গোমেজ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম
বাগদান সারলেন সেলেনা গোমেজ
সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো। ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। তার অভিনীত সর্বশেষ ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। এদিকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছেন তিনি। সব মিলিয়ে দারুণ সময় পার করছেন সেলেনা। এরই মাঝে ভক্ত-অনুরাগীদের আরেকটি খুশির খবর দিলেন তিনি। দীর্ঘদিনের প্রেমিক সঙ্গীতশিল্পী বেনি ব্লেঙ্কোর সাথে বাগদান সেরেছেন এ গায়িকা অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে নিজেই এ খবর দিয়েছেন তিনি। 

ইন্সটাগ্রামে বেনির সাথে বেশকিছু ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলোতে তার অনামিকা আঙুলে হীরার আংটি ঝলমলিয়ে উঠেছে। বাগদান সেরে সেলেনা যে বেশ উচ্ছ্বসিত, ছবিগুলোতে তার হাসি দেখে তা স্পষ্ট বুঝা যাচ্ছিল। 

ছবি শেয়ারের পাশাপাশি তিনি একটি ক্যাপশনও জুরে দিয়েছেন। তিনি লেখেন, ‘এখন শুরুটা চিরকালের জন্য।’ 

নতুন জীবনে অসংখ্য অনুরাগীদের পাশাপাশি সেলেনাকে অভিনন্দন জানিয়েছেন হলিউডের বিখ্যাত ব্যক্তিরা। টেইলর সুইফট উচ্ছ্বসিত হয়ে মন্তব্য করেছেন, ‘হ্যাঁ, আমি হবো পুষ্প বালিকা।’ বেনি ব্লাঙ্কোও একটু মজা করে মন্তব্য করেছেন, ‘আরে অপেক্ষা করুন, এটা আমার বউ।’

একসময় কানাডিয়ান তারকা জাস্টিন বিবারের সঙ্গে গভীর প্রেম ছিল সেলেনা গোমেজের। কিন্তু সেই প্রেম পূর্ণতা পায়নি। ২০১৮ সালে ৬ বছরের সম্পর্ক ভাঙতেই হেইল বল্ডউইনের সঙ্গে বাগদান সেরে ফেলেন বিবার। বিষয়টি সেলেনাকে চরম আঘাত দেয়। 

এরপর ২০১৯ সালে সংগীতশিল্পী বেনি ব্লাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ করার মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়ে সেলেনার। ২০২৩ সালের ডিসেম্বরে নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন তারা। ৫ বছর চুটিয়ে প্রেম করে অবশেষ বিয়েতে আবদ্ধ হচ্ছেন তারা। 

আমেরিকার সঙ্গীতজগতে বেনি ব্লাঙ্কোরও খ্যাতি রয়েছে ব্যাপক। সঙ্গীতশিল্পীর পাশাপাশি তিনি একজন সঙ্গীত প্রযোজকও। এড শিরান, চার্লি পুথ, উইজ খলিফা, বিটিএস, এমিনেম, জাস্টিন বিবার, হ্যালসি, ক্যাটি পেরি, রিহানাদের মতো শিল্পীদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন তিনি। ২০১৯ সালে গোমেজের জনপ্রিয় ‘সেইম ওল্ড লাভ’ ও ‘আই কান্ট গেট এনাফ’ গান দুটিতে একসঙ্গে কাজ করেছিলেন সেলেনা ও ব্ল্যাঙ্কো।

হাসান

বিশ্বস্ত ও যত্নশীল সঙ্গী খুঁজছেন সামান্থা

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:২০ পিএম
বিশ্বস্ত ও যত্নশীল সঙ্গী খুঁজছেন সামান্থা
সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বলিউডেও কাজ করে পাচ্ছেন প্রশংসা। বরুণ ধাওয়ানের বিপরীতে ‘সিটাডেল: হানি বানি’তে অভিনয় করে সিনেমাপ্রেমী ও সমালোচকদের আলাদা নজর কেরেছেন এই অভিনেত্রী। তবে ব্যক্তি জীবনটা মোটেও ভালো যাচ্ছে না সামান্থার। ভালোবেসে বিয়ে করেছিলেন নাগা চৈতন্যকে। তবে হঠাৎ ভেঙে যায় সংসার। গত ৪ ডিসেম্বর বিয়ে করে নাগা আবার সংসারও শুরু করে দিয়েছেন। এদিকে সঙ্গীহীন সামান্থার আকাশ যেন কালো মেঘে ছেঁয়ে গেছে। আর তাই জীবনকে রঙিন করতে সঙ্গী খুঁজছেন সামান্থা। তবে এবার আর ভুল করতে চান না, সঙ্গীকে অবশ্যই বিশ্বস্ত ও যত্নশীল হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের এক পোস্টে এমনটিই তুলে ধরেছেন অভিনেত্রী। 

ইন্সটাগ্রাম পোস্টে অভিনেত্রী ২০২৫ সালের জন্য বৃষ, কন্যা এবং মকর রাশির ব্যক্তিদের কেমন যাবে এমন একটি তথ্য তুলে ধরেছেন। ভবিষ্যদ্বাণী হিসেবে বছরটিকে এখানে দেখানো হয়েছে, ক্যারিয়ারের সাফল্য, আর্থিক স্থিতিশীলতা এবং ‘বিশ্বস্ত ও যত্নশীল সঙ্গী’ পাওয়ার বছর হিসেবে। কার্ডটি শেয়ার করে সামান্থা লিখেছেন ‘আমিন’। আর তা দেখে ভক্তদের বুঝার বাকি নেই তিনি আসলে নতুন কাউকে চাচ্ছেন। 

ইন্সটাগ্রামে সামান্থার পরের পোস্টটি আরও ইঙ্গিপূর্ণ ছিল। ২০২৫ সালে নিজের জীবনকে অন্যভাবে গড়ে তুলবেন পোস্ট থেকে তা স্পষ্ট হয়েছে। তিনি লেখেন, ‘কিছু বছর জয়ের জন্য, কিছু বছর চরিত্র গঠনের জন্য।’ 

কয়েকদিন আগে আরেকটি পোস্টে তার পোষা কুকুর সম্পর্কে  বলেন, ‘শাসা, তোমার ভালোবাসার তুলনা হয় না।’

হাসান

সোহেল মেহেদীর নতুন দুই গান প্রকাশ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
সোহেল মেহেদীর নতুন দুই গান প্রকাশ
সোহেল মেহেদী। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী সোহেল মেহেদী। সংগীতে দীর্ঘদিনের ক্যারিয়ার তার। নিয়মিত মৌলিক গান প্রকাশের পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেন এই গায়ক। ব্যস্ততার মাঝেই নতুন দুই গান প্রকাশ করলেন তিনি।

‘কোথায় আছ ময়না’ শিরোনামে গানের কথা লিখেছেন মো. তকবির হোসাইন, সুর ও সংগীত করেছেন আলামীন খান। এ ছাড়া আরেকটি গান ‘পূর্ণ হলো মনের কলসি’। এই গানের কথা লিখেছেন শিব শঙ্কর রবি দাস, সুর ও সংগীত করেছেন আল আমিন খান। এ ছাড়া তারেক রহমানকে নিয়েও সোহেল মেহেদী একটি গান গেয়েছেন। গানটি হলো ‘বীরের বেশে আসবে ফিরে তারেক রহমান’। গানটি লিখেছেন রেজাউল কবির, সুর সংগীত করেছেন ফিরোজ প্লাবন কিবরিয়া। 

নতুন প্রকাশিত গান প্রসঙ্গে সোহেল মেহেদী বলেন, ‘এখন স্টেজ শো’-এর মৌসুম। আলহামদুলিল্লাহ বেশ ব্যস্ত আছি। এরই মধ্যে কয়েকটি স্টেজ শোতে অংশ নিয়েছি। গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করার চেষ্টা করেছি। নতুন দুটি মৌলিক গান শ্রোতা দর্শকের ভালো লাগায় নিজেরও বেশ ভালো লাগছে। আমার বিশ্বাস দিন যত যাবে ততই এই গানগুলোর প্রতি সবার ভালো লাগা বাড়বে।’

সোহেল মেহেদী জানান, সম্প্রতি রক মেলোডি ঘরানার নতুন আরও একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের শিরোনাম ‘আরও কাছে চাই’। এর কথা ও সুর করেছেন হাবিব সিরাজী বাব্বু।

হাসান

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });