ঢাকা ৬ ফাল্গুন ১৪৩১, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
English
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১

সাইফ আলীর মেরুদণ্ডে গেঁথে থাকা ছুরির ছবি প্রকাশ, যা জানালেন চিকিৎসকরা

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১০:২১ এএম
সাইফ আলীর মেরুদণ্ডে গেঁথে থাকা ছুরির ছবি প্রকাশ, যা জানালেন চিকিৎসকরা
ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার পর তার মেরুদণ্ডে গেঁথে থাকা ছুরির ভাঙা অংশের ছবি প্রকাশ্যে আনা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এক দুস্কৃতি আচমকাই অভিনেতার বাড়িতে ঢুকে পড়ে। পরে হাতাহাতির সময় ৫৪ বছর বয়সী অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে সেই দুস্কৃতি। এ সময় শিরদাঁড়ায় আটকে ছুরি ভেঙে যায়। পরে অস্ত্রোপচার করে ছুরির ভাঙা অংশ বের করা হয়।

লীলাবতী হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ডা. নিরজ উত্তমণি জানান, এই ছুরিটি অভিনেতার পিঠে প্রায় দুই মিলিমিটার গেঁথে ছিল। এটা যে প্রাণঘাতী হতে পারতো সেটা বলার অপেক্ষা রাখে না।

গত বৃহস্পতিবার অভিনেতার মেরুদণ্ড থেকে ছুরি বের করতে এবং মেরুদণ্ডের ফুটো হওয়া তরল মেরামত করতে হাসপাতালের চিকিৎসকরা সাড়ে পাঁচ ঘণ্টা অস্ত্রোপচার করেন।

ডা. উত্তমণি বলেন, ‘ভোর ৫টায় অস্ত্রোপচার শুরু হয়ে সকাল সাড়ে ১০টায় শেষ হয়। রাত ২টা নাগাদ তার ওপর হামলা হয়েছিল।’

সাইফের শরীরে ছয়টি ছুরিকাঘাতের ক্ষত ছিল। এর মধ্যে দুটি গভীর, দুটি মাঝারি এবং দুটি অল্প ছিল। তার বাম হাত ও ঘাড়ের দুটি গভীর ক্ষত প্লাস্টিক সার্জারি টিম মেরামত করেছে। সব মিলিয়ে ২০টি সেলাই দিতে হয়েছে অভিনেতার শরীরে।

তিনি বলেন, ‘সাইফ আলি খানকে হাসপাতালে আনার পর আমিই তাকে দেখেছিলাম। উনি রক্তাক্ত অবস্থায় ছিলেন। সারা গায়ে রক্ত লেগে ছিল। কিন্তু তাও উনি ছেলে তৈমুরের হাত ধরে সিংহের মতো ঢুকেছিলেন। ছবিতে হিরোগিরি করা একরকম। কিন্তু ঘরে কেউ আপনার ওপর আক্রমণ করেছে আর সেখান থেকে এভাবে বেরিয়ে আসা মুখের কথা নয়।’

সবশেষ চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেতা এখন অনেকটাই সুস্থ। তবে ভয়ের কারণও আছে।

তাদের কথায়, ‘উনি এখন ভালো আছেন। তার সব প্যারামিটার ঠিক আছে। তাকে আইসিইউ থেকে স্পেশাল রুমে শিফট করা হয়েছে। তার সঙ্গে তেমন ভাবে কাউকে আমরা দেখা করতে দিচ্ছি না। আজ তাকে হাঁটিয়েছি। তার হাঁটতে কোনো অসুবিধা হয়নি। তেমন ব্যথা বা অন্য কোনো উপসর্গ নেই। তবে আমরা তাকে বলেছি যে অন্তত কিছুদিনের জন্য যেন তিনি বিশ্রাম নেন, বিশেষ করে পিঠের ক্ষতের জন্য। নইলে ইনফেকশন হতে পারে। এছাড়া তাকে অন্তত এক সপ্তাহ বেশি নড়াচড়া করাও নিষেধ করা হয়েছে। কারণ ওঁর মেরুদণ্ডে আঘাতে ফলে ফ্লুইড বেরিয়ে আসছিল। তা যাতে আবার না হয় তাই বেশি নড়াচড়া করতে নিষেধ করা হয়েছে।’ সূত্র: হিন্দুস্তান টাইমস

অমিয়/

শিশুদের পরিবেশনায় নাটক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০০ এএম
শিশুদের পরিবেশনায় নাটক
ছবি সংগৃহীত

আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে সন্ধ্যা সাড়ে ৬টায় শিশু প্রতিষ্ঠান ফুলকির শিশুদের পরিবেশনায় ‘পোচতা (ডাকঘর)’ নাটকের দুটি মঞ্চায়ন হবে। রবীন্দ্রনাথের ‘ডাকঘর’ নাটকের অনুবাদ উইলিয়াম রাদিচের লেখা ‘দ্য পোস্ট অফিস’ বইয়ের ভূমিকা অবলম্বনে গবেষণা, দৃশ্যভাবনা ও পাণ্ডুলিপি নির্মাণ করেছে ফুলকির শিশুরাই। সম্পাদনা ও নির্দেশনায় মুবিদুর রহমান সুজাত। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফুলকির বিভিন্ন প্রকল্পের শিশুরা। রয়েছে বড়দের চরিত্রও। 

মঞ্চে অভিনয় করবেন- স্বপ্নময় মোহর, ঋদ্ধিমান রোদ্দুর, অরিত্র বড়ুয়া, সারাহ, শেখ রেহেনুমা মাহনূর, দেবর্ষী দীপ্র, রোহান রাজ, আযরা দীপান্বিতা তিতলী, দেবস্মিতা দাশ, রুযাইনা ওয়াফিয়া, জুবিয়া রহমান, রেহনুমা তাসনীম, সুরঞ্জনা তলাপাত্র, প্রজ্ঞা প্রিয়া হালদার, নয়নিকা নাথ, শ্রীজা মজুমদার, দীপ্র ওঙ্কার সোফি, শ্রেয়সী বড়ুয়া, সুহিতা দে, শারদ প্রত্যুষ বল, জয়ন্ত ঘোষ শশী, স্বস্তিক দাস, অনিরুদ্ধ পাল, জারিন আনজুম, অরিত্র ঘোষ, অনুপ্রিয় বড়ুয়া, আদিত্য বড়ুয়া প্রমুখ।

ডাক্তার ইয়ানুশ কোরচেক। পোল্যান্ডের শিশু বিশেষজ্ঞ। শিশুদের ‘বুড়ো ডাক্তার’, ‘পেন ডক্তার’। প্রায় দুই শ এতিম শিশুকে নিয়ে তার অনাথ আশ্রম ও তার সংসার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতায় তাদের ধরে আনা হয় ওয়ারশ ঘেটোর এক পরিত্যক্ত দালানে। নানা সীমাবদ্ধতার মধ্যেও কোরচেক শিশুদের মানস বিকাশে নানা কার্যক্রম চালু রাখেন। একবার স্বপ্নে দেখেন রবীন্দ্রনাথ তাকে ডাকঘর বইটা দিয়েছেন শিশুদের নিয়ে নাটকটি মঞ্চায়নের উদ্দেশ্যে। নাটকে অসীমের পানে যাত্রার দর্শনের সঙ্গে মিলে যায় বুড়ো ডাক্তারের শিশুদের নিশ্চিত গন্তব্য। ১৯৪২-এ ওয়ারশ ঘেটোতে সেই শিশুদের নিয়ে মঞ্চায়িত হয় নাটক ‘ডাকঘর’। নাটক মঞ্চায়নের আড়াই সপ্তাহ পর কোরচেকসহ শিশুদের নিয়ে যাওয়া হয় কুখ্যাত ত্রেবলিংকা কারাগারে। এরপর এ পৃথিবীতে শিশুগুলোর আর দেখা মেলেনি কোথাও, কোনোদিন। এমনই সত্য ঘটনা নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। 

/ তাসনিম তাজিন

তিশার বসন্তবৌরি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম
তিশার বসন্তবৌরি
তানজিন তিশা। ছবি: সংগৃহীত

তানজিন তিশা অভিনীত নতুন নাটক ‘বসন্তবৌরি’। এতে তিশা অভিনয় করেছেন শিমু চরিত্রে। আর তিশার বিপরীতে শিমুল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। জাহান সুলতানার গল্পে নাটকটি নির্মাণ করেছেন মিশুক মিঠু। গতকাল মঙ্গলবার কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নাটকটি।

নাটকের গল্পে দেখা যাবে, নতুন ভাড়াটিয়া এসেছে পলাশদের পাশের বাসায়। তাদের একটি মেয়ে অ্যাডমিশন টেস্ট দেবে, নাম শিমু। সে একটা মোরগ পালে, সেটার নাম দিয়েছে আইনস্টাইন। সকালবেলা পলাশের ঘুম ভাঙে শিমুর চিৎকার করে তাপ গতিবিদ্যার সূত্র মুখস্থ করার শব্দ শুনে।

পলাশ কানে বালিশচাপা দিয়েও কূল পায় না। পলাশের সামনে অ্যাডমিশন টেস্ট, সে কিছুই পড়ে না। তখন পলাশ বলে, এই মেয়ে পড়াশোনা করে না, ষাঁড়ের মতো চেঁচায়। এরপর দুজনের পরিচয় হয় আর তাদের মধ্যে ঘটতে থাকে অদ্ভুত সব কাণ্ড। ‘বসন্তবৌরি’ নাটকে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, মিলি বাশার প্রমুখ।

কলি

 

বাংলাদেশে আসছেন জুনুন ব্যান্ডের আলী আজমত

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৫ পিএম
বাংলাদেশে আসছেন জুনুন ব্যান্ডের আলী আজমত
পাকিস্তানি ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমত। ছবি: সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের পরিবেশনা। গত বছরের শেষ দিকে বাংলাদেশে পারফর্ম করে গেছেন সংগীতশিল্পী আতিফ আসলাম, আব্দুল হান্নান, রাহাত ফতেহ আলী খান এবং ব্যান্ড জাল। এবার বাংলাদেশের শ্রোতাদের গান শোনাতে আসছেন পাকিস্তানি ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমত। আগামী ২ মে রাজধানীর ইউনাইটেড কনভেনশনে আয়োজিত এক কনসার্টে গাইবেন তিনি।

১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’সহ মোট নয়টি অ্যালবাম প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। আজাদি অ্যালবামের ‘সাইওনি’ গানটি বিশ্বব্যাপী আলোড়ন তোলে। শুরু থেকেই জুনুনের সঙ্গে আছেন আলী আজমত।

ব্যান্ডের পাশাপাশি তিনি এককভাবে গেয়েছেন বলিউডেও। প্রথম গান ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘পাপ’ সিনেমার ‘গরজ বরাজ’। এরপর ২০১২ সালে ‘জিসম টু’ সিনেমার ‘মওলা’ ও ‘ইয়ে জিসম হ্যায় তেরা’ দুটি গানে কণ্ঠ দেন আলী আজমত। গানের বাইরে অভিনয়েও দেখা গেছে তাকে। সবশেষ তাকে দেখা গেছে পাকিস্তানের আলোচিত ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ সিনেমায়।

এর আগে জুনুন ব্যান্ডের সঙ্গে দুবার বাংলাদেশে এলেও এবারই প্রথম একক কনসার্ট করতে আসছেন আলী আজমত। ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট আয়োজন করবে অ্যাসেন বাজ। সম্প্রতি ফেসবুক পেজে কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ২ মে বিকেল ৪টায় শুরু হবে কনসার্ট। তবে আলী আজমতের সঙ্গে দেশের কেউ গাইবে কি না এবং এই কনসার্ট দেখতে কত খরচ করতে হবে, তা জানায়নি অ্যাসেন বাজ। কনসার্টের বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 কলি

‘আই কিংস’ নিয়ে ব্যস্ত তারা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম
‘আই কিংস’ নিয়ে ব্যস্ত তারা
‘আই কিংস’ ব্যান্ডের সদস্যরা । ছবি: সংগৃহীত

এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আজ থেকে এক দশকেরও বেশি সময় আগে ইমরান, জনি, জিতু, মিঠু ও কাইয়ূম- এই পাঁচজন মিলে ব্যান্ড দল ‘আই কিংস’ গঠন করেছিলেন। এরপর থেকে যখন যেখানে ইমরান স্টেজ শোতে পারফর্ম করতে গেছেন নিজের দলকে সঙ্গে নিয়েই পারফর্ম করেছেন এবং দেশ-বিদেশের সংগীতপিপাসুদের গানে গানে মুগ্ধ করেছেন।

আই কিংস প্রথম স্টেজ শো করেছিল মালয়েশিয়ায়। পরে জাপান, আমেরিকা, লন্ডন, ভারত, কানাডা, অস্টেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া, বাহরাইন, থাইল্যান্ডসহ বহু দেশে শো করেছে আই কিংস। দেশের মধ্যে প্রায় ৫০টি জেলায় শো করেছে আই কিংস। গতকালও ঢাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারফর্ম করে আই কিংস।

আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা ও ঢাকার আশপাশের জেলাগুলোয় স্টেজ শোতে ব্যস্ত থাকবে আই কিংস। দলের ড্রামার সজল কুমার সাহা মিঠু জানান, চলতি বছর তাদের দলে লিড গিটারিস্ট হিসেবে মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) যোগ দিয়েছেন। এর আগে এই স্থানে ছিলেন জিতু। দলে ভোকালিস্ট হিসেবে আছেন মো. মাহমুদুল হক ইমরান (ইমরান মাহমুদুল), বেজ গিটারে আছেন জাহাঙ্গীর আলম জনি, ড্রামসে আছেন সজল কুমার সাহা মিঠু, কি-বোর্ডে আছেন মো. কাইয়ূম খান ও লিড গিটারে আছেন মো. শাহরিয়ার সাঈদ শুভ্র।

আই কিংসের এই সেটআপ আগামী ঈদে অর্থাৎ আগামী ৩১ মার্চ কাতারে, ১৯ এপ্রিল মালয়েশিয়া, ২৭ এপ্রিল সিঙ্গাপুর, ১ ও ৮ মে সৌদি আরবে স্টেজ শোতে পারফর্ম করবে। এ ছাড়া ইউরোপ-আমেরিকায় স্টেজ শোতে পারফর্ম করা নিয়ে আলাপ চলছে। আই কিংসের ভোকালিস্ট ইমরান বলেন, ‘জিতু ভাই আমেরিকা চলে যাওয়ার কারণে তার স্থলাভিষিক্ত হলেন শুভ্র। তা না হলে আমাদের দল যা ছিল ঠিক তাই থাকত। তার পরও আই কিংস নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে এ বছর থেকে। আগামী ঈদ থেকে আই কিংস দেশের বাইরে স্টেজ শোতে পারফর্ম শুরু করবে।

 কলি

বুবলীকে বই উৎসর্গ করলেন শিমুল খান

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৮ পিএম
বুবলীকে বই উৎসর্গ করলেন শিমুল খান
চিত্রনায়িকা শবনম বুবলী ও অভিনেতা শিমুল খান। ছবি: সংগৃহীত

অভিনেতা, লেখক ও কবি শিমুল খান তার দ্বিতীয় বই ‘চল্লিশ হাওয়া (Forty Winds)’ সহকর্মী চিত্রনায়িকা শবনম বুবলীকে উৎসর্গ করেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পরীবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বইটির মোড়ক উন্মোচন করেন শবনম বুবলী। বইটির মোড়ক উন্মোচনের পরেই বুবলী জানতে পারেন বইটি তাকে উৎসগ করা হয়েছে।

বইটি হাতে নিয়ে বুবলী সাংবাদিকদের সামনে নিজের মুগ্ধতা প্রকাশ করেন। শিমুল খান বলেন, ‘আদর্শ সহকর্মী ও মানুষ হিসেবে বুবলী অতুলনীয়। তার প্রতিটি পদক্ষেপে চলচ্চিত্র শিল্পের প্রোডাকশন বয় থেকে শুরু করে পরিচালক, প্রযোজক পর্যন্ত সবাই মুগ্ধ হয়েছে। তার পথচলাকে অনুপ্রাণিত করতে আমি আমার দ্বিতীয় বইটি তাকে উৎসর্গ করেছি।’

ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান পোস্টার ডিজাইনার সাজ্জাদুল ইসলাম সায়েমের ডিজাইন করা প্রচ্ছদযুক্ত ‘চল্লিশ হাওয়া’ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রকাশিত হয়েছে। বইটি সপ্তর্ষি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, যার মূল্য ২০০ টাকা। এটি বইমেলার ৪২৬/৪২৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।