
দীপ্ত টিভিতে এরই মধ্যে জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা অভিনীত দীর্ঘ চার বছর ধরে প্রচার হয়ে আসা সাজ্জাদ সুমন পরিচালিত ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’ এরই মধ্যে প্রচার শেষ হয়েছে।
প্রচার শেষ হয়ে গেলেও দর্শকের দীর্ঘদিনের এই ধারাবাহিক দেখার অভ্যাস থেকে বেরিয়ে আসতে যেন একটু সময় লাগছে। দর্শকও মাঝে মাঝে ভুলে যাচ্ছেন যে ‘মাশরাফি জুনিয়র’-এর প্রচার শেষ হয়ে গেছে। যে সময়টাতে দীপ্ত টিভির পর্দায় ‘মাশরাফি জুনিয়ার’ নাটকটি প্রচার হতো সেই সময়টাতে টিভি সেটের সামনে এখনো অনেক দর্শক ভুল করে রিমোট হাতে নিয়ে বসে যান, এমন খবরও অবগত হচ্ছে ‘মাশরাফি জুনিয়র’ টিম।
একটি নাটকের প্রতি দর্শকের কতটা ভালো লাগা কতটা আগ্রহ জন্মালে এমনটি হয়। ‘মাশরাফি জুনিয়র’ নাটকের গল্পে একটি অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা।
ছন্দা বলেন, “এটা কিন্তু কোনো কম কথা নয় যে টানা চারটি বছর ধরে এই ধারাবাহিকটিতে অভিনয় করছি আমরা। একে অপরের পরিবারের মতো হয়েই কাজ করেছি। এটা সত্যি যে এই ‘মাশরাফি জুনিয়র’ নাটকে অভিনয় করে আমি দর্শকের যে ভালোবাসা পেয়েছি, অভিনয়ের জন্য যে সাড়া পেয়েছি, সেটা আমার সারা জীবন মনে রাখারই মতো। আমি দর্শকের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন। দীর্ঘ এই সময়ে দর্শককে আমরা পাশে পেয়েছি, এটাই অনেক বড় পাওয়া। দর্শকের কাছে প্রত্যাশা থাকবে আগামীতেও যেন দর্শক আমাদের অভিনীত নতুন নাটকও যেন আগ্রহ নিয়ে উপভোগ করেন। কারণ আমরা দর্শকের জন্যই নাটকে অভিনয় করি, দর্শকের জন্যই একজন পরিচালক অক্লান্ত পরিশ্রম করেন। তাই দর্শকের কাছ থেকে ভালো মন্দ যাই হোক না কেন, সাড়া পেলে অনুপ্রাণিত হই আমরা।’
‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিকের গল্প ও চিত্রনাট্য আসফেদুল হকের। সংলাপ মারুফ ইমনের। ১২৩০ পর্বে ধারাবাহিকটির প্রচার শেষ হয়। এই সময়ে এত দীর্ঘ ধারাবাহিক প্রচার হওয়া বিরাট সফলতাও বটে। কারণ দর্শকের আগ্রহ থাকাটাই বড় বিষয়। দর্শকের আগ্রহ ছিল বলেই নাটকটি ১২৩০ পর্ব পর্যন্ত প্রচার হয়েছে। এদিকে ছন্দা নিয়মিত অন্যান্য নাটকেও অভিনয় করছেন।
হাসান