
গত শুক্রবার ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্ত্রি কাজাগাম এর উদ্যোগে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিজয় সাদা পোশাক ও টুপি পরিধান করে উপস্থিত হন এবং মোনাজাত ও নামাজে অংশ নেন। এ ঘটনায় কিছুদিন যাবৎ চলছিলো আলোচনা-সমালোচনা তবে এবার ইফতারে যোগ দেওয়াকে কেন্দ্র করে থানায় অভিযোগ করা হয়েছে বিজয়ের নামে।
তামিলনাড়ুর সুন্নাত এ জামাত নামে একটি সংগঠন নায়কের এ কর্মকান্ডে মুসলিম সম্প্রদায়কে অপমান করা হয়েছে বলে থানায় অভিযোগ করেছেন।
তাদের দাবি, অনুষ্ঠানে ইফতারের মতো ধর্মীয় এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত নয় (বিশেষ করে উচ্ছৃঙ্খল ও মাতাল) এমন অনেককেই অংশগ্রহণ করেছেন। এ ছাড়া ইফতার সমাবেশে এমন বক্তব্য দেওয়া হয়েছিল যা মুসলমানদের প্রতি অবমাননাকর এবং আপত্তিকর।
ইতোমধ্যে এই অভিযোগ নিয়ে চেন্নাই থানায় অভিযোগ করেছে সুন্নাত এ জামাত সংগঠনটি।
অভিযোগে বলা হয়েছে, প্রচারের উদ্দেশ্যে ইচ্ছাকৃত সংগঠিত এমন অনুষ্ঠান নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ওপর আঘাত আনে। এ ঘটনায় বিজয়কে দুঃখ প্রকাশ করার পাশাপাশি ক্ষমা চাইতে বলা হয়েছে।
এই অভিযোগ পর্যালোচনার ভিত্তিতে তদন্ত করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
মেহেদী/