ঢাকা ২৬ আষাঢ় ১৪৩২, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
English
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

চিত্রনায়ক কায়েস আরজুর জন্মদিন আজ

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১২:০৫ এএম
চিত্রনায়ক কায়েস আরজুর জন্মদিন আজ
চিত্রনায়ক কায়েস আরজু।ছবি: সংগৃহীত।

চিত্রনায়ক কায়েস আরজু নায়ক সালমান শাহ’র প্রতি পরম ভালোলাগা থেকে নায়ক হওয়ার স্বপ্নের বিভোর ছিলেন। একসময় প্রয়াত বরেণ্য পরিচালক হাসিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে নিজের স্বপ্ন পূরণ করেন। এতে তার বিপরীতে ছিলেন আয়েশা সালমা মুক্তি। দুজনের অনবদ্য অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছিলেন। এই সিনেমায় এসআই টুটুলের গাওয়া ‘হও যদি তুমি নীল আকাশ’ গানটি এখনো দর্শকের ভীষণ প্রিয়। সিনেমার এই একটি গানই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলো। 

এরপর কায়েস আরজুকে আরো বেশকিছু সিনেমাতে অভিনয়ে দেখা যায়। যারমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে মোহাম্মদ হোসেন জেমীর ‘বাজাও বিয়ের বাজনা’, শামীমুল ইসলাম শামীমের ‘আমার প্রেম আমার প্রিয়া’, একে এম ফিরোজ বাবুর ‘প্রেম বিষাদ’, আবুল খায়ের বুলবুলের ‘অবুঝ প্রেম’, সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, দেলোয়ার জাহার ঝন্টুর ‘হেডমাস্টার’সহ আরো বেশকিছু সিনেমা। এরইমধ্যে তিনি কামরুজ্জামানের (তাজু কামরুলের কামরুল) পরিচালনায় ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাতেও অভিনয় করছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

 
এদিকে আজ আরজুর জন্মদিন। গতকালই তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। মায়ের সঙ্গেই এবার জন্মদিনের সময়টুকু কাটাবেন বলে জানালেন তিনি। আরজু বলেন,‘ এখন পর্যন্ত যতোগুলো সিনেমাতে অভিনয় করেছি আমি, বলা যায় বেশিরভাগ সিনেমার জন্যই আমি দর্শকের কাছ থেকে বেশ সাড়া পেয়েছি।

হোক সেটা প্রথম সিনেমা কিংবা পরবর্তীতে পরীমণি’সহ আরো অন্যান্যদের সঙ্গে সিনেমাগুলো। আমি মনেপ্রাণে একজন সিনেমাপ্রেমী। সিনেমার বাইরে মাঝে মাঝে বিশেষ অনুরোধে বেশকিছু ভালো ভালো গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছি। সেগুলোর জন্য অভূতপূর্ব সাড়া পেয়েছি। আজ আমার জন্মদিন। সবার কাছে জন্মদিনে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং আগামীতে যেন আরো ভালো ভালো গল্পের সিনেমাতে কাজ করতে পারি।’ 

২০২২ সালে মনির খানের ‘মা জননী’ গানের মিউজিক ভিডিওতে দিলারা জামানের ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন আরজু। এছাড়াও অর্ধযুগ আগে রূপসার ‘মায়া বাড়াইছে’ গানেও মডেল হিসেবে কাজ করে প্রশংসিত হয়েছিলেন আরজু।  

/ফারজানা ফাহমি

‘বর্ষা বিহনে’ নাটকে সজল ও সুষমা

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৭:৩০ পিএম
‘বর্ষা বিহনে’ নাটকে সজল ও সুষমা
ছবি: সংগৃহীত

আসছে হৃদয়স্পর্শী প্রেমের গল্প নিয়ে নাটক ‘বর্ষা বিহনে’। রেজাউর রহমান রিজভীর রচনা ও ওয়ালিদ আহমেদের পরিচালনায় নির্মিত এই নাটকটি প্রচারিত হবে এশিয়ান টিভিতে ১১ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এছাড়া প্রচারের পরপরই সাদামাটা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলেও নাটকটি মুক্তি দেয়া হবে।

নাটকটিতে অভিনয় করেছেন সজল নূর, সালহা খানম নাদিয়া, সুষমা সরকার, তুর্জা নীল, আফরোজা মোমেন, খালেদা বেলা, নিয়ামুল মুক্তা ও আনিতা আকিল। 

আর এন এন প্রডাকশন নিবেদিত নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা মোমেন। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন সায়েরা সান-উম নুসাকা। আবহ সংগীত ওয়ালিদ আহমেদ, চিত্রগ্রহণে হাসান জুয়েল, কালার ও এডিটিং করেছেন যথাক্রমে আশিকুজ্জামান অপু ও সজিবুজ্জামান দীপু। ভিএফএক্স ও পোস্ট-প্রোডাকশনে কাজ করেছেন নীল। 

সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘বর্ষা বিহনে’ নাটকের গল্প আবর্তিত হয়েছে সম্পর্ক, ভালোবাসা ও জীবনের জটিলতা ঘিরে। দর্শকদের আবেগ ছুঁয়ে যাওয়ার মতো একটি পরিপূর্ণ পারিবারিক নাটক এটি। 

/এমএস  

‘ওয়ার ২’-এর জন্য তর সইছে না কিয়ারার

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৬:৩০ পিএম
‘ওয়ার ২’-এর জন্য তর সইছে না কিয়ারার
কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় ‘ওয়ার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘ওয়ার ২’-এর শুটিং সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশন, কিয়ারা আদভানি এবং জুনিয়র এনটিআর। ইতোমধ্যে প্রকাশিত সিনেমার টিজার ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক আগ্রহের তৈরি করেছে। শুটিং সম্পন্ন হতে না হতেই ছবির অভিনয়শিল্পীরাও সামাজিক মাধ্যমে নিজেদের আবেগঘন বার্তা শেয়ার করছেন। 

‘ওয়ার ২’-এর শুটিং সম্পন্নের খবর নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশ করে হৃতিক রোশন লেখেন, ‘‘পুরোপুরিভাবে ‘ওয়ার ২’-এর জন্য ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ায় মিশ্র আবেগ অনুভব করছি। ১৪৯ দিনের নিরলস তাড়া, অ্যাকশন, নাচ, রক্ত, ঘাম, আঘাত... এবং সব কিছুই ছিল মূল্যবান! অয়ন স্যার, আপনার সঙ্গে কাজ করা এবং একসঙ্গে এত বিশেষ কিছু তৈরি করা আমার জন্য সম্মানের বিষয়। কিয়ারা আদভানি, তোমার অনবদ্য কাজটি বিশ্বকে দেখানোর জন্য আমি উত্তেজিত। তোমার সঙ্গে স্ক্রিন শেয়ার করে তোমাকে দুর্দান্ত বলেই মনে হয়েছে।

আদি ও অয়নের অসাধারণ সিনেমাটিক দৃষ্টিভঙ্গি দর্শকদের সামনে আসার অপেক্ষায় আছি আমি। সব অভিনয়শিল্পী ও ক্রুকে ধন্যবাদ জানাই। পরিশেষে বলতে চাই, কবীর চরিত্রকে বিদায় জানানো আমাকে সব সময়ই তিক্ত-মিষ্টি অনুভূতি দেয়।’’ 

এই আবেগঘন বার্তার জবাবে কিয়ারা আদভানি নিজের এক্স-এ লিখেছেন, “আমার অনুভূতিও ঠিক তোমার মতোই হৃতিক। তোমার সঙ্গে স্ক্রিন শেয়ার করা একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা। আদি স্যার এবং অয়ন কীভাবে আমাদের অবিশ্বাস্য ‘ওয়ার ২’ টিমকে জীবন্ত করে তুলেছে, তা বিশ্ববাসীকে দেখানোর জন্য তর সইছে না আমার।’’ 

তারকাদের এভাবে প্রতিক্রিয়া দেখানোর পর ভক্তরাও কিয়ারাকে নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। উল্লেখ্য, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’ ছিল সে বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমা। ছবিতে থাকা হৃতিক রোশনের ‘মেজর কবীর’ চরিত্রটি সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছিল। বহুল প্রতীক্ষিত ‘ওয়ার ২’-তেও এই একই চরিত্রে ফিরছেন হৃতিক।

জানা গেছে, এই দ্বিতীয় পর্বে গল্প আরও ভয়ংকর, গাঢ় এবং বিস্তৃত আকারে উপস্থাপন করা হবে। ছবিটির নির্মাতা অয়ন মুখার্জি এবং প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস। চলতি বছরের ১৪ আগস্ট সিনেমাটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ ও আইম্যাক্সে মুক্তি দেওয়ার কথা রয়েছে। 

/এমএস  

ফরিদা পারভীনের চিকিৎসায় রাষ্ট্রীয় সহযোগিতায় মেডিকেল বোর্ড গঠন

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৭:০০ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৭:০৫ পিএম
ফরিদা পারভীনের চিকিৎসায় রাষ্ট্রীয় সহযোগিতায় মেডিকেল বোর্ড গঠন
ফরিদা পারভীন। ছবি: সংগৃহীত

লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন। কিছুদিন ধরেই রাজধানীর একটি মেডিকেল কালেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন একুশে পদকপ্রাপ্ত এই নন্দিত শিল্পী। এই শিল্পীকে বাঁচাতে হলে প্রয়োজন উন্নত চিকিৎসা। আর এই উন্নত চিকিৎসার জন্য আর্থিক নয় বরং রাষ্ট্রীয় সহযোগিতায় চিকিৎসা যাতে হয়, সেটাই চেয়েছিলেন এই শিল্পীর স্বামী একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি বংশীবাদক গাজী আবদুল হাকিম।

অবেশেষে রাষ্ট্র এগিয়ে এল ফরিদা পারভীনের পাশে। রাষ্ট্রীয় সহযোগিতায় এই শিল্পীর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য গত বুধবার এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ইউনিভার্সেল হাসপাতালে বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন ফরিদা পারভীনের স্বামী গাজী আবদুল হাকিম। বোর্ডের সভায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের শীর্ষস্থানীয় চিকিৎসকরা উপস্থিত ছিলেন। 

বোর্ডসভা শেষে চিকিৎসকরা বলেন, ‘ফরিদা পারভীনের বিষয়ে আমরা আশাবাদী। শিল্পীর শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে। তবে তার শরীরে কিছু ইনফেকশন আছে, আমরা তা দূর করার চেষ্টা করছি। তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।’ 

গাজী আবদুল হাকিম বলেন, ‘বুধবার ফরিদা পারভীনকে হাসপাতালে দেখতে আসেন বিএনপি মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংস্কৃতিসচিবসহ আরও অনেকেই। এ সময় তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলেন। সংস্কৃতসচিব স্বাস্থ্যসচিবের সঙ্গে কথা বলেন বিষয়টি নিয়ে। স্বাস্থ্যসচিব সঙ্গে সঙ্গেই মেডিকেল বোর্ড গঠনের কথা জানান। যা-ই হোক ফরিদার চিকিৎসায় রাষ্ট্র এগিয়ে আসার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।’

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘আগের চেয়ে ফরিদার শারীরিক অবস্থা কিছুটা ভালো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এখনই দেশের বাইরে নেওয়া সম্ভব নয়। শারীরিক অবস্থা আরেকটু ভালো হলে দেশের বাইরে নেওয়া হবে। সবাই ফরিদার জন্য দোয়া করবেন।’ 

উল্লেখ্য, সংগীতশিল্পী ফরিদা পারভীন গত কয়েক বছর ধরে কিডনির রোগ, শ্বাসকষ্টজনিত রোগসহ নানা জটিলতায় ভুগছেন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে গত ৫ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই আইসিইউতে চিকিৎসাধীন আছেন একুশে পদকপ্রাপ্ত এই সংগীতশিল্পী। 

/এমএস  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘রবীন্দ্র-নজরুলের গানে বর্ষা’ অনুষ্ঠিত

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৭:৩০ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘রবীন্দ্র-নজরুলের গানে বর্ষা’ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই দ্বিতীয়বারের মতো রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী ড. অণিমা রায়। তিনি এ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক। সংগীত বিভাগের দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের মধ্যেও যেন এক অন্যরকম উচ্ছ্বাস বইছে। কারণ তাদের বিশ্বাস, তাদের বিভাগের চেয়ারম্যান হিসেবে আবারও ড. অণিমা রায় যোগদানের পর বিভাগের একাডেমিক কার্যক্রম যথাযথ পরিচালনার পাশাপাশি আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রমও বাড়বে। 

সেই ধারাবাহিকতায় ড. অণিমা রায়ের উদ্যোগে আজ ১০ জুলাই বৃহস্পতিবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে ‘রবীন্দ্র-নজরুল গানে বর্ষা’ শিরোনামের অনুষ্ঠান সম্পন্ন হয়। যাতে অণিমার সার্বিক তত্ত্বাবধানে রবীন্দ্র-নজরুলে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন বিভাগের শিল্পীসহ আমন্ত্রিত অতিথি শিল্পীরা। 

বর্ষাকে ঘিরে এ আয়োজনে নজরুলের কবিতা আবৃত্তি করেন প্রান্ত, রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন নন্দিতা। এককভাবে নজরুল সংগীত পরিবেশন করেন স্বর্ণা তালুকদার, শিক্ষক আশা সরকার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলিফ লায়লা (সেরাকণ্ঠখ্যাত সংগীতশিল্পী)। এ ছাড়া দুটি সমবেত নজরুল সংগীত ও দ্বৈত নৃত্য পরিবেশন করা হয়।

এককভাবে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন তূর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান তুহিন। এ ছাড়া সমবেত রবীন্দ্রসংগীত, শাস্ত্রী রবীন্দ্র ও নজরুল সংগীতও পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় সংগীত পরিবেশন করেন শিল্পীরা।

‘রবীন্দ্র-নজরুল গানে বর্ষা’র আয়োজনে উপলক্ষে এ আয়োজনের প্রধান উদ্যোক্তা ড. অণিমা রায় বলেন, ‘সত্যি বলতে কী- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছাড়া আমাদের অস্তিত্ব তো আমরা কল্পনা করতে পারি না। বাংলা সংস্কৃতি, বাংলার ঋতু, বাংলার গান, বাংলার প্রকৃতি সবকিছু আজও তারা প্রাসঙ্গিক করে রেখেছেন।

শহরের যে প্রলোভন, চাকচিক্যের প্রতিনিয়ত যে প্রাধান্য এবং প্রতিনিয়ত আমাদের মনোযোগ, মনোনিবেশ, ভালোবাসা সৌন্দর্যের প্রতি, সবুজের প্রতি হারিয়ে যন্ত্রের প্রতি ভালোবাসায় লিপ্ত হচ্ছি। সে কারণে বারবার রবীন্দ্র-নজরুলের গানের প্রতি, কবিতার প্রতি ফিরে যেতে হবেই। বিশেষ করে আমাদের ছেলেমেয়েদের (শিক্ষার্থীদের) আরও আবেগী করে তুলে নিজের প্রতি, নিজের দেশের প্রতি, নিজের দেশের সংস্কৃতির প্রতি যেন আরও মনোযোগী হয়ে ওঠে সে কারণেই মূলত এই দুই কবির কবিতা গানে বর্ষার আয়োজন।

তারা যেন ভীষণভাবে উপলব্ধি করে, নতুন করে নিজেদের জাগ্রত করতে পারে। ধন্যবাদ আমার বিভাগের সব শিক্ষক ও শিক্ষার্থীদের। আমরা ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করব।’

এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম জলি, সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ঝুমুর আহমেদ, সহকারী অধ্যাপক আলী এফ এম রেজওয়ান, সহকারী অধ্যাপক মৃদুলা সমদ্দার, সহকারী অধ্যাপক নূসরাত জাহান প্রভা, সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান। 

/এমএস  

তারকাবহুল ছবিতে সিমোন অ্যাশলে

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৩:০০ পিএম
তারকাবহুল ছবিতে সিমোন অ্যাশলে
সিমোন অ্যাশলে। ছবি: সংগৃহীত

জনপ্রিয় হলিউড সিনেমা ‘দ্য ডেভিল ওয়েয়ার্স প্রাডা’। ২০০৬ সালে মুক্তি পাওয়া তারকাবহুল এই সিনেমাটির এবার সিকুয়েল আসতে চলেছে। যেখানে প্রথম ছবির অভিনয়শিল্পীদের সঙ্গে নতুন করে যোগ দিতে যাচ্ছেন ‘ব্রিজটার্ন’খ্যাত অভিনেত্রী সিমোন অ্যাশলে। ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, ছবিতে আরও অভিনয় করছেন মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে, এমিলি ব্লান্ট, স্ট্যানলি টুচি ও কেনেথ ব্রানাঘের মতো তারকারা। 

প্রায় দুই দশক আগে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। বিশ্বব্যাপী মোট ৩২৬ মিলিয়ন ডলারের বেশি আয় করেছিল এটি। পাশাপাশি অস্কার আসরে দুটি মনোনয়নও পেয়েছিল। এর দ্বিতীয় কিস্তিতেও পরিচালনায় থাকছেন প্রথম ছবির নির্মাতা ডেভিড ফ্রাঙ্কেল এবং চিত্রনাট্যকার অ্যালাইন ব্রশ ম্যাককেনা। সিনেমার শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে। 

প্রসঙ্গত, দ্বিতীয় কিস্তিতে ‘মিরান্ডা প্রিস্টলি’ চরিত্রে মেরিল স্ট্রিপ এবং ‘এমিলি চার্লটন’ চরিত্রে এমিলি ব্লান্টকে দেখা যাবে। ছবির কাহিনিতে দুজনকে বিজ্ঞাপন ব্যবসা দখলের লড়াইয়ে মুখোমুখি হতে দেখা যাবে। 

উল্লেখ্য, সিমোন অ্যাশলে এর আগে ‘ব্রিজার্টন’-এ কেট শর্মা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন। এ ছাড়াও ‘দ্য লিটল মারমেইড’ ও ‘সেক্স এডুকেশন’-এর মতো দর্শকপ্রিয় সিরিজেও অভিনয় করেছেন তিনি। 

আসন্ন ‘দ্য ডেভিল ওয়েয়ার্স প্রাডা ২’ ছবির অভিনেতাদের তালিকায় আরও রয়েছেন লুসি লিউ, পলিন চালামেট, বি জে নোভাক, জাস্টিন থেরক্স, কনরাড রিকামোরা, হেলেন জে শেন, ক্যালেব হিয়ারন, ট্রেসি থমস এবং টিবর ফেল্ডম্যান। ছবিটি ২০২৬ সালের ১ মে মুক্তি দেওয়া হবে। 

/এমএস