বলিউডের টাইগার দিদি কৃতি শ্যানন। তার অভিনীত সর্বশেষ ‘দো পাট্টি’ সিনেমা বলিউডে বেশ সাড়া ফেলার পর দারুণ সময় পার করছেন তিনি। তবে এবার তিনি শিরোনাম হলেন মেয়েদের বোটক্স ও কসমেটিক সার্জারি বিষয়ে মন্তব্য করে।
কয়েক দিন আগে বলিউড পাড়ায় শোরগোল পড়ে গিয়েছিল, আলিয়া ভাট কসমেটিক সার্জারি করে নিজের চেহারা পরিবর্তন করেছেন। এ কারণে চেহারার এক পাশ কিছুটা বেঁকেও গিয়েছিল তার। সম্প্রতি ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে কৃতির কাছে বোটক্স ও কসমেটিক সার্জারির বিষয়ে জানতে চাওয়া হলে সোজাসাপ্টা উত্তর দিলেন কৃতি শ্যানন।
তিনি জানান, ভালো দেখোনোর ক্রমাগত চাপ এবং সমালোচনা এড়াতে তিনি সচেতনভাবে এমন লোকদের সঙ্গে নিজেকে জড়ান না, যারা তাকে নিরাপত্তাহীনতায় ফেলে। তবে বোটক্স ও কসমেটিক সার্জারিকে কৃতি দোষের কিছু মনে করেন না।
তিনি বলেন, ‘বর্তমান সময়ে অনেকেই বোটক্স ট্রিটমেন্ট নিচ্ছে। আমি মনে করি, প্রত্যেকের নিজস্বতা রয়েছে। আপনি যদি মনে করেন, নিজের কিছু অংশ পরিবর্তন করবেন, আর তাতে আরও আত্মবিশ্বাসী হবেন, সেটা দোষের কিছু নয়। এটা আপনার সিদ্ধান্ত। আপনার জীবন, আপনার শরীর, আপনার মুখ। আপনার যা ইচ্ছে তাই করতে পারেন। এটার প্রতি কারও কোনো বিচার করা উচিত নয়।’
তবে অল্পবয়সী মেয়েদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে তুলে ধরে তিনি বলেন, ‘আমি চাই না অল্পবয়সী মেয়েরা সব সময় নিখুঁত না হওয়ার চাপ অনুভব করুক। কাউকে সব সময় নিখুঁত দেখায় না, আমাকেও সব সময় নিখুঁত দেখায় না।’
সার্জারির পথে হাঁটবেন কি না- এমন প্রশ্নের উত্তরে কৃতি বলেন, ‘এটি আমাকে সেই স্তরের অনিরাপত্তাবোধ করায় না যে আমি মনে করব আমার কিছু পরিবর্তন করা দরকার। আর কিছু পরিবর্তন করতে অনেক দেরি হয়ে গেছে। আমি এখানে ১০ বছর ধরে আছি।’
হাসান